নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১২:৫৫

দেখতে দেখতে ২০১৫ সালের আরও একটি মাস চলে গেল । গত মাসের মত এবারও একই কথা দিয়ে শুরু করি । সামুর বুক জুড়ে খুব বেশি সংকল পোস্ট আসে নি । কেন আসে নি সেটার উত্তর খুজতে যাওয়ার কোন মানে নেই । ব্লগার আমি তুমি আমরা কে আমার এই সামু ব্লগের পরিসংখ্যানবিদ মনে হয় । কোথা থেকে খুজে খুজে সব থেকে হিট, মন্তব্য প্রাপ্ত প্লাস পাওয়া পোস্ট বের করে ফেলে ।

গত মাসেই নতুন একটা সিরিজ শুরু করেছি যেখানে প্রতিমাসে সামুতে প্রকাশিত সব থেকে বেশি বার পঠিত, মন্তব্যপ্রাপ্ত এবং প্লাস পাওয়া পোস্ট সমুহয়ের একটা তালিকা থাকবে ।

জানুয়ারি মাসের মত ফেব্রুয়ারি মাসের পোস্ট টি তৈরি করতে আমাকে গত মাসে প্রকাশিত সামুর আর্কাইভ দেখতে হয়েছে । কিন্তু একটা বিষয় লক্ষ্যনীয় যে সামুর আর্কাইভে কয়েকটি পোস্ট আমি পাই নি । পোস্টে তৈরির সময়ে বেশ কিছু পোস্ট আর্কাইভে ছিল না । এই জন্য কয়েকটি পোস্ট চোখ এড়িয়ে গেছে হয়তো । যদি কারো নজরে আসে তাহলে অবশ্যই আমাকে জানানোর অনুরোধ করা গেল ! আসুন তবে শুরু করা যাক !







সব থেকে বেশি হিট প্রাপ্ত পোস্ট গুলোঃ



বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান খলিলুর রহমান ফয়সাল

এখনও পর্যন্ত পঠিত ১০১৬১ বার



একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’ মাঈনউদ্দিন মইনুল

এখনও পর্যন্ত পঠিত ৮১৮২ বার



সর্বকালের সেরা ভালোবাসার সিনেমা এম এম করিম

এখনও পর্যন্ত ৫১১৪ বার পঠিত



ইনসোমনিয়া(INSOMNIA)-নিদ্রাহীনতার যন্ত্রণা থেকে বাঁচতে যা জানা জরুরী জাফরুল মবীন

এখনও পর্যন্ত ৪১৫০ বার পঠিত



জীবন যখন সস্তা...লঞ্চডুবি...সব যাত্রীর লাইফ জ্যাকেট বাধ্যতামুলক করা হউক। নতুন

এখনও পর্যন্ত ১৭৯৩ বার পঠিত



'হাঁটি হাঁটি পা পা, হাঁটার নাম সুস্থতা’ তাহসিন মামা

এখনও পর্যন্ত পঠিত ১৭১২ বার



জিরো ডিগ্রী নিয়ে সামহোয়্যারইনে লেখা মুভি রিভিউ যুগান্তর পত্রিকায় চুরি সাদরিল

এখনও পর্যন্ত পঠিত ১৬২২ বার



আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প শায়মা

এখনও পর্যন্ত পঠিত ১৪০২ বার



লাশগুলো বাঙালির, বাংলায় কথা বলে, বাংলায় করে প্রতিবাদ শামীম সুজায়েত

এখনও পর্যন্ত পঠিত ১১৫৭ বার



পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ শায়মা

এখনও পর্যন্ত পঠিত ১১২১ বার



সন্ত্রাসী হামলায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায়ের ঢামেকে মৃত্যু অাল অামীন

এখনও পর্যন্ত পঠিত ১০৬৪ বার



বিছানায় ছেলেরা মেয়ে সঙ্গীর সঙ্গে যেসব ভুল করে থাকে !(দুঃখিত এটা আমার দেয়া টাইটেল নয় ) ইমরান নিউ

