নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি গুলো...

২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:২৯

ছাত্র জীবনের প্রথম দিকে আমার একটা নোকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইল ফোন ছিল । সেই সময়ে এই ফোনের ক্যামেরা ছিল ২ মেগাপিক্সেল । এই ছোট ক্যামেরাতে আমি কত যে ছবি তুলেছি তার কোন ঠিক ঠিকানা নেই । তখন ছবি তোলার একটা বাতিক ছিল । তারপর আসেপাশে সবাই দামী দামী মোবাইল ব্যবহার করা শুরু করলো । আমি আমার কম দামী মোবাইল ফোন বের করা কমিয়ে দিলাম । এক সময়ে একদমই বের করতাম না । আমার ফটোগ্রাফি প্রতিভার সমাপ্তি ঘটলো । যদিও প্রতিভা ছিলই বা কতখানি সেটাও একটা বড় প্রশ্ন !

যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে ছবি প্রতিযোগিতাতে পোস্ট দেওয়ার কোন মানেই নেই । তারপর একসময়ে সবার ছবি দেখে মনে হল একটা পোস্ট না হয় যুক্ত থাকুক।


জীবন এগিয়ে চলছে । এভাবেই হওড় অঞ্চলে বাঁশের আটি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয় !


ভালোবাসা বদলে যায় । এই ছবি দুটো এক সপ্তাহ ব্যবধানে তোলা । অনেক দিন আগে তোলা হয়েছিলো । টিউশনীর কিছটা পথ তখন হেটে যেতে হত । পরিবাগ টু রমনা থানা মোড় পর্যন্ত । এই মাঝের পথেই এক দেওয়ালে ছিল এই লাইন টা । কেউ নিশ্চয়ই লিখেছিল । এক সপ্তাহ যেতে না যেতেই ভালোবাসার মানুষটার নাম কেটে দিলো কেউ । কে যে কেটে দিয়েছিলো কে জানে !


জীবন উল্টে গেছে । সব কিছু উল্টো দেখি এখন ।


জীবনের ভার একা একা বহন করা বেশ কষ্টকর । তাই যদি কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে টিকে থাকা সহজ হয় ।


আমচোর । আমচুরি করতে গিয়ে ধরা পড়েছে । তাকে শাস্তি হিসাবে আম গাছের তলে বসে থাকতে বলা হয়েছে । বন্ধুর আম বাগানে তোলা ।


মেঘলা দুপুরের নিঃসঙ্গ রাস্তা । একটু আগে ছবিটা তোলা ।


আমি ও আমার নিঃসঙ্গ সাইকেল । স্থান চন্দ্রিমা উদ্যান


স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর । এটা চুয়াডাঙ্গা ডাকঘরের প্রাচীন বিল্ডিং । এখন যদিও পাশে একটা নতুন ভবন আছে । এটা এখনও রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে ।


পানির ঐপাশেই প্রাণের বইমেলা দেখা যাচ্ছে ।


সামনে মানিকগঞ্জ শহর । সাবধান ।


সমুদ্র, আকাশ আর ঘুড়ি ।


এটা আমারই ছবি । ছবিটা দেওয়া ঠিক হল কিনা বুঝতে পারছি না । এই ছবির পেছনের গল্প বলি । গত বছর পেনডেমিক শুরুর আগে একদিন আমার স্যান্ডেল জোড়া চোরে নিয়ে গেল । আমি কদিন পরে সেই একই ডিজাইনের স্যান্ডেল আবার কিনে আনলাম । যদি চোর মশাই আবারও আমার স্যান্ডেল চুরি করতে আসে তাহলে সে নিশ্চিত ভাবে খানিকটা কনফুজ হয়ে যাবে । ভাববে যে কদিন আগেই না এই স্যান্ডেলটা নিয়ে গেলাম, আবার সেটা এখানে এল কিভাবে !!


