নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ রামপালঃ আসেন কিছু লজিক ছাড়া কথা বার্তা কই !! :D :D

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯

আমি নিজে সব সময় মন দিয়ে পরিচালিত একজন মানুষ । কোন একটা কাজ করার আগে মাথা থেকে বেশি মন দ্বারা প্রভাবিত হই । মন সাই দিলেই কেবল কাজ করি ! আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশীই আমার মত মন দিয়েই ভাবে ।

যদি মন না দিয়ে ভেবে লজিক দিয়ে চিন্তা করতো তাহলে হয়তো আজকে আমরা স্বাধীনই হতে পারতাম না । একটা সুসজ্জিত আর্মির বিরুদ্ধে কোন লজিকে বলুন যুদ্ধে নামবে ? কিন্তু মানুষ নেমেছ । লজিক কাজ না করলেও মনের জোরে তারা যুদ্ধ করেছে । জয়ীও হয়েছে !



যাক ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি । লিখতে বসেছি রামপাল নিয়ে ঐ দিকেই বরং না যাই । এ কয়দিন রামপাল নিয়ে অনেক যুক্তিতর্কই দেখলাম, করলাম । আসুন আজকে কিছু লজিক বিহীন কথা বার্তা বলা যাক । সময় থাকলে পড়ে যান । আগেই বলে নেই লজিক বিহীন কথা বার্তা ! সুতরাং সাবধান !

লজিক বিহীন কথা বার্তা শুরু করার আগে একটা ভিন্ন প্রসঙ্গের কথা বলি ! এটাও অবশ্য লজিক বিহীন কথা !



আমাদের বাথরুম চাপলে স্বাধারনত আমরা কোন কথা না ভেবে বাথরুমের দিকে দৌড় দেই ! স্বাভাবিক এবং সাধারন মানুষ এই কাজটা করে ! কিন্তু আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা বাধরুম চাপলেই বাধরুমের দিকে না গিয়ে তার বদনা হাতে নেতার বাড়ির দিকে দৌড়ে যায় ! বাধরুম চেপে নেতার কাছে জিজ্ঞেস করে নেতা আমার তো বাধরুম চেপেছে আমার এখন কি করা উচিৎ ?

নেতা যদি বলে যাও বাধরুমে যাও তবে বাথরুমে যাবে এবং নেতা যদি বলে যে বাধরুমে যাওয়ার দরকার নাই তাইলে সেই পাবলিক বাধরুমে তো যাবেই না বরং অন্য মানুষদের কেউ এই টা যুক্তি দেখাবে যে বাথরুম চাপলে আসলে বাথরুমে যাওয়া ঠিক না !



কেন বললাম এই পাবলিকের কথা ? কারন আছে পড়লেই বুঝবেন ।





এবার লজিক বিহীন কথা শুরু করা যাক ।

একটা দৃশ্যপট ভাবার চেষ্টা করুন । আপনি রাস্তার এ পাড়ে দাড়িয়ে আছেন । হাওয়া খাচ্ছেন আর কি । আসেপাশে সুন্দরী মেয়েদের দিকে আড়চোখে তাকাচ্ছেন !

আপনার বিপরিত দিক থেকে একজন বৃদ্ধ মহিলা আপনার দিকে ধীর গতিতে রাস্তা পার হচ্ছে । বয়স হয়েছে তো । তাই খুব বেশি দ্রুত চলাচল করতে পারে না । এবং এর সাথে যুক্ত করেন আরো একটা ব্যাপায় । রাস্তার উপর দিয়ে এক ঘাতক ট্রাক ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে তার দিকে !

মনে করুন সিনেমার গল্পের মত এই পরিস্থিতিতে সময় থেমে গেল । মানে পজ বাটন চাপ দিলো কেউ ! আপনি সমস্ত কিছু পর্যবেক্ষন করে দেখলেন ট্রাকটা যে বেগে এগিয়ে আসছে এবং বৃদ্ধ মহিলাটা যে বেগে রাস্তা পার হচ্ছে তাতে ৯০ ভাগ সম্ভাবনা যে ট্রাক টা আসার আগেই বৃদ্ধা রাস্তা পার হয়ে যাবে ।

কিন্তু ... কিন্তু ১০ ভাগ সম্ভাবনা রয়েই যায় যে ট্রাক টা আগে চলে আসবে ! ট্রাকটা মহিলাকে ধাক্কা দিবে ?

ট্রাকের গতি বেড়ে যেতে পারে অথবা মহিলার গতি কমে যেতে পারো আরো অনেক কারন থাকতে পারে । এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে যখন আবার প্লে বাটন চাপ দেওয়া হল তখন আপনি কি করবে ?

আপনার উত্তর হয়তো হবে কি করবো ?

হু কেয়ারস ম্যান ? হেহেহে ।

যাক আরো একটা টার্ম যুক্ত করি !

>ঐ বৃদ্ধ মহিলাকে যদি আপনি না চিনেন তাহলে কি করবেন ?

>ঐ বৃদ্ধ মহিলা যদি আপনার পরিচিত হয় তাহলে কি করবেন ?

>এবং ঐ বৃদ্ধ মহিলা যদি আপনার মা হয় তাহলে আপনি কি করবেন ?



