নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতমাসেই হয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ! আমরা পেয়ে গেলাম আমাদের দুই সিটি মেয়র । এই খবর পুরানো । সবার জানা তবে যে কথা অনেকেই জানে না সেটা হল এই মাসে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ন্যায় হয়ে গেল সামু সিটি কর্পোরেশন নির্বাচন । এখানেও আমরা পেয়ে গেছি আমাদের ইতিহাসের প্রথম সামুর সিটির মেয়র, এবং কাউন্সিলরদের !
ঢাকা সিটি কর্পোরেশনের মত সামু সিটি কর্পোরেশনও কয়েকটা ভাগে বিভক্ত তবে ঢাকা সিটি যেমন দুই ভাগে বিভক্ত তবে সামু সিটি তিনটি ভাগে বিভক্ত ! সামু উত্তর সিটি কর্পোরেশন এবং সামু দক্ষিন সিটি কর্পোরেশন এবং সাথে সাথে "সামু হারিয়ে যাওয়া" সিটি কর্পোরেশন !
তাছাড়া সামু সিটিকে বেশ কয়েকটা ওয়ার্ডেও বিভক্ত করা হয়েছে ! আসুন আমরা দেখি সেই ওয়ার্ড গুলোর ভেতরে কোন কোন জোন কোন ওয়ার্ডের আওতা ভুক্ত হয়েছে !
১ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (স্যাটায়ার এবং বাস্তাববাদী)
২ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (প্রেম ভালুবাসা)
৩ নং ওয়ার্ড এর আওতায় আছে গল্প জোন (সাইফাই)
৪ নং ওয়ার্ড এর আওতায় আছে মডু জোন
৫ নং ওয়ার্ড এর আওতায় আছে খেলাধুলা জোন
৬ নং ওয়ার্ড এর আওতায় আছে গবেষনা জোন
৭ নং ওয়ার্ড এর আওতায় আছে সমাজ ও নারী কল্যান জোন
৮ নং ওয়ার্ড এর আওতায় আছে পর্যটন জোন
৯ নং ওয়ার্ড এর আওতায় আছে শিক্ষা জোন
১০ নং ওয়ার্ড এর আওতায় আছে লুল জোন
১১ নং ওয়ার্ড এর আওতায় আছে ফেসবুক জোন
১২ নং ওয়ার্ড এর আওতায় আছে মন্তব্য জোন
১৩ নং ওয়ার্ড এর আওতায় আছে কবিতা জোন
১৪ নং ওয়ার্ড এর আওতায় আছে অনুবাদ জোন
১৫ নং ওয়ার্ড এর আওতায় আছে মুভি রিভিউ জোন
সামু সিটি নির্বাচন এর নির্বাচন কমিশনার ছিলেন নোটিশবোর্ড !
নির্বাচনে যদিও কেউ কেউ সুক্ষ কারচুপির অভিযোগ তুলেছে তবে নির্বাচন কমিশনার সেই অভিযোগ একেবারেই হাওয়ায় উড়িয়ে দিয়েছে । তিনি বলেছেন আমার আমলে এইসব হতেই পারে না ! কেঊ কোন প্রকার কথা বল তাকে অজীবন ব্যান করে দেওয়া হবে । এই ভয়ে আর কেউ কোন কথা বলে নাই ! সবাই এখন বলতেছে নির্বাচন খুব সুষ্ঠ হয়েছে ।
ফাইন নির্বাচন !
আসুন এবার দেখা যাক আমাদের নির্বাচনের ফলাফল সমূহঃ
সামু উত্তর সিটি কর্পোরেশনের সিটি মেয়র নির্বাচিত হয়েছে ব্লগার আরিল । তিনি ব্লগার জানা কে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে পরাজিত করে এই মেয়র পদে অধিষ্ঠ হন !
অন্য দিকে সামু দক্ষিন সিটি কর্পোরেশনের সিটি মেয়র নির্বাচিত হন ব্লগার শায়মা । তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্লগার অপ্সরা । কিন্তু পরে খোজ নিয়ে জানা যায় এই দুইজনই আসলেই একই জন ! এই নিয়ে নির্বাচন কমিশনার ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেও কি এক অদ্ভুদ কারনে সেটা বাইরে আসে নাই !
এছাড়া সামু হারিয়ে যাওয়া সিটি কর্পোশনের মেয়র কে নির্বাচিত হয়েছে সেই ব্যাপারে নির্বাচন কমিশনার নোটিশবোর্ড খুব বেশি কথা বলতেছে না । কেবল কিছু প্রতিদ্বন্দ্বীদের নাম উল্ল্যেখ করেছেন !
তারা হলেন
ব্লগার নাফিস ইফতেখার
ব্লগার দূর্যোধন
ব্লগার ফিউশন ফাইভ
কোন ফলাফল প্রকাশ করেন নাই । নির্বাচন কমিশনারের ভাষ্য যে ফল প্রকাশ কইরা লাভ কি ! তারা তাদের পদ সামলাতে তো আর আইতেছে না !