এইবার ছবি নতুন ভাবে আপলোড দিয়েছি । এইজন্য মরুভূমির জলদস্যুকে বিশেষ ভাবে ধন্যবাদ । আপাতত আজকের আয়োজন এইখানেই শেষ । ছবি প্রতিযোগিতার সকল ছবির পোস্ট এক সাথে পেতে এই পোস্টে ঘুরে আসতে পারেন ।












মন্তব্য ৫৪ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ দারুন ছবি তো। আমারও নোকিয়া ছিলো। নকিয়াতে ভালো ছবি আসে। নকিয়ার শেষ সেটটা ছিলো ৬৬৩০ উফ কী যে ভালো ছবি আসতো। এখনো ছবিগুলো আছে জমা।

ভালো লাগলো

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১৭

অপু তানভীর বলেছেন: আমার সেই মোবাইলের ক্যামেরাতে আসলেই অনেক ভাল ছবি আসতো । কত ছবি যে সেখানে তুলেছি তার কুনো ঠিকঠকানা নাই ।

এখন অবশ্য সবার দামী দামী ফোনে, ডিএসএলআরে তোলা ছবির সাথে আর তুলনা করার উপায় নেই ।

ভাল থাকুন সব সময় !

২| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৯

শেরজা তপন বলেছেন: সবগুলোই ভাল তবে- প্রথম( যেটা আপনার ও প্রিয়) শেষের আগেরটা। আর ৬,৭,৮ ও ভাল
কমদামী মোবাইলের কারিশমা চমৎকার :)

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১৮

অপু তানভীর বলেছেন: কমদামী মোবাইলের ক্যামেরা তখন ভাল ছবিই উঠতো ।

আপনার আমার পছন্দের মিল রয়েছে দেখা যাচ্ছে !

৩| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ''আই লাভ সুপ্তি'' আপনারই লেখা। সুপ্তি আপনার ছাত্রী ছিল। সুপ্তির জেনুইন বিএফ এটা দেখে কেটে দিয়েছিল........এই হলো আসল কাহিনী। =p~

সবকিছু উল্টা দেখে বাদুর। বাদুর-জীবন শুরু করার শুভেচ্ছা আপনাকে। আপনার মতো উল্টা দেখা লোকজন চারপাশে অনেক!!;)

চাল কুমড়ার ছবির কথাগুলো চমৎকার হয়েছে।

স্মৃতি হিসাবে রেখে দেয়া স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘরের তো হালুয়া টাইট অবস্থা!! স্মৃতি হিসাবে যেহেতু রাখা, একটু ভালোভাবে রাখা উচিত ছিল।

সামনে মানিকগঞ্জ শহর । সাবধান । যেভাবে লিখেছে, মানিকগঞ্জ শহর মনে হচ্ছে ভয়ানক কোন জায়গা!!!

একদিন আমার স্যান্ডেলটা চোরে নিয়ে গেল । আপনি যে একটা স্যান্ডেল ব্যবহার করেন, তা জানতাম না। =p~

মন পরিবর্তন করে পোষ্ট দিয়ে ভালো করেছেন। আপনার পোষ্ট পছন্দ হয়েছে খুবই। :)

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

অপু তানভীর বলেছেন: না না । আমার এই জীবনে সুপ্তি নামের কোন প্রেমিকা ছিল না । একজন মাত্র সুপ্তি নামের মেয়ের সাথে আমার পরিচয় আছে তাও কেবল ফেসবুকে । বাস্তবে না ।

আমার আসলে জীবনই উল্টায়া গেছে । এসব সব কিছুই উল্টো পথে চলে । বাদুর না হয়েও বাদুরের জীবন যাপন করতেছি । কুনদিন দেখবেন আমি হয়ে গেছি ব্যাটম্যান !

হালুয়া টাইটই বলা চলে । সন্ধ্যা বেলা এখানে মানুষ গাঁজা পানি খায় নিয়মিত । ঠিক মত রেখেও খুব একটা লাভ হত না !

আরে একটা মানে একজোড়া কইছে । এমুন কেনু করেন !

মন পরিবর্তন করলাম সবার ছবি দেওয়া দেখে । দেখি শুক্রবার ভাবছি সাইকেল নিয়ে বের হব ছবি তোলার জন্য যদি বৃষ্টি না হয় । আরেকটা ছবি ব্লগ দিয়ে দেব !

