নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অক্টোবর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:২৬

দেখতে দেখতে বছরের শেষ সমসয়ে চলে এসেছি । ভাবতে অবাক লাগছে যে এই সিরিজটার বয়স এক বছর হতে চলল । সখের বসেই শুরু করা সিরিজটার জন্য মাসের প্রথমে অনেকেই এখন অপেক্ষা করে থাকে এটা দেখে আমার নিজের কাছেই বেশ ভাল লাগে । মনে হয় যে কষ্ট টা করছি সেটার প্রাপ্তি এইতো, আর কি দরকার ।

পোস্ট শুরুর আগে ভেবে রেখেছিলাম অনেক কথা বলবো এখন মনে হচ্ছে বেশি কথা না বলাই ভাল । এখন আবার মানুষ জন সমালোচনা সহ্য করতে পারে না । কি দরকার বাপু কারো ভুল ধরার আর জলে বাস করে কুমিরের সাথে লড়াই করার দরকার নেই । যে কথা ফেসবুকে নির্ধিধায় লেখা যায় সেটা ব্লগে কেন জানি লেখা যায় না । এখন আবার ফেসবুকেও লেখাটা নিরাপদ নয় । যাক সেই কথা এক পাশে তুলে রাখি ।
এবার পোস্ট সংকলনের সময় আমি এতো এতো পোস্ট প্রাথমিক ভাবে নির্বাচন করেছিলাম যেটা বলার অপেক্ষা রাখে না । বিশেষ করে আগে সামুর ব্লগারেরা কিছুতেই প্লাস বাটনে চাপ দিতে চাইতো না এই মাসে অবাক হয়ে দেখলাম প্লাসের যেন বন্যা বয়ে গেছে । এমনও মাস গেছে যেই মাসে আমাকে ১০ প্লাস প্রাপ্ত পোস্ট সংকলনে নিতে হয়েছে । এবার প্রাথমিক ভাবে ১৫ প্লাস মান দন্ড রেখেছিলাম । খুব খুশি হয়েছিলাম যে আমার নিজের দুইটা পোস্ট তাহলে পোস্টে স্থান পাচ্ছে । ওমা দেখি এতো এতো ১৫ কিংবা এর বেশি প্লাস প্রাপ্ত হয়ে গেছে যে সেটা বাদ দিতে হল । শেষে সেই সংখ্যা গিয়ে দাড়ালো ২০ এ । আমার দুইটা পোস্টই বাদ চইলা গেল ! (কঠিন দুঃখের ইমো হইবে) । মন্তব্যের ক্ষেত্রেও তাই । যাক এটা বেশ ভাল দিক যে ব্লগারদের অংশ গ্রহন আগের থেকে ভাল । অন্তত প্রথম যখন এই সিরিজ শুরু করেছিলাম তখন থেকে এখনকার পরিস্থিতি ভাল । আরও হবে এই কামনাই করি । যাক অনেক কথা হল এবার আসল কথায় আসা যাক । আসুন এই মাসের পরিসংখ্যান দেখে নেওয়া যাক ।



সব থেকে বেশিবার পঠিত পোস্ট সমূহ

পাওয়ার অফ হাইজ্যাক ভাইরাস: কাজ শুরু করে ফোন ‘বন্ধ’ হলে টেক সমাধান
এখনও পর্যন্ত পঠিত ১০৪৪৮ বার

শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন নাইট রিডার
এখনও পর্যন্ত ৬৩৩৬ বার পঠিত

এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ শায়মা
এখনও পর্যন্ত ৩৮৪৯ বার পঠিত

‘ভিনদেশী’ এন্টিভাইরাস কীভাবে বুঝবে আপনার প্রয়োজন! টেক সমাধান
এখনও পর্যন্ত ৩৩৯৬ বার পঠিত

