নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিমাসে এই পোস্ট তৈরির আগে আমি যখন সারা মাসের পোস্ট গুলো ডক ফাইলে জমা করি তখন আগে থেকেই একটা ক্রাইটেরিয়া ধরে নেই যে এতো বারের কম কোন পোস্ট নেব না কিংবা এতো কম মন্তব্য পড়া কোন পোস্ট আন্তর্ভুক্ত করবো না ! এই মাসেও ঠিক একই ভাবে কাজ শুরু করার পর যখন আবার পোস্ট লেখার জন্য সেগুলো থেকে বাছাই করছিলাম তখন খানিকটা অবাক হয়েই লক্ষ্য করলাম মন্তব্যের পোস্টে মাত্র চার টা পোস্ট জমা হয়েছে । এই মাসে কি মানুষজন পোস্টে মন্তব্য করে নি ? নাকি আমার ভুল হল । আবারও দ্বিতীয়বার খোজ শুরু করলাম । সেখানে এবার সেই ক্রাইটেরিয়াটা আরেকটু কমিয়ে আনলাম । ষেটাতে যোগ হল আরও কিছু পোস্ট !
প্রতিবারের মতই যতই সারা মাসের পোস্ট গুলো একবার করে ঘুরে আসি, মন খান খারাপ হয়ে যায় । আমার সামু কি ছিল আর কি হয়ে গেল । কিন্তু একটা জিনিস আমি ঠিক বুঝতে পারছি না যে পোস্ট কিন্তু কম পড়া হচ্ছে তা কিন্তু না । মানুষ পোস্ট পড়ছে বলতে গেলে একটা পোস্ট হাজার বার পড়া হচ্ছে কিন্তু মন্তব্য আর প্লাসের সংখ্যা সেখানে মাত্র হাতে গোনা কয়েকটা । হিসাব করে দেখলে আবার মাসের সব থেকে বেশি পড়া পোস্ট গুলোর দিকে তাকালেই বোঝা যাবে । মন্তব্য করতে মানুষের এতো অনিহা কেন কে জানে ! অবশ্য আমার নিজের নামেই একই অভিযোগ আছে । নিজেকে দিয়ে অন্য সবাইকে বিবেচনা করতে পারি !
যাক এতো কথা না বলি । কাজের কথায় আসি, সামুর সার্ভারে যে সমস্যাটা আমি ফেস করতেছি সেটা হল, আর্কাইভে তারিখ অনুযায়ী পোস্ট জমা হয়ে থাকে । কিন্তু নতুন ভাবে আমু আপডেট হওয়ার পরে একটা ব্যাপার আমি লক্ষ্য করতেছি যে সেই আর্কাইভ ঠিক মত কাজ করতেছে । মনে করা যাক আমি এক তারিখের সব পোস্ট দেখবো । কিন্তু এক তারিখের পোস্ট গুলোতে ক্লিক করলে প্রথমে একটা পেইজ আসতেছে পরে আবার যখন নেক্সট ক্লিক করতেছি আবারও সেই পেইজ এবং সেই পোস্ট গুলোই আসতেছে । এতে করে আমি এক তারিখের কেবল মাত্র কয়েকটা পোস্ট দেখতে পারছি অন্য গুলো দেখতে পাচ্ছি না । আশা করি কর্তৃপক্ষ এর সমাধান করবেন !
আর সাথে সাথে সবার প্রতি অনুরোধ রইলো যে যদি কোন পোস্ট চোখ এড়িয়ে যায় তাহলে যেন অবশ্যই এই পোস্টের কমেন্টে লিংকটি দিয়ে যায় !
তবে আসুন শুরু করে দেওয়া যাক এই মাসের হিট সমাচার !
সব থেকে বেশি পঠিত পোস্টের তালিকা
আসেন আপনাদের একটু জ্ঞান দেই (প্রথম পর্ব ) ঠেলাগাড়ির পাইলট
এখনও পর্যন্ত পঠিত ১৮৮৯৩ বার
"হেনরি কিসিঞ্জার" এক পাপিষ্ঠ ও এক রহস্যের নাম
শান্তনু চৌধুরী শান্তু
এখনও পর্যন্ত পঠিত ১৬৭৬৭ বার
পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং হতবুদ্ধিকর কিছু ভুল
বশর সিদ্দিকী
এখনও পর্যন্ত পঠিত ৬৪১৪ বার
হাতের অনুপম ছায়া, দেয়ালে জাগে কায়া!
শাইয়্যানের টিউশন
এখনও পর্যন্ত পঠিত ২৩৪০ বার
এলজিবিটি(গে লেসবিয়ান বাই ট্রান্স): বিজ্ঞান কি বলে? ধর্ম কি বলে? সমাজ কি বলে?
উদাসী স্বপ্ন
এখনও পর্যন্ত পঠিত ২০১১ বার
কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস)
জুন
এখনও পর্যন্ত পঠিত ১৭৭৮ বার
শবে বরাতের রাতে নামাজ পইরা এদের কি লাভ ?