৪| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

জটিল ভাই বলেছেন:
তিনটা কারেকসন চোখে পরলো।
প্রথম প্যারায় ঠিকঠকানা আসেপাশে আর শেষ প্যারায় আকজের
আর কেন জানি মনে হয় ২য় ছবির নামটা আপনেই কাটছেন। ছবি ২টার ব্যবধান ১ সপ্তাহের বেশি হবে। =p~
যাইহোক, পোস্ট অসাধারণ :)

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:২৫

অপু তানভীর বলেছেন: ভুল গুলো ঠিক করে দিলাম । ধন্যবাদ ।

না না ভুয়া সাহেবের মত কথা কইবেন না । আমি মোটেও কাটাকাটির ভেতরে নাই । আমি কেবল জোড়া লাগানোর ভেতরে আছি !

৫| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:১৩

শাহ আজিজ বলেছেন: খুব ভাল লেগেছে ২ মেগা পিক্সেলের ছবি গুলো । প্রথম ছবিটা অসাধারন , আই লাভ ইট ।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:২৬

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা ঘটনাটা যখন সরাসরি দেখি তখন সেটা আরও চমৎকার ছিল ।

অনেক ধন্যবাদ । ভাল থাকুন সব সময় !

৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:১৫

জুন বলেছেন: কম দামীতেই এই অবস্থা অপু তানভীর !! দামী হলেতো আমাদের সব্বাইকে প্রথম দিনেই এক ধাক্কায় প্রতিযোগিতা থেকে বের করে দিতেন এখনতো তবুও কেউ চিপাচাপা দিয়া চেষ্টা করবে ;) B-)
তবে আমি বাদ যাবো শিউর :(
অসাধারন অসাধারন বিশেষ করে প্রথম ছবিটি । আর ২ ৩ ছবি নিয়ে আমিও সন্দেহ পোষন করছি #:-S
+

২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৪

অপু তানভীর বলেছেন: দুই নম্বর ছবি নিয়ে কোন সন্দেহ প্রকাশ করার অবকাস নেই । দেওয়াল লিখন কিংবা নাম কর্তন এই পক্ষের কারো সাথে আমার কোন প্রকার কোন যোগাযোগ নেই ।

কমদামী মোবাইল । সত্য বলতেছি । পিসিতে আরও কিছু ছবি রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে পিসির ল্যানপোর্ট আর ইউএসবি পোর্ট সব নষ্ট হয়ে গেছে । পিসির সাথে কোন ভাবেই নেট কনেকশন নিতে পারছি না কিংবা পেনড্রাইভ দিয়ে কিছু বের করতে পারছি না । নয়তো আরও কয়েকটা ছবি ব্লগ দেওয়া যেত !

৭| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:৫০

ওমেরা বলেছেন: আপনার কুমড়ার ছবি দেখে তো আমার কুমড়ার মুরব্বার কথা মনে পরে গেল ——-। ছবি সুন্দর হয়েছে ।

২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: কুমড়ার আবার মুরব্বা হয় নাকি? আমি তো কেবল আমের মুরব্বা খাইছি জীবনে । অসশ্য কুমড়া আমার অপছন্দের একটা খাবার । তবে কুমড়ার বীজ ভেজে খেতে আমি বড় পছন্দ করি ।

ভাল থাকুন সব সময় !

৮| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৮

ঢাবিয়ান বলেছেন: খুব সুন্দর ছবিগুলো

২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । কষ্ট করে ছবি গুলো দেখার জন্য :)

৯| ২৩ শে জুন, ২০২১ রাত ৯:৫৮

কাতিআশা বলেছেন: আপনি ও আপনার সাইকেলের ছবিটা ভাল লাগল খুব!..শুভ কামনা রইল!

২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: সাইকেল আমার অনেক পছন্দের একটা জিনিস । যখনই মন মেজাজ খারাপ থাকে কিংবা মন অনেক ভাল থাকে তখনই আমি সাইকেল নিয়ে বের হয়ে যাই ।

ভাল থাকুন ।

১০| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:০৪

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর ছবি ব্লগ ।
সবগুলি ছবিই সুন্দর ।
এর মাঝে সমুদ্র আকাশ আর ঘুড়ির
ছবিটি আমার নজর কেড়েছে বেশী ।
ছবিটি অতি সুন্দর ও মনোরম হয়েছে।
মনে পড়ে ছোট কালে নদীর চড়ে গিয়ে
বন্ধুরা মিলে প্রতুযোগীতা করে উড়াতাম
লম্বা লেজ ওয়ালা আর বিভিন্ন ধরনের
ঢাউস ঘুড়ি