এবার কোন ওয়ার্ডের কাউন্সিলর কে হয়েছেন সেটা দেখা যাক !
আমাদের ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর হয়েছেন ব্লগার হাসান মাহবুব
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার মামুন রশিদ এবং ব্লগার প্রোফেসর শঙ্কু
২ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন অপু তানভীর
যদিও এই ব্যাপারে ক্ষমতার একটা সুক্ষ অপব্যবহার করার অভিযোগ উঠেছে তবে নির্বাচন কমিশনার সেটা আমলে আনেন নাই ! এবং আশ্চার্যজনক ভাবে এই জোনে অন্য কোন কাউন্সেলর পদ প্রার্থী ছিল না !
৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার শান্তির দেবদূত
তবে নির্বাচন কমিশনার তাকে সাবধান করে দিয়ে বলেছেন যে যদি খুব বেশি দিন তিনি তার কর্মক্ষেত্র (সাইফাই লেখালেখি) থেকে অনুপস্থিত থাকে তাহলে সে তার কাউন্সেলর পদ হারাবে !
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার নাজিম-উদ-দৌলা
৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার কাল্পনিক_ভালোবাসা ।
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার অন্যমনস্ক শরৎ ও ব্লগার আমিনুর রহমান
৫ নাম্বার ওয়ার্ডের কাউন্ডেলর নির্বাচিত হয়েছেন ব্লগার সুমন কর
এই জোনের আর কোন কাউন্সেলর পদের জন্য দাড়ায় নাই ! তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন !
৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার মোস্তফা কামাল পলাশ
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
কান্ডারি অথর্ব
৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার আরজুপনি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
না পারভীন
৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার জুন
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
বোকা মানুষ বলতে চায়
৯ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার মাঈনউদ্দিন মইনুল
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
জাফরুল মবীন
১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার s r jony
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
অপূর্ণ রায়হান
১১ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার নোমান নমি
এই কাউন্সেলরে বিরুদ্ধে দাড়ানোর সাহস কেউ করে নাই !
১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার বিদ্রোহী বাঙালি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
১৩ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার সেলিম আনোয়ার
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
শাফিক আফতাব ও ব্লগার ডি মুন
১৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার আমি তুমি আমরা
এই ওয়ার্ডেও অন্য কোন কাউন্সেলর পদপ্রার্থী খুজে পাওয়া যায় নাই । প্রোফেসর শঙ্কুর এখান থেকে নির্বাচন করার কথা থাকলেও তিনি এক নাম্বার ওয়ার্ড থেকে নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন !
১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সেলর নির্বাচিত হয়েছেন ব্লগার রিকি
এই ওয়ার্ডে অন্যান্য কাউন্সেলর পদপ্রার্থীরা হলেন ব্লগার
রাজিন
এই তো পেয়ে গেলেন আমাদের সামু সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সেলারদের । এখন তাদের অভিনন্দন জানানোর পালা !
যা বলা প্রয়োজনঃ
ইহা কেবলই একটি ফান পোস্ট ! কাউকে কোন প্রকার হেহ করার উদ্দেশ্যে
তৈরি নহে । তবুও যদি কারো মনে হয়ে থাকে সেরকম কিছু করা হয়েছে তাহলে দয়া করে যেন এখানে কিংবা আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ করা হয় । আমি তার নাম খানা সরিয়ে দেব ! যদিও কেবল যাদের কে চিনি তাদের নাম টাই এড করেছি ! ধন্যবাদ !!
পোস্ট তৈরিতে ব্লগাদের ব্লগের লিংক খুজতে সাহায্য নিয়েছি এই পোস্ট টি থেকে !
০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪৬
অপু তানভীর বলেছেন: খুব শীঘ্রই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । এবং সকল প্রস্তুতি গ্রহনের যথাযথ সময় দেওয়া হবে ।
নউ টেনশন !!
২| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এই নির্বাচন মানি না.... ব্যাপক কারচুপি, ট্রাকচুপি থেকে শুরু করে উড়োজাহাজচুপি সবই হইছে নির্বাচনে... কেবল স্পেসশিপচুপিটা বাদ ছিল
নির্বাচন কমিশনের কাল-লাল-নীল-হলুদ-সবুজ সকল হাত গুঁড়িয়ে দাও
০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৫০
অপু তানভীর বলেছেন: মনে রাখতে হবে এই নির্বাচনের নির্বাচন কমিশনার নোটিশবোর্ড !
কুনো অভিযোগ করিলেই কিন্তু সোজাসুজি ব্যান হইয়া যাইবেন
সুতরাং সব কিছু মানিয়া নিতে হইবে চুপচাপ
৩| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: মা মা আমি কাউন্সিলর হয়েছি... আমাদের আর কোনো দুঃখ থাকবে না
০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন: আর কুনো দুঃখ থাকবে না ! কিন্তু দায়িত্বও অনেক বাড়িয়া গেল ! এখন থেকে গল্প আরও বেশি বেশি লিখতে হইবে !