শিশির খান ১৪
এখনও পর্যন্ত পঠিত ১৫১৫ বার
সহীহ সমকামীনামা.. - সামুরাই এর চ্যাটিং
কর্ণেল সামুরাই
এখনও পর্যন্ত পঠিত ১৩৬২ বার
Unnatural Sex Approval-USA ইন United States of America- USA ও আমাদের উচ্ছ্বাস
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী
এখনও পর্যন্ত পঠিত ১২৩৪ বার
গল্পঃ এন্ড দেন আই ডিসাইডেড টু কিক মাইলসেলফ আউট অফ হেভেন - পর্ব-৭
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত পঠিত ১২৩০ বার
আমেরিকার University of Maryland এর Global Flood Monitoring System হতে প্রাপ্ত কক্সবাজার জেলায় চলমান অতিবৃষ্টি ও বন্যার চিত্র
মোস্তফা কামাল পলাশ
এখনও পর্যন্ত পঠিত ১১১৬ বার
রাজিন রিভিউ: Hamari Adhuri Kahani
রাজিন
এখনও পর্যন্ত পঠিত ১০৭৯ বার
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -১।''বাংলা''ই কি জানে ? তার এই ''বাঘিনী''র খবর ।
গিয়াসলিটন
এখনও পর্যন্ত পঠিত ১০২৭ বার
রোজা এবং পিরিয়ড! পুরুষেরা বিরত থাকুন বিব্রতকর প্রশ্ন করা থেকে আর মেয়েরা ?
ঈপ্সিতা চৌধুরী
এখনও পর্যন্ত পঠিত ১০১০ বার
পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত পঠিত ৯১১ বার
ছবি ব্লগ (নদী ভাঙন রোধে বালির বস্তা)
প্রামািনক
এখনও পর্যন্ত পঠিত ৮৯৩ বার
এবার আসুন দেখা যাক সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমুহের তালিকা
আহা! কি এক অপূর্ব সময়!
জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ২২৮
সেথায় এক পড়শী বসত করে.......
জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৪২
প্রেমে পরিনি, অনেক ভালোবাসি তোমাকে!!
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩০
কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস)
জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৫
এলজিবিটি(গে লেসবিয়ান বাই ট্রান্স): বিজ্ঞান কি বলে? ধর্ম কি বলে? সমাজ কি বলে?
উদাসী স্বপ্ন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০২
এক দেশে ছিলো এক রাজামশাই- যে রাজামশাই চলে গেছেন এক অজানার দেশে-
অপ্সরা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০২
তুই বরং মন খুলে আজ নাঁচ!!!
জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০০
মৃত্যুমিতা
হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯৬
তোমাদের বিরহগুলো এবার হাতে হাতে ফেরত দেবো!!
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৯
ভুল হয়েছে, খানিক ভালোই ভুল হয়েছে!
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৬০
ছেলেটা!! - ৭
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৬০
যদি কখনো এমন হয়...
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫৭
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫৬
গল্পঃ এন্ড দেন আই ডিসাইডেড টু কিক মাইলসেলফ আউট অফ হেভেন - পর্ব-৭
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫৪
পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫২
শব্দগুলো অন্যরকম
ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫০
গল্পঃ দ্বৈতস্বত্বা
জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৪৮
যত্নহীন নীরব রাত্রিগুলো ।
কলমের কালি শেষ
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৪৬
এবার দেখা যাক সব থেকে বেশি প্লাস পাওয়া পোস্ট সমুহের তালিকা
কিতনা বদনসীব হ্যায় জাফরঃ ভাগ্য বিড়ম্বিত এক সম্রাটের জীবনের করুন আলেখ্য (ছবি আর ইতিহাস)
জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩৪ টি
ভুল হয়েছে, খানিক ভালোই ভুল হয়েছে!
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৬ টি
প্রেমে পরিনি, অনেক ভালোবাসি তোমাকে!!
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৪ টি
সহীহ সমকামীনামা.. - সামুরাই এর চ্যাটিং
কর্ণেল সামুরাই
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২ টি
মৃত্যুমিতা
হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৮ টি
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৭ টি
ছেলেটা!! - ৭
শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬ টি
পুরাতন ঢাকার ইফতারের ইতিবৃত্ত
বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫ টি
"ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া" ছেলেদের নিয়ে শুধু বাংলা সিনেমাই বানানো হয়। জীবনের আসল হিরো ব্যাকবেঞ্চের ছাত্ররা, যারা ইতিহাস পাল্টায়
মঞ্জুর চৌধুরী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৩ টি
বিখ্যাত মানুষদের বিচিত্র ভয়---ফিয়ার ফ্যাক্টর পর্ব ১
রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৩ টি
SOMEWHEREINBLOG’S ব্লগারস ট্রাভেলিং ডায়েরী - মে ২০১৫ (ভ্রমণ সংকলন – মে ২০১৫)
বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১২ টি
মায়াবী ক্ষণে কাট্টলী সৈকতের বালুকাবেলায় (গানে গানে ছবিব্লগ)
বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১২ টি
কাদম্বরী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই.........
রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১২ টি
এবং একটি অনলাইন নিউজপোর্টালের গল্প
ডেজার্ট রেইন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১২ টি
আজ তাহলে এই পর্যন্তই । সবাই ভালু থাকবেন !
