নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানকে খেলায় হারিয়ে যারা মনে করে যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিলাম কিংবা এই বিজয়ের মাসে আরেকটা প্রতিশোধ তাদের বিচার বুদ্ধি কোন লেভেলের সেইটা জানতে বড় ইচ্ছে করে !
আমি মুক্তিযুদ্ধ বিশেষজ্ঞ নই । আমি মুক্তিযুদ্ধ টুকুকে যতটা চিনি তার সবই বই, ব্লগ নেট থেকে লেখা পড়ে । সেই অল্প জ্ঞান নিয়েই বলছি, আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সব থেকে গর্বের বিষয়, আমার সব থেকে সম্মানের স্থান । এটার সাথে আমি যখন কোন কিছু তুলনা দিবো কিংবা কোন কথা প্রসঙ্গে যখন এই শব্দটা টেনে আনবো অথবা এর সম্পর্কৃত যে কোন কথা সামনে আনবো তখন খেয়াল রাখতে হবে যে সেই জিনিসটাকেও যেন এর সমান সম্মানীয় হয় ! আবেগের কারনে মনে যা চলে আসলো তাই বলা ঠিক না, অন্তত এই ক্ষেত্রে তো নয়ই !
আচ্ছা আপনাদের কি মনে হয় পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধ আর পাকিস্তানের সাথে ক্রিকেট খেলাটা একই জাতীয় কিছু ?
মনে হয় একবারও ?
ধারনা আছে ? বিন্দু মাত্র ধারনা আছে সেই সম্পর্কে ?
না । আমার খুব একটা ধরনা নেই । আমি খুব অল্প জানি ।
এই খেলা ঐ যুদ্ধের ধারে কাছ দিয়েও যায় না ! কোন দিন না ।
তাহলে এই খেলায় জিতে কেন সেই একাত্তরের প্রতিশোধের কথা বলছেন ?
ব্যাপারটা এতোই সহজ ?
এতো সহজে আমরা স্বাধীনতা পেয়ে গেলাম ?
আমাদের এই যুদ্ধ এই স্বাধীনতা এতো সহজে চলে এসেছে আমাদের কাছে ?
কিংবা এটা প্রত্যেক বছরের কোন ইভেন্ট ?
পাকিস্তানের সাথে আমাদের খেলা প্রত্যেক বছর বছর ঘুরে ঘুরে আসে !
প্রত্যেক বছর আমরা খেলি !
কোন বার জিতি আবার কোন বার হারি !
তাহলে কি এই দুটো জিনিসকে এক কাতারে ফেলে একাত্তরকে খাটো করা হচ্ছে না ?
আজকে আপনি বলছে একাত্তের প্রতিশোধ নিলাম তাহলে ১২তে যে হেরে গেলাম সেটা ? ১৪তে হেরে গেছি সেটা ?
তার মানে একাত্তর হেরে গেল ? একাত্তরে মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগ হেরে গেছিলো তখন ?
কোন ভাবেই না !
এই খেলা কোন ভাবেই সেটা বিচার করে না ! একাত্তর, একাত্তরের প্রতিশোধ এই টাইপের কোন কিছুর সাথে অন্য কোন শব্দ যুক্ত করতে গেলে আগে ১০ বার ভেবে নেবেন ! কেবল সেটা কেবল আপনার আবেগ নয় এর সাথে জড়িত ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ জড়িত, দুই লক্ষ মা বোনের সম্ভ্রম জড়িত আরও কত বীর মুক্তি যোদ্ধার সম্মান জড়িত !
সুতরাং খেয়াল করে !
এমনি আবেগ মুক্তি যুদ্ধের আবেগটা এক না কোন ভাবেই । আপনি অন্য সব আবেগকে এই আবেগ দিয়ে বিচার করতে পারবেন না । যেখানে যেখানে সেটা ব্যবহারও করতে পারবেন না ।
আমাদের ক্যাপ্টেন নিজেই এই কথা বলেছেন ব্যাট হাতে মাঠে খেলা করা আর বন্দুক হাতে যুদ্ধ করাটা কোন ভাবেই এক না ! আমাদের ক্যাপ্টেন এতো সহজে এটা বুঝতে পারলেও অফসো কিছু শিক্ষিত বদল এটা বুঝতে পারে না ! এমন মাশরাফি নিজেকে ন্যাশলান হিরো বলতে নারাজ । তার কাছে আসল হিরো হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধারা !
আপনার আবেগের মুল্য আছে কিন্তু মনে রাখবেন মুক্তিযুদ্ধের সম্মান আপনার আবেগ থেকেও বেশি দামি !
গতকাল খেলায় জয়ের পর ফেসবুকে অনেক বদলকেই এমন ভাতে তুলনা করতে দেখলাম । সেখানে কয়েজ জায়গায় বলতেই তারা ব্যাপার বুঝলো তো নাই আমার কমেন্ট মুছে দিয়ে আমাকে ব্লক করে দিল । গুরুজন বলেছেন "বলদের ভুল ধরিয়ে দিতে নেই । এতে সে বুঝতে তো নাই বরং তোমার উপর চড়াও হবে" । ফেসবুক থেকে ব্লগ সব জায়গায়ই এমন পাব্লিকে ভর্তি ।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
অপু তানভীর বলেছেন: এই সহজ জিনিসটা অনেকে বুঝে না !
*বলদ হবে । আমার বানান ভুলের দোষ আর গেল না । ঠিক করে দিয়েছি !
২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৮
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লিখেছেন। সহমত
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০১
অপু তানভীর বলেছেন: সবাই কে এই ব্যাপারটা বুঝতে হবে ।
৩| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
খোলা মনের কথা বলেছেন: ভাবনার বিষয়। যার স্থান সেখানে রাখা উচিত। স্বাধীনতার তুলনা কারো সাথে করা উচিত না একথার সাথে সহমত।
এক সময়তো পাকিস্থানের কাছে হেরে যাওয়া ছিল আমাদের সাধারন ব্যপার, তাহলে কি বলবো যে সেই সব দিন আমরা তাদের কাছে স্বাধীনতায় ও হেরে গেছি???
এমন তুলনা করা অাসলে হাস্যকর ব্যপার ছাড়া কিছুই হবে না। তবে টাইগার দলের উন্নতিতে আমরা খুবই আনন্দিত।
ধন্যবাদ এমন একটি বিষয় শেয়ার করার জন্য।
০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
অপু তানভীর বলেছেন: অবশ্যই এই জয়ের আনন্দের । এটা নিয়ে আনন্দ তো করবই কিন্তু ঐ যে বললাম আবেগটা ব্যবহারের আগে ভাবতে হবে একটু । একটু মনে রাখতে হবে কার সাথে কোনটা তুলনা করছি !
৪| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৮
উল্টা দূরবীন বলেছেন: সহমত
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন: নিজের ভেতরে এই বিষয়টা খেয়াল রাখতে হবে
৫| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
সোজোন বাদিয়া বলেছেন: আপনার সাথে একশ ভাগ একমত। অকুন্ঠ প্রশংসা রইল সাহস করে এমন একটি লেখা প্রকাশ করার জন্য। আপনাকে অনুসরণ করতে শুর করলাম।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন: নিজের ভেতরে এই বোধটা আনতে হবে সবার আগে !
৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫০
প্রান্ত বড়ুয়া বলেছেন: অবশ্যই একমত।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন:
৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:১৩
ইয়েলো বলেছেন: সহমত।তাসলিমা নাসরিন আবার বলেছেন পাকিস্তানের সাথে খেলা মানে মা বোনের ধর্ষকের সাথে খেলা।মানে পাকিস্তান টিমের সকলেই ধর্ষক।উনারা খেলার সাথে রাজনীতি না,সাম্প্রদায়িকতাও মিশায়ে ফেলেন।
অনেকে এটা বুঝেন না খেলায় হারা জিতা মানে দুনিয়া ধ্বংস হওয়া না, বিশ্বজয় করে ফেলাও না।
আশা করি আগামী এক দশকে জয়ের পাল্লা বাংলাদেশের দিকে অনেক ভারি থাকবে সব দেশের বিরুদ্ধে।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:৩০
অপু তানভীর বলেছেন: পাকিস্তানকে যে কোন মূল্যেই ঘৃণা করা লাগবেই । প্রতিটা ক্ষেত্রেই তারা ঘৃণার পাত্র ।
কিন্তু এই জয়টা কে যদি আমরা কোন ভাবেই আমার মুক্তিযুদ্ধ কিংবা তখনকার গনহত্যার প্রতিশোধ হিসাবে দেখি তাহলে সেটা শহীদের প্রতি তীব্র অসম্মান করা হয় ।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:৫১
ঢাকাবাসী বলেছেন: সহমত, বদল কি জিনিস?