৪| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১০
শায়মা বলেছেন: রিকিমনি আসছি ৩০ মিনিটস এর মাঝেই!
কেবল ফিরেছি! মিষ্টি নিয়ে আসি!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২
অপু তানভীর বলেছেন: মিষ্টি রিকির জন্য কেনু শুনি ?
মিষ্টি তো আমার জন্য আনা উচিৎ !!
৫| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:১৭
রিকি বলেছেন: @ শায়মা আপুনিঃ আমি অনলাইনে ছিলাম--তখনই দেখি অপু ভাই এই পোস্ট দিয়েছে--- heavy মজা পাইছি !!!! আর আপনার প্রতিদন্ধি দেখে আরও বেশি মজা পেয়েছি-- অপ্সরা । জানা আপু, আরিল ভাই ঠিক আছে পরিবার-পরিবার, প্রতিদন্ধি সেভাবে না। কিন্তু আপনি............... নির্বাচন কমিশনকে এভাবে পাউডার মারতে পারলেন !!!!! মিষ্টি দুইটা বেশি এনেন--- নির্বাচন কমিশনের জন্য !!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
অপু তানভীর বলেছেন: নির্বাচন কমিশনও তাইলে দেখা যাইতেছে সামু দক্ষিন সিটি কর্পোরেশন সিটি মেয়রের কাছে চুপ হইয়া গেছে । আসল রহস্য বের করা উচিৎ !!
৬| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:২৩
রিকি বলেছেন:
শায়মা আপুনি নির্বাচন কমিশনকে মিল্লাত পাউডার দিয়ে এসেছিল অনুসন্ধানে পাওয়া গেছে--- তাই নির্বাচন কমিশনার ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেও কি এক অদ্ভুদ কারনে সেটা বাইরে আসে নাই ! এটা মিল্লাত ঘামাচি পাউডারের কারিশমা !!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
অপু তানভীর বলেছেন: তাহলে এই ব্যাপার !!!
এটা মিল্লাত ঘামাচি পাউডারের কারিশমা !!!
৭| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬
আমিনুর রহমান বলেছেন:
একে তো ভুল জোনে দিয়েছিস তার উপর কাউন্সিলর
জীবনে ফ্রন্ট লাইনে আসার কোনদিনই ইচ্ছে জাগেনি। সারাজীবন ব্যাক লাইনের কারিগর হিসেবেই থাকার ইচ্ছে।
তবে পোষ্ট চমৎকার হয়েছে
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
অপু তানভীর বলেছেন: মাঝে মাঝে নির্বাচন কমিশন কিছুটা ভুল করে ফেলেছে দেখতেছি । দেখেন সামনের বার নির্বাচন কমিশন বরাবর একটা দরখাস্ত লিখে ফেলেন !
৮| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৩:৩০
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: রিকিমনি আসছি ৩০ মিনিটস এর মাঝেই!
কেবল ফিরেছি! মিষ্টি নিয়ে আসি!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
অপু তানভীর বলেছেন: মিষ্টি !!
মিষ্টি !!
মিষ্টি !!
৯| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:০৫
কাবিল বলেছেন: খুব শখ আছিল অপ্সরা আপুরে একটা ভোট দিমু কিন্তু যেয়ে দেহি কেডায় যেন আমার ভোট দিয়া দিছে।
মানিনা মানব না, এইডা শায়মা আপুর কারসাজি।
পস্টু খুব মজা পাইলাম
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
অপু তানভীর বলেছেন: এর বিরুদ্ধে তীব্র আন্দুলন গড়ে তুলিতে হইবে !
১০| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:১৬
সুমন কর বলেছেন: বহুদিন পর সামুতে মজার একটি পোস্ট পেলাম। হাসতে হাসতে অস্থির !!
ব্যপুক মুজ্জা হইছে ...
৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ব্লগার সুমন কর
এই জোনের আর কোন কাউন্সেলর পদের জন্য দাঁড়ায় নাই ! তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন !
সামুতে এসে একবার আইন মন্ত্রী আর এবার কাউন্সিলর হলাম।
ব্লগিং জীবন সার্থক ! হাহাহা.......
হাসান ভাই, আমাদের আর কোনো দুঃখ থাকবে না !!!
সামুর দক্ষিণ সিটি নিয়ে কিছু কমু না। সবাই চুপ, নয় কিন্তু খেলা বন্ধ।
** পোস্টে বানান ভুল দৃষ্টিকটু দেখাচ্ছে। পারলে ঠিক করে দিয়েন।
৩য় প্লাস এবং প্রিয়তে।
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
অপু তানভীর বলেছেন: আর কুনো দুঃখ থাকবে না ! হেহেহেহেহে !!
বানান গুলো ঠিক করার চেষ্টা করেছি ! ধন্যবাদ !!