আমি নিজেও জানি আপনি কি করবেন কিন্তু উপরের ঐ বিশেষ শ্রেণীর প্রানীরা মানে বাথরুম পেলে যারা বাথরুমের দিকে না গিয়ে নেতার বাড়ির দিকে যায় তারা কি করবে জানেন ?

তারা আগে নেতার কাছে ফোন দিবে । ফোন দিয়ে যদি বৃদ্ধাটি তার মা হয় তাহলে বলবে আমার মা এরকম পরিস্থিতে পরেছে । এখন আমি কি করবো ?

তখন নেতা যা বলবে তাই ?

নেতা যদি বলে কোন সমস্যা নাই তোর মায়ের কিছু হবে না । ঐ পাব্লিকের মনে দৃঢ় বিশ্বাস জন্ম আসলের কিছু হবে না । ভাববে আসলেই তো এমন কিছু হবে না ! তার মায়ের কিছু হবে না !

নিজে কিছু চিন্তা করবে না । বরং নেতার কথা প্রমান করার জন্য জান প্রান লাগিয়ে দিবে ।



আপনি বলছেন ট্রাক আসার আগেই বৃদ্ধ রাস্তা পার হয়ে যাবে । আমি বলছি হয়তো হবে কিন্তু নাও হতে পারে ?

এখন আপনি রিস্ক নেবেন কি না ?

আপনার লজিক কি বলে আপনার মাকে কি আপনি রাস্তা পার হতে দিতেন ?

হ্যা আপনি যদি ঐ বাথরুমের দিকে না দৌড়িয়ে নেতার বাড়ির দিকে দৌড়ানো পাবলিক হন তাহলে অবশ্য আলাদা কথা ।



এখন রামপাল নিয়ে একটা প্রশ্ন করি । আপনার কি সত্যি মনে হয় যে সুন্দরবনের উপর কোন প্রভাব পড়বে না ?

আপনারা যুক্তি দেখাচ্ছেন প্রযুক্তি । বলছেন

>এমন এক প্রযুক্তি

>এমন ভাবে নিয়ন্ত্রন করা হবে

>এমন ভাবে ব্যবহার করা হবে

এই "এমন" কথাটা বড় বেশি ব্যবহার করছেন না তো ?



প্রভাব পড়বে কি পড়বে তার ছোট্ট একটা কথা বলি । কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ব্যাবহারের জন্য পশুর নদী থেকে প্রতি দিন ৯১৫০ ঘনমিটার করে পানি প্রত্যাহার করা হবে। ও সরি প্রতি দিন না প্রতি ঘন্টায় । আপনারা বলছেন এইভাবে পানি প্রত্যাহারের ফলে পশুর নদীরপানির লবণাক্ততা, নদীর পলি প্রবাহ, প্লাবন , জোয়ার ভাটা, মাছ সহ নদীর উদ্ভিদ ও প্রাণী জগৎ ইত্যাদির উপর মোট কথা স্বাভাবিকতার উপর কোন প্রভাব পড়বে

পড়বে না ।

এটা কি বিশ্বাস যোগ্য ?

প্রভাব পড়বে কি পড়বে না এটা বুঝতে বিজ্ঞানী নিউটন হওয়ার কোন দরকার পড়ে না । স্বাভাবিক চিন্তা শক্তি থাকলেই হয় ।



একটা মজার কথা বলি । জানেন তো বাংলাদেশে বড়পুকুরিয়ায় একটা কয়লা ভিত্তিক তাপ কেন্দ্র আছে । রামপালের মতই আরকি । তবে আকারে আরো ছোট । আড়াইশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মনে হয় ।

ফলাফল কি জানেন ?

বিদ্যুৎ কেন্দ্রের সাত আট কিলোমিটার জুড়ে ছাই আর ছাই । এমন কি এর আসে পাশের বসবাহরত মানুষ নানা রোগে আক্রান্ত । পার্শবর্তী তিলাই নদীর পানি চরম ভাবে বিপর্যস্ত । এইটা হচ্ছে ফলাফল ।

এই তাপবিদ্যুত্‍ কেন্দ্র মাত্র ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাই এই অবস্থা । একবার কেবল চিন্তা করেন ১৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমান দুষন আসতে পারে ।



এইটা বাংলাদেশ আমেরিকা জার্মানী না । তারপর সব থেকে মজার কথাটা হল কার্বন নিঃস্বরনের হাত থেকে রক্ষার জন্য চারিপাশে গ্রীন বেল্ট তৈরি করা হবে । হে হে হে !



আমি বলছি যাই করেন না কেন দুষন হবেই । আমি বড় পুকুরিয়ার উদাহরন টানলাম । আপনি এমন কোন উদাহরন টেনে দেখান যেখানে দুষন হয় নাই !!

আপনাদের সুপার ক্রিক্যাল থিউরী অননুসারে তো পরিবেশের কোন ক্ষতিই হবে না ! কিন্তু জনাব এটা কেবল থিউরী ?

