নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আধুনিক রূপকথাঃ দৈত্য ও তার ফ্রি ওয়াইফাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০




আধুনিক কালের বাচ্চারা হাতে স্মার্ট ফোন আর ট্যাব নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো । তাদের ফোন ছিল না কোন ডাটা কানেকশন । কত আর অফলাইন গেম খেলা যায় ? তাদের খেলতে ইচ্ছে করে সিওসি কিংবা ফেসবুকে স্টাটাস দিতে ইচ্ছে করে । কিন্তু কোন ইন্টারনেট কানেকশন না থাকায় তাদের কিছুই করার ছিল না ।

একদিন তারা হাটতে হাটতে এক বাগানে চলে এল । এবং বাগানে ঢোকার সাথে সাথেই তারা লক্ষ্য করলো তাদের সবার স্মার্ট ফোন এবং ট্যাবে এক সাথে নোটিফিকেশন আশা শুরু করেছে । তারা সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে তাদের ডিভাইস গুলো একটা ফ্রি ওয়াইফাই জোনের ভেতরে চলে এসেছে ।
আর তাদের পায় কে ?
কেউ তারা সিওসি খেলাতে মেতে উঠলো কেউবা ফেসবুকে স্টাটাস দিল । কেউ বা সেলফি তুলে পোস্ট দিতে শুরু করলো । আর চেক ইন দিতে কেউ ভুল করলো না !

যে যাই করুক না কেন সবাই ফেসবুকে চেক ইন দিয়ে লিখলো ইনজয়য়িং ফ্রি ওয়াইফাই এট অমুক বাগান !

ব্যাস এইটা দেখার সাথে সাথে দলে দলে ছেলে মেয়েরা আসতে লাগলো সেই বাগানে । দেখতে না দেখতে সেই বাগানটা ভরে উঠলো শিশুদের মুখরিত কলতানে ।

সেই বাগান টা ছিল একটা দৈত্যের । এলাকার সবাই তাকে ভয় পেত । তাই বাসার আসে পাশে কেউ আসতো না । দৈত্য তাই ওয়াইফাই এর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন বোধ করে নি কোন দিন । কিন্তু শিশুরা তো এসব বোঝে না । তারা দৈত্য সম্পর্কে জানতোও না । তারা কেবল জানতে পারলো যে তারা দৈত্যের ফ্রি ওয়াইফাই তারা ব্যবহার করছে । তাই তাদের কাছে দৈত্য হয়ে উঠলো প্রিয় চরিত্র ! তারা নিশ্চিন্তে চলে আসতো বাগানে । লাইন ধরে সবাই দৈত্য কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো । দৈত্যের প্রতিটি পোস্টে টারা লাইক কমেন্ট দিয়ে ভাসিয়ে দিল ।

দৈত্য ঘুম থেকে উঠে তো অবাক । যার পোস্ট দিনে একটাও লাইক পরতো না সেই পোস্টে শ খানেক লাইক আর কমেন্টের অভাব নেই । দৈত্য কিছু বুঝতে পারলো না প্রথমে । কিন্তু কিছু সময় যাওয়ার পরেই সব বুঝতে পারলো । ব্যস ! তার রাগ আর দেখে কে ?
কি এতো বড় সাহস ! আমার ওয়াইফাই ব্যবহার করে !

দৈত্য স্টাটাস দিল

"এতো বড় সাহস" feeling ভেরি এংড়ি

সাথে সাথে লাইক কমেন্টের বন্যা বয়ে গেল !
কেউ লিখলো
কি ব্যাপার ডুড ! কি সমস্যা ?
কি দৈত্য মামা ?
এক মেয়ে লিখলো
কি হয়েছে আমার সুইট দৈত্য ভাইয়াটা । রাগ কেন ?

দৈত্য তো এমনিতেই রেগে ছিল । সেই মেয়ের কাছ থেকে ভাইয়া ডাক শুনে আরও রেগে গেল । ব্যাস তখনই ওয়াইফাইটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিল । ব্যাস আর কেউ ওয়াইফাই ব্যব হার করতে পারলো না !

তারপর দৈত্য আবার স্টাটাস দিল !
আমার ওয়াইফাই আর কেউ ব্যবহার করবে না ! দিলাম পাসওয়ার্ড !
feeling শান্তি !

কিন্তু সেই স্টাটাস দেখার মত কেউ ছিল না । কেউ কোন লাইক দিল না কেউ দিল কমেন্ট !

