নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফান পোষ্ট: মমিনুলের ১৮১ করা উপলক্ষে কোন ফেসবুকার কেমন স্টাটাস দিবে!

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

বাঙালী অল্পতেই খুশি হয় । আমিও অল্পেই খুশি হয় । আজকে ফেসবুক তথা পুরা বাংলাদেশের খুশীর কারনটা হচ্ছে মমিনুল । ২০০ না করতে পারার দুঃখ থেকে ১৮১ করতে পারার আনন্দ অনেক বড় । আসলেই অনেক বড় । মমিনুল তুমি সামনে আরও অনেক কিছু করবে এই দোয়াটা আমরা সবাই করি । মন থেকেই করি । আমার মনে হয় এই চাওয়াটাতে আমরা পুরো দেশের মানুষের ভিতর কোন ভেদাভেদ নাই ।

যাই হোক এই পোষ্টটা হচ্ছে একটু মজা করার জন্য । মন ভাল থাকলেই মানুষ মজা করে । আজকে মন ভাল সবার । কদিন আগে একটা ফান পোষ্ট দিয়েছিলাম বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে এই শিরোনামে । আজকে মমিনের ১৮১ করাতে অনেকে অনেক রকম স্টাটাস দিয়েছে । তার কিছু আপনাদের নজরে এসেছে আবার কিছু আসে নি । তবে কয়েকটি স্টাটাস আসলেই কারো নজরে আসে নি । আসুন দেখে নেই কি ছিল সেই স্টাটাস গুলো । মমিনুলের ১৮১ করাতে কোন ফেসবুকার কি স্টাটাস দিয়েছে ।

আর একটা কথা আগেই বলে নেই । এটা একটা ফান পোষ্ট । সিরিয়াস কিছু না । সিরিয়াসলী না নিলে বাধিত থাকবো ।





কাসাফাদ্দৌজা নোমানঃ

প্রিয় ২০০রান,

দেখা হবে পরের ম্যাচেই ।

ইতি

বাংলাদেশী নোমান ।



আরিফ আদনান:

এন্ডারসন আর আম্পায়ার ! অজামিন যোগ্য ৫৭ ধারার আইসিটির মামলায় ফাইসা গেলা । আর বাঁচাইতে পারলাম না তোমাগো !



কাল্পনিক ভালবাসাঃ

অত্যন্ত চমত্‍কার খেলেছ মমিনুল । তোমার খেলা প্রতিটি শট ছিল মনোমুগ্ধকর এবং প্রাণচঞ্চল । হৃদয়ে গভীর থেকে তোমার জন্য শুভ কামনা রইলো । মন খারাপ করার কোন দরকার নেই বলে মনে করি । সামনের বার বাকি আশা টুকু পুরন হয়ে যাবে আশা করি ।



মাজহার মিথুনঃ

আজহার উদ্দিন সাহেবের মেজাজ অত্যন্ত খারাপ । তার মেজাজ খারাপ দুইটা কারনে । প্রথমটা হালকা আর পরের কারনটা ভারি । মেজাজ খারাপ হালকা কারন টা হচ্ছে তার সামনে রাখা চায়ের কাপ খানা । তাতে খয়েরী রংয়ের একপ্রকার তরল পদার্থ দেখা যাচ্ছে যাকে আর যাই হোক চা বলা চলে না । শায়লা ইদানিং চা বানানো ভুলে যাচ্ছে মনেহয় । শায়লাকে ডেকে একটা ধমক দিতে পারলে ভাল লাগতো । কিন্তু সেইটা করা যাচ্ছে না । আর মেজাজ খারাপের দ্বিতীয় এবং ভারী কারনটা হচ্ছে একটু আগে মনিনুল আউট হয়ে গেছে । বেটা ফাজিল আম্পায়ার মমিনকে এলবিডাব্লিউ দিয়ে দিছে । আজহার সাহেবের এখন আম্পায়ার কে থাপড়াতে মন চাচ্ছে । তিনি বিড়বিড় আমপেয়ার কে বললেন বেটা ফাজিল । একবার তোকে সামনে পাই । তোকে সকাল বিকাল নিয়ম করে থাপড়াবো । শায়লার হাতেই এই অখাদ্য চা খাইয়ে তারপর থাপড়াবো । ফাজিলের ফাজিল । বদের বদ ।



জিকসেসঃ

শ্লার আম্পায়ার খায় কি ! আঙ্গুল দিয়ে কান চুলকাতে গিয়ে ভুল করে আউট দিয়ে দিল নাকি ?