প্লিজ দয়া করে জার্মান আমেরিকার উদাহরন টানবেন না । বাংলাদেশে বাস করেন বিদ্যুত্‍ কেন্দ্র বাংলাদেশে হচ্ছে । উদাহরনটা বাংলাদেশেরই হোক ।



এটা বাংলাদেশ এই কথা টা একটু মনে রাখা উচিৎ ? বাংলাদেশ তার বড় বড় প্লান্ট গুলো কিভাবে রক্ষানাবেক্ষন করে তা নিশ্চই আপনাদের অজানা নেই ! তাইলে কেমনে ভরশা করেন বিদ্যুৎ কেন্দ্রটা সঠিক ভাবে পরিচালিত হবে আদৌও !

আপনি আপনার নেতার কথায় ভরশা করতে পারেন কিন্তু আমি যে পারি না ! বোধ বুদ্ধির হবা রপর থেকেই তো দেখতেছি ! কেমনে ভরশা করি !

তার উপর বাংলাদেশে পরিবেশ দুষনের জন্য খুব বেশি কার্যকরী আইন নেই । আইন অবশ্য কিছু আছে কিন্তু তা মোটেই ফলপ্রশু নয় !

কিন্তু অন্যান্য দেশে পরিবেশ করক্ষার জন্য কি পরিমান কঠিন আইণ রয়েছে তা বলার অপেক্ষা রাখে না ! সুতরাং সেই দেশের সাথে তুলনা দেওয়াটা কেমন যেন হয়ে যায় !



যেখানে লোকালয়ে আইন মানা হয় না সেখানে বনের কাছে কিভাবে আইন মানা হবে এটা ভাবতেই অবা লাগে !





এখন প্রশ্ন আসতে পারে বড় পুকুরিয়ায় দুষন হচ্ছে তাতে আমার কোন কথা নাই কেন ? রামপালের ক্ষেত্রেই কেন এতো কথা !

ভাল কথা মনে করেছেন ।

কদিন আগে এক মহাজ্ঞানীর মুখে এমন কথা শুনেছি । সিগরেট খেলে সুন্দরবন রক্ষার আন্দোলনে যাওয়া যাবে না ।

সিগারেটের ধোয়ায় পরিবেশ ক্ষতি হয়, রামপালের বিদ্যুত্‍কেন্দ্রের ধোঁয়ায়ও পরিবেশের ক্ষতি ।

একটাতে প্রতিবাদ নেই অন্যটাতে কেন প্রতিবাদ !

সত্যি বলব লাইনটা পড়ে আমি বড় পুলকিত হলাম । মানুষ এতো বড় জ্ঞানী হতে পারে আমার ধারনার বাইরে ছিল ।



যাই আগের কথায় ফিরে আসি । ঐ তিন বৃদ্ধমহিলার উদাহরন দিয়েছিলাম মনে আছে । একবার ভাবুন তো ঐ তিন মহিলার ক্ষেত্রেই কি আপনার রিএকশন এক রকম হবে ?

হবে না ।

এই ব্যাপারটাও ঠিক ঐ রকম । বাংলাদেশের মানুষ কোন কালেই খুব বেশি পরিবেশ সচেতন না । আমি নিজেও না । কিন্তু বাঙালী সব সময় কিছু বিষয় নিয়ে খুব সেন্সসেটিভ ।

পরিবারের অন্য সবার শরীর খারাপ হলে আপনার কেমন মনে হয় আর যদি আপনার মা অসুস্থ হয় তাহলে আপনার কেমন মনে হয় ?

রিএকশন কি এক রকম ?

দেশে হাজার রকম সমস্যা আছে ! দুর্নীতি হয় ! তরুন সমাজ দুর্নীতির বিরুদ্ধে কোন কথা বলে না প্রতিবাদ করে না অথচ শাহবাগে আন্দোলন হল ! কেন হল ?

সুন্দরবন সেই রকম একটা সেন্সসেটিভ বিষয় ।

স্বাভাবিক মানুষের এমন অনুভুতি গুলো থাকে অধিক জ্ঞানী মানুষেরা এই সবের উর্ধে !



আরো একটা কথা বলার দরকার এখানে । বিশ্বে প্রতি নিয়ত পরিবেশ দুষন হচ্ছে ! এখানে দুইটা ব্যাপার আছে একটা হল মানুষ বাধ্য হয়ে দুষন করছে আর একটা মানুষ ইচ্ছএ করে দুষন করছে ! এই দুই টা এক করে দেখার কোন উপায় নাই । এই দুষনের ক্ষেত্রে রিএকশনও এক হতে পারে না ! এই সহজ ব্যপার টা আশা করি সবার বুঝবে !





এখন আবার আপনি বলবেন সুন্দরবন তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ।

বুঝলাম । মানুষতো এমনিতেই মারা যায় তায় বলে কি চাইলেই তার পেতে ছুরি দিয়ে মেরে ফেলবেন ?

কিসের সাথে কি মেলাচ্ছি তাই না ?

হাস্যকর ?





তারপর বদনা হাতে নেতার বাড়ির দিকে দৌড়ানো পাবলিকদের কথা শুনলে মনে হয় রামপাল ছাড়া আর কোন জায়গা নাই । বিদ্যুত্‍ কেন্দ্র রামপাল ছাড়া হতে পারে না । শুনলাম সরকার কক্সবাজারের মহেশখালীতে তাপ বিদ্যুত্‍ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ।

এই জায়গা গুলো কোথা থেকে এল ?