এখনও পর্যন্ত পঠিত ৯৭২ বার



অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি শায়মা

এখনও পর্যন্ত পঠিত ৯০৫ বার



সামুতে গত এক বছর ব্লগিং করে কী পেলাম? জাফরুল মবীন

এখনও পর্যন্ত পঠিত ৮৫৯ বার



~স্বমৈথুন সংক্রান্ত কিছু কথা~ শিশু বিড়াল

এখনও পর্যন্ত পঠিত ৮৩৮ বার



দেখতে কেমন ছিল হাজার বছর আগের বাংলা বর্ণমালা জাফরুল মবীন

এখনও পর্যন্ত পঠিত ৮২৮ বার



দারুচিনি দ্বীপঃ ঠিক যেন বসুন্ধরার বুকে এক চিলতে স্বর্গ! ই ম ন

এখনও পর্যন্ত পঠিত ৭৯৬ বার



বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা আমি ময়ূরাক্ষী

এখনও পর্যন্ত পঠিত ৭৯৪ বার



আপনি যদি চাকুরীজীবি মেয়ে বা ভবিষ্যত মা হোন তাহলে লিখাটি আপনার জন্য..... আপনার সাথে মিলে ও যেতে পারে সোহানী

এখনও পর্যন্ত পঠিত ৭৭২ বার



এবার দেখা যাক সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহের একটি তালিকাঃ



আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প শায়মা

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ২৪৫



পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ শায়মা

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৭৬



সামুতে গত এক বছর ব্লগিং করে কী পেলাম? জাফরুল মবীন

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৭২



জবাইঘর হাসান মাহবুব

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৬০



বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান খলিলুর রহমান ফয়সাল

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৪৫



অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি শায়মা

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১৩৪



স্টোমাক ওয়াশ হাসান মাহবুব

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১১২



একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’ মাঈনউদ্দিন মইনুল

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০৫



দেখতে কেমন ছিল হাজার বছর আগের বাংলা বর্ণমালা জাফরুল বীন

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ১০১



গল্পঃ শেষ সমুদ্রের দেশে প্রোফেসর শঙ্কু

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৭



বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা আমি ময়ূরাক্ষী

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯৪



ব্লগার জানা’র সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা করছিজাফরুল মবীন

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৯০



লাশগুলো বাঙালির, বাংলায় কথা বলে, বাংলায় করে প্রতিবাদ শামীম সুজায়েত

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮৯



ইনসোমনিয়া(INSOMNIA)-নিদ্রাহীনতার যন্ত্রণা থেকে বাঁচতে যা জানা জরুরী জাফরুল মবীন

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮৯



কালের প্রতিবিম্বঃ বই পড়ার গুরুত্ব এবং নবীন ও ভার্চুয়াল লেখকদের মূল্যায়ন প্রসঙ্গে বিদ্রোহী বাঙালি

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮৬



শিশুতোষ গল্পঃ পাখি পালার শখ বিদ্রোহী বাঙালি

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮৪



ব্লগের বিশালত্ব - ব্লগ ব্লগিং ও ব্লগার সম্পর্কে এক্সপার্টদের ৩৯ উক্তি মাঈনউদ্দিন মইনুল

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮৩



টেকনাফ থেকে তেঁতুলিয়া,এক স্বপ্নপুরনের গল্প তুষার কাব্য

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮১



সাগর তোমার জলটি কেন নোনা !? ( একটি কোরিয়ান উপকথা) উৎসর্গ সহব্লগার মাইনুদ্দিন মইনুলের দুটো ছোট্ট পরীকে …. জুন

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮০



সামু ক্রিকেট একাদশ (ফান পোষ্ট) ইমতিয়াজ ১৩

প্রাপ্ত মন্তব্যের সংখ্যাঃ ৮০



এবার দেখা যাক ফেব্রুয়ারি মাসে সর্বাধিক প্লাস পাওয়া পোস্ট সমূহঃ



আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প শায়মা

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ৩০



পঙ্খীরাজে চড়ে শিশুদের সাথে এলাম ঘুরে.......আনন্দ ভ্রমন- ২০১৫ শায়মা

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৮



সামুতে গত এক বছর ব্লগিং করে কী পেলাম? জাফরুল মবীন

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৪



স্টোমাক ওয়াশ হাসান মাহবুব

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৪



বাংলা বানান শুদ্ধ করছে কাকতাড়ুয়া : সারা বাংলাদেশে শুরু হোক এ অভিযান খলিলুর রহমান ফয়সাল