নাজিম উদ দৌলাঃ

চৌদ্দ মাত্রার প্রোসেসর আর ছয়শ গিগার ram ওয়ালা কম্পিউটার দিয়ে পরীক্ষা করে দেখলাম পায়ে না লাগলে বলটা ঠিকই লেগ স্টাম্পের উপর দিয়ে চলে যেত । আম্পায়ারের কপোট্রনে নিশ্চই কোন সমস্যা দেখা দিয়েছে । নয়তো কোন ভাবেই আউট হয় না । দেখি ব্যাপারটা যতদ্রুত সম্ভব বিজ্ঞান একাদেমীর প্রধান কে জানাতে হবে ।



শান্তির দেবদূতঃ

খস্তগীর আর আমি একসাথে বসেই খেলা দেখছিলাম । টি টেবিলের সামনেই রাখাছিল খস্তগীরের নতুন আবিস্কার ইমোশন মেকিং ডিভাইস । মমিন প্রতিটা শট খেলছিল আর আর খস্তগীর ডিভাইসটা একবার করে চাপ দিচ্ছে । ডিভাইসটার কাজ হচ্ছে যে কোন প্রকার ইমশোনকে বহুগুনে বাড়িয়ে দেয় । প্রতি শটে তাই খস্তগীগের আনন্দ বাড়তে থাকে বহু গুনে । লাফাতে থাকে বানারের মত । প্রতিবারেই ইমোশনের লেভেলটা বাড়াচ্ছে । আমার তো ভয় হতে লাগলো আবার লাফাতে গিয়ে মাঝাটা না ভেঙ্গে ফেলে ।

আমি বসের ফোন পেয়ে ঘরে ভিতরে চলে গেলাম । ফিরে এসে দেখি খস্তগীর হাউমাউ করে কাঁদছে । বুঝতে কষ্ট হল না মমিনুল আউট হয়ে গেছে ।

একশ একাশিতে আউট ! যাক ব্যাপার না । সামনেবার হবে । আমি খস্তগীরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম ।



আহমেদ লিওঃ

দুর !

শালাআআআআআআআ নিজের গালে চড় মাড়তে ইচ্ছা করছে । খেলা দেখতে দেখতে উঠেছি, ফিরে এসে দেখি সাকিব আউট । ভাবলাম আর উঠবো না ।

কিন্তু না উঠে আর পারলাম না । এবারও ফিরে এসে দেখি মমিনুল আউট ।

এখন কি হবে । অপু ভাই বলছিল মমিনুল ২০০ করলে আমারে একটা গার্লফ্রেন্ড খুজে দিবে । এখন আমার কি হবে গো !



শায়মাঃ

মমিনুল ভাইয়া এতো গুলো রান করতে তোমার নিশ্চই অনেক কষ্ট হয়েছে । তুমি এবার বাসায় আসো তোমাকে আঙুরের রস দিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াবো ।

আসবা কিন্তু ।



বেঈমান আমিঃ

শালার আম্পায়ার ! আম্পায়ী শিখসোস কয় দিন ? আউট দিলি ক্যান ! দেশে আইসা নেই তোর খবর আছে ! &€¥%#§। মমিনুল ব্যাপার না । পরের বার হবে ।



প্রিন্স হেক্টরঃ আমার পাখিটা কি আমার উপর রাগ করেছে ? আমার কি দুষ বল পাখি ? তুমি ঠিক দেখো পরের বার মমিনুল ঠিক পারবে ! এবার ১৮১ হয়েছে । পরের বার ঠিক ২০০ হবে । তুমি রাগ করে থেকো না পাখি