খুজলে আরো কত জায়গা বের হবে ।



আপনে বলবেন আপনে খুইজ্জা দেখান !

আমি কেন খুজে দেখাবো ? এটা কি আমার কাজ ?



আচ্ছা ঠিক আছে রামপালেই হোক । কিন্তু পরে হোক । আগে কক্সবাজারে হোক । ওখানে আধুনিক প্রযুক্তির খেল আমরা দেখি । যদি দেখা যায় না ফলাফল পজেটিভ তখন রামপালে হবে ।

কিন্তু প্রথম ছফাতেই এখানে ?

প্রথম দফাতেই কেন এমন রিক্সটা নিতে হবে ?



তাদের কেউ কেউ আবার বলে এখানে সরকারের লাভ কি ?

সরকার কি আসলেই দেখে আমাদের স্বার্থ দেখতাছে ? এর ভিতর কি সরকারের নিজের কোন স্বার্থ নাই ? নিজের মানে নিজেদের লোকেদের ! এর ভিতর আমরা সাধারন জনগন পড়ি না !

এটা কি ভাবা খুব বেশি লজিকছাড়া হবে যে এই রামপালকেই সরকারে নির্বাচন প্রচারনার একটা মুখ্য হাতিয়ার হিসাবে ব্যব হার করতে চাচ্ছে ! এর সাথে সরকারে পেয়ারা লোক জনের কত টাকা পয়সার ব্যাপার সংযুক্ত ?



আসুন আরো কিছু লজিক ছাড়া কথা বার্তা শোনা যাক ।



আবার মনে করুন আপনি ভাতের সাথে ডিম খাবেন । আপনার শারীরিক উন্নতির জন্য আপনার ডিম খাওয়া জরুরী । কিন্তু আপনার কাছে ডিম কেনার মত অতো টাকা নেই । আমি আপনার সাহায্যের জন্য হাজির । বললাম যে ডিম কিনতে আমি আপনাকে টাকা দেব ।

কিন্তু কিছু শর্ত আছে । কি সেই শর্ত ? আসুন দেখা যাক ।

>ডিমের বাজারদর মনে করুন দশটাকা । আপনাকে কিনতে হবে ১২ টাকা দিয়ে ।

>কিনতে হবে আমার পছন্দের দোকান থেকে ।

>১২ টাকার ভিতর আমি দিবো ২ টাকা আর আপনি দিবেন ২ টাকা ।

>বাকি ৮ টাকা ব্যাংক থেকে লোন নিতে হবে এবং আমার পছন্দমত ব্যাংক এবং পছন্দমত সুদের হারে লোন নিতে হবে ।

>যে ডিমটা রান্না করবেন সেই আপনার বাড়ি রান্না হবে সাথে সাথে ডিমের খোসা আপনার বাড়িতেই ফেলা হবে ।

>এবং সবার শেষে ডিমের অর্ধেকটা আবার আমাকে দিতে হবে ।

হেহেহে !



আপনি কি ডিম খাবেন নাকি ডিম খাওযার ইচ্ছে এখনও আছে ?

অত্যন্ত হাস্যকর কথা বার্তা !

এমন স্বাস্থ্য উন্নয়ন দরকার ?

কোথায় ডিম খাওয়া আর কোথায় রামপাল চুক্তি । খবরদার দুটোকে এক করে দেখতে যাবেন না ।



আরে আরো একটা কথা বলতে ভুলে গেছি ! সবাই যখন রামপালের কথা বলতেছে তখন কেবল ১৩২০ মেগাওয়াট বিদ্যৎ উৎপাদনের কথা বলতেছে । দেশের বুকে এতো বড় প্রজেক্ট ! তেরশ !!



মামা অর্ধেম ডিম যে দাদারা নিয়ে যাচ্ছে এটা খিয়াল আছে তো ?





অনেক লজিক ছাড়া কথা বার্তা হল আসুন কিছু সায়েন্স ফিকশনের কথা বার্তা শুনি !

১. প্রকল্পের বিভিন্ন স্তরে অত্যাধুনিক 'ডাস্ট সাপ্রেশন সিস্টেম' থাকবে !

২. স্থানান্তরের জায়গাগুলোতে "Water Sprinkler" (পানি ছিটানোর যন্ত্র) থাকবে।

৩. সুপারক্রিটিকাল বয়লার প্রযুক্তি

৪. কার্বন নির্গমনের ক্ষতিপূরণস্বরূপ সবুজ বেষ্টনী (Green belt) স্থাপন,

৫. অত্যন্ত দক্ষতার সাথে সেই ছাই নিয়ন্ত্রন ও নিষ্কাশনের ব্যাবস্থা করা হবে

৬. নকশা এমনভাবে সাজানো হয়েছে যাতে উত্তপ পানি বন্ধ থাকা অবস্থায় চক্রাকারে ঘুরে ক্রমান্বয়ে ঠান্ডা হবার পর নির্গমন হবে



কি মনে হচ্ছে ?

মনে হচ্ছে না যে আরে এই রামপাল তো আসলেই অতি পরিবেশ বান্ধব ! পরিবেশের একটুও ক্ষতি করবে না ! ইসস ! আমরা কত্ত দুষ্ট !! আর বেশি বেশি বানানো উচিৎ ।

এই সব দেখেই আমার মনে একটা প্রস্তাব উদয় হল !