১১| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন:
তোমরা সবাই আমাকে নিয়ে মস্করা করো না!!!!!!!!!!!!
সুমন ভাইয়া---সামুর দক্ষিণ সিটি নিয়ে কিছু কমু না। সবাই চুপ, নয় কিন্তু খেলা বন্ধ।
সুমন ভাইয়া নো তক্কেত!!!!!!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩১
অপু তানভীর বলেছেন: ইয়েক সুমন ভাইয়াকে নু তক্কেত !
সব আমি পাবো !
১২| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: রিকি বলেছেন: @ শায়মা আপুনিঃ আমি অনলাইনে ছিলাম--তখনই দেখি অপু ভাই এই পোস্ট দিয়েছে--- heavy মজা পাইছি !!!! আর আপনার প্রতিদন্ধি দেখে আরও বেশি মজা পেয়েছি-- অপ্সরা । জানা আপু, আরিল ভাই ঠিক আছে পরিবার-পরিবার, প্রতিদন্ধি সেভাবে না। কিন্তু আপনি............... নির্বাচন কমিশনকে এভাবে পাউডার মারতে পারলেন !!!!! ) ) ) ) ) ) মিষ্টি দুইটা বেশি এনেন--- নির্বাচন কমিশনের জন্য !!!!
হা হা হা পাউডারের আর দেখেছো কি রিকিমনি!!!!!!!!! শুধু এই পাউডার না সকল কমিশনের চোখেই আরও ধুলো বালি কাঁদা সবই মারতে জানি আমি !!!!!!!!!! মেয়র যখন হয়েই গেছি, আজ শঙ্কিতচিত্তে এক গুঢ় সত্য ফাঁস করে দেই।
তুমি বলেছো পরিবার-পরিবার, প্রতিদন্ধি তা বেসম্ভব কিছু না কিন্তু নিজেই নিজের ছায়ার প্রতিদ্বন্দী ইহা কেমনে সম্ভব তাইনা??? তবে যদিও আমি নিজের ছায়ারও প্রতিদ্বন্দীও হতে পারি তবুও আসল সত্য উদঘাটন করেই দেই ওকে???
অপ্সরা আর শায়মা আসলে না ছায়া ও কায়া নহে। তাহারা পরিবার পরিবার প্রতদ্বন্দীই। আমার বড় বোইন অপ্সরার অন্তর্ধানের পরে মানে তার সামু ছাড়াছাড়ির পরে আমি না তার কম্পু এর মালিক হয়ে তার জায়গা নিয়ে নিয়েছি আর আজ তাকে মেয়র পদেও হারিয়ে দিলাম । হি হি হি
এখন বলো কয়টা মিষ্টি বেশি খাবে!!!!!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক একদম ঠিক !
আগে আমার জন্য কেজি খানেক বেশি মিষ্টি নিয়ে এসো !! আগে আমি খেটে নেই
১৩| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৫:৫১
শতদ্রু একটি নদী... বলেছেন:
এ নির্কিবাচন নয়, নির্বাচনের নামে প্রহসন!!
এদের সবাইকে এখন দেয়া হোক আন্দামানে নির্বাসন।
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
অপু তানভীর বলেছেন: সবাই কে লাইনে দাড়িয়ে আন্দুলুন জোরদার করার অনুরোধ করা গেলু
১৪| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
রিকি বলেছেন: @ দক্ষিণের নব্য মেয়র শায়মা আপুনিঃ
এত গুঢ় রহস্য ফাঁস করলেন যেহেতু---- সেহেতু আপনাকে মেয়র হওয়ার শুভেচ্ছা স্বরূপ বৈশাখ মাসে খেজুরের গুড় দিলাম !!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
অপু তানভীর বলেছেন: কেজি খানেক এখানেও পাঠাইয়া দেন
১৫| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: শতদ্রু আহারে কেউ তোমাকে ডাকলোও না!!!!!!!!!!!!
কি আর করা নিজেই নির্বাসনে যাও!!!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
অপু তানভীর বলেছেন:
১৬| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
শায়মা বলেছেন: রিকিমনি!!!!!!!!!!!!!!!!!
থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!
এই গুড় খাওয়াও যাবে আবার আমার রাগ হলে মানুষের মাথায় ছুড়ে মারাও যাবে!!!!!!!!!!!!!!!!!!