আমার মোবাইল ফোন সাতকাহন আমি ভাল আছি
এখনও পর্যন্ত ২২৬৩ বার পঠিত

১৯৭০ এর নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় এবং স্বাধীনতা যুদ্ধের সুচনাঃ (পর্ব-১) শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ২১৩৮ বার পঠিত

“অন্তরঙ্গ অন্তর্বাস” নান্দনিক নন্দিনী
এখনও পর্যন্ত ১৮৭০ বার পঠিত

হেই আই অ্যাম টকিং টু ইউ...“দ্য জোকার”...সর্বকালের অন্যতম সুপারভিলেনের নাতিদীর্ঘ ইতিবৃত্তটা আসুন জেনে ফেলি :) রিকি
এখনও পর্যন্ত ১৪৬৪ বার পঠিত

নিকোলা টেসলা: এক রহস্যাবৃত বিজ্ঞানীর জীবন দরবেশমুসাফির
এখনও পর্যন্ত ১৪৬২ বার পঠিত

সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) গেম চেঞ্জার
এখনও পর্যন্ত ১৪৬১ বার পঠিত

ফিরে দেখা ইতিহাস (বঙ্গবন্ধুকে হত্যা এবং অন্যান্য)- : দ্বিতীয় পর্ব শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ১৩৫৯ বার পঠিত

ইতালিতে এইচএসসি সমমানের পরীক্ষায়, প্রতি বিষয়ে ১০০ তে ১১০ প্রাপ্ত মাহিয়া আবেদিন রাখী (গুণীজন; একের ভিতর চার) গিয়াস উদ্দিন লিটন
এখনও পর্যন্ত ১২৫৭ বার পঠিত

স্বাধীনতা যুদ্ধের সুচনা (প্রাথমিক প্রতিরোধ, স্বাধীনতার ঘোষনা এবং অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন) : (পর্ব-২) শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ১২১৮ বার পঠিত

যেকোন ভন্ডামির মতো ভন্ড সেকুলারিজমও বিপদজনক..!! মানবী
এখনও পর্যন্ত ১১৭৩ বার পঠিত

অপেক্ষায় দেবতার শব্দঋষির বর্ণমালা
এখনও পর্যন্ত ১১৬৯ বার পঠিত

আমাজন জঙ্গলের জংলী রানী বাংলাদেশি তরুণী সারা বেগম ! (গুণীগন-একের ভিতর পাঁচ) গিয়াস উদ্দিন লিটন
এখনও পর্যন্ত ১১৬৬ বার পঠিত

ফিরে দেখা ইতিহাস (১৫ই আগস্ট - ৭ই নভেম্বর) - তৃতীয় পর্ব শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ১১৪৮ বার পঠিত





সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহ

এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৫৩৩

শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন নাইট রিডার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ২৬১

সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ২২৪

গল্পঃ তোমাতে করিব বাস জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬০

আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৫০

ময়নামতির পাহাড়ে চাঁদ উঠেছে আহারে -------- কামরুন নাহার বীথি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৮

মাংসপুরান হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৮

এন্ড্রু তারুসভের চোখে বিখ্যাত ১০ কার্টুন চরিত্র যখন বৃদ্ধ ... আমিনুর রহমান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৫

ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৪

ছুটির দিনে আপনাদের জন্য এক মজাদার থাই স্ন্যাক্সের রেসিপি । জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৪

"বিশ্বের অন্যতম প্রধান এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জানা-অজানা মজার ইতিহাস" সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৪

আমার তোলা যত ছবি - ৪
আমিনুর রহমান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৩

পাথরকুঁচি, রুপকথা ও তৃতীয় জীবন - শেষ পর্ব স্পর্শিয়া
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১২

রুজি একটি নষ্টা মেয়ে গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৯

শরতের শেষ সূর্য্য ------ সে দিনের সোনা ঝরা সন্ধ্যায় (ছবি ব্লগ) কামরুন নাহার বীথি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৬