গত কয়েকমাস ধরে চলতে থাকা হিট সমাচার সমুহঃ
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৪
অপু তানভীর বলেছেন: এটা অবশ্য একটা কারন কিন্তু এতো কম আশা করি নি ।
২| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: আমাকে তো নির্বাচিত পোষ্ট থেকে লাতি মেরে তাড়িয়ে দিছে।
তাই আর লিখে সুখ পাইনা বলেই তেমন একটা মন দিয়ে লেখা হয়না।
ইস আবার যদি আমার লেখা, নির্বাচিত পোষ্ট এ স্থান পেতো তবে হয় আমিও...............
থাক আর বলবো না ভাই
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: নিশ্চই এমনি এমনি আপনার পোস্ট সরানো হয় নি । কোন কারন তো অবশ্যই ছিল । যাই কোন আবার লিখতে থাকুন, ভাল পোস্ট হলে অবশ্যই তা নির্বাচিত হবে !
ধন্যবাদ !
৩| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: সাধারণত অফিস থেকে আসার পর নেটে বসা হয় না। আর আজ সকাল থেকেই আপনার এই পোস্টের অপেক্ষায় ছিলাম। কপাল ভাল এখন লগইন করেছি আর আপনার পোস্টও চোখে পরলো।
অনিশেষ ধন্যবাদ কষ্টসাধ্য কাজের জন্য। ভাল থাকুন নিরন্তন।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৫
অপু তানভীর বলেছেন: পড়ে ফেলুক গত মাসের সব পোস্ট গুলো যেগুলো পড়া হয় নি ।
ধন্যবাদ মন্তব্য করার জন্য !
৪| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: কস্ট কইরাই যাইতেছেন মাসের পর মাস। যদিও আপনি মনে হয় শুধু নির্বাচিত পাতা থেকে পোষ্ট খুঁজে সংকলন করেন। কিন্তু কিছু ব্যাপার এভাবে বুঝতে পারবেননা।
পঠিত ব্যাপারটা ফেসবুক শেয়ারের উপর নির্ভর করে। পোস্টের উপরে ফেসবুক লাইক শেয়ার দেখে আন্দাজ করতে পারবেন কেন পঠিত সংখ্যা এতো। আর ফেসবকে এক্টারনাল লিঙ্ক ধরে যারা পড়ে অরা নিচে লাইক দেয়না, উপরে দেয়। আর নীচে কমেট দেয়না, ফেসবুক প্রোফাইলে শেয়ারড লিঙ্কে কমেন্ট করে। কমেন্ট লাইকের স্থান চেঞ্জ হইছে, এই যা।
পিনাকি ভট্টাচার্য্যের একটা পোস্টে পঠিত সংখ্যা হাজার ত্রিশেক দেখে ব্যাপারটা খেয়াল করি। এমনকি নিজের এক পোস্টের পঠিত সংখ্যা হাজার বিশেক পার হতে দেখে প্রোফাইলে ভুত ধরছে নাকি জানতে পনি আপাকে একবার মেসেজ করে জিজ্ঞেসও করছিলাম।
আবার এখানে মন্তব্য প্রাপ্তের নাম্বারটা ব্লগে ব্যক্তিগত সম্পর্ক আর অন্যের পোস্টে নিজের কমেন্টের উপরেও নির্ভর করে, কারন ব্লগ ব্যাপারটাও অনেকটা গিভ এন্ড টেকের মতো। যারা অন্যের পোস্টে কমেন্ট করেনা, তারা মানসম্মত পোষ্ট করলেও কমেন্ট খরায় ভোগে। নির্বাচিত পাতায় যেগুলো হয়তো খুঁজে পাবেননা। এই মাসে দুইশ কমেন্ট পার করা পোস্টও আছে নির্বাচিত পাতায় যেগুলো যায়নি, মানসম্মত হোক আর নাই হোক।
শুভকামনা রইলো অপু তানভির।
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: আমি স্বাধারনত সামুর সার্ভারের আর্কাইভ থেকে প্রতি মাসের তারিখ অনুযায়ী পোস্ট সংগ্রহ করতাম । কিন্তু সেখানে একটা সমস্যা দেখা দতি যে সেখানে সব পোস্ট গুলো জমা হত না । আলাদা আলাদা ভাবে সেই পোস্ট সংগ্রহ করতে হত । তার উপর গত মাসে সামু নতুন ভার্শনের কারনে সেই কাজ টা আর করা যাচ্ছে না । সমস্যাটা উপরেই বলেছি ।
সেই ক্ষেত্রে এখন আমার নিজের তৈরি হির ব্লগারদের লিস্ট সাথে সাথে নির্বাচিত পাতা ছাড়া আর কোন গতি নেই । তবে একটা জিনিস যে নির্বাচিত পাতায় গেলেই মোটামুটি ৯০ ভাগ হিট পোস্ট পাওয়া যায় ।
২০০ কমেন্ট পার হওয়া পোস্ট গুলোর লিংক যদি কষ্ট করে দিয়ে যান তাহলে খুবই উপকার হয় !
ধন্যবাদ !
৫| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৫
জেন রসি বলেছেন: অপু ভাই, কেমন আছেন?
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: আমি তো সেই ভালু আছি । পড়া লেখা শেষ । কোন কাজ নাই । সারা দিন ঘুমাই আর গল্পের বই পড়ি !
আপনে কেমুন আছেন ?