বিশেষ করে অন্ধকারের একজন দুই জন মানুষদের মাথায় কারণ তাদের মাথায় তো কুটনামি ছাড়া কিচ্ছু নেই তাও আবার টাক মাথায়!!!!!!!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
অপু তানভীর বলেছেন: কথা বার্তা কোন দিকে কইতাছ হে শুনি
১৭| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
রিকি বলেছেন: কি সর্বনেশে কথা-- মেয়র হওয়ার পরে !!! গুড় ছুঁড়ে বলে টাকে মারবে !!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
অপু তানভীর বলেছেন:
১৮| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
জেন রসি বলেছেন: নির্বাচন পরবর্তী খেলা ভালোই জইমা উঠছে
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: তাই তো দেখা যাইতেছে
১৯| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
অশ্রুত প্রহর বলেছেন: হাহাহা অনেক মজা পেলাম।
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২০| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
জনাব মাহাবুব বলেছেন: নির্বাচনে কারচুপির জন্য আমরা ভোটাররা নির্বাচন ফলাফল বয়কট করলাম।
বয়কট কইরাও লাভ নাই, যাদের সিলেকশন করা হইছে তারাই জয়ী :>
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
অপু তানভীর বলেছেন: ইয়েস ! সিলেকশন যা হওয়ার ঐয়া গেচে ! এখন কিছুই করাই নাই !
২১| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
রিকি বলেছেন: অপু ভাই আপুনি descending order এ এগোচ্ছে ---- ১৫ থেকে ১ নম্বর ওয়ার্ডে আসবে !!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
অপু তানভীর বলেছেন: হে হে হে !
না না, প্রথম থেকে শুরু হবে ! এক নাম্বার ওয়ার্ড থেকে !
২২| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
শায়মা বলেছেন: রিকি বলেছেন: কি সর্বনেশে কথা-- মেয়র হওয়ার পরে !!! গুড় ছুঁড়ে বলে টাকে মারবে !!!!
মারবো তো কুটনাদের টাকে....... যারা লুকায় লুকায় কিচ্ছু পারেনা তো শুধু মানুষকে হিংসা করে তাদের টাকে। তোমাকে কখনও সুযোগ হলে কানে কানে বলবো আপুনি!!!!!!!!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
অপু তানভীর বলেছেন: হুম ! আমাদের কুনো ভয় নাই
২৩| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
রিকি বলেছেন: @ শায়মা আপু : কানে আবার গুড় ছুঁড়ে মারবেন না তো !!!!!! :-আপনাকে নিয়ে তো ভয়ে আছি !!!! খেজুর গুড় দিলাম খাইতে মেয়র হওয়ার অভিনন্দনে, উনি টাকে ছুঁড়ে মারছেন---কি সর্বনাশ, কি সর্বনাশ !!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
অপু তানভীর বলেছেন: একটা টিনের ঢালও কিন্না লন ! তাইলে আর কুনো ভয় নাই
২৪| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
শায়মা বলেছেন: রিকি বলেছেন: @ শায়মা আপু : কানে আবার গুড় ছুঁড়ে মারবেন না তো !!!!!! :-* :-* :-* :-* :-আপনাকে নিয়ে তো ভয়ে আছি !!!! খেজুর গুড় দিলাম খাইতে মেয়র হওয়ার অভিনন্দনে, উনি টাকে ছুঁড়ে মারছেন---কি সর্বনাশ, কি সর্বনাশ !!! / / / / /
না না তোমাকে আমি মারতে পারি!!!!!!!!!!!
তোমাকেও সঙ্গে নেবো টাকলা পক্ষীর টাকে ছুড়ে মারার জন্য!!!!!
০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
অপু তানভীর বলেছেন:
২৫| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
শায়মা বলেছেন: অপুভাইয়ু!!!!!!!!!!!!!
তোমাকেও গুড় পাঠায় দেই ভেতরে পেরেক পুরে!!!!!!!!!!! কিন্তু সাবধান খেওনা সেসব শুধু ছুড়ে মারবে সুযোগ মত!!!!!!!
০৬ ই মে, ২০১৫ রাত ৮:১৮
অপু তানভীর বলেছেন: সে কি !
খাবো না ?
২৬| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০০
জেন রসি বলেছেন: অন্ধকারে যিনি একা বইসা আছেন তিনি কই??
হরতাল অবরোধ কিছু ডাকবে না???
নাকি রাজনীতি ছাইড়া দিছে?
০৬ ই মে, ২০১৫ রাত ৮:১৯
অপু তানভীর বলেছেন: রাজনীতি না ছাইড়া উপায় আছে ?
২৭| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: অন্ধকারে যিনি একা বইসা আছেন তিনি কই??
হরতাল অবরোধ কিছু ডাকবে না???
নাকি রাজনীতি ছাইড়া দিছে?
অন্ধকারে তিনি তো লোকচক্ষুর আড়ালে বসে বসে টুপুস করে বন্ধ জানালা দিয়ে ইটের টুকরা ছুড়ে মারে। কি আর করবে বাইরে বের হলে যে ভালো মানুষের মুখোশ খুলে যাবে তাই এই ব্যাবস্থা।
হরতাল অবরোধের সাথী আর কেউ হয়না আজকাল। সাইকো চিনতে কি কি আর কারো বেশি দিন লাগে???
