নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

দিক নির্দেশনা মূলক পোস্ট!! (টানা হরতালে সময় কাটানোর জরুরী টিপস!!)

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৮



চারদিনের লম্বা হরতাল শুরু হয়েছে । এই লম্বা সময় কাটানো পুরুষদের জন্য বড় বেদনাদায়ক এবং বিরক্তিকর । মেয়েদের অবশ্য খুব একটা অসুবিধা হয় না । সময় কাটানো সমস্যা হয় ছেলেদের ।

যাই হোক ছেলেরা যাতে এই লম্বা সময়টা ভাল ভাবে অতিবাহিত করতে পারে সাথে সাথে এর সর্বোত্তম ব্যবহার করতে পারে তার জন্য দরকার কিছু টিপস এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহন । যাতে করে এই লম্বা আর বিরক্তিকর সময়টা আপনি ভাল ভাবে পার করতে পারেন সেটার জন্যই আজকের আমার এই পোষ্ট । আসুন দেখে নেই ঠিক কি কি প্রস্তুতি আপনার থাকা দরকার ।



বিবাহিতদের জন্যঃ



১. বউয়ের সাথে যদি ঝগড়া বা মন সংযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলুন । চট জলদি সংযোগ স্থাপনের পদক্ষেত নিন । দোষ আপনার বউয়ের হলেও সংলাপের পদক্ষেপ টা আপনি হাতে নিত । ঘরে বন্দী অবস্থায় সময় কাটানোর জন্য প্রান প্রিয় স্ত্রীর বিকল্প আর কোথাও খুজে পাবেন না ।



২. স্ত্রীকে বেশি বেশি সময় দিন । অন্য কোথাও তো যাওয়ার উপায় নেই তাই দিনের বেশির ভাগ সময়টা বউয়ের সাথে কাটানোর চেষ্টা করুন ।



৩. স্ত্রীকে রান্না ঘরে রান্নার কাজে টুকটাক সাহায্য করুন । একদিন তো চলেই গেছে সম্ভব হলে বাকি তিন দিনের একদিন সকালবেলা স্ত্রীর আগে ঘুম থেকে উঠে চা হাতে তার ঘুম ভাঙ্গান । গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনের তিন মাস আপনার সাথে কোন প্রকার ঝগড়া বিবাদ করবে না ।



৪. স্ত্রীর কাছে এই তিনদিন কিছু ভিন্ন রকম খাবারের জন্য আবদার করুন । প্রথমে একটু বিরক্তি ভাব হয়তো দেখাবে পরে দেখবেন ঠিকই রাজি হয়ে যাবে । এবং রান্নার সময় তাকে টুকটাক সাহায্য করুন । আর হ্যা সব থেকে জরুরী যেটা সেটা হল খাওয়ার স্বাধ যেমনই হোক প্রান খুলে প্রসংশা করুন যদি বাকি দিন গুলোর শান্তি নষ্ট করতে না চান ।



৫. বিকাল কিংবা সন্ধ্যা বেলা তাকে নিয়ে এলাকার রাস্তায় হাটতে বের হন । সম্ভব হলে রিক্সা করে একটু ঘুরে বেড়ান ।



৬. হালকা নাস্তা যেমন ফুচকা চটপতি খেতে পারেন । সংসদ ভবনের সামনে ভাল ফুচকা পাওয়া যায় ।



৭. রাতের বেলা তার সাথে বসে টিভি দেখুন । যদিও বিরক্তিকর সিরিয়াল দেখতে হবে তবুও কিছু পাওয়ার জন্য একটু আধটু কষ্ট তো সহ্য করতেই হবে ।



৮. কাছে পিছে কোন সিডির দোকান থাকলে সেখান থেকে ভাল কিছু মুভি ভাড়া নিয়ে আসুন অথবা দ্রুত গতির ইন্টারনেট সংযোগ থাকলে কিছু মুভি এবং বাংলা নাটক নামিয়ে নিন ।



৯. যদি আপনার স্ত্রীর সাথে কোন ভাবেই সংযোগ স্থাপন করতে কিংবা যুদ্ধ বিরতিতে একমত না হতে পারেন তাহলে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিন । যে ভাবেই হোক সময় তো কাটাতে হবে !