একজন আরমানঃ

মমিনুলের দুঃখ আমি বুঝি । দুই শতকের মাইল ফকল মমিনুলের কাছে ধরা দিতে গিয়ে দেয় নি আর ফেসবুকের সেই সুন্দরী ললনা তার মোবাইল নম্বরটি আমাকে দিতে গিয়ে দেই নি । শেষে ব্লকই করে দিল । এই কর্পোরেট জগতে কেউ কারো নয় ।



ইর্ফান বর্ষনঃ

মমিনুল ভাই, পরের বার দুইশ হইলে আমার একটা গার্লফ্রেন্ডের মুবাইল নাম্বার আপনেরে মেসেজ কইরা পাঠাইয়া দিমু । কথা দিলাম ।



বটবৃক্ষঃ

আমার আর টিংকুর মন খারাপ । মমিনুল আউট হয়ে গেছে । :( :(



টিংকুঃ

মিয়াও মিয়াও !!





এতো গেল পরিচিত কিছু ফেসবুকারের স্টাটাস । এবার আসুন কিছু দলীয় স্টাটাস দেখি ।





লীগপন্থী স্টাটাস 0১

আমিনুল ১৮১ করেছে ! এতো আমাদের দলের সাফল্য ।

একজন কমান্ট করল

-বস আমিনুল না মমিনুল ।

-ঐ হল । নামে কি যায় আসে । ১৮১ করেছে এটাই বড় কথা ।



স্টাটাস ০২

মমিনুল ১৮১ করেছে এটা কেবল আমাদের আমলেই সম্ভব । বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন কি মমিনুল পেরেছিল ? পারে নি । সুতরাং আগামী বার ভোট দিয়ে আমাদের জয় যুক্ত করুন তাহলে মমিন আবারও ১৮১ করবে ।



স্টাটাস ০৩

মমিন ২০০ করতে পারে নি এ দায় মমিনের না । এই দায় বিরোধী দলে ।





বিরোধীদলীয় স্টাটাস ০১

মমিনুলের ২০০ করার কথা ছিল । কিন্তু এই বাকশালী সরকার তাকে করতে দেয় নি । এই সরকার দেশের সুনাম সহ্য করতে পারে না । আর একটা দিনও এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই ।

একজন কমান্ট করেছে এড মি এড মি । আইম ব্লক ।



স্টাটাস ০২

মমিলুন কেন ২০০ করার আগেই আউট হল ? এই ব্যর্থতা সরকারের । ঈদের পর সরকার পতনের জন্য কঠোর আন্দোলন । সবাই প্রস্তুত হন ।



স্টাটাস ০৩ কেন ২০০ হল না এর প্রতিবাদে আগামীকাল সকাল সন্ধ্যা হলতাল ।





আজ আপাতত এখানেই । আগেই বলেছি এটি একটি ফান পোষ্টা তাই ফান হিসাবে নিলেই খুশি হব । বাস্তবের সাথে এই পোষ্টের কোন মিল নাই । সম্পর্নই কাল্পনিক পোষ্ট । কেউ দয়া করে বাস্তবের সাথের কোন মিল খুজতে যাবেন না ।





আগের ফান পোষ্ট অর্থাত্‍ বাসর রাতে ঢুকার আগে কে কি পোষ্ট দিবে সেটা দেখতে চাইলে নিচের লিংকটি গুতা মারেন । Click This Link

মন্তব্য ৬৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২২

নৈঋত বলেছেন: হাহহাহাহহাহাহহাহাহহাহহাহাহ.

মিয়াও মিয়াও !! B-)) B-)) B-))

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৩

অপু তানভীর বলেছেন: মিয়াও মিয়াও!
আরে হাসি না কিন্তু!!! টিংকুর কিন্তু সত্যি সত্যিই ব্লগ আছে!!
https://somewhereinblog.net/blog/tinkurocks

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৭

শায়মা বলেছেন: শায়মাঃ
মমিনুল ভাইয়া এতো গুলো রান করতে তোমার নিশ্চই অনেক কষ্ট হয়েছে । তুমি এবার বাসায় আসো তোমাকে আঙুরের রস দিয়ে লাচ্ছি বানিয়ে খাওয়াবো ।
আসবা কিন্তু ।

হায় হায় !! আঙ্গুরের রসের লাচ্ছি !!!!!!!!!!