তবে মিডিয়ার চোখ খোলা ধরা পইড়া গেছেন তিনি রঙিলা জালে সেইটা খুব শিঘরীই জানা হয়ে যাবে । হাহাহাহাহাহা
০৬ ই মে, ২০১৫ রাত ৮:১৯
অপু তানভীর বলেছেন:
২৮| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:০৪
রিকি বলেছেন: শায়মা আপু মেয়র হয়ে কি আপনার একটাই লক্ষ্য---টাকলা পেলে বদলা by গুড়ের খাবলা!
০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৭
অপু তানভীর বলেছেন: ইহা তার নির্বাচনি ইশতেহারে লেখা ছিল !
২৯| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: মেয়র পদে জালিয়াতি হলেও কাউন্সেলর পদে জালিয়াতি হয়নি। এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কে টেকনোক্রাট কাউন্সেলর করতে পারলে ভাল হত ।
দুচারটা মনের কথা বলা যেত । আগামীতে দক্ষিন সিটি কর্পোরেশনের সিটি মেয়র হবার ইচ্ছা আছে। দক্ষিণ সিটি কার্পোরেশনের মেয়র সাহেবানকে নির্বাচন জালিয়াতির জন্য ধিক্কার জানাই।
সব কাউন্সেলর আর আরিল্ড ভাইকে অভিনন্দন । তারা সবাই স্বপ্বের ঢাকা গড়ে তোলার লক্ষে একযোগে কাজ করবেন এই আশাবাদ থাকলো ।
অপসরা মনির জন্য সমবেদনা আর ভালবাসা থাকলো ।
কমিটি মাশাআল্লাহ ভাল হয়েছে ।
আস্তিক ব্লগাররা ১০০% সফলতা দেখিয়েছেন ।
০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৮
অপু তানভীর বলেছেন: না না কুনো নির্বাচনেই কুনো জালিয়াতি হয় নাই । ইহা বললে আপনে নির্বাচনি কমিশনারের রক্ত চক্ষুর শিকার হইবেন কিন্তু । সাবধান ! অতি সাবধান !
৩০| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:০৮
সেলিম আনোয়ার বলেছেন: তার মানে নির্বাচন কমিশনারের ছত্রছায়ায় একজন মাত্র দুর্ণীতি করলো । সবার মুখে চুনকালি মাখার অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।
দেশে রিকিমনির মত সৎ সাহসী কাউন্সেলরের বড্ড প্রয়োজন ।
০৬ ই মে, ২০১৫ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: বুঝবার পারছি আপনের কাউন্সেলর পদ বাতিল করনের টাইম চইলা আইছে।
নির্বাচন কমিশনের উপ্রে কুনো কথা হইবে না...
৩১| ০৬ ই মে, ২০১৫ রাত ১০:৩৭
রিকি বলেছেন: @অপু ভাই: আর কি কি ইশতেহারে লেখা আছে ভাই! টাকলাদের জন্য বিনামূল্যে ত্রাণ হিসেবে হেলমেট বিতরণ ইশতেহারে লিখেছে কিনা আপুনি দেখেন তো ? @সেলিম ভাই : ভাই আপনি দক্ষিণ থেকে সামনে বার নির্বাচন করলে আপুনি যাবে কই...?? নির্বাচনে জালিয়াতির কথা ভুলে যান....নির্বাচন কমিশন () এ লিখে রাখে... ( আমরা নির্দলীয়, নিরপেক্ষ)..এরপর কিছু বলতে গেলে তো আমাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন হবে !
০৬ ই মে, ২০১৫ রাত ১১:০১
অপু তানভীর বলেছেন: ইশতেহারে আরোও অনেক কিছু লেখা আছে!!!
আগে নগর সরকার গঠিত হোউক তারপর টের পাইবেন..
৩২| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: জানা আপু আরিল ভাইকে মেনে নিতে পারলে ওনি আমাকে মেনে নিতে পরবেন না কেন? ১৫টা ওয়ার্ড ক্যাটগড়ির সবগুলিতে লিখার যোগ্যতা আমার আছে।
একজন মেয়র সবধরণের কোয়ালিটি না থাকলে ডাইনামিক লিডার শিপ হবে কি ভাবে ? এটি বুঝতে হবে তো রিকিমনি ।
পেশিশক্তির অপব্যবহার করে ক্ষমতায় আসতে চাইলে আমি নির্বাচন বর্জন করবো । আমি জানি সচেতন ভুটাররা ভুল করবেন না ।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫১
অপু তানভীর বলেছেন: সচেতন ভুটারেরা আবারও একই ভুল করিবে ! কুনো সন্দেহ নাই !
৩৩| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: শায়মাপু, আপনি ভুল বুঝেছেন
আমিতো আপনারে নিয়ে কোন কিছু বলতে না করেছি। কারণ আপনিই একমাত্র যোগ্য প্রার্থী।
আপনি এতো রাগ করেন ক্যান !!
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫১
অপু তানভীর বলেছেন: না না কুনো ভয় নাইক্কা । সে রাগ করে নাই
৩৪| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:২৬
শায়মা বলেছেন: সুমনভাইয়া আমি লাগ কলিনি!!!!!!!!! আই লাভ ইউ!!!!!!!!!!!
