নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এবার একুশের বই মেলা থেকে একটা বইও কিনতাম না ! :D

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৯




বই মেলা মানেই আমার জন্য অন্য কিছু ! আমার জীবনে বউ না আসলেও কোন সমস্যা নেই কিন্তু যদি বই না আসে (পড়া লেখার বই না, গল্পের বই) তাহলে মনে হয় এই জীবনে যেন আমার কিছুই নাই । তবে এবার শুরু থেকেই ঠিক করে রেখেছিলাম যে ২০১৭র বইমেলা থেকে একদম বই পত্র কিনবো না । একটাও না । এই বছর আমার আরও অনেক গুরুত্বপূর্ন কাজ করার আছে । বই পড়ার সময় নেই ।
এই কথা আমার স্টুডেন্ট কে বলার সাথে সাথেই সে এমন ভাবে হাহা করে হেসে ফেললো যেন এর থেকে হাসির কথা সে আর কোন দিন শুনেই নাই ! যাই হোক কিনবো না কিনবো না করেই কয়েকটা বই কিনেই ফেললাম । আমার আবার স্বভাব হচ্ছে কেনা বই গুলো সবাইকে দেখাতে ইচ্ছে করে । আর কেনা বই গুলোর ভেতরে আমাদের ব্লগারদের বই যেহেতু আছে সেহেতু ছবি গুলো দেওয়ার লোভ আর সামলানো গেল না !




















১০
১১

১২

১৩


আপডেটঃ ১

আজকে (২২/০২/১৭) আবারও গেছিলাম বইমেলাতে । আর আমি বইমেলাতে যাবো আর বই কিনবো না সেটা তো আর হয় না ! আজকের কিস্তি !
১৪

১৫

১৬

১৭

১৮

১৯


আপডেটঃ ২
আজকেও (২৮/০২/১৭) শেষ বারের মত যেতে হল আরেকবার বইমেলাতে । আজকে বেশি না মাত্র দুইটা কিনেছি মনের সাথে যুদ্ধ করে
২০

২১



এবারের বইমেলা টা আমার জন্য সত্যি একটু অন্য রকম কারন এই বই মেলাতে প্রথমবারের মত আমার লেখা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছে । এই জন্য ব্লগার বৃতি আপুকে যতই ধন্যবাদ দেই না কেন সেটা অনেক কম হয়ে যাবে । জীবন সব কিছুতেই একটা অন্য রকম আনন্দ থাকে ! আমার ছাড়াও চেনা পরিচিত আরও অনেকের লেখা নিয়ে প্রকাশিত হয়েছে ব্লগার সংকলন "ঋদ্ধ এক"


এই ছবিটা দেওয়াটা ছেলেমানুষী তবুও ছবিটা আমার দিতে বড়ই ইচ্ছে করছে !



আগামীকাল আবারও বইমেলাতে যাওয়ার কথা আছে । না জানি এবার হয়তো একটা বইও না কিনে ফেরৎ চলে আসতে হয় ! ;)


সবার শেষে বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন ! আর বই উপহার পাওয়ার জন্য আপনার প্রিয়জন হতে আমার কোন আপত্তি নাই ! :D B-))

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৫

সুমন কর বলেছেন: !:#P

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৭

অপু তানভীর বলেছেন: !:#P

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:


লেখকেরা আপনাকে আলাদা চোখে দেখবেন, নিজের মানুষ হিসেবে গণ্য করবেন, ভালো হলো।
আশাকরি, আপনার বইও পাঠকদের মনে দাগ কাটবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: হয়তো বা হয়তো না !

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি সায়মাপুর বই কিনেছেন , নিজের বইটিও বাদ দেনটি কিন্তু পনি আপুর বইটি কিনেনটি। এবার গেলে কিনে নিবনে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

অপু তানভীর বলেছেন: দেখা যাক !

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

রাতুল_শাহ বলেছেন: আপনার বইটির নাম কি?
কোন প্রকাশনী?
বিস্তারিত জানান

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

অপু তানভীর বলেছেন: বইটা ঠিক আমার না । এটা ব্লগার সংকলন । ঋদ্ধ এক । পাওয়া যাবে লিটল ম্যাগ চত্ত্বরে ৭৯ নম্বর মেঘফুল স্টলে, বাংলা একাডেমি প্রাঙ্গন ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

আরণ্যক রাখাল বলেছেন: ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

অপু তানভীর বলেছেন: :D

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২১

আখেনাটেন বলেছেন: বই মেলায় ঘুরে ঘুরে বই কেনার মজায় অালাদা...

ভালো লাগল দেখে এখনও মানুষ মনের সুখে বই কিনছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭

অপু তানভীর বলেছেন: তবে এবার বই কেনার থেকে মেলাতে সেলফি তোলাতে মানুষের আগ্রহ বেশি !

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: গতবছর দেশে থকায় কিনেছিলাম কতগুলি, কিন্তু এবছর হবে না।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

অপু তানভীর বলেছেন: রকমারি ডট কম থেকে কিনে ফেলুন !

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!!!!!!!!!!


এই তোমার না কেনা!!!!!!!!!!!!! #:-S

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬

অপু তানভীর বলেছেন: আমার না কেনা মানে ????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.