এখন আর সে সমস্ত ঘুড়ি উড়েনা,
ঘুড়ি উৎসবও তেমন একটা হয়না।
ছেলেদের হাতে উঠে গেছে মোবাইল ফোনে
গেমের আসর , সেখানেই তারা বন্ধুরা মিলে
ঘরে বসে ইন্টারনেটে ঘুড়ি উড়ায় সুতা কাটে।

ছবি ব্লগ প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী সকলের
লিংক দেয়ার মহতি উদ্যোগটি ভাল লেগেছে ।
আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি আমার
পোষ্টে এডিট করে পরের দিনই জানিয়েছি আমার
ছবি ব্লগটি প্রতিযোগীতার জন্য নয় । পোষ্টটি
প্রথম প্রকাশের সময় এটা লেখা হয়নি। পরের দিন
এ বিষয়টি পরিস্কারভাবে উল্লেখপুর্বক এডিট করে
আমার পোষ্টের শিরোনামের সাথে যুক্ত করে দিয়েছি ।
আমার অনাকাঙ্খিত এ ভ্রমটিকে আশা করি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

আপনার সাফল্য কামনা করছি ।
শুভেচ্ছা রইল

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০০

অপু তানভীর বলেছেন: ছোট বেলাতে আমার ঘুড়ি উড়ানোর অভিজ্ঞতা একেবারে নেই । কারণ হচ্ছে আমার বাবা এই ঘুড়ি ওড়ানো একদম পছন্দ করতেন না । তাকে খুব ভয় পেতাম বিধায় সাহস করে ঘুড়ি উড়ানো হয় নি । তবে ক্লাস নাইনে কী টেনে থাকতে এক কী দুইবার উড়িয়েছিলাম ছাঁদে । সেই শেষ ।

সমুদ্রের পাড়ে গিয়ে প্রায়ই দেখা যায় মানুষজন ঘুড়ি ওড়াচ্ছে । দেখতে বেশ চমৎকারই লাগে । আর ঢাকা শহরে তো এই ঘুড়ি ওড়ানোটা বেশ জনপ্রিয় । একটা উৎসবই হয় প্রতিবছর ।

প্রতিযোগিতায় অংশ না নিলেও সমস্যা নেই । ছবির লিংক গুলো পোস্টে যুক্ত থাকুক । একটা আরকাইভ হিসাবে থাকুক ।

ভাল থাকুন সব সময় !

১১| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:০৫

ঢুকিচেপা বলেছেন: কমদামী মোবাইলে ১ নম্বরে যে ছবি তুলেছেন আপনার ভালো মোবাইল দরকার নাই।
১ নম্বরটা দারুণ হয়েছে।
৭,৯,১১ সম্ভবত (উপর থেকে গুনে আসি আর ভুলে যাচ্ছি) খুবই সুন্দর হয়েছে। তাছাড়া সাবজেক্ট ভিত্তিক কয়েকটা ছবিও ভালো হয়েছে।

শুভকামনা রইল।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০১

অপু তানভীর বলেছেন: ভাল ক্যামেরাতে ছবি গুলো আরও ভাল আসতো । এছাড়া দক্ষ ফটোগ্রাফারদের হাতে ছবি আসে অন্য রকম । আমার সব আনাড়ি হাতে তোলা । ভাল লেগেছে জেনে সুখী হলাম ।

ভাল থাকুন সব সময় !

১২| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ আর ৩ নাম্বারটা চমৎকার।
২ নাম্বার সম্পর্কে বলার কিছু নাই!!!!

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৩

অপু তানভীর বলেছেন: ২ নম্বর নিয়ে কোন প্রকার সন্দেহ প্রকাশ করবেন না । এই কাজ আমি মোটেও করি নাই ! :D

প্রথম ছবিটাও আমারও পছন্দের । এর একটা ভিডিও সম্ভবত রয়েছে মোবাইলে ।


ভাল থাকুন

১৩| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৪৮

হাবিব বলেছেন: ১ নম্বরটার জন্য আপনি পুরষ্কার পেয়ে যাবেন।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৪

অপু তানভীর বলেছেন: জীবনে পুরস্কার পাওয়ার বেলাতে আমার ভাগ্য খুবই খারাপ ! দেখা যাক কী হয় !