রিকিমনিকেও লাভ ইউ!!!!!!!! অপু ভাইয়াকেও !!!!!!!!!!!!!! কিন্তু সেলিমাভাইয়ার মরনের সময় আসছে।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫২
অপু তানভীর বলেছেন: একদম ঠিক । মরন আইছে
৩৫| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এ্ই জন্য দেশে নেতা তৈরি হয়না । চেয়ারম্যান ০০৭ এর বিরুদ্ধে গিয়ে শায়মা মনির পক্ষে অবস্থান নিয়েছিলাম জোড়ালোভাবে সেটা বেশিদিন আগের কথা নয় । এমন ডেডিকেটেড লোকের জন্য এই পরিণতি!!!!!!
মরণ সেও ভালো তুমি যদি দাও ................................
বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। :!>
নির্বাচন মানেই খুন খারাবি । খুব ভয় লাগছে ।
শায়মা মনি
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গন্য হলাম।
তবু একটা কিছু হয়েছি যে তাতেই ধন্য হলাম।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৩
অপু তানভীর বলেছেন:
৩৬| ০৬ ই মে, ২০১৫ রাত ১১:৪৭
রিকি বলেছেন: নির্বাচন মানেই খুন খারাবি । খুব ভয় লাগছে ।
শায়মা মনি
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গন্য হলাম।
তবু একটা কিছু হয়েছি যে তাতেই ধন্য হলাম। মন্তব্য দেখে বাধ্য হয়ে হাসতে হাসতে গড়াগড়ি দিলাম ||
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৪
অপু তানভীর বলেছেন: আমিও হাসতে হাসতে গড়াগড়ি দিলাম
৩৭| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:৩১
শায়মা বলেছেন: হা হা
সেলিমভাইয়া ---
সামু তোমাকে আমার ব্লগে অটো ব্লক করে দিসে। আমি অন্যান্যবার তোমাকে ব্লক করে আবার আনব্লক করে দেই কিন্তু এইবার জনমের ব্লক আনব্লক করলেও আর হয়না।
হায় হায় সামুও দেখি বিরক্ত হলো আমার সাথে সাথে।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৫
অপু তানভীর বলেছেন: হে হে হে হে হে ! তাইলে বুঝতে হবে সামু কেমনে চলে
৩৮| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:৩৩
শায়মা বলেছেন: রিকি বলেছেন: নির্বাচন মানেই খুন খারাবি । খুব ভয় লাগছে ।
শায়মা মনি
বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গন্য হলাম।
তবু একটা কিছু হয়েছি যে তাতেই ধন্য হলাম। মন্তব্য দেখে বাধ্য হয়ে হাসতে হাসতে গড়াগড়ি দিলাম ||
রিকি আপুনি সেলিম ভাইয়া কম দুঃখে এই গানা লিখেনি। কততবার যে ব্লক খায় আমার ব্লগে ছাগল পাগল কমেন্ট লিখে। তা নিজেও জানেনা।
ভেবে পাইনা ভাইয়াকে বাড়ির লোকজন দড়ি দিয়ে বেঁধে রাখেনা কেনো??
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৬
অপু তানভীর বলেছেন: বেঁধে যে রাখে তুমি সেই টা কেমনে শিওর হইলা কও তো শুনি
৩৯| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:৪৩
এস কাজী বলেছেন: এই নিরবাচন সচ্ছ নিরপেক্ষ ও আন্তরজাতিক মানশম্পন্ন হয়নি বলে নিরবাচন। বয়কত করলাম। তবে ছিপা দিয়া সায়মা আপু কে অভিনন্দন। এইবার কিন্তু ভাইয়া গুলার জালায় আমি খানাপিনা দিয়ে পালাই বললে হবে না। পার্টি দিতে হবে ( মুবাইল কাজ করছেনা।তাই ভুল বানানের জন্য দুক্ষিত )
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৭
অপু তানভীর বলেছেন: নির্বাচন কমিশনার আপনার ভোটারের সদস্যপদ সাময়িক ভাবে স্থগিত ঘোষনা করেছে ।
সাবধান
৪০| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:৪৫
শায়মা বলেছেন: এস কাজী ভাইয়া তোমার জন্য তেহারী বানিয়েছি!
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৮
অপু তানভীর বলেছেন: তেহরী কেবল তার জন্য ?
আমার জন্য না ?
