নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কথোপকথনঃ ৫১ মিনিটের কথা গুলো ১৮ মিনিটেই শেষ !!

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

এই খবরদার, বলছি শোন

হাই তুলছো তবেই যেন

কোন অযুহাত কোন ছলনা ! কেয়ামত হোক ! হোক না কেন ।

আজকে কথা বলতে হবে ।

আমায় ভালবাসতে হবে ।

শুনছো তুমি পাজি ছেলে ?

আজকে স্বপ্নে ভাসতেই হবে ।



পাগলী একটা ! হাসি আমি

এই কথাটা ভালই জানি ।

আমার জন্য আমার সাথে,

সকাল কিংবা নিঝুপ রাতে,

একটু কথা বলার জন্য,

একটু হাসি একটু কান্না, ভালবাসি বলার জন্য,

এই মেয়েটাই বসে থাকে !

চোখ জুরে তার স্বপ্ন আকে !



আমি হাসি, বলি সতের টাকা,

তারপরেই তো মোবাইল ফাঁকা ।

কথা হবে গল্প হবে ভালবাসি বলা হবে

সময় কিন্তু একান্ন মিনিট ।

মনে রেখো আই মিন ইট ।



ওকে বাবা, হয়েছে এবার !

চুপ করবে শুনো খবর ।

কত কিছু বলা আছে ।

কত কিছু শোনার আছে ।

জানো টিংকু কি করেছে ?

সকালবেরা ঘুম ভাঙ্গিয়েছে ।

কই তুমি তো ভুলেই গেছো !

আমায় রেখে মজাই আছো !

আমার টিংকু ভাল কত

ভালবাসে আমার মত ।

তুমি একটা পঁচা ছেলে ।

পঁচা পঁচা পঁচা ছেলে ।



কি আমি পঁচা ছেলে ?

তুমি না বাবু আবার এলে ?

শোন বাবু এসব কি বল ?

দশ মিনিট তো এমনি গেল ।

এসো বলি অন্য কিছু অন্য কথা ভালবাসি ।

একটু আসি কাছাকাছি ।



আহা তোমার সখ যে কত !

সব যে চাও নিজের মত ।

না না এমন হবে না তো !

তোমার কথা শুনবো না তো !

শুনতে হবে আমার কথা !

মনের যত আকুলতা !

শুনবে বল শুনবে তুমি

তোমার কথা ভালই জানি !



এই মেয়েটা কি বলে ?

এই ভাবে কি কথা চলে !

পনের মিনিট গেল আরো

এসব কথা এবার ছাড়ো ।

হঠাত্‍ যেন কি যে হল !

ওলট পালট হারিয়ে গেল ।

মন খারাপের ঝড়টি তুলে

আমার কথা গিয়ে ভুলে

ছিলো বলার কত আরো

রেখে দিলে ফোন মিনিট আঠারো ।



কেমন করে কি যে হল ?

কিভাবে সব কোথায় গেল ।

অভিযোগ নেই কষ্ট টুকু,

তোমায় একটু বলার শুধু !

যাই হোক জেনে রেখে রবে যে রেশ ।

একান্ন মিনিটের কথা বলা আঠারো মিনিটেই শেষ !



(এই কবিতা লিখেছিলাম আজকে রাতে ! এর পরের কবিতাটা লিখেছিলাম তার কয়েক ঘন্টা আগে)







তুমি শুনছো ?

এই যে মেয়ে, বলছি তোমায় !

কান দিয়ে নয় শুনো হৃদয় দিয়ে,

স্বপ্ন বাড়ি যাবো আমি

তোমায় সাথে নিয়ে !



তুমি শুনছো মেয়ে ?

দুহাত ধরে হাটবো দুজন

চোখ যায় যতদুর !

হেটে হেটে যখন ক্লান্ত হব

থামবো অচিন পুর !



অচেনা কোন মাঠের ধারে

অচেনা গাছের তলে

ছায়ায় জুড়াবো আমরা দুজন

কখন বসে আবার কখনও তোমার কোলে !



একটু জিড়িয়ে আবারও মোদের

শুরু হবে পথ চলা !

হাটবো কাছে তোমার পাশে

চলবে ভালবাসার খেলা !



মেয়ে ! শুনছো তুমি !

শুনছো ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :|| কবিতা লেখেন কবে থিকা?

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: অনেক আগে থেইকা !!

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩

ঘুমন্ত আমি বলেছেন: মেয়ে শুনেছে কিনা জানিনা কিন্তু ঘুমন্ত পড়েছে এটা জানি !

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: ঘুমন্তের কেমন লেগেছে সে টা তো জানা হল না !!

৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০৪

রসায়ন বলেছেন: শুনতে কি পাও......?

অবশ্যই !

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৬

অপু তানভীর বলেছেন: শুনতে পেলেই ভাল !! :)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন: লুতু লুতু পুতু পুতু :P

২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৪

অপু তানভীর বলেছেন: :!> :!> :#> :#>

৫| ২৮ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩৫

বটবৃক্ষ~ বলেছেন:


হুম!
শুনছি তোমায় !!
আচ্ছা শোনো,
স্বপ্ন বাড়ি যাবার বেলায় তোমার ঐ নীল ক্যনাভাসটাও সাথে নিয়ো......

২৮ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২০

অপু তানভীর বলেছেন: নিয়ে যাবো বাবু । অবশ্যই নিয়ে যাবো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.