১৪| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৭

কালো যাদুকর বলেছেন: ছবিগুলোর অনেক গল্প আছে।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৪

অপু তানভীর বলেছেন: সব ছবির পেছনে কিছু না কিছু গল্প থাকে ।

১৫| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:২২

তারেক ফাহিম বলেছেন: সবগুলো ছবিই ভালো হয়েছে।
প্রথম ছবিটাতে বেশি ভালো লাগা।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৫

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা সবার পছন্দ হচ্ছে । ধন্যবাদ ।

ভাল থাকুন

১৬| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:০৩

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৭| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৫২

সামিয়া বলেছেন: কম দামি মোবাইল দিয়ে তোলা ছবি গুলো তো বেশি দামি মোবাইলে তোলা ছবির মতো হয়েছে ।। :)

২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: আরে না না । আমার মোবাইলের ক্যামেরার যে কী অবস্থা শুধু আমিই জানি । এগুলো দিয়ে কোন মতে কাজ চলে যায় !

অনেকে ভাল লাগছে এটাই সব চেয়ে ভাল আর আনন্দের কথা !

১৮| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৩

আমি সাজিদ বলেছেন: আহা, সমুদ্র আকাশ ও ঘুড়ি! চমৎকার এসেছে ছবিটা। প্লাস ছবিব্লগে।

২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ । দুই বছর আগে তোলা ছবিটা !

১৯| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

সোহানী বলেছেন: ২য় ছবি দেখে হাসতে হাসতে শেষ। ভুয়া ভাইয়ের মতো আমি কিছুটা সন্দিহান..........হাহাহাহাহা

আপতো চুরি করারই জিনিস। আমিও চান্স পাইলে চুরি করবো! ....

একা ভার বহন খুব কঠিন। থিমটা দারুন...।

আর শেষ ছবির বুদ্ধিটা ভালো, চোরকে বিশাল ধোকা দেয়া গেছে.............হাহাহাহাহা

২৫ শে জুন, ২০২১ রাত ১২:২০

অপু তানভীর বলেছেন: সবাই কেবল দুই নম্বর ছবিটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করতেছে কিন্তু এতে আমার কোন হাত নেই । আমি কেবল ফটো ক্লিক করেছি । সন্দেহের কুনো অবকাস নেই ।

আম চোরকে পরে অবশ্য কিছু বলা হয় নি । যে কয়টা আম নিয়েছিলো সেগুলো তাকে দিয়ে দেওয়া হয়েছিলো ।

চোর মশাই যদি আবার আসে তাহলে সত্যিই কনফিউজ হয়ে যাবে । কোন সন্দেহ নেই ।

২০| ২৫ শে জুন, ২০২১ রাত ৮:২৮

মিরোরডডল বলেছেন:




তানভীটা খুব সহজ সরল ।
এই সরলতাটা যেনো হারিয়ে না যায় ।

প্রথম ছবিতে দশে দশ ।
জীবনের ভার, এটা কি চালকুমড়া ? এতো বড় হয় B:-)
আকাশ ঘুড়ি ছবিটাও খুব সুন্দর ।



২৬ শে জুন, ২০২১ দুপুর ২:২৮

অপু তানভীর বলেছেন: চালের পাশেই এই কুমড়া থাকে । তাই ভার বহন সব টুকু যায় চালের উপরেই । কিন্তু এটা চাল থেকে নিচে নেমে গেছে । এই জন্য ভার বহনের জন্য আলাদা সাপোর্টের দরকার হয়েছে । হ্যা এতো বড় তো হয়ই । এটা স্বাভাবিক সাইজ !

প্রথম ছবিটা সবারই পছন্দ হচ্ছে দেখা যাচ্ছে । আকাশ ঘুড়ির ছবিটা আমার নিজেরও পছন্দের ছবি একটা !