আমার মনে হয় সবার এই টাইপের একটা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ আওয়ামীলীগ এর ধানমন্ডি শাখার আসে পাশেও স্থাপন করা যেতে পারে ! যেহেতু এটা পরিবেশের কোন ক্ষতিই করতে না সুতরাং বাধা কুথায় !

পানি আসবে ধানমন্ডি লেক থেকে !

পোষ্ট অনুসারে পাওয়ার প্ল্যান্টের কারনে ধানমন্ডি লেকের পানির গুণগত মান পরিবর্তিত হবেনা, কারন- একটি সমন্বিত পানি এবং বর্জ্য পানি শোধনাগার প্রক্রিয়া গ্রহণ করা হবে । ময়লা পানি পুনর্ব্যাবহারের (reusing) লক্ষে পানি বিশুদ্ধকরণ (recycling) প্রক্রিয়ার বাস্তবায়ন হবে । প্রকল্পটি এমনভাবে সাজানো হবে যাতে এখান থেকে কোনো বর্জ্য পদার্থ এবং ময়লা পানি অব্যাবস্থাপনায় নির্গত না হয় !! হয়ে গেল না !

তারপর শক্তিশালী Electrostatic Precipitator (ESP) যন্ত্র লাগানো হবে যার ফলে উৎপন্ন ফ্লাই অ্যাশ এর ৯৯.৯% গ্যাসীয় জ্বালানী থেকে শোষণ করে নেয়া যাবে। সুতরাং কোন সমস্যাই হবে না !



কি এমন একটা বিদ্যুৎ কেন্দ্র করা যায় ?







যাক আরো অনেক লজিক বিহীন কথা বার্তা বলার ইচ্ছা ছিল কিন্তু পিসির কি এক সমস্যা হয়েছে বারেবার বন্ধ হয়ে যাচ্ছে !!

পরিশেষে বাধরুম চাপলে পিলিজ আগে বাধরুমের দিকেই যাইয়েন ! :D :D







মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২

শায়মা বলেছেন: এত কঠিন কঠিন চিন্তা ভাবনা আজকাল!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭

অপু তানভীর বলেছেন: আপু সুন্দরবনের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো !
জানো একটা সময় আমি আমার পরিবার শুদ্ধ একেবারে সুন্দরবনের ভিতরে ছিলাম ! প্রায় চার পাঁচ বছর ! ছোট বেটা ওখানে কেটেছে !

তাই একটু মন খারাপ !! :(

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৪

ShusthoChinta বলেছেন: আরে আপনি তো খালি প্রেম না অন্যসব জটিল বিষয়েও দারুন খোলতাই লেখেন,সত্যিই ভালো লিখেছেন!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: ইদানিং প্রেমের গল্প আর লিখতেছি না ! মাথার ভিতর কি জানি হইছে !!

ধন্যবাদ !! :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

শায়মা বলেছেন: আমিও সুন্দরবনে গেছি দুইবার!!! একবার নতুন বছরের সূর্য্য দেখেছিলাম এগ আইল্যান্ডে.......... :(

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: আমি ছিলাম নীলডুমুরে !

কি যে চমৎকার দিন ছিল ! কোন পড়া লেখা ছিল না !
জানো মাঝে মাঝে না রাতে বেলা বাঘের ডাক শোনা যেত আমাদের বাসা থেকে !!

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

ShusthoChinta বলেছেন: আচ্ছা দাদারা তো আদ্ধেক কারন্ট নিয়া যাইবো,তা দাদাদের বিনিয়োগটা যেন কত পার্সেন্ট?

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৩

অপু তানভীর বলেছেন: কি জানি ! এই বিষয়ে আমার জ্ঞান খানিকটা কম ! :(

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তারাতো জেনে শুনে করেছে বিষপান ;)

তাই বিষই অমৃত ঠেকে
জুড়ায় পরাণ!!!!!!


শুধূ দলান্ধতায় সত্য মিথ্যের প্রভেদ ভুলে যায়
যারা ভুলের পক্ষে সাফাই গায় তাদের নিয়ে শুধু ঐ কবিতা খানি পরিবর্ততিত রুপে মনে পড়ে-

যে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!!

০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: :D :D :D

যে সব বঙ্গে জন্মি হিংসে সুন্দরবন
সে সব কাহার জন্ম নির্ণয়ে কোনজন!!!!!!

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

অপরিচিত অতিথি বলেছেন: আমাগো বুদ্ধি কবে হবে কে জানে?