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২৩



বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা আমি ময়ূরাক্ষী

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ২১



কি করে উট তার রূপ হারালো (একটি মঙ্গোলিয়ান উপকথা) জুন

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯



দেখতে কেমন ছিল হাজার বছর আগের বাংলা বর্ণমালা জাফরুল মবীন

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৯



একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’ মাঈনউদ্দিন মইনুল

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৮



গল্পঃ শেষ সমুদ্রের দেশে প্রোফেসর শঙ্কু

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৮



অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি শায়মা

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৮



সাগর তোমার জলটি কেন নোনা !? ( একটি কোরিয়ান উপকথা) উৎসর্গ সহব্লগার মাইনুদ্দিন মইনুলের দুটো ছোট্ট পরীকে … জুন

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৭



জবাইঘর হাসান মাহবুব

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৬



বিশ্বকাপ ক্রিকেট সিরিজ পর্ব : এক। সুমন কর

প্রাপ্ত প্লাসের সংখ্যাঃ ১৬





আপাতত এই হল গত মাসের সর্বাধিক হিট প্রাপ্ত, সর্বাধিক মন্তব্য প্রাপ্ত এবং সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্ট তালিকা ! সামুর আর্কাইভে কিছু কিছু পোস্ট আমি পাই নি । এই কারনে কিছু পোস্ট হয়তো আমার চোখ এড়িয়ে যেতে পারে । তাই যদি তেমন কোন পোস্টের খোজ কেউ জানে তাহলে আমাকে জানানোর জন্য অনুরোধ করা গেল !





সবাইকে ধন্যবাদ !!





গত মাসের হিট পোস্টের গল্পঃ

জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার







মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ২:১২

আজকের বাকের ভাই বলেছেন: সুন্দর হয়েছে। কিন্তু পড়ে মনে হল শুধু সামুর নির্বাচিত পাতা নিয়েই কাজটি করেছেন।
ধন্যবাদ

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ২:৩১

অপু তানভীর বলেছেন: সামুর আর্কাইভ করে করা ।
কিন্তু সমস্যা হচ্ছে সামুর আর্কাইভে বেশ কিছু পোস্ট দেখায় না । কেন দেখায় না কে জানে !

যদি কিছু পোস্ট বাদ যায় তাহলে কিছু লিংক দেওয়ার জন্য অনুরোধ রইলো !

২| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৪:০৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: সংকলন লেখা বরাবরই বেশ কষ্টের কাজ। কষ্টের কাজের ধারাবাহিকতা বজায় রেখেছেন দেখে ভালো লাগলো। কারণ এই পোস্ট কিছুটা হলেও ব্লগারদের মধ্যে মিথস্ক্রিয়া বাড়াতে সহায়তা করবে। আপনার সংকলনে স্থান পাওয়া বেশীর ভাগ পোস্টই আমার পড়া। :)
এতো এতো হিট ব্লগার আর গুণী ব্লগারের ভিড়ে নিজের দুটো পোস্ট দেখে ভালো লাগার চেয়ে লজ্জা লাগছে বেশী। আন্তরিক ধন্যবাদ অপু।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: আপনার মন্তব্য সব সময়ই আমার বেশ পছন্দ !
আপনার লজ্জা পাওয়ার কিছু নেই । এমনি এমনি তো আর আপনার পোস্ট এখানে আসে নি । কারন আছে বলেই তো এসেছে ।

লেখা চলুক নিরন্তর ! :):):)

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৬:৪২

আরণ্যক রাখাল বলেছেন: হুম

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

অপু তানভীর বলেছেন: হুম ! :)

৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ ভোর ৬:৪৯

রামন বলেছেন:
ভাল৷ আমার মনে হয় দুই একটি বাদ পড়েছে।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: দুএকটা বাদ পড়েছে আমিও জানি ! এটা আসলে সামুর আর্কাইভে সমস্যা ! এখানে সব গুলো পোস্ট কেন জানি জমা হয় না !

যদি এমন কয়েকটা চোখে পড়ে তাহলে দয়া করে লিংক দিয়ে যাবেন প্লিজ ! :):)

ধন্যবাদ !

৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: ভাল কাজ। সামুতে অনেকদিন পর কোন পোস্টের হিট দশ হাজার ছাড়াতে দেখে ভাল লাগল :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫০

অপু তানভীর বলেছেন: ব্যাপার টা আমার বেশ ভাল লেগেছে । আগের সেই দিন গুলোর কথা মনে পড়ে গেল আবার :)

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:১০

সোহানী বলেছেন: আহ্ মার্চ এসে গেল... সংকলন দেখে মনে পড়ে গেল। অনেক অনেক ধন্যবাদ অপু....... আর আমার পোস্ট আছে হিট লিস্টে :#> :#> :#> :#> :#> :#> (হেহেহেহেহে...... এইটা ছোড ভাইয়ের ভালোবাসা.....)

তবে একটা কথা... সবাই ++++ দিতে এত কার্পন্য করে কেন ????? সর্বোচ্চ + মাত্র ৩০ !!! /:) /:) /:) /:) /:)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫১

অপু তানভীর বলেছেন: সবাই কেবল মুখে মুখে প্লাস দেয় না প্লাস বাটনে আর কেউ চাপ দেয় না ! কেন দেয় না সেইটা একটা বিরাট রহস্য বটে !
;);)

৭| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:২৩

জুন বলেছেন: এত্ত এত্ত হিট , মন্তব্য আর প্লাস আমার পোষ্টে :-*
আমিতো খেয়ালই করিনি অপু :)
হিট, মন্তব্য আর প্লাস পাওয়া না পাওয়া সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: গতমাসের পোস্টেও আপনার পোস্ট ছিল এমাসেও আছে । আশা করি সামনের মাসেও থাকবে !

আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ :):)

৮| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:২৯

শায়মা বলেছেন: অপুভাইয়া!:)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: বল আপি :):):):)

৯| ০৪ ঠা মার্চ, ২০১৫ সকাল ১০:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩

অপু তানভীর বলেছেন: :):):):)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর সংকলন পোস্টে পেলাম, ভাল লাগল। আমারও একটা পোস্ট আছে :-P :-P :-P

তবে সবচেয়ে বেশী উপকৃত হলাম জানা আপুকে নিয়ে মবীন ভাই এর পোস্টেটা দেখে।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

অপু তানভীর বলেছেন: হুম ! দেখা যাক সংকলন চলবে আশা করি সামনেও !

আরও ফান পোস্ট দিন :):):)

১১| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭

তুষার কাব্য বলেছেন: দারুন কষ্টকর আর ধৈর্যের কাজ করেছেন অপু ভাই ।

সামুর সব গুনি আর জনপ্রিয় ব্লগার দের সাথে দেখি আমারও একটা পোস্ট দেখা যায় :D

শুভকামনা জানবেন ।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: আপনিও ধন্যবাদ জানবেন ! :):):)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আমি তুমি আমরা বলেছেন: ভাল কাজ। সামুতে অনেকদিন পর কোন পোস্টের হিট দশ হাজার ছাড়াতে দেখে ভাল লাগল :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

অপু তানভীর বলেছেন: অনেক দিন পর এমন হল !
হুম !

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:১৭

আমি সাজিদ বলেছেন: অপু ভায়া, পোস্ট ফ্রিজে নিয়ে গেলাম। সময় মতো বের করে ... :)

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

অপু তানভীর বলেছেন: নিয়ম করে বের করতে হবে নয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু :):)

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:০৬

আমিনুর রহমান বলেছেন:




এই ধরনের পোষ্ট দেখার আগে আরো সতর্ক হওয়া উচিত। আমি ব্লগে খুব একটা সময় এখন দিতে পারি না তাই জানা নেই আর কোন পোষ্ট বাদ গিয়েছে কিনা।


এই পোষ্টটা দেখে নিস।

ইনসোমনিয়া(INSOMNIA)-নিদ্রাহীনতার যন্ত্রণা থেকে বাঁচতে যা জানা জরুরী


আশা করি নিয়মিত এই কষ্টটা করে যাবি তাহলে অতিথি ব্লগার ছাড়াও নিয়মিত ভালো ব্লগারদের দেখতে পাবো।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: পোস্টে সেই কখন যুক্ত করে দিয়েছি । আসলে সামুর আর্কাইভে এমন একটা সমস্যা আছে সব পোস্ট এখানে আসে না ! বিশেষ করে স্টিকি হওয়া পোস্ট গুলো কি কারনে যেন যেখানে জমা হয় না !

