নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতায় আমার পছন্দের সেরা ২০ টি ছবি

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

পোস্টের শুরুতেই বলে নিই যে এখানে যে সব ছবি বাছাই করা হয়েছে তা একান্তই আমার নিজের পছন্দের । এবং এই পছন্দের পেছনেও কোন প্রকার গবেষণা কাজ করা হয় নি । একটা ভাল ছবি কিভাবে তুলতে হয় কিংবা কাকে একটা ভাল ছবি বলে এই বিষয়ে আমার জ্ঞান কেবল সীমিতই নয়, বলা চলে নেই বললেই চলে । কয়েকদিন আগে সহব্লগার এম এ আলী এবং শায়মা আপুর দুইটা পোস্ট পড়ে আমার কেবল মনে হল ছবির ব্যাপারে আমি আসলে কিছুই জানি না । পোস্ট দুইটি 1 2 এখান থেকে দেখতে পারেন ।
যাই হোক যা বলছিলাম, এই ছবি গুলো কেবলই আমার নিজের চোখের ভাল লাগা থেকে নির্বাচন করা হয়েছে । আমি এই প্রতিযোগিতার শুরু থেকে প্রতিটা পোস্টের প্রতিটা ছবি দেখেছি । এই ছবি দেখার সময়েই যখন কোন ছবি চোখে ভাল লাগতো তখনই সেই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতাম । এবং একটা ফোল্ডারে জমা করে রাখতাম । প্রতিযোগিতা শেষ করে খেয়াল করে দেখলাম প্রায় ৫০টার কাছাকাছি ছবি জমে গেছে । এতো ছবি নিয়ে তো আর পোস্ট দেওয়া যাবে না । তাই আস্তে আস্তে ছবি বাছাই করতে থাকলাম । শুরুতে ভেবেছিলাম ১০টা ছবি বাছাই করবো কিন্তু এতো গুলো ছবির ভেতরে ১০ বাছাই করা মোটেই সম্ভব হল না । সংখ্যাটা ২০ করলাম ।

এবারের ছবি ব্লগ প্রতিযোগিতা চলাকালে মোট ৯৭টা পোস্ট এসে হাজির হয়েছে । তার ভেতরে তিনটা পোস্টে ব্লগারগন নিজেরাই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন নি । একটা পোস্ট মডারেটর কর্তৃক বাতিল হয়েছে । সেই হিসাবেই মোট পোস্টের সংখ্যা ৯৩ টা পোস্ট । মোট ছবির সংখ্যা গড়ে ১০টা করে ধরলে নয়শটার বেশি । এই নয়শ প্লাস ছবি থেকে সেরা ছবি নির্বাচন করা কত যে কঠিন কাজ সেটা আমাদের প্রতিযোগিতার বিচারকগন