খেয়ে যদি মরে যায় !!!!!!!!!!!!!!!


তার মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে ভাইয়া।:(


:P

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: আরে তোমার হাতের বানানো লাচ্চি খেয়ে কেউ মরবে না!! গ্যারান্টি দিলাম!!
:)

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮

শায়মা বলেছেন: হায় হায় নৈঋতমনি আবার মিয়াও মিয়াও করছে কেনো?

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা!!!

টিংকু রোগে ধরেছে!!!!

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৫

নোমান নমি বলেছেন: জিকো ভাইয়েরটা সেই্ই ই হইছে। :)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু নোমান ভাই!!!!! :):)

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

হুমায়ুন তোরাব বলেছেন: opu tanvir s

ki status dilo.
curious jati always wants to know ..

seiram post...
but where's durzodhon ??

:D

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

অপু তানভীর বলেছেন: আমি আজকে কুনো স্টাটাসই দেই নাই!!!! কেবল সবার স্টাটাস পড়ছি!!!

৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৭

এম মশিউর বলেছেন: টিংকুঃ
মিয়াও মিয়াও !!


টিংকু'র ফেবু আইডিটা একটু দিবেন? :P

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: টিংকুর ফেবু আইডি নাই! কেবল ব্লগে নিক আছে!!

৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

হুমায়ুন তোরাব বলেছেন: btw who is this tingku ??

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: টিংকু ইজ টিংকু টিংকু!!! :D :D

৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১

মশিকুর বলেছেন:
অনেকে ফান পোস্ট সিরিয়াসলি নিয়ে, পোস্টকে আরও ফানি বানায়। হে হে

ফানি পোস্ট সুন্দর লাগলো..

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

অপু তানভীর বলেছেন: তা অবশ্য ঠিক বলছেন!!! যাক কেউ এমন না নিলেই বাঁচি!!

ধন্যবাদ!!

৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: মজা পাইলাম। হি হা হি হা........

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৭

অপু তানভীর বলেছেন: হিহিহি!!
মজা পাইলেই আমি খুশি!!!

১০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

আবিরে রাঙ্গানো বলেছেন: আমরা আমাদের দলের রাহুল দ্রাবিড় (নাসির) পেয়ে গেছি বেশ আগেই, এখন তো মনে হয় শচীন টেন্ডুলকারও পেয়ে গেলাম। শুভকামনা রইলো মমিনুল এর জন্য।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: আমরা কেন নিজেদের প্লেয়ার কে অন্যের সাথে তুলনা করবো ?? আমাদের তুলনা আমরা নিজেরাই!!!!

অনেক ধন্যবাদ :)

১১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

আশিক মাসুম বলেছেন: hahha.... vhalo chilo...:)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: থেঙ্কু মাসুম ভাই!!!

১২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০০

আশিক মাসুম বলেছেন: hahha.... vhalo chilo...:)

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: :):):):)

১৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

বশর সিদ্দিকী বলেছেন: হা হা হা ......................

ভাল লাগল

আঙুরের লাচ্ছি আর টিংকুর মিয়্যাও......................

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: হইতে পারে না??? এই লাচ্চি একদিন খাইতে হইবে!!

মিয়াও!!!

১৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: X(( X(( X((


আমার নামের বানান ভুল!!!


ফোন নাম্বার না..... ২০০ করতে পারলে গার্লফ্রেন্ডই গিফট করতাম মোমিনরে........

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: কোথায় বানান ভুল??? আরে মিয়া তোমার এই নামের বানাই ভুল! ✔আমার টা ঠিক আছে!!

আর আগে একটা গার্ল ফেরেন্ড যুগার কর পরে দেখা যাইবো!!!!

১৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



=p~ =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

অপু তানভীর বলেছেন: :):):)

থেঙ্কু কান্ডারী ভাই!!

১৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালা হইছে।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই!!! :):)

১৭| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

এ্যংরি বার্ড বলেছেন: আম্পায়ারটার নাকি আজকেই ড্যেবু হইছে? X(

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: আমিও তো তেমন শুনলাম!!! কেমন লাগে কন !!!

১৮| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

শান্তির দেবদূত বলেছেন: ব্যাপক হাসির হইছে, গতকাল থেকে চরম চরম হাসি পোষ্ট পড়ছি একেরে পর এক, হা হা হা। খাস্তগীরেরটা তো পুরোদস্তর সাই-ফাই হয়ে গেছে। :) :)

রাজনৈতিক স্ট্যাটাসগুলো জায়গামত হিট হয়েছে। আফসুস এগুলোর মর্মোদ্ধার করার মত ঘিলু তাদের ঘটে নেই। থাকলেই দলের কাছে ইজারা দেওয়া। :( :(

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা!!! ব্লগের সবাই খুব মজে আছে!!! আর খস্তগীরের তো তুলনাই নাই!!! :):)

আর দলীয় স্টাটাসের কথা কিছু কমু না!!! ;);)

১৯| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

দুঃস্বপ্০০৭ বলেছেন: অপু তানভীরঃ আমি আর নিশি গিয়েছিলাম খেলা দেখতে । দুজনে গভীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম মমিনুলের ২০০ হওয়ার জন্য । এমন সময় মাথায় একটা আইডিয়া আসল । নিশিকে বললাম যদি মমিনুল ২০০ করে তাহলে আমি তোমাকে একটা চুম্মা দিব । নিশি বলল যদি ২০০ করতে না পারে ? তখন আমি তুমি যা বলবা তাতে রাজি।

নিশিঃ ঠিক আছে ।

দূর্ভাগ্যবসত মমিনুল ১৮১ তে আউট :( আমার সে কি কান্না ? :(( না জানি কপালে কোন দুঃখ আছে :(

সাথে সাথে দেখি নিশি বলল এবার তোমাকে আমি একটা চুমু খাই ?

আমি লজ্জায় নিছের দিকে তাকিয়ে থেকে চুপ করে থাকা ছাড়া আর কিছু বলতে পারলাম না :#> :#> 8-| #:-S

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৬

অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহি!!!! আপনে গোপন কথা কেমনে জানলেন কন দেখি!!!!!

এই স্টাটাস ব বহুত জলদি সত্য হইবে কইয়া দিলাম ;);)

২০| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অচাম!!!!!!!!!!!! B-)) B-)) B-)) B-))


@দুঃস্বপ্ন ০০৭

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

২১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ!

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু প্রোফেসর সাহেব!!!! :):)

২২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো হৈছে । নোমান মিয়ার টা বেশী ভাল্লাগছে !

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: নোমান ভাই সব সময় রক্স!!!!

থেঙ্কু মন্ত্রী সাহেব!!!

২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫২

প্রিন্স হেক্টর বলেছেন: B-))

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: কি ব্যপার হেক্টর??? কেবল হাসি দিলা?? কিছু তো কইলা না?? ত

২৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৭

বশর সিদ্দিকী বলেছেন: দুস্বপ্ন০০৭ তো ফাটাইয়া দিলেন।

পুরাই চুম্মা.......................

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: হিহিহিহি!!!!

;)

২৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
অপু তানভীরের স্ট্যাটাসঃ


আজ নিশির জন্য বসে আছি অনেকক্ষণ যাবত। আসার কথা ১২ টায়, এখন বাজে ৩টা।

ট্রিং ট্রিং!
মেসেজ! নিশি মেসেজ পাঠিয়েছে! আমি অতি আগ্রহের সাথে মেসেজটা ওপেন করলাম-

অপু,
মমিনুল ২০০ রান করতে পারে নাই, তাই আমার মন খারাপ। আজ আমি আর দেখা করতে আসব না। মনে কষ্ট নিওনা।


আমি হাসি মুখে মোবাইলটা পকেটে ঢুকিয়ে রাখলাম। অনেকদিন ধরে নিশির কারনে হৈমকে সময় দেয়া হচ্ছে না! যাক, আজকে একটু সময় পাওয়া গেল। হে মমিলুন তুই এমন মাঝে মাঝে ২০০ আগেই আউট হইস! তাহলে এই অভাগাদের দুই কুল রক্ষা হয়!