ফানপোস্টঃ ব্লগাদের নিকের পেছনের আসল রহস্য ;) (দ্বিতীয় পর্ব) অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৬

যেকোন ভন্ডামির মতো ভন্ড সেকুলারিজমও বিপদজনক..!! মানবী
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৬

মার্ক্সবাদ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ এবং বিজ্ঞানঃ একটি তুলনামূলক পর্যালোচনা জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৫




এবার দেখা যাক সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্ট সমূহ

সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য) গেম চেঞ্জার
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৫৬

শিশুদের যৌন হয়রানি - আজই সচেতন হোন নাইট রিডার
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৫৪

এক ঝাঁক জিনিয়াস নিউ জেনারেশন অব আওয়ার ব্লগ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩৫

এন্ড্রু তারুসভের চোখে বিখ্যাত ১০ কার্টুন চরিত্র যখন বৃদ্ধ ... আমিনুর রহমান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩৫

যেকোন ভন্ডামির মতো ভন্ড সেকুলারিজমও বিপদজনক..!! মানবী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩২

আমার তোলা যত ছবি - ৪
আমিনুর রহমান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩২

ফটোগ্রাফির ইতিহাস, বিশ্বের প্রথম ফটোগ্রাফার এবং তৎসংশ্লিষ্ট পৃথিবী বিখ্যাত কিছু অসাধারন ছবি সহ আমার অঙ্কিত একটি মামুলী চিত্র! সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৬

আই উইল টেক ইউ অল অন ওয়ান অ্যাট এ টাইম---আসুন পপাই দ্য সেইলর ম্যানের গল্পটা একটু নতুনভাবে জেনে নিই রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫

ঘুরে এলাম আহসান মঞ্জিল, ছবি ব্লগ-০৫। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫

পাথরকুঁচি, রুপকথা ও তৃতীয় জীবন - শেষ পর্ব স্পর্শিয়া
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৪

আমার বারান্দার গাছ আর পাখীরা --- ছবি ব্লগ জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৩

রাখাল ছেলের পাহাড় চুড়োয় কেটে গেল দুটো দিন (ইতিহাস ও ছবি) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২

মাংসপুরান হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২

খাইচে! গণিতময় আনন্দ!!! চ্যাং
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২১

"বিশ্বের অন্যতম প্রধান এবং জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের জানা-অজানা মজার ইতিহাস" সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২০

ইমমরটাল এলিভেনঃ খালি পায়ে বাঙ্গালীদের ইংরেজ সাহেব বধের মহাকাব্য। প্রবাসী পাঠক
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২০



আজকের আয়োজন তাহলে এই পর্যন্ত । শেষ করার আগে সেই একই কথা আবারও । আমার চোখ এড়িয়ে চলে যেতে অনেক পোস্ট হয়তো গেছেও । যদি কারো চোখে পড়ে কোন পোস্ট বাদ পড়েছে তাহলে দয়া করে পোস্টের লিংক দিয়ে গেলে বাধিত থাকিবো ।

আগের মাস গুলোর হিট সমাচার
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুন ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
আগস্ট ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
সেপ্টেম্বর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার

মন্তব্য ৭৪ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫

হাসান মাহবুব বলেছেন: দেখতে ভালো লাগছে জমজমাট সামুকে। হিটাহিটি চলতে থাকুক। শুভেচ্ছা।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

অপু তানভীর বলেছেন: আসলেই যখন প্রথম দিকে এই পোস্ট গুলো লিখতাম তখন মনটা খারাপই থাকতো । ঠিকঠাক মত পোস্ট খুজে পাওয়া যেত না । প্রাথমিক বাছাইয়ের পরেই আরও একদুবার ঢু মারতে হত পোস্টের জন্য । আর এখন প্রথম বাছাইয়ের পর কত পোস্ট বাদ দিয়ে দিতে হয় ।

ধন্যবাদ :):)