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৪

অপু তানভীর বলেছেন: কে জানে কবে হবে !!
:(

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

নাইট রিডার বলেছেন: ভাই লিখছেন তো জটিল, কিন্তু বদনা হাতে নেতার বাড়ির দিকে যাওয়া লোকেরা কি বুঝতে চাইবে? তাদের কে তো নেতা বলে দিয়েছে এই প্রজেক্ট পরিবেশ বান্ধব, যারা এর বিরোধিতা করছে তারা দেশের শত্রু।

একজন তো দেখলাম ফেসবুকে বলেই দিল এর পিছনের রাজণীতিটা বোঝার জন্যে। কি এক দেশে বাস করি যুদ্ধাপরাধীদের বিচার চাইলে আমি আওয়ামী লীগ আর রামপালের বিরোধিতা করলে দেশবিরোধী।

ব্যাপারটা এমন দেশ নিয়ে কথা বলতে হলে রাজনৈতিক দলের হোল সেল এজেণ্ট হয়া লাগবে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

অপু তানভীর বলেছেন: দেশ নিয়ে কথা বলতে হলে রাজনৈতিক দলের হোল সেল এজেণ্ট হয়া লাগবে।

চমৎকার একটা কথা বলেছেন !!

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: থাক থাক বাপু আমাদের অত শত বুঝে কাজ নেই। আমাদের ভরশা কবিই সেই বিখ্যাত লাইন- এক দিন সব কিছু চলে যাবে নষ্টদের দখলে!! কবি সেই দিন দেখেননি হয়ত, আমরা হয়ত দেখে যাব। :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

অপু তানভীর বলেছেন: হুম আমরা হয়তো দেখবো !
দুঃখটা এখানেই যে আমাদেরকে দেখতে হবে ! মাত্র অল্প কিছু মানুষের কাছে এভাবে পরাজিত হব ? :(:(

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
রামপাল বাদে বাকি অন্যান্ন সকল সেক্টরে আমরা কি পরিবেশ সচেতন?

রামপাল ছাড়া অন্য একটি দুষনের বিরুদ্ধে আমরা কখনো এইরকম কোন রিএকশান দেখিয়েছি?

ঢাকার শহরটির চারিদিকে হাজার হাজার ইটখোলা
গাড়ীর কালধোঁয়া, (অন্যান্ন দেশে গাড়ীর পাইপে ক্যাটালাইটিক কনভার্টার লাগাতে হয়)
কানফাটানো হাইড্রলিক হর্ন,
ফ্রিজ এসি ব্যাবহার করি, কিন্তু রেফ্রিজারেন্ট CFC নিষিদ্ধ করা উচিত, ভাবি না।
নদী দুষিত হয়ে সুয়ারেজ ট্যাঙ্কে পরিনত হওয়া
নগর কেন্দ্রে হাজারিবাগ ট্যানারি
পলিথিন ব্যাগে সারাদেশ সয়লাব হয়েযাওয়া ... ইত্যাদি .. ইত্যাদি ...

এসববের জন্য একটা মিছিল বা বিক্ষোব হয়েছে?

এটিও পড়ুন
Click This Link

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৯

অপু তানভীর বলেছেন: হেহেহেহে !!

হাসান সাহেব, আপনি মনে হয় আমার লেখাটা সম দিয়ে পড়েন নাই সম্পুর্ন ! আপনার প্রশ্নের উত্তর আমার লেখার ভিতরেরই দেওয়া আছে । আগে মন দিয়ে লেখাটা পড়ুন । তারপর কেন মিছিল হয় বা বিক্ষোব হয় এটা যদি বুঝতে না পারেন তাহলে আবার এখানে কমান্ট করে যাইয়েন যে আপনি বুঝতে পারেন নি ! তখন আমি আপনাকে বুঝিয়ে দিবো !

ঠিক আছে ! আবার মন দিয়ে পড়া শুরু করেন !!

:D :D

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

শামীম সুজায়েত বলেছেন: সবকিছুর ক্ষেত্রেই আসলে নিজের মন ও বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা উত্তর পেয়ে যাই। তারপরও দেখছি, পক্ষে-বিপক্ষে রীতিমত বৈজ্ঞানিক গবেষণা শুরু করে দিয়েছেন আমাদের অনেক অসম্ভব মেধা সম্পন্ন ব্লগাররা!

কিন্তু বাস্তবতা হলো আমার প্রাকৃতিক সৌন্দর্য্য, যেটি ৪৭'র ভাগাভাগিতে পেয়েছি, তা ধ্বংসের আশঙ্কা যদি অদূর ভবিষ্যতে দেখা যায়, তাহলে কেনো সেখানে সমর্থন দেবো?

অনেক চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন ভাই। রামপাল নিয়ে অনেক লেখা আসছে নেটে।

কেউ কেউ আবার বলছেন, ঢাকা শহরের পরিবেশ দিনে দিনে ভয়াবহ বিষক্ত হয়ে পড়ছে, সেদিকে খেয়াল নেই রামপাল নিয়ে কথা বলছে!

আপনার লেখায় পড়লাম :

বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সাত আট কিলোমিটার জুড়ে ছাই আর ছাই । এমন কি এর আসে পাশের বসবাহরত মানুষ নানা রোগে আক্রান্ত । পার্শবর্তী তিলাই নদীর পানি চরম ভাবে বিপর্যস্ত । এইটা হচ্ছে ফলাফল ।
এই তাপবিদ্যুত্‍ কেন্দ্র মাত্র ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাই এই অবস্থা । একবার কেবল চিন্তা করেন ১৩৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র থেকে কি পরিমান দুষন আসতে পারে ।


এটির চেয়ে বড় উদাহরণ বা যুক্তির আর কোন প্রয়োজন আছে বলে মনে করিনা।
ভাল থাকবেন।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: সবকিছুর ক্ষেত্রেই আসলে নিজের মন ও বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা উত্তর পেয়ে যাই।

অতি সত্য কথা !! কিন্তু কিছু অতিজ্ঞান সম্পন্ন মানুষদের যে এই মন ও বিবেকই থাকে না ! তারে কার কাছে প্রশ্ন করিবে বলুন !!