৬| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: কাজটি তাহলে করে যাচ্ছেন !!! দেখে খুশি হলাম। সাথে আছি।
শুরুর দিকের কথার সাথে ১০০% সহমত। এখন সবাই মন্তব্য করতে চায় না। ১২/১৫ জন ব্লগার অাছে তাঁরা মন্তব্য করে এবং লাইক দিয়ে সহ-ব্লগারদের উৎসাহ দিয়ে যাচ্ছে। কিছু ব্লগার শুধু পোস্ট দিয়ে যায় কিন্তু অন্য ব্লগারদের পোস্টে যান না। এটা বড় দুঃখের বিষয়। এভাবে মন্তব্যহীন পোস্ট থাকলে পোস্ট করে কি লাভ?? অনেক পুরানো ব্লগার চলে গেছে এবং নতুনরা অন্যদের পোস্টে কম যায়। তাই তারা ব্লগিং-টা এখনো বুঝে উঠতে পারেনি।
আমার কাছে, মাঝে মাঝে কম মন্তব্য পোস্ট কিভাবে এতবার (হাজারের ও বেশী) পঠিত হয় বোধগম্য হয় না !!! কেউ কি তার পোস্টই নিজেই ক্লিক করে !! কারণ ২০/২৫ টা মন্তব্য নেই তবুও হাজার বার কিংবা এর চেয়েও বেশী পঠিত !!! হাউ !!!
একবার কোন এক ব্লগার স্বীকার করেছিল, তাঁর কি-বোর্ডের কোথায় জানি চাপা লাগার পর থেকেই তার পোস্ট হুহুহুহু..... করে পঠিত হয়ে যাচ্ছে। সবার কি এমন হচ্ছে !!!
ব্লগার আরো সৌজন্যস্নিগ্ধ মধুরভাবাপন্ন হয়ে উঠুক।
পোস্টে ৪র্থ লাইক।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০২
অপু তানভীর বলেছেন: সেই ১২/১৩ জন ব্লগারও মনে হয় এক সময় চলে যাবে । তখন সামু কেমন হবে কে জানে । আশা করি এমন অবস্থা যেন কেটে যাক । অন্তত যারা এখন আছে তারা যেন এমন করেই থাকে ।
ব্লগারেরা আরো সৌজন্যস্নিগ্ধ মধুরভাবাপন্ন হয়ে উঠুক।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
৭| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৭
নিয়েল হিমু বলেছেন: তথ্যটা দিয়ে যাই, আপনার লিস্টের বেশির ভাগ পোষ্টই পড়েছি । বসর সিদ্দিকির পোষ্ট তো খুঁজে খুজে পড়ি । হামা ভাইর গল্প গাথুনি তাকে খুঁজে নেয়ায় । এবং তানভির ভাই আপনার পুরাতন লেখাও খুজে ফিড়ি পড়ার জন্য ।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৩
অপু তানভীর বলেছেন: কই মিয়া আপেরে তো খুইজাই পাওয়া যায় না ! কোথায় হারায়া গেলুইন !!
৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৮
কলমের কালি শেষ বলেছেন: কষ্টসাধ্য পোস্টে ভাললাগা ।
আমার একটা পোস্ট দেখে অবাক হলাম, কারণ আপনি যে ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় নিয়ে এই পোস্ট তৈরী করেন তাতে আমার পোস্ট কখনোই আসার কথা না । আপনি প্রথম দিকে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছেন তার সুবাদেই হয়তো এই সৌভাগ্য আমার ।
শুভ কামনা রইলো ।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য !
কখন কার পোস্ট কোথায় চলে যায় সেটা কি বলার উপায় আছে
৯| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৩১
শতদ্রু একটি নদী... বলেছেন: সুমন ভাই, ফেবু লাইক শেয়ারের ঘরের পাশের নাম্বার দেখলে পঠিত ব্যাপারটার ধারনা পাবেন।
অপু ভাই, রসি ভাইয়ের লিঙ্কে যান। নীলনীল্পিরী আপার পোস্টে দেখতে পারেন সরাইয়া না নিকে। আমার ব্লগেও দেখতে পারেন। এগুলা কবিতা আড্ডার মত। ফেসবুকে আড্ডা না দিয়া এইখানে দেয়াটাও খারাপ না। কেউ কাউকে না চেনা থাকলে কথা বইলা আরো মজা।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: হুম ! পেয়ে গেছি সব পোস্ট গুলো । ভাবতেছি আমার লিস্ট আবারও আপডেট করতে হবে !
ধন্যবাদ ! আর হ্যা এখানে আড্ডা দিতে বেশ মজাই লাগে ! আগের সেই দিন গুলোর মত । দেখি এবার থেকেও আমিও যোগ দেব তবে হাতে বেশ কিছু গল্পের বই জমা হয়েছে । সেগুলো আগে শেষ করে নেই
১০| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:৪৯
হামিদ আহসান বলেছেন: ভাল কাজ করছেন........
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৫
রিকি বলেছেন: কাদম্বরী আমাকে মরতে মরতে বাঁচিয়ে দিয়েছে....নাহলে তো কখন বাজে বারোটা, কখন বাজে বারোটা দশা চলছে ! আমার নাম পেয়েছি... ভাই আবেগে কান্দাইলছি! জেন রসি ভাই আপনার একটা পোস্টে কমেন্টের সিংহভাগ দায়দায়িত্ব কিন্তু শতদ্রু ভাই আর আমার...মিষ্টি আমাদের দুইজনকে দুইটা বেশি করে দিয়েন! জুন মাসে ultimate সুপারহিট জুন আপু অপু ভাইকে স্যালুট...রেস্পেক্ট...অভিনন্দন
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: জুন আপুর পোস্ট এবার না পেয়ে আমি একটু অবাকই হয়েছিলাম । প্রত্যেক মাসে তার অন্তত একটা পোস্ট তিন ক্যাটাগরিতেই থাকে এবার একটা পোস্টও নাই । তবে পরে দেখলাম আমার চোখ এড়িয়ে গেছে । প্রতিবারের মত জুন আপু এবারও হিট সবার উপরে !