হিটাহিটি চলতে থাকুক :)

২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৩৫

উল্টা দূরবীন বলেছেন: এক ঝাঁক ভালো পোস্টের ঠিকানা। কিছু কিছু পোস্ট মিস করেছিলাম। এখন আর না

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩

অপু তানভীর বলেছেন: পরে ফেলুন সব গুলো ! :):)

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫

রক্তিম দিগন্ত বলেছেন: বুঝতে পারলাম - লিস্টে আসতে হলে আরো ভাল ভাল করে লিখতে হবে। লিস্টটা দেখে সিরিয়াসলি হিংসিত হচ্ছি। /:)

যাকজ্ঞে ভাই, এই লিস্ট করতে আপনার খাটতে হয়েছে কেমন? সেটা ভেবেই তো ভয় লাগছে। আপনার তো পুরো সামুই ঘুরেফিরে এটুযেড দেখা লেগেছে।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৪

অপু তানভীর বলেছেন: তাহলে লেগে যান কামে । ভাল ভাল পোস্ট দেন । খেটে খুে পোস্ট দেন প্রথমে হয়তো ভাল ফিডব্যাক নাও আসতে পারে তবে আশা করা যায় সময় গেলে ফল আসবেই আসবে ।

আর কষ্ট !
এটা কোন ব্যাপারই না ! :)

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:০৭

গেম চেঞ্জার বলেছেন: গত মাসে অপু ভাই কইছিল আইমুনে। ওঃ গড সত্যই দেখি আইয়া পরছি পিলাচ লিস্টের টপে এএএএ B-) B-) B-) B-) B-)



ই.ট. বিস্ময়কর হলেও সত্য কোন ক্যাচাল পোস্ট এইবারে কোনও লিস্টে আসে নাই!!! :) :) :)

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬

অপু তানভীর বলেছেন: আসতেও পারে আমার হয়তো চোখ এড়িয়ে গেছে । একটু এদিক ওদিক খোজ কইরা দেখেন তো দেখি !!

আমি যা কই তা তো ফলবোই :D

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৫

চ্যাং বলেছেন: এইটা কই গেলু ২১ টা পিলাচ। আমালটা চক্ষে পললো না! #:-S

খাইচে! গণিতময় আনন্দ!!! :-B

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:১৯

অপু তানভীর বলেছেন: আরে কুনো ব্যাপার নাকি ! এখই এড হইয়া গেলু :):)

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩০

চ্যাং বলেছেন: চমচ্যা হইলো চামু ব্লগের সহজ পাঠে পিলাচ দেওয়ার লাই গেমু ভাইয়া সবাইরে উস্কায় দিসে। ইরলাই এখুন পিলাস বেশি বেশি পড়চে।

:(( :(( :(( তা নইলে আমালটা টপে থাইকতো :(

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৯

অপু তানভীর বলেছেন: :D :D

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

শতদ্রু একটি নদী... বলেছেন: গতমাসেই উন্নতির লক্ষন ছিলো স্পস্ট, এ মাসে এসে নতুন বেশ কয়েকজন ব্লগার নিয়মিত হয়েছেন আর তাদেরই এখন সরব উপস্থিতি। ব্লগটাকে জমজমাট করতে খুব বেশি এক্টিভ ব্লগার দরকার হয়না, ১০-১৫ জন সময় দিলেই মনে হয় যে কিছু একটা চলছে। আর সেটা আবার শুরু হচ্ছে মনে হয়। নতুনরা আসবে, পুরোনোদের অনেকেই ঝরে যাবে এটাই স্বভাবিক। তবে নতুনের আগমনটা বেশি হোক এবং নীরব না হয়ে সরব হয়েই হোক।

পোস্টে ভালোলাগা রইলো। :)

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

অপু তানভীর বলেছেন: ঠিকই বলেছেন বেশি মানুষের দরকার নেই আসলে! কজন একটিভ থাকলেই বাকিরা অল্পস্বল্প থাকলেই চলবে!