অবিবাহিত এবং গার্লফ্রেন্ড ওয়ালাদের জন্যঃ



১. সেই একই কথা । গার্লফ্রেন্ডের ঝগড়া বিবাদ থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলুন ।



২. মোবাইলে পর্যাপ্ত পরিমান ব্যালেন্স ভরে নিন । হরতালেই এই সময়ে আপনার গার্লফ্রেন্ড কে ঘন ঘন ফোন দিন । যদি সে এই হরতালের সময় বের হয় তাহলে বার বার তাকে ফোন দিয়ে খোজ খবর নিন । আপনি যে তার ব্যাপারে চিন্তিত এটা তাকে বোঝান ।



৩. তার বাড়ি আসেপাশে হলে দেখা করে আসতে পারেন । তবে বেশি দুরে হলে রিস্ক না নেওয়াই ভাল ।



৪. হরতালে বুয়া আসার সম্ভাবনা কম থাকে । নিজে নিজেই রান্না করার প্রস্তুতি নি । রান্নার ব্যাপারে আপনার গার্লফ্রেন্ডের সুচিন্তিত মতামত নিন কিন্তু খবরদার তা ফলো করার ভুল সিদ্ধান্ত নিবেন না ।



৫. ফেসবুকে আপনার গার্লফ্রেন্ডের ওয়ালে একটু একটু বেশি বেশি ঘোড়াঘুড়ি করুন । বহু পরানো ছবি বা স্টাটাসে যে সবে আপনার লাইক কমান্ট নেই সেই গুলোতে লাইক কমান্ট করুন ।



৬. আপনার গার্লফ্রেন্ডকে উত্‍সর্গ করে কবিতা লিখে ফেসবুকে স্টাটাস দিন । অথবা ব্লগ পোষ্টও করতে পারেন ।



৭. ব্লগে গার্লফ্রেন্ডের পোষ্টে বেশি বেশি ভিজিট করুন । ভিজিট লিষ্টে আপনার নাম দেখে যেন তার মন খুশি হয়ে ওঠে । সম্ভব হলে তার পোষ্টে একের অধিক কমান্ট করুন ।



৮. আর যদি গার্লফ্রেন্ডের সাথে বিবাদ মেটানো সম্ভব না হয় তাহলে তাকে ছেড়ে দিন । এই তিন দিন জোর চেষ্টা চালান নতুন কোন রিলেশনে তৈরির জন্য ।



অবিবাহিত এবং গার্লফ্রেন্ড বিহীনদের জন্যঃ



১. মোবাইলে পর্যাপ্ত সংখ্যক ব্যালেন্স ভরে নি । পরিচিত অর্ধ পরচিত এবং ফোনবুকে থাকা অন্য সব নাম্বরের মানুষ গুলোর খোজ খবর নিন ।



২. যাদের বাসায় নেট সংযোগ আছে সকালবেলা উঠেই পিসি কিংবা ল্যাপ্টপের সামনে বসে যান । সময় কিভাবে কেটে যাবে টের পাবেন না ।



৩. ফেসবুকে একাউন্ট থাকলে দুনিয়ার তামাম মানুষের বিশেষ করে মেয়েদের পোষ্ট ফটোতে লাইক কমান্টের বন্যা ভাসিয়ে দিন । ব্লগে একাউন্ট থাকলে থাকলে তো কথাই নাই । আপনার সুচিন্তিত মতামত প্রতি পোষ্টে দিতে পারেন ।

৪. যাদের পিসিতে নেট সংযোগ নাই তারা বন্ধুবান্ধবের কাছ থেকে নতুন মুভি নাটক এনে রাখুন । চাইলে অন্য কিছুও এনে রাখতে পারেন ।



৫. বুয়া না আসলে রান্নাবান্না নিজেই করতে পারেন । এতে কিছু সময় কেটে যাবে ।



৬. কিছু রিডিং ম্যাটেরিয়াল জোগার করে রাখতে পারেন ।



সর্ব সাধারনের জন্যঃ



১. সময় কাটানোর জন্য সকালে দেরি করে ঘুম থেকে উঠুন । সকাল সকাল উঠে কি এমন এভারেষ্ট জয় করে ফেলবেন ।



২. পেপারের বিনোদন পাতা দেখে পছন্দের কিছু মুভির নাম একটা সাদা কাগজে লিখে অথবা মোবাইলে রিমাইন্ডারে সেট করে রাখুন । খেলার সময় সূচিও লিখে রাখতে পারেন ।



৩. দুরে কোন পাওনাদার যার ফোন আপনি রিসিভ করেন না সেই রকম কাউকে ফোন দিতে পারেন । কিন্তু খবরদার ফোন পেয়ে চলে আসতে পারে এমন কোন পাওনাদারকে ভুলেও ফোন দিবেন না ।



আপাতত এই কাজ গুলো করতে পারেন । সবাই ভাল থাকবেন । হরতালে বিরক্ত না হয়ে হরতালের সময়টাকে কাজে লাগান ।



বিঃদ্রঃ ফান পোষ্ট । ফান হিসাবে নিলেই খুশি হব ।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


++++++


______-

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: :) :)
ধন্যবাদ!!