২১| ২৫ শে জুন, ২০২১ রাত ১১:০৭

আরইউ বলেছেন:




ছবিগুলো ভালোলেগেছে। ২ নং ছবি নিয়ে কিছু কন্সপিরেসি থিউরি দেখতে পাচ্ছি। মনে হচ্ছে একদম মিথ্যে না — থিউরি সত্য হতেও পারে।

২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: কোন ভাবেই এই কন্সপিরেসি থিউরির সাথে আমার কোন প্রকার যোগসুত্র খোজার চেষ্টা করবেন না । আমি অতি ভাল ছেলে ।

২২| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৪২

ভুয়া মফিজ বলেছেন: আপনে খামাখা আমার কথা ডিনাই করলেন! এখন দেখছেন তো, সবাই আপনেরেই সন্দেহ করতেছে। বলেন....এইটাও আমার যড়যন্ত্র!!! :P

২৭ শে জুন, ২০২১ রাত ১:১০

অপু তানভীর বলেছেন: এই ষড়যন্ত্র কোন ভাবেই আলোর মুখ দেখবে না । সবাই কেবল সন্দেহ করবে কিন্তু কারো হাতে কোন প্রমান নেই । কেউ কোন দিন কিছু প্রমাণ করতে পারবে না ! ;)

২৩| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমচোরের ছবিটা দেখে মনটা খুব খারাপ হইয়া গেল। আহা, ছেলেটা! ওর চাইতে ওর মায়ের কথাটা বেশি ভাবছি, সেই মা-টার বুক কতখানি আর্তনাদ করবে।

আপনার ছবিগুলো খুব আরাম করে দেখতে পেরেছি, ছবির সাইজ ঠিকমতো হওয়ায়। আমার প্রিয় আসপেক্ট রেশিও হলো ১৬:৯, যা ভিডিও মেকিঙের সময়ও ব্যবহার করে থাকি, আপনার বেশকিছু ছবির আসপেক্ট রেশিও ১৬:৯। ছবিগুলো ক্লিয়ার।

আই লাভ সুপ্তি ছবিদুটো খুব অর্থবহ। এমন অভিজ্ঞতার সাক্ষী আমি নিজেই :) 'সুপ্তি' নামটা মুছে দিয়েছে খুব সম্ভবত সুপ্তি-পরিবারের কেউ, যাতে সুপ্তির নামে অপবাদ না ছড়াইতে পারে। ২য় অপশন হতে পারে, প্রেমিকের প্রতিদ্বন্দ্বী কেউ, যে চায় না ঐ ছেলেটা সুপ্তিকে ভালোবাসুক, বা সুপ্তির নামটা এভাবে রাষ্ট্র হোক। ৩য় অপশন- প্রেমিক নিজেই এটা মুছে দিয়ে থাকতে পারে প্রেমিকার চাপে পড়ে, কারণ, প্রেমিকা নিজেই এই নাম এভাবে প্রচার হোক, চায় নি। ৪র্থ আরো কারণ আছে- সেটা আমি জানি না :(

১ম ছবিটা অসাধারণ। নিঃসঙ্গ সাইকেলটাও।

পোস্ট অফিসের ছবিটা তো ইতিহাস।

আপনার ছবিগুলো শুধু ছবিই না, এতটুকু বলতে পারি, প্রতিটার পেছনে রয়েছে সুন্দর বা করুণ ইতিহাস।

শুভেচ্ছা নিয়েন।

২৭ শে জুন, ২০২১ রাত ১:১৭

অপু তানভীর বলেছেন: আম চোরকে নিয়ে আসলে মন খারাপের করবেন না । তাকে শেষ পর্যন্ত কিছু বলা হয় নি । যে কয়টা আম সে চুরি করেছিলো সেগুলো দিয়েই তাকে বাড়ি পাঠানো হয়েছিলো ।

ছবি গুলো বড় করে দিতে পেরেছি মরুভূমির জলদস্যুর কারণে । তার কাছ থেকে টেকনিকটা শিখেছি । ধন্যবাদ আসলে তার প্রাপ্য।

দেওয়াল লিখনের প্রথম ছবিটা যখন তুলেছিলাম আসলে তখন এসব কিছুই মাথায় ছিল না । দেওয়া এই রকম লাইন লেখা খুবই কমন আমাদের দেশে । পরে যখন নাম টা কেউ কেটে দিল তখন দুটো ছবি এক সাথে করে বেশ চমৎকার লাগলো । আমার কেন জানি মনে হয়েছে নামটা হয়তো সুপ্তি নিজে কিংবা তার পরিবারের কেউ কেটেছে । তার বাড়ি নিশ্চয়ই আশে পাশে ছিল ।

অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য !