ধন্যবাদ :)

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সামুতে আগের চেয়ে হিট বেড়েছে। শেয়ারও বেড়েছে।

আপনার এই পোস্টটিও এপর্যন্ত ১৪বার শেয়ার হয়েছে। এটি কিন্তু লেখার গ্রহণযোগ্যতার জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশক!
হিট/মন্তব্যের সাথে এর তুলনা চলে না।

শেয়ারিংকে উৎসাহিত করার জন্য 'শেয়ার সংখ্যা' নিয়ে আপনি আরেকটি ক্যাটেগরি বিবেচনা করতে পারেন :)

অপু তানভীরকে অনেক অনেক শুভেচ্ছা....

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

অপু তানভীর বলেছেন: দেখি এরকম কোন কিছু করা যায় নাকি ভেবেছিলাম আগে কিন্তু শেয়ারিং ক্যাটেগরি খুলতে গেলে পরিশ্রম টা অনেক অনেক বেশি হয়ে যাবে! তাই আর ঐদিকে এগুই নি!


আপনাকেও ধন্যবাদ

৯| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

অগ্নি সারথি বলেছেন: মহতী উদ্যেগে আবারো ভাললাগা।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১০| ০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

নিমগ্ন বলেছেন: মেইন রোডে তাইলে সামু আবারো ঘুইরা গ্যাসে? চলুক। চলুক হিটাহিটি<....।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

অপু তানভীর বলেছেন: চলুক :):):)

১১| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

টেক সমাধান বলেছেন: দৃষ্টি আকর্ষণ:

http://www.somewhereinblog.net/blog/techshomadhan/30076017

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: হায় হায় এইডা এড করি নাই?? আসলে ভুল হইছে আমার দেখায় আমি আপনার প্রোফাইলে ঠিকই গিয়েছিলাম, দেখবেন আপনার আরেকটি পোস্ট কিন্তু ঠিক এড হয়েছে! আমি প্রথমে দশ হাজার কে ভুল করে এক হাজার দেখেছিলাম, একটা শূন্য দেখি নাই :D :D

থেঙ্কু :)

১২| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

কাবিল বলেছেন: আমি মনে করি এই ধরনের পোস্ট সংকলনের জন্য সামু ব্লগারদের আরও ভাল ভাল পোস্ট দিতে উৎসাহিত করেছে।
ফলসরুপ আগের চেয়ে হিট বাড়তে শুরু করেছে।
কষ্টসাধ্য পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :):)

১৩| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

টেক সমাধান বলেছেন: :)

অনেক ধন্যবাদ লিস্টে জায়গা করে দেয়ার জন্য, এবং কৃতজ্ঞতা সব পাঠককে!

মোবাইল বন্ধ থাকাকালীন সময়ে ভাইরাসের তাণ্ডব নিয়ে লেখা আমাদের এই পোস্টটিসহ আগের লেখাগুলো পড়তে ঘুরে আসুন টেক সমাধান পাতা থেকে এবং আমাদের জানাতে পারেন আপনার মন্তব্য, জিজ্ঞাসা ইত্যাদি।

বি সেইফ অন ইন্টারনেট এন্ড হ্যাপি কম্পিউটিং!!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

চলতে থাকুক টেক ব্লগিং :):)

১৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: সামু হিট সমাচার -এর ছবিগুলোতে অপু তানভীর কে দারুন দেখাচ্ছে!!
প্রথমটাতো এক্কেবারে গুরুগম্ভীর, বিশেষজ্ঞ জন!!!!! :) :)

অনেক অনেক ধন্যবাদ এমন একটা শ্রমসাধ্য সংকলনের জন্য!!!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: আমি এমুন ফর্শা নহে ! আমি দেখতে আরও ভালু আছি B-))