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:১৩

নুসরাতসুলতানা বলেছেন: শামীম সুজায়েত বলেছেন: সবকিছুর ক্ষেত্রেই আসলে নিজের মন ও বিবেকের কাছে প্রশ্ন করলেই আমরা উত্তর পেয়ে যাই -------- সব উত্তর এখানেই।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৫

অপু তানভীর বলেছেন: সব প্রশ্নের উত্তর এখানেই !!

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

এম ই জাভেদ বলেছেন: এই প্রকল্পের কাজ দূষণ মুক্ত ভাবে করতে হলে অনন্ত জলিল ভাইয়ের হেল্প লাগবে। :-P :-P

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

অপু তানভীর বলেছেন: আরে এই বুদ্ধিটা সরকারের মাথায় কেন আসে নাই !!

চমচৎকার আইডিয়া !!

হাহাহাহাহা !!

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: অনেক কষ্ট করে সুন্দর ভাবে পোস্টটি তৈরি করেছেন এবং আপনি আপনার মনের দিক থেকেই বলে যান, আমি এটাই চাই। গুড পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: খুবই ভাল লিখেছেন ভাই। কিন্তু ভাই যারা নেতার কথায় বাথরুমে যায় তাদের আপনি যতই বলেননা কেন তারা শুনবেনা। দেখেননা অলরেডী একজন তার নেতার মতামত দিয়ে গেল।

আজকে সকালে ঘুম থেকে উঠে খবরে দেখলাম সরকার সময়ের আগে তড়িঘড়ি করে রামপাল প্রকল্প রামপালে না যেয়ে কুষ্টিয়া থেকে টেলিকনফারেন্সে উদ্বধোন করবে। সরকারও যানে তারা যা করতেছে তা বাংলাদেশের মানু্ষ মেনে নিবে না (শুধু সরকারের চামচাগুলো ছাড়া), তাই তারা রামপালে গিয়ে তোপের মুখে পড়তে চাই না।

আর যারা বলতেছে রামপাল প্রকল্প কোন ক্ষতি করবেনা, তাদের বলি ফারাক্কা বাধের সময় ভারত সরকার এবং তৎকালীন এই সরকার বলেছিল ফারাক্কা বাধ বাংলাদেশের ক্ষতি করবে না। পরবর্তীতে ফারাক্কা বাধ আমাদের কি উপকার করেছে তা তো আমরা দেখছি। এরপরও কিভাবে বিস্বাস করি সরকার বাংলাদেশের স্বার্থ দেখবে?

ভাই আপনার পোস্টটা কি ফেবুতে শেয়ার দিতে পারি?

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

অপু তানভীর বলেছেন: আসলেই তারা কোন দিন বুঝবে না !!

চাইলে শেয়ার দিতে পারেন !!

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: হাসান কালবৈশাখী ভাই লেখকতো বলেছে আমরা সব বিষয়ে সচেতন না। তাই বলে কি আমরা কোন বিষয়ে সচেতন হতে পারব না? আমরা সচেতন না কিন্তু সচেতন হওয়াতো উচিত, আর তার জন্য কোন জায়গা থেকে শুরু তো করতে হবে নাকি? সেই শুরুটা না হয় রামপাল দিয়েই হল।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

অপু তানভীর বলেছেন: ভদ্রলোক মনে হয় লেখাটা মন দিয়ে পড়েই নাই ! পড়লে অন্তত এই মন্তব্য করতো না !

১৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৪

শায়মা বলেছেন: সুন্দরবনে সবচেয়ে সুন্দর পাখির ডাক শুনতে যাওয়া পাখি ভ্রমন আর তীরে উঠে কুমিরের রোদ পোহানো বা ছুটে চলা চিত্রা হরিণ!!!


একেবারেই মায়াবন বিহারিনী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেনো তারে ধরিবারে করি পণ?
অকারণ.........

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

অপু তানভীর বলেছেন: আপু, আর হয়তো দেখা হবে না কোন দিন !

ইউটিউব থেকেই ডাউনলোদ করে দেখতে হবে এর পর থেকে !! :(

১৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: একটি পাওয়ার প্লান্ট স্থাপিত হলে সেখানকার বাস্তু সংস্থান মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্ত হয়্ অনেকে বলার অপপ্রয়াস চালচ্ছে বিল এরিয়াতে করা হব্।বিল ওতো প্রকৃতিক উপাদান ।বিলে পরিবর্তন আসলে তার সাইড ইফেক্ট হবে।পাওয়ার প্লান্টকে কেন্দ্র করে গড়ে ওঠবে নতুন জনবসতি যা ওই এলাকার সবকিছুতে পরিবর্তন আনবে।বেড়ে যাবে মানুষে আনাগুনা ব্যবসা বাণিজ্য সুন্দরবন আর বন থাকবে না। ওখানকার প্রণিকূল পালিয়ে ভারতে আশ্রয় নিবে। ওভাবে লিখতে থাকলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে থাকবো। সরকারের সব গৃহীত কর্মসূচূতে লামছাম যুক্তি দেয়া থাকে। সেগুলোর প্রচারণা চালানো আত্নঘাতি ব্যাপার। প্রকৃতিকে প্রকৃতির হাতে ছেড়ে দিতে হবে। সুন্দর বন ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশের ব্যাপক ক্ষতি সাধন।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: বদনা যুক্তি তো দেখান যায় !!