আপনাকেও রেস্পেক্ট
একটা প্রশ্ন, আপনি কি আমার ফেসবুক প্রোফাইল দেখছেন নাকি ? কারন আমি এতো এই খানে এই "স্যালুট...রেস্পেক্ট...অভিনন্দন" এই শব্দ গুলো ব্যবহার করি না !
১২| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৬
জেন রসি বলেছেন: রিকি আপু!!!!!!
কাদম্বরী মরিয়া প্রমাণ করিল রিকি আপু মরে নাই!!!!
আপনি যদি এরিসপ্লেটোকে হেমলকের বদলে মিষ্টি খাওয়ান তাইলে আপনাকে একটা হেমলকবিহীন মিষ্টি বেশী দিতে রাজি আছি! আপনার শাশুড়ি বিষয়ক লেখলেখির খবর কি??? এই ব্যাপারে অপু ভাইয়ের পরামর্শ নিয়া দেখতে পারেন!
অপু ভাই, আমিও ভালু আছি।সারাদিন হাবিজাবি কইরা আনন্দের সাথে দিনযাপন করতেছি।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: যদিও বিবাহ করার দুর্ভাগ্য হই না তবুও আমি কিন্তু শ্বশুরবাড়ি, শ্বশুর, শ্বাশুড়ি এবং শ্বাশুরীর কন্যা বিষয়ক ব্যাপক জ্ঞান রাখি ! যে কোন সমস্যায় আমাকে জানাতে বিন্দু মাত্র সংকোচ করিবেন না !
আমিও সারাদিন এই করি !
১৩| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৫০
আরণ্যক রাখাল বলেছেন: এত কষ্ট করেন ক্যামনে বস
০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:০৪
অপু তানভীর বলেছেন: আরে এইটা কুনো কষ্ট হইলো নাকি
১৪| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১:৫৯
মিছা মন্ডল ব্যাক বলেছেন: ওয়াও সামুতে ১৮০০০ + রিডিং ও হয় একটা পোস্ট এখনো?প্রিটি ইম্প্রেসিভ।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ২:২৪
অপু তানভীর বলেছেন: হুম ! প্রতিমাসেই এরকম কয়েকটা পোস্ট থাকছে এখন
১৫| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:২৬
রিকি বলেছেন: @অপু ভাই : সামু যখন বন্ধ ছিল--- আপনার ফেবু প্রোফাইলে গিয়েছিলাম, কবে চালু হবে, কিছু জানেন কিনা--- দেখতে গিয়ে আপনার কাভার ফটো চোখে পড়ে!!! স্যালুট<< রেস্পেক্ট << অভিনন্দন !!!! তার পর থেকে ভেবেই রেখেছি-- অপু ভাইরে এটা দিয়েই জ্বালা দেঙ্গা !!!! আপনার দ্য এইট পড়া শেষ হয়েছে না ভাইয়া????
@ জেন রসি ভাই: হ্যাঁ একেবারে ঠিক--- কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে রিকি মরে নাই !!!! অপু ভাই শ্বশুর শাশুড়ি নিয়ে লিখতে চাইছে--- সো এই চান্স মিস করেন না, আপনি আপনার মাইরালা স্ক্রিপ্ট লিখিয়ে নেন!!!! আমাকে লিখতে দিলে কিন্তু খুনে শ্বশুর আর ভূতে পাওয়া শাশুড়ির গল্প লিখে দিব--- তখন শতদ্রু ভাইয়ের কিন্তু পুকুর ধারে বসে শ্বশুরের মাইয়ার সাথে সুখ দুঃখের গল্প একেবারে ফিনিস তেলাপোকার পাউডার হয়ে যাবে !!! তখন কিন্তু দোষ দিতে পারবেন না ভাই !!!!
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:১৮
অপু তানভীর বলেছেন: তাহলে বোঝা যাচ্ছে আমার প্রোফাইল আপনে ঠিক মতই জানেন, আমি কি করি না করি তাও ঠিকই লক্ষ্য করেন । তা কুন নামে আছেন একটা জানা দরকার দেখতেছি ! এই ভাবে তো নিজেরে খানিকটা সেলিব্রেটি সেলিব্রেটি লাগতাছে !
আর জন রসি ভাই কুনো টেনশন নাই আমি তো আছি ! যে কোন বিষয়ে পরামর্শের জন্য হাজির !