১৫| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

রহস্যময় ডিটেকটিভ ঈশান বলেছেন: অনেক অনেক সুন্দর একটা পোস্ট।কিছু পড়া আছে,বাকিগুলাও পড়ে ফেলব। অনেকগুলা প্লাচের সমাহার। :D

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১৬| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানুয়ারি সামু হিট সমাচার'এ সর্বাধিক পঠিত হিসেবে , ৫৯০ বার পঠিত লিখাও স্থান পেয়েছিল ।
এই পোস্টে (অক্টোবর ২০১৫) ১১৪৭ বার পঠিত লিখাও স্থান পায় নাই ।

এতে ধারণা করা যায় সামুর পাঠক বাড়ছে , পাঠক লিখা পড়ছে , কিংবা লিখক রা ভাল লিখছেন , তারা পাঠকের পাঠের আগ্রহ
সৃষ্টি করতে পারছেন ।

পুরনো কয়েকজন হেভিওয়েট ব্লগার সামুতে ফিরে এসেছেন । তারা এখনো সামুর সাথে এডজাস্ট হতে পারছেন না , দীর্ঘ অনুপস্থিতিতে এরা এই জেনারেশনের কাছে অপরিচিত রয়ে গেছেন । তাঁদের অনেক ভাল লিখাও পাঠক পড়ছেনা ।

এমনই একজন সামুতে মিশে যেতে পেরেছেন , উনার লিখা এই সংকলনে স্থান পেয়েছে দেখে ভাল লাগছে ।


পুরনো আরও অনেককেই প্রায়শ উঁকি ঝুঁকি মারতে দেখি , আশা করি তাঁরাও নব উদ্যমে শুরু করবেন ।


এই সময়ের মধ্যে আমার পোস্ট সমুহের পাঠক এভারেজ ৫০০ । কোন এক বিচিত্র কারণে এক আধটা পোস্ট পাঠক দের অতিরিক্ত প্রশ্রয় পেয়ে যায় । সে রকম দুটি পোস্ট এই সঙ্কলনে উঠে আসায় আনন্দিত বোধ করছি ।

পরিশ্রমী পোস্টের জন্য অপু তানভীর'কে অভিনন্দন ।


০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: আসলেই সেই দিন গুলোর কথা আর আজকের কথা ভাবলে একটু অবাকই হতে হচ্ছে । সেই সাথে এটা একটা আশার কথাও বটে যে মানুষ আবারও আস্তে আস্তে ব্লগের লেখা পড়ছে । মাঝ খানের মত অবস্থা আর নেই ।

আপনাকেও ধন্যবাদ । :):)

১৭| ০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

প্রবাসী পাঠক বলেছেন: সামুর হিট গ্রাফ উপরের দিকে আর আমার নিচের দিকে :( । আগে শ খানেক কমেন্ট পাইতাম এখন টেনে টুনে পঞ্চাশটা পাই। লেখার মান খারাপ হয়ে গেছে :(( । নতুন কয়েকজন ব্লগার খুব ভালো লিখছে এটা একটা শুভ লক্ষন। এগিয়ে যাক সামু, ফিরে পাক পুরনো যৌবন।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: এর কারন হচ্ছে আপনে ব্লগে অনিয়মিত । নিয়মিত হন দেখবে ঠিক ঠিক কাজ হবে । মাসের ভেতরে কদিন আসেন শুনি ?

জলদি জলদি আবারও আগের মত নিয়মিত হন !

১৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১২

রুদ্র জাহেদ বলেছেন: দারুন হিট সমাচার।প্রিয়তে রাখলাম

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৮

প্রামানিক বলেছেন: হিট সমাচার দেখে খুশি হলাম। ধন্যবাদ

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধণ্যবাদ :):)

২০| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০১

আরজু পনি বলেছেন:
সংকলনের বছর হতে চললো....এই কথাটাই বেশি টানলো এখানে মন্তব্য করতে...
এই ধরনরে পোস্ট নতুনদেরকে বেশি উৎসাহিত করে...পরিশ্রমী কাজ...
শুভকামনা রইল, অপু ।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: আমি নিজেো ভাবি নি যে এতো দিন চলবে । চলাতে পেরেছি সবাই সাথে ছিল বলে ।

ধন্যবাদ :):)

২১| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: চলুক...কষ্টসাধ্য কাজটি যত দিন পারা যায়। !:#P প্রথম ছবিটি বেশ হয়েছে।

এতে ব্লগাররা উৎসাহ পাবে।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

অপু তানভীর বলেছেন: প্রথম ফটু টা আমার ভালু লাগিছে B-))

ধন্যবাদ জানবেন :):)

২২| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:২০

কিরমানী লিটন বলেছেন: হিট -সুপার হিট-সুপার ডুপার হিট ছাড়িয়ে ছুঁয়ে যাক ১৬ কোটি হৃদয়ের অলিন্দ,শুদ্ধ সুন্দর সত্যের মতো,এই কামনা অন্তর থেকে।এধরনের শুদ্ধ প্রচেষ্টার ফল-সব সময় সুমিষ্ট !!!অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে এমন চমৎকার উদ্দীপক পোষ্টের জন্য।
সতত শুভকামনা রইলো ...

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

২৩| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন: আমি এমুন ফর্শা নহে ! আমি দেখতে আরও ভালু আছি ------

তাই নাকি?!?! তাহলে বদনখানার ছবি দেখাতে সমস্যা কোথায়!!!!
আমরা কি ভিমড়ি খেয়ে যাব??? :) :)

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: কেবল কন্যারা খাইবে ভিমড়ি B-)) B-))

২৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: বেশ কিছুদিন ধরেই দেখছি অনেক পুরানো,অনুপস্থিত লেখকদের আবার।। যা কিন্তু ব্লগের আকর্ষন বৃদ্ধিরই লক্ষন।। আবার জমে উঠুক পুরানো হাসি,বিতর্ক আর যুক্তিতে।। আমরা কিছু শিখি সেখান থেকে।। তবে এটা ঠক যে,পাঠক এবং লেখক দু'টোই বেড়েছে।।
শোকেসে রাখলাম,লিংক ধরে আস্তে-ধীরে পড়বো বলে।। ধন্যবাদ।।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:২০

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই ভরে উঠুক আবার !!

ধন্যবাদ :):)

২৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন: কেবল কন্যারা খাইবে ভিমড়ি!!

এখন কইন্যাদের হার্ট অত্ত দুব্বল নয় ------------ :) :)

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:২১

অপু তানভীর বলেছেন: কে বলেছে ?
এখনও ঠিক আগের মতই আছে । নিশ্চিত কইরাই কইতে পারি :D

২৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: @ মইনুল ভাই এবং অপু ভাই - শেয়ার অপশন নিয়ে আলাদা বিভাগ করলে ঝামেলায় পরে যাবেন। আগে শেয়ার এর হিসাব টা শুধু শেয়ার এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু শেয়ার প্লাস ফেসবুক লাইক একত্রিত হয়ে গেছে। ফেসবুক লাইক বাটনে ক্লিক করলে শেয়ার এর সাথে কাউন্ট হয়। সেক্ষেত্রে শেয়ার এর সঠিক হিসাব পাওয়া যাবে না।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

অপু তানভীর বলেছেন: এইটা একটা সমস্যাই বটে ! তাই এদিকে না যাওয়াই ভাল মনে হয় ।

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

নান্দনিক নন্দিনী বলেছেন: প্রথমআলো তে প্রথমবার লেখা প্রকাশের পর যে আনন্দ পেয়েছিলাম, আজ আবার সেই আনন্দ পেলাম।ধন্যবাদ তাদের সবাই কে যারা আমার মতো আরামপ্রিয় মানুষ কে উৎসাহ দিয়ে, বকে লিখতে বসান।