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমি কিছু অদেখা মুভি দেখার প্রস্তুতি নিয়েছি। বাকি তিন দিনের জন্য পার্টটাইম চাকুরি করতে চাই।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: আমিও ছবি দেখছি!! :) :)
পার্ট টাইম চাকুরি!! :-B :-B :-B :D

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩০

এক নীলান্জনার খোজে বলেছেন: সেরাম.......হইছে... ব্যাফুক মজা লইসি

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

হু-কেয়ারস বলেছেন: রাতের বেলা তার সাথে বসে টিভি দেখুন । যদিও বিরক্তিকর সিরিয়াল দেখতে হবে তবুও কিছু পাওয়ার জন্য একটু আধটু কষ্ট তো সহ্য করতেই হবে ।

কী পাওয়ার জন্য ভাই ;)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)
সব কিসু কি খোলাসা কইরা বলতে হয়নাকি??!!
কিসু বুইঝা নিতে হয়!! ;)

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

বটবৃক্ষ~ বলেছেন: =p~ =p~ =p~
এইসব ফিচকা বুদ্ধি মাথায় ঘুরে খালি আপনার!! তাইনা??

৩. ফেসবুকে একাউন্ট থাকলে দুনিয়ার তামাম মানুষের বিশেষ করে মেয়েদের পোষ্ট ফটোতে লাইক কমান্টের বন্যা ভাসিয়ে দিন । ব্লগে একাউন্ট থাকলে থাকলে তো কথাই নাই ।

হোয়াট ইজ দিস!?? /:) /:)

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: ফিচকা মানে কি বলতো? আমি তো এর মানেই জানি না। তুমি তো খুব ভাল করেই জানো আমি কত ভালা পুলা!

আর এইটার ভিতর কোন ভুল কিছু লেখা আছে??

৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

ড. জেকিল বলেছেন: নেট থাকলে আর কিছুই লাগেনা। রান্না করতেই অর্ধেক দিন পার :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: নেট থাকলেতো কথাই নাই!!
কষ্টে আছি ভাই পিসি ছাড়া!! :( :(

৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৩. ফেসবুকে একাউন্ট থাকলে দুনিয়ার তামাম মানুষের বিশেষ করে মেয়েদের পোষ্ট ফটোতে লাইক কমান্টের বন্যা ভাসিয়ে দিন । ব্লগে একাউন্ট থাকলে থাকলে তো কথাই নাই ।



শুরু কইরা দিলাম।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: করো!!!!হেহেহে!! ;) ;) :) :)
ইয়ে তোমার জিএফ জানে??

৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

বশর সিদ্দিকী বলেছেন: দেখি কতটুকু ফলো করা যায়।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

অপু তানভীর বলেছেন:
:) :)

৯| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

রাধাচূড়া ফুল বলেছেন: শুধু ছেলেদের জন্য টিপস মেয়েদের জন্য নাই?? B:-/


পোস্টে ভাললাগা রইল। :)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২

অপু তানভীর বলেছেন: মেয়েদের তো এমনিতেই কাজের অভাব নাই!! ওকে নেক্সট হরতালে দিতে পারি!! :) :)
ধন্যবাদ !!

১০| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

আলাপচারী বলেছেন: ++++

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: :) :)

১১| ১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩৫

হান্টার১ বলেছেন: পুরাই ফালতু টিপস, একটা ও কামের না, আপনার ধার কমে যাচ্ছে

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৪

অপু তানভীর বলেছেন: বিঃদ্রঃ ফান পোষ্ট । ফান হিসাবে নিলেই খুশি হব ।

আপনার ধার ঠিক থাকলেই হবে!!!

১২| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

শায়মা বলেছেন: ৪. হরতালে বুয়া আসার সম্ভাবনা কম থাকে । নিজে নিজেই রান্না করার প্রস্তুতি নি । রান্নার ব্যাপারে আপনার গার্লফ্রেন্ডের সুচিন্তিত মতামত নিন কিন্তু খবরদার তা ফলো করার ভুল সিদ্ধান্ত নিবেন না ।


হাসতে হাসতে শেষ আমি। ভাইয়া বুঝেছি বিয়ের পর তুমিই রান্না করবা আমাদের ভাবিজীর জন্য।:)

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: হেসোনা আপু!!
মনেহয় আমাকেই রান্না করতে হবে!! বালিকার রান্নার অভ্যাস!তাতে একমাস অন্তত তাকে ট্রেনিং দিতে হবে আমার!!!! :( :( :(

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: হরতালে হাতে কাম কাজ থাকেনা। একটু সময় নিয়া পোস্ট দিলেই তো পার, বানান ভুল থাকে ক্যান শুনি? পদক্ষেত কি মিয়া?

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: বানান ভুল!! আমি কোনকালেই ঠিক করতে পারুমনা!! হাহহাহা!!
:) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.