আরও অনেক পোস্ট দেখা যায় না । গত বার পোস্ট বানাতে গিয়েও আমি ব্যাপার টা লক্ষ্য করেছি এবারও করেছি !

আর আপনে আছেন না । প্রত্যেকবার ক কয়টা পোস্ট চোখ এড়িয়ে যাবে এখানে এসে লিস্ট দিয়ে যাবেন । যুক্ত করে দিবো !

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: চমৎকার একটি কাজ করে যাচ্ছেন বলে, ধন্যবাদ জানাই এবং শুভকামনা রইলো।

ব্লগার সোহানীর মতো বলতে চাই, সবায় +++ দেয় কিন্তু লাইক বাটনটা চেপে যায় না। B:-/ B:-/

অার অামিনুর ভাইয়ে মন্তব্যে ১ম লাইকটা অামি দিলাম। দারুণ বলেছেন, তাহলে অতিথি ব্লগার ছাড়াও নিয়মিত ভালো ব্লগারদের দেখতে পাবো।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০১

অপু তানভীর বলেছেন: দেখা যাক সমনে আরও কত দিন করে যেতে পারি এই কাজ টি !

ধন্যবাদ আপনাকে :):)

১৬| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:১৫

জাফরুল মবীন বলেছেন: নিঃসন্দেহে চমৎকার কাজ!

অভিনন্দন ও ধন্যবাদ জানবেন।

দুটো পোস্টের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি-

বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা -ফেব্রুয়ারীতে মন্তব্য সংখ্যা ছিল ৮৬টি।এই পোস্টটি স্টিকিও ছিল।

দেখতে কেমন ছিল হাজার বছর আগের বাংলা বর্ণমালা -ফেব্রুয়ারীতে এর কমেন্ট সংখ্যা ছিল ৯৫টি।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: স্টিকি হওয়া পোস্ট গুলো কি এক অদ্ভুদ কারনে পরে আর খুজে পাওয়া যায় না আর্কাইভে ।
পোস্ট দুটোর লিংক দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ! যদি আরও ফেব্রুয়ারি মাসের আরও এরকম পোস্টের সন্ধান পান তাহলে অবশ্যই এখানে এসে লিংক দিয়ে যাবেন ! বড় উপকৃত হব !

ধন্যবাদ :):):)

১৭| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২০

জাফরুল মবীন বলেছেন: দুঃখিত আমার মন্তব্যে লেখা শব্দটির বানান ‘ফেব্রুয়ারী’ নয় ‘ফেব্রুয়ারি’ হবে।

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: কোন ব্যাপার নহে ......

:):)

১৮| ০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৫:০১

নাসরিন চৌধুরী বলেছেন: ধন্যবাদ চমৎকার পোষ্টটির জন্য। গুণী ব্লগারদের জন্য থাকল অনেক অনেক শুভেচ্ছা। নিয়মিত পাব আশা করি

ভাল থাকুন---

০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: নিয়মিত হওয়ার চেষ্টা চালিয়ে যাবো । দেখা যাক কত দুর যাওয়া যায় !

:):):)

১৯| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭

সংগ্রামী বালক বলেছেন: খুব সুন্দর কালেকশন

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২০| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সংকলন পোস্ট করা বেশ কষ্টসাধ্য , সেই কষ্টটা ধারাবাহিক ভাবে , আনন্দের সাথে করে যাচ্ছেন দেখে ভাল লাগছে । আমরা এক পোষ্টেই মাসের জনপ্রিয় পোস্ট আর লিখক দের পেয়ে যাচ্ছি ।
আপনার জন্য শুভ কামনা ।

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য ! চেষ্টা চলবেই ! দেখা যাক কতদুর যায় !

:):)

২১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

বিদগ্ধ বলেছেন: থেংকু!

১০ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: :) :) :)ওয়েলকাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.