এভাবে আরও কদিনেও দৈত্যের স্টাটাসের কেউ কোন লাইণ কমেন্ট দিল না । দৈত্যের মনের ভেতরে কেমন যেন হতে লাগলো । কদিন আগে যখন তার স্টাটাসে কমেন্ট আর লাইকের বন্যা বয়ে যেত দৈত্যের খুব ভাল লাগলো । নিজেকে খানিকটা সেলিব্রেটি সেলিব্রেটি মনে হত । সে এই জিনিস টা মিস করতে শুরু করলো ।
কদিন আগেও তার বাগানে হাজার মানুস চেক ইন দিতো কিন্তু তারপরে একজনও চেক ইন দেয় নাই । প্রতিদিন কিছু ছেলে মেয়ে আসে তবে ওয়াইফাই প্রোটেক্টেড দেখে আবারও চলে যায় মন খারাপ করে ।

শেষ দৈত্য সব কিছু দেখে নিজের ওয়াইফাই পাসওয়ার্ডটা খুলে দিল । তারপর বাগানের সামনে লিখে দিল ফ্রি ওয়াইফাই !

ব্যাস আবার সেদি বিকাল থেকে শুরু হয়ে গেল ছেলে মেয়েদের আনাগোনা !

স্টাটাসের পর স্টাটাস আসতে লাগলো ! দৈত্যের পোস্টে লাইকের পর লাইক আর কমেন্ট আসতে লাগলো !

সবাই চেক ইন দিতে লাগলো

-enjoying ফ্রি ওয়াইফাই at দৈত্যের বাগান with দৈত্য !

তারপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো !

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

পুলহ বলেছেন: হা হা হা হা। বাচ্চাদের ফ্রি ওয়াই ফাই ব্যবহারের আনন্দের মতই নিখাদ আনন্দ পেলাম পড়ে
শুভকামনা ভাই

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

অপু তানভীর বলেছেন: :)

ধন্যবাদ পড়ার জন্য :)

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯

রাতু০১ বলেছেন: হা হা হা হ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: :) :)

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

অবনীলের ডানা বলেছেন: মজা লাগলো

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: :):):)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৫

রাতুল_শাহ বলেছেন: হা হা হা...

বেশ মজা পাইলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: :):):)

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

শূণ্য পুরাণ বলেছেন: বাগানের এড্রেস টা দেন, ডু মেরে অাসি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: দেখেন কুথাও পান কি না ;);)

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

জেন রসি বলেছেন: হা হা হা

মজা পেলাম। :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: :D :) B-))

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: দারুন মজার একটা গল্প, খুব মজা পেলাম, ধন্যবাদ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আহা আমরাও যদি এমন ফ্রি নেট পাইতাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: :D =p~

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

শায়মা বলেছেন: এক মেয়ে লিখলো
কি হয়েছে আমার সুইট দৈত্য ভাইয়াটা । রাগ কেন ?

এইটা আমি ছিলাম তাই না ভাইয়া!!!!!!! :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: একদম ঠিক একদম ঠিক :D

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

জুন বলেছেন: হা হা হা ... হাসতে হাসতে শেষ অপু তানভীর =p~
আপনি পারেন ও বটে B-)

এক মেয়ে লিখলো
কি হয়েছে আমার সুইট দৈত্য ভাইয়াটা । রাগ কেন ?

@শায়মা আমি ঠিক এই লাইনটি পড়ে এটাই লিখতে চেয়েছিলাম "একি আমাদের প্রিয় ব্লগার ছোটবেলার শায়মা" ;)
গল্পে প্লাস
+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা
:D :D :D

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

শায়মা বলেছেন: হা হা হা জুন আপুনি!!!!!!

অপু ভাইয়া আসলেই আমার কথা ভেবেই লিখেছে!!!!

:P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

অপু তানভীর বলেছেন: ঠিক তাই ;);)

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অপু ভায়া গল্পতে
আছে কনফিউশন;
দৈত্য না দৈত্যিনি
চাই ক্লারিফিকেশন।

দৈত্যিনি হলে ব্যাস
মিলে যায় পুরো;
অবিকল শায়মা সে
নয় কেহ,ধুরো।

ফাঁকতালে চামে এসে
সুর ভাজে উলটা;
গল্পে সে নাকি ঐ
ছোট মেয়ের রোলটা!!!

রোলটি বাচ্চা নয়
দৈত্যিনি নেবে?
অপু ভায়া লিখে এটি
ঠিক তাই ভেবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: না না দৈত্যিনি না !
দৈত্যই ;) ;)

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন: ইয়ে মানে বাসার ঠিকানা সহ ওয়াইফাই এর পাস টা মেল করেন ;) :D :D B-)) B-)) B-)) B-)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: আমার বাসায় চলে আসুন । পাবেন ফ্রি ওয়াইফাই :)

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

দীপ্ত দেব অপু বলেছেন: ভাইয়া,,,,
ফেবুতে বলেছিলাম ভাল,,,

আর এখানে আজ তার প্রতিফলনটাও দেখলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: মানে ?

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

দীপ্ত দেব অপু বলেছেন: ভাইয়া,,,,
ফেবুতে বলেছিলাম ভাল,,,

আর এখানে আজ তার প্রতিফলনটাও দেখলাম

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: !!

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

উ এ মং বলেছেন: :-< B:-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: #:-S

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

অগ্নি সারথি বলেছেন: :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: :)

১৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৭

অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। মজা পেলাম!

২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

অপু তানভীর বলেছেন: :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.