২৪| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ও ৭-১০,১২ ছবিগুলো সুন্দর।

২৮ শে জুন, ২০২১ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২৫| ২৮ শে জুন, ২০২১ সকাল ১০:১২

মলাসইলমুইনা বলেছেন: আপনার মোবাইলটা মোটেই কমদামি হতে পারে না ।কমদামি সস্তা মোবাইল হলে এই বিরাট কুমড়ার ফটোর ভারেইতো ভেঙে যেত ----হাহাহা ।আপনার ফটো ব্লগটা খুব নস্টালজিক করলো । মেঘলা দুপুরের নিঃসঙ্গ রাস্তাটা ঢাকার কোন এলাকার ? আমাদের এখানে সাবকন্টিনেন্টাল গ্রোসারিগুলোতে লাউ পাওয়া যায়, আমেরিকান গ্রোসারিতে পামকিন পাওয়া যায় সব সময়ই মানে সব সিজনেই । কিন্তু আমাদের এখানে চালকুমড়া খুব আকবরী খাবার । ছয়মাসে একদিন হয়তো পাওয়া যেতে পারে । গত সপ্তাহে চাল কুমড়া খেতে খুব ইচ্ছে করলো কিন্তু পেলাম না কোথাও । আপনার ঐতিহাসিক সাইজের কুমড়াটা দেখে প্রবাসী জীবনের অনেক হারাবার বেদনা উছলে উঠলো । কিন্তু চুয়াডাঙ্গা ডাকঘরের প্রাচীন বিল্ডিংটা দেখে দুঃখ পেলাম । এই হিস্টোরিক বিল্ডিংটাতো এভাবে অযত্নে থাকলে আর কদিন পরেই হয়তো ধ্বসে পরবে ! নিজেদের নাম খোদাই না থাকলে আমাদের কর্তা ব্যক্তিরা ইতিহাসের তোয়াক্কা করে না বোঝা গেলো আবার । নইলে এমন একটা বিল্ডিংয়ের এতো অযত্ন হয় । কাকে যে ধিক্কার দিতে ইচ্ছে করছে এ'জন্য বুঝতে পারছি না । নস্টালজিক ফটো ব্লগে ভালোলাগা ।

২৯ শে জুন, ২০২১ রাত ১:৫২

অপু তানভীর বলেছেন: আরে আমি একদমই মিথ্যা বলছি না । আমি কখনই দামী ফোন কিনি না । সব সাত আটের ভেতরে বাজেট থাকে । সেই হিসাবে কম দামী ফোন সব গুলো ।

মেঘলা দুপুরের রাস্তাটা একেবারে আমার বর্তমান আবাস স্থলের সামনে । আমার বাসার সামনে দাড়িয়ে তোলা । মোহাম্মাদপুরে ।

এটা আমাদের রান্নাঘরের চালে হওয়া চাল কুমড়া । উপরে আরও কয়েকটা ছিল । অন্য গুলো চালের উপরেই ছিল তাই আলাদা ভাবে কোন সাপোর্টের দরকার হয় নি । এটা ঝুলে গেছে বলে সাপোর্ট দিতে হয়েছে। আমার অবশ্য চাল কুমড়া খুব একটা পছন্দ না । আমি এর বীজ ভাজা বেশ পছন্দ করি ।

এটা এভাবেই পড়ে রয়েছে অনেক দিন । কেউ কোন যত্ন নেয় না । একদিন হয়তো দেখা যাবে ভেঙ্গে গেছে । তখন কিছু করা হবে ।

সব সময় ভাল থাকুন !

২৬| ২৯ শে জুন, ২০২১ ভোর ৫:৩৩

িসজার বলেছেন: খুব সুন্দর ছবি গুলো। বিশেষ করে সাইকেল এর ছবিটা। শুভকামনা নিরন্তর।

অফটপিক: আপনার মন্তব্য টা মুছে ফেলেছি ভুলক্রমে। অনুগ্রহ করে কিছু মনে করবেন না।

৩০ শে জুন, ২০২১ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । সাইকেল আমার পছন্দের একটা জিনিস ।


কোন সমস্যা নেই । ভুল হতেই পারে ।

২৭| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৬

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: এবারের ছবি সবচেয়ে ভাল হয়েছে।

২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৯

অপু তানভীর বলেছেন: এটা ছবি প্রতিযোগিতার জন্য ছিল । এই জন্য খুজে টুজে ভাল ছবি দিয়েছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.