১৬| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:১৭
রিকি বলেছেন: অপু ভাই আমার এই পোস্টও তো ১২ টা প্লাস পেয়েছে--- কিন্তু অবহেলার খাতায় পড়ে গেছে !!!!!
http://www.somewhereinblog.net/blog/Ricks007/30049991
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২০
অপু তানভীর বলেছেন: কুনো ব্যাপার নহে ! এক্ষুনি আপডেট হয়ে যাইবে
১৭| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:২৯
শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, আপনে আপনার লাস্ট পোস্টের কমেন্টের একটা সামারি কাম রিভিউ লিইখা দ্যান, তাইলে অপু ভাইয়ের বুঝতে সুবিধা হইবে। এরপর আপনেরা দুইজনেই আলাদা স্ক্রিপ্ট লিইখেন (আমি শিওর খালাও আকাশ থাইকা একটা হাবিজাবি স্ক্রিপ্ট প্রডিউস কইরা বলবে উনারটাই সেরা, ওইটা নির্দিধায় বাদ দেয়া যাইত্তে পারে ) ওইখান থেকে দুইটার হিট অংশগুলা নিয়া একটা গল্প জোড়া দেয়া যাইতে পারে।
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: ঠিক ! সেইটাই ভালু হইবে ।
খালা বলতে কুন খালা ? পরী আপু নাকি ?
১৮| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১১:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার, আর্কাইভ সমস্যায় আমিও ভুগেছি ভ্রমণ সংকলন করতে গিয়ে, মনে হয় এটা নুতুন ভার্সনের টেকনিক্যাল প্রবলেম। আশাকরি অতিদ্রুত এই সমস্যার সমাধান হবে। আমরা যারা সংকলন নিয়ে কাজ করি তাদের জন্য এটা খুবই হতাশাজনক সমস্যা।
নিয়মিত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অপু, ভালো থাকুন সবসময়। শুভকামনা।
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: না জানি সমস্যাটার সমাধান কবে হইবে । তবে আশা করি দ্রুতই এর সমাধান পাবো !
দেখা যাক কতদুর এই কাজ চালিয়ে নেওয়া যায় !
ধন্যবাদ
১৯| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:০৮
রিকি বলেছেন: @ শতদ্রু ভাই : ভাই আমার ঐ পোস্ট আর সামারি করার মত নাই, ধারাবাহিক কমেন্টের ক্ষুদ্র উপন্যাস হয়ে গেছে--- একটি পান চিবানো শাশুড়ির আত্মকথা!!! অপু ভাইকে আমি শুধু আমার শেষ হলিউড পোস্টে আহবান জানাতে পারি শুধু ( অপু ভাই আসেন আমার সেই শাশুড়ির স্ক্রিপ্ট পোস্টে, এসে মাথা খারাপ কইরা যান ) !!!! আমি কোন স্ক্রিপ্ট লিখছি না-- মাফ চাই!!!!
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ১:২৭
অপু তানভীর বলেছেন: হুম ! আপনার আমন্ত্রন গ্রহন করিলাম !
২০| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:০১
রিকি বলেছেন: অপু ভাই ওটা ধূমায়িত পোস্ট--- মাথা ঘুমায়িত হয়ে যাবে জেন রসি আর শতদ্রু ভাইয়ের গল্পের প্লট দেখলে-- এই surity দিলাম !!!! আপনার নাকি দ্য এইট চরম ভাল লেগেছে। চরম বই মানে সেই মাপের চরম--- ভাল না লেগে যাবে কই। আমার ব্যক্তিগত অনুভূতি--- ক্যাথরিন নেভিল ড্যান ব্রাউন টাইপ ঘুরানো প্যাঁচানো Mystery র আম্মা--- প্রায় ৩ বছর আগে পড়েছিলাম, এখনও তার ঘোর কাটেনি !!!! Katherine Neville আর Umberto Eco---- এই দুইজনের লেখার ধাঁচ এখন অনেকেই follow করে !!!! ম্যাথিউ পার্লের দান্তে ক্লাব টাও চরম। নাজিম ভাই দ্য ফায়ার বের করবে কবে??? এটা আমারও প্রশ্ন !!!!!
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
অপু তানভীর বলেছেন: Umberto Eco এর কি কি পড়েছেন বলেন তো ?
একটা লিস্ট দেন !
দ্য ফায়ারের পিডিএফ টা । এক বন্ধুকে সেই পিডিএফ থেকে প্রিন্ট করে বইও বানিয়ে দিয়েছিলাম । কিন্তু ঐটার ইংরেজি এতো কঠিন যে কি বলবো ! আমার আবার মাত্র ভাষায় বই না পড়লে ঠিক যুত হয় না !
আর দান্তে ক্লাব ক্লাবটাও কাছেই আছে । এখনও শুরু করিনি । এখন দ্য লষ্ট টেম্পলার পড়তেছি । এটাতেও মজা যাবো মনে হচ্ছে ।
২১| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯
দর্পণ বলেছেন: রিকিভাই এইখানেো আব্দারটা রাইখা গেলাম আমি শ্বশুরের রোল ভুইলেন না কিন্তু।
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:৪৩
অপু তানভীর বলেছেন:
২২| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮
রিকি বলেছেন: Umberto Eco র Il nome della rosa--- মানে The Name of the rose এর pdf নামিয়ে পড়েছি!!! আর কোনটা দেখা হয়নি-- ওটাই যা, মাথা নষ্ট !!! আমার কিন্তু একটা পোস্টও আছে ওইটা নিয়ে !!! The Fire এর ইংলিশ ভার্সন আমার কাছেও আছে--- পড়ার আগে ভাবছিলাম একটা False দাঁতের পাটি বাধিয়ে এনে রাখব, এত বড় রিস্ক নেয়া যাবে না--- ভাই complex sentence too much complex অবস্থায় আছে ওটাতে !!! The Last Templar শুরু, মধ্যের অংশ হেভি টান টান উত্তেজনা রাখে, কিন্তু শেষে গিয়ে কেমন খাপছাড়া হয়ে যায় সব !!! দান্তে ক্লাবটা পড়ার অনুরোধ রইল--- মজা পাবেন, সেইইইইইইইই মাপের একটা বই !!!!