কিন্তু অবাক লাগে যখন দেখি এই লোকগুলো আসলেই কি নিজে কিছু ভাবে ? নিজের বিবেক দিয়ে কিছু চিন্তা করে নাকি ......

১৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:



তবে যারা বদনা নিয়ে বাথরুমে না যেয়ে নেতার কাছে যায় সে বাথরুমে যাবে কিনা জানতে তাদের বিবেক নেতার কাছে তাই তাদের বাদ দিয়েই আমাদের সাধারণদের এগিয়ে যেতে হবে।


আমি অত যুক্তিতে যাওয়ার প্রয়োজন কি? আমার যদি মনে হয় সুন্দরবনের ১ ইঞ্চি হলেও ক্ষতি হবে তাহলে আমাকে অবশ্যই অন্য স্থান নির্বাচন করতে হবে। কেননা সুন্দরবন আমাদের পরিবেশের রক্ষাকবচ।

চমৎকার পোষ্ট +++

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: এই সহজ কথা ভাই যদি সবাই বুঝতো তাইলে তো হয়েই যেত !!

১৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৮

ওবায়েদুল আকবর বলেছেন: হাসান কালবৈশাখী আর দিকভ্রান্ত পথিকের মত দলকানাদের ব্যাপারটা বুঝানোর জন্য তাদের মায়ের গায়ের উপরে ট্রাক চালায়া ব্যাপারটা বুঝায়া দেয়া দরকার। ;) ;) ;)

সরি আমার কথাটা ভূলভাবে ব্যাখ্যা কইরেন না। এখানে তাদের মা বলতে বুঝাইছি প্রজেক্ট টা টুঙ্গিপাড়াতে করলে কেমন হয়? ওইখানে একটা টেস্ট প্রজেক্ট করি ফলাফল ভালো হইলে নাহয় পরেরটা নিজের মাথার উপরি বসামু। কিন্তু আগে একটা টেস্ট ম্যাচ না খেললে পোষাইতেছেনা।

যদি দেখি টুঙ্গিপাড়ার মার্বেল পাথরে ছাইয়ের প্রভাব পড়তেছেনা তাইলে সুন্ডরবনের মাঝ খানেই প্রজেক্ট করব। কথা দিলাম।

অফটপিকঃ সহ্যের শেষ সীমায় পৌছাইয়া গেছি আসলে। এইগুলারে সহ্য করাও এখন অসম্ভব হইয়া দাড়াইতেছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: আমি ধানমন্ডিতে এইরকম একটা বিদ্যুৎ কেন্দ্র করার প্রস্তাব দিছিই !! ;) ;) ;)

২০| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল আপনার লজিক ছাড়া কথা। কিন্তু আপনাদের এইসব লজিক ছাড়া কথাবার্তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর তড়িঘড়ি করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হলো।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬

অপু তানভীর বলেছেন: তাই মনে হইতাছে !

ভেড়ামারাই বইসা রামপালে ভিত্তিপ্রস্তর স্থাপন !! :D :D :D

২১| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: লজিক ছাড়া কথায় তো লজিকের কোন অভাব নেই দেখতেসি। পরিষ্কার চিন্তা ভাবনা।

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৮

অপু তানভীর বলেছেন: হেহেহেহেহে !! :) :) :)

হাসান ভাই আপনে বুঝলেন কিন্তু অনেকেই বুঝে না !!

২২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
বাপরে হিউজ চিন্তা করছ দেখি!
কিন্তু কথায় আর কি হইব রে ভাই?
তার চে আস ডাইরেক্ট একশন নিয়া নেই। একটা লং মার্চ হইলে খারাপ হয়না ;)

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: কাজ আবার হয় না ?

দেখলা না আমাদের মাননীয় প্রধান মন্ত্রী কেমন তড়িঘড়ি কইরা কাম করলো !!

:D :D :D

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

এইস ম্যাকক্লাউড বলেছেন: প্রিয়তে নিলাম

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: :):):)

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

অশ্রু কারিগড় বলেছেন: ভাই এত কিছুর পরও জ্ঞানীদের টনক নড়বে না । দাদাবাবুদের বাজারের ব্যাগ ভর্তি করে দিতে না পারলে যে আর ইজ্জত থাকে না ।



আর আপনার মত আমার জীবনেরও ৭ টা বছর আমি কাটিয়েছি নীলডুমুর বা বুড়িগোয়ালিনী, কলাগাছিয়া, শ্যামনগরে । সেই বন আর বনের মানুষগুলোর জন্য দুঃখ লাগে সবচেয়ে বেশি ।

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: আরে আপনি নীলডুমুর ছিলেন??

ইস!!! কি চমৎকার একটা জায়গা!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.