খুব বেশি মিস করছি আমার লেখার অসাধারণ সেই পাঠক কে, যিনি বলেছিলেন “লেখালিখি টা কখনো বন্ধ করো না, প্লিজ”। এবং তারপর থেকেই “এক পৃথিবী লিখবো ভেবে, একটি খাতাও শেষ করিনি”।

বিশেষ কৃ্তজ্ঞতা আমার প্রিয় ভাইটার প্রতি “যে আমার লেখার প্রথম পাঠক এবং শেষ সমালোচক”।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: আসলেই আপনি লেখালেখি বন্ধ করবেন না । কোন ভাবেই না । মনের বেচে থাকাটা সব সময় জরূরী একটা বিষয় ।

ধন্যবাদ আবারও ভাল থাকবেন সব সময় :)

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিরোনাম সহ দুটি জায়গায় ''অক্টোম্বর'' বানানটা বড়ই দৃষ্টিকটু লাগছে , আশা করি সংশোধিত হবে ।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: লিটন ভাই অক্টোবর বানান টা যে আমি এতো দিন ভুল জানতাম তা গতকাল জানতে পারলাম :D

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

রিকি বলেছেন: আমার জোকার আর পপাই এসেছে রে এ এ এ এ এ এ এ !!! :D :D :D

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ইয়ে এএএএএএএএএ

পার্টি চাই পার্টি B-))

৩০| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আমিনুর রহমান বলেছেন:



জমজমাট ব্লগের আভাস ! ভালো লাগছে হিট, কমেন্ট আর লাইকের বাহার দেখে :) :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ভালতো লাগবেই । লাগাই উচিৎ :):)

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

আবু শাকিল বলেছেন: এত শ্রম কেম্নে দিলেন =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: =p~ =p~

৩২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮

জেন রসি বলেছেন: অপু ভাই, আপনার নেক্সট গল্প কি নিয়ে হবে ভাবতেছি। বিবাহ, বাসররাত সব শেষ! :P এবার কি বিবাহ বিচ্ছেদ? ;)

আপনার প্রতিমাসের এই আয়োজনটা আসলেই চমৎকার। আসলেই ব্লগে নিজের চিন্তা ভাবনাগুলোর সাথে অপরের ভাবনাগুলোকে মিলিয়ে নিজেকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ থাকে। শুভেচ্ছা। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: আরে শেষ কোথায় । আবারও নূন করে হবে । বারবার হবে । কুনো থামা থামি নাই ;););)

৩৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

আমিনুর রহমান বলেছেন:



আরে ভুল লেখছিতো ...
আমার তোলা যত ছবি - ৪
আমিনুর রহমান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩২
লাইক ৩০টা পাইছি লিখছিস ৩২টা :D

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: আরেক বার ভালু করিয়া, চশমার পাওয়ার বাড়াইয়া দেখুন কয়টা লাইক পড়েছে B-)) B-))

৩৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



হ তুই দিতে ভুলে গিয়েছিলি ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: B-)) B-))

৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

মায়াবী রূপকথা বলেছেন: এতএত পোস্ট কবে পড়ব? :(

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

অপু তানভীর বলেছেন: আস্তে আস্তে পড়তে শুরু করে দেন । দেখবেন শেষ হয়ে যাবে :)

৩৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: পাথরকুঁচি, রূপকথা ও তৃতীয় জীবন-শেষ পর্ব / স্পর্শিয়া

এটাও সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্টের তালিকায় থাকতে পারে ভাইয়া

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: আসলে যখন পোস্ট টা বানিয়েছিলাম তখন এই পোস্ট টাতে এতো প্লাস ছিল না । তাই তখন এড করি নি ।

৩৭| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: :)

বাহ বাহ ভাইয়া!!!!!!!!!!!!!!! :)

১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫

অপু তানভীর বলেছেন: হুম ! বাহ বাহ বাহ ! :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.