পকেট থেকে মোবাইলটা আবার বের করে হৈমর নম্বরে ডায়াল করলাম, "হ্যালো, হৈম! তুমি না অনেকদিন ধরে দেখা করতে চাইছিলে....."

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা!! :):):):):)

এইটা ভালা হইছে!!!

তবে খুব জলদিই হৈমর সাথে দেখা করা লাগবে! কোথায় দেখা করা যায় একটা আইডিয়া দেন দেখি!!!!

২৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০১

বটবৃক্ষ~ বলেছেন: হাহাহাহা!!

@শায়মাপি> সব্বাই এখন মিয়াও মিয়াও করবে!! কারন সবাই এখন টিংকু ফিভারে আক্রান্ত!! :#) :#)
আর সেই ভাইরাস ছড়িয়েছি আমিইইইইইই!! B-) B-)

মিয়াওওওওওওওওওওওওওওওওওও!!!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১১

অপু তানভীর বলেছেন: মিয়াও!

২৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৮

দুর্বৃত্ত বলেছেন: এইগুলান কি শুনলাম !!আফনে এইগুলান কি কন !

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৩

অপু তানভীর বলেছেন: কুন গুলা কি শুনলেন??
আমি কুন গুলা কি কই?? :/

২৮| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহাহ! শায়মা আপুর টা জটিল হইছে! হাহ!

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৫

অপু তানভীর বলেছেন: হাহাহা!!! আপনার টা কেমন হইছে কইলেন না??

২৯| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

একজন আরমান বলেছেন:
আহমেদ লিও আর শায়মাপুর টা জোশ।

আর অপু মিয়া আমি কিন্তু এখন অনেকের নাম্বার ই পাই, তেমনই মমিনুলও ডাবল সেঞ্চুরি পাবে। B-)) B-)) B-)) ;) ;) ;)

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

অপু তানভীর বলেছেন: তা নাম্বার যখন পাওই একটা দুইটা এদিক ওদিক পাস তো করতে পার!!! ;);)

৩০| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন: আমরা কেন নিজেদের প্লেয়ার কে অন্যের সাথে তুলনা করবো ?? আমাদের তুলনা আমরা নিজেরাই!!!!
সহমত!

আমরা এমনি উদার আন্যদেরকে সম্মান দিতে , যে নিজেদের সম্মান দিতে শিখিনাই!! /:) /:) /:) X(( X((

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

অপু তানভীর বলেছেন: তুমি আমার সাথে একমত হবার না তো আর কে হবে বল!!
:) :) :)

৩১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৩

কামরুল আহসান খান বলেছেন: অপু তানভীরের ইসঠাটাস হইব 'মমিনুলের ১৮১ আর আমার সম্ভাব্য প্রেমের গল্প " =p~ =p~ :P :P

১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অপু তানভীর বলেছেন: হাহাহা!!!!!
ভাল আইডিয়া দিছেন :D

৩২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি হৃদয় বিদারক ঘটনা।সম্ভব হলে কয়েকটা বাউন্ডারী মমিনুলের হয়েআমি পিটিয়ে দিতাম।যত দূষআম্পায়ার ব্যাটার আর পিচের।ওটাতে ভেজাল ছিল।বলটাও খেলার অনুপযোগি হয়ে গেছিল ।ওটা শেপ নষ্ট হয়ে গিয়েছিল।রান হিসাব করাতে ভুল হয়েছে। নো বল ছিল ।নো বলেউট হলো কিভাবে ।আম্পায়ার চোখে দেখে না।বোলারের পা স্পষ্ই লাইন ক্রস করেছে। এটা মেনে নেয়া যায় না ব্র্যাভু মমিনুল চমৎকার খেলেছো। ২০০ হয়নিআগামী ম্যাচে ২০০ রান করতে হবে।


ভাল লিখেছেন।ঈদ শুভেচ্ছা । :)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ!!! আপনাকেও ঈদের শুভেচ্ছা!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.