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন: The Name of the rose এর ইংরেজি টা কেমন ? দাঁত ভাঙ্গা নাকি ?
দেখি আজকে রাতেই নামিয়ে দেখবো ! আমি আবার পিডিএফ থেকে প্রিন্ট করে তারপর পড়ি !
যাক The Last Templar পড়ে তো বেশ মজাই পাচ্ছি । আজকে রাতে শেষ করে ফেলবো । কালকে দেখা যাক দান্তে ক্লাব শুরু করা যায় নাকি !!
:০
২৩| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯
রিকি বলেছেন: @ দর্পণ ভাই : জেন রসি ভাইরে বলেন, আমিতো সিনেমার দর্শক !!!!
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮
অপু তানভীর বলেছেন: আমিও দর্শক
২৪| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
রিকি বলেছেন: অপু ভাই এই নেন Umberto Eco র লিস্ট---
Il nome della rosa (1980; English translation: The Name of the Rose, 1983)
Il pendolo di Foucault (1988; English translation: Foucault's Pendulum, 1989)
L'isola del giorno prima (1994; English translation: The Island of the Day Before, 1995)
Baudolino (2000; English translation: Baudolino, 2001)
La misteriosa fiamma della regina Loana (2004; English translation: The Mysterious Flame of Queen Loana, 2005)
Il cimitero di Praga (2010; English translation: The Prague Cemetery, 2011)
Numero zero (2015)
আর এই রইল সবার প্রথমটি Il nome della rosa নিয়ে আমার একটি আদিকালের পোস্ট (সিনেমার অবশ্যই)---
http://www.somewhereinblog.net/blog/Ricks007/30025646
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
কিন্তু বাংলায় অনুবাদ হয় নাই ?
বড় চিন্তার বিষয় । দেখি কি অবস্থা !!
২৫| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:২৭
কালের সময় বলেছেন: ভালো লাগলো ।
মনে হচ্ছে জুলাই মাসের হিটে আমিও থাকবো
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন: থাকতেই পারেন ! কুনো সমস্যা নাইক্কা
২৬| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৫:২৬
রিকি বলেছেন: The Name of the rose এর ইংরেজি টা তাও কিছুটা পড়া যায় ভাই--- তবে বইয়ের শুরুটাতে একটা মজা আছে (গল্পটা নাকি কাল্পনিক না পুরোটা...লেখা আছে কিছু, আর একটা ম্যাপ আছে দেখবেন) !!!! সিনেমাটা জটিল---Dan Brown এর বইয়ে যেরকম symbolism আছে, এর symbolism আবার সেরকম-- গোটা বইতে কোথাও একটা গোলাপ পাবেন না, তারপরেও গোলাপ এর symbolism সব জায়গায় আছে!!!! অনুবাদ হয়নি এখনও-- আপনি উদ্যোগটা নিতে পারেন ভাই লাস্ট টেম্পলার শেষে ২-৩ পেজ কেমন জানি খাপছাড়া লেগেছে আমার-- মনে হয়েছে কোন রকমে শেষ করতে চেয়েছে !!! দান্তে ক্লাবে Dante Alighieri অমর সৃষ্টি Divina Commedia র একটা particular অংশ বা Canto আছে--- এই দান্তে ক্লাবের Canto র ব্যাখ্যা খুব কম জায়গায় এমনভাবে পাবেন !!!! তবে প্রথমদিকে বইটা খুব বিরক্তিকর লাগতে পারে--- বিরক্তি overcome করতে পারলে এই মজা মেলা দিন ভুলতে পারবেন না
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: পিডিএফ নামালাম । একটা পাতা প্রিন্ট করেও দেখলাম । দ্য ফায়ারের মত এতোটা দাত ভাঙ্গা না ! দেখা যাক আগে হাতের গুলো শুরু করি তারপর ইংরেজিটা শুরু করবো !
ধন্যবাদ
২৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪১
জাকির হায়দার বলেছেন: ভালো লাগলো ।
তবে আপনি সমস্যাটা পোেস্ট না লিখে, [email protected] মেইল করলে, সমস্যাটা খুব তারাতাির সলভ হত।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
মেইল করবো !
২৮| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৪
জুন বলেছেন: ধৈর্য্যের প্রশংসা করতেই হয় অপু । আমিও একটুর জন্য বদনসীবের হাত থেকে রক্ষা পেলাম তার জন্য ধন্যবাদ
এমন সংকলন চলতে থাকুক আর আমরাও লিখতে উৎসাহিত হতে থাকি ।
শুভকামনা রইলো ।
তা সেই পুলিশের প্রেমটা কোন ক্যাটাগরীতে আসলো না
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: না সেই পুলিশের প্রেম টা সামুতে আসে নাই তবে ফেসবুকে হইছিল !