৪১| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:৪৮
এস কাজী বলেছেন: ছেহরির সময় তো প্রায় হয়ে এল। ছেহরির তাইমে তেহরি মন্দ হবে না।
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৯
অপু তানভীর বলেছেন:
৪২| ০৭ ই মে, ২০১৫ সকাল ১১:১০
রিকি বলেছেন: মন্তব্য দেখে হতবাক
০৭ ই মে, ২০১৫ সকাল ১১:৫৯
অপু তানভীর বলেছেন: অবাক হওয়ার কিছু নেই । আমাদের এসব দেখে অভ্যাস আছে
৪৩| ০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: এই নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের হয়েছে আমরা জনগনের কাছে কৃতজ্ঞ।
আর ইয়ে, মানে...অপু তানভীরকে সামু ব্লগের প্রেসিডেন্ট পদে ভুট দিন
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৩
অপু তানভীর বলেছেন: এই তো সত্য কথা কইছেন ।
দেখা যাক আপনেরে সামনের নির্বাচনে কোন কমিশনের পদ টা দেওন যায়
৪৪| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:০৪
এস আলভী বলেছেন: অনেক প্রতিক্ষার পর ফ্রন্টপেইজ একসেস দেওয়ায় ব্লগ কর্তৃপক্ষকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনার লেখায় আমি আজ প্রথম মন্তব্য করার সুযোগ পেয়ে গর্ব বোধ করছি।
নতুন ব্লগার হিসাবে আপনার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৪
অপু তানভীর বলেছেন: আমার ব্লগে কমেন্ট করার জন্য ধন্যবাদ !
আছি পাশে দেখা যাক কতদুর কি করা যায় !
৪৫| ০৭ ই মে, ২০১৫ রাত ৯:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: শায়মামনি এ চোখে তাকিও না তুমি লুটপাট হয়ে যাবে
এ চোখে তাকিও না তুমি চৌচির হয়ে যাবে । শুনুন গুরুজনে কি বলে । মানুষ ফেটে চৌচির হয়ে গেলে তারা ভোটে দাঁড়াতে পারেনা ।
ঠা ঠা ঠা ।
শায়মামনি
এ কি ভালবাসার বাঁধনে জড়ালে ওগো বন্ধু বাধন খুলো অন্যদের কেন বলো ??
আমার নাম কাজি মুহাম্মদ রমজান সামু ব্লগরে আমি সামলাবো । আমারে চিনতেই হইবেক সুন্দরী ।
ঠা ঠা ঠা
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬
অপু তানভীর বলেছেন:
৪৬| ০৭ ই মে, ২০১৫ রাত ১০:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমার ভুট কে দিল? নির্বাচন মানিনা।
নির্বাচনে ব্যাপক ভুট কারচুপি হয়েছে।
০৯ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬
অপু তানভীর বলেছেন: আপনার ভুটার সদস্য পদ বাতিলের ব্যবস্থা হইতেছে । খাড়ান
৪৭| ০৯ ই মে, ২০১৫ দুপুর ১:৩৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ঝাতি তা মেনে নেবে না। প্রতিবাদে রাস্তায় নেমে আসপে।
০৯ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৭
অপু তানভীর বলেছেন: এই জাতি রাস্তায় নামতে ভুলে গেছে ! এগো দৌড় ফেসবুক পর্যন্তই
৪৮| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৪:২৫
অপ্রতীয়মান বলেছেন: পোষ্ট মজার আর কমেন্ট ট্রিপল মজার
হাসতেই আছি... হাসতেই আছি.....
০৯ ই মে, ২০১৫ রাত ৯:২৬
অপু তানভীর বলেছেন:
৪৯| ০৯ ই মে, ২০১৫ রাত ১০:০৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ফেসবুক বন্ধ করে দেয়া হবে। তখন বুঝবেন ঝাতির ঠেলা।
১০ ই মে, ২০১৫ রাত ১:৫৪
অপু তানভীর বলেছেন: তখন অবশ্য আসল আন্দুলুন হইবে
৫০| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১:৫৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: নির্বাচনে নির্বাচনে সামুতো প্রায় সয়লাব হয়ে গেল। কিন্তু সংরক্ষিত আসন নিয়া তো কোন কতাবারতা দেকতাছি না। বিষয়ডা কি ?
০২ রা জুন, ২০১৫ দুপুর ২:২১
অপু তানভীর বলেছেন: আমিও তাই ভাবতেছি । সংসক্ষিত আসন আসলে একটু বেশিই সংরক্ষিত হয়ে আছে কি না তাই কেউ খুজে পাইতেছে না
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪১
রিকি বলেছেন: সামু দক্ষিন সিটি কর্পোরেশনের সিটি মেয়র নির্বাচিত হন ব্লগার শায়মা । তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্লগার অপ্সরা । কিন্তু পরে খোজ নিয়ে জানা যায় এই দুইজনই আসলেই একই জন ! এই নিয়ে নির্বাচন কমিশনার ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেও কি এক অদ্ভুদ কারনে সেটা বাইরে আসে নাই ! হাসতে হাসতে মরে গেলাম ভাই শায়মা আপু শায়মা গো---একটু এই পোস্টে আসেন না গো
ভাই শপথ অনুষ্ঠান কবে !!!!! আমি ১৫ নম্বর কাউন্সিলর না--- মাঞ্জা মেরে আসতে preparation লাগবে তো !!!
১ম লাইক