এবার সত্যি সত্যিই প্রথম বার আপনার পোস্ট খুজে না পেয়ে বারবার মনে হচ্ছিলো যে আপনার পোস্ট গেলু কই । এমন তো হওয়ার কথা না ! তারপর ভুল টা বুঝতে পারলাম !
যাক পরে আবার ঠিক করে নিয়েছি !
আপনারা না লিখে যান আমিও কাজ করে যাই !
২৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: আহাহাহা কাজে লাগবে পুষ্ট, কতদিন আসি নাই!
আছেন কিরাম?
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: আমার টা না হয় কাজের পোস্ট কিন্তু আপনি তো কোন কাজই করছেন না ! এতো কমকম পোস্ট দিলে চলবে ?
মোটেই চলবে না !
আমি তো আছি কোন রকম ! আপনার খবর কি ?
৩০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বরাবরের মতই পরিশ্রমসাধ্য পোস্ট ।
নিজের নাম দেখে তাজ্জব বনে গেছি ।
আমার পোস্ট কি করে হাজার হিট অতিক্রম করে ?
কোথাও কোন ভুল হয়েছে কিনা দেখতে আপনার দেয়া লিংক ধরে আবার নিজের পোস্টে গিয়ে ''চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন '' করলাম ।
গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট উল্যেখ করেছেন । একটা পোস্ট পঠিত হয় হাজার বার বাট কমেন্ট ১৬ টি ।
আরেকজন ব্লগার আরেকটি চমৎকার কথা বলেছেন , শেয়ারের কারনে হিট সংখ্যা বাড়ে । এটাও ঠিক ।
ফেবু থেকে লিঙ্ক ধরে আসা পাঠকরা ব্লগার নন বিধায় ইচ্ছা থাকলেও কমেন্ট করতে পারেন না ।
আমার প্রশ্ন ১৬ টি কমেন্ট প্রাপ্ত পোস্ট যে মাত্র ১৬ জন ব্লগার পরেছেন এমন নয় ।
আসলে ''উনার কমেন্ট পেয়ে পাছে কেউ জাতে উঠে যায়'' এই ভয়ে ব্লগাররাও কমেন্ট করতে অনিহা প্রকাশ করেন ।
আমরা যখন নতুন ছিলাম , ( এখন যে অভিজ্ঞ হয়ে গেছি এমন নয় ) আমাদের ব্লগে কেউ কমেন্ট করলে অনুসন্দিৎসূ মন নিয়ে
আমরা কমেন্ট কারীর ব্লগ থেকে ঘুরে আসতাম ।
এখনকার নতুনরা সে কাজটি সৌজন্যতা বশতও করেন না । যা ব্লগারদের মাঝে আন্তরিকতা সৃষ্টিতে প্রধান অন্তরায় হিসাবে কাজ করে ।
তবে প্রায় ৫ মাস পরে ফিরে এসে আমার কাছে সামুকে বেশ পরিচ্ছন্ন বলে মনে হচ্ছে । পোস্ট গুলিও আসছে মান সম্পন্ন ।
বিশাল কর্মযজ্ঞের জন্য আপনাকে অভিনন্দন !
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ! তবুও আমার মনে হয় পোস্টে ব্লগারদের আরও মন্তব্য করা উচিৎ । তাহলে ব্লগারেরা যেমন লিখতে অনুপ্রারণা পায় তেমনি ভাল ভাল পোস্ট আরও জমা হবে সামুর দরজায় !
৩১| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ ভাল কাজ , ধৈর্য্যের প্রশংসা না কোরে পারলামনা ।।
০৩ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ
৩২| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৩
নতুন অভিনেতা বলেছেন: আপনার লিষ্ট দেখে এটাকে এলিট শ্রেণীর লিষ্ট বলে মনে হচ্ছে । আমি ১০০% নতুন ব্লগার । মাত্র আড়াই মাস আমার ব্লগিং বয়স । তাই আপনার এই এলিট শ্রেণীর লিষ্ট নিজের নাম দেখার খুব লোভ হচ্ছে (অনেকটা অ্যাওয়ার্ড কামনার মতো) । ভাই কিছু টিপস্ দেন কিভাবে নিজেকে এখানে দেখতে পারবো? ধন্যবাদ আপনাকে এই কষ্টসাধ্য কাজটি করার জন্য ।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৩
অপু তানভীর বলেছেন: আপনার ধারনা মোটেই ঠিক নয় । একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কয়েকজনের পোস্ট আছে যারা আপনার মত নতুন ব্লগার ! মান সম্মত পোস্ট লিখলে তা ভাল হিট করে স্বাধারনত !
ধন্যবাদ ! আশা করি খুব জলদিই আপনার পোস্ট আমার লিস্টে আসবে
৩৩| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অনেক দিন পর ব্লগে এসে আপনার পোস্টে সবগুলো ভাল পোস্ট একসাথে পেয়ে গেলাম।
অনেক ধন্যবাদ কষ্টসাধ্য কাজটির জন্য।
ভাল থাকবেন অপু ভাই।
২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: এরকম করে কম কম ব্লগে আসলে তো হবে না ! আরও বেশি বেশি ব্লগে আসতে হবে !
আপনিও ভাল থাকবেন !
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: সামু মাঝখানে সপ্তাহখানেক বন্ধ থাকায় হিট, কমেন্ট আর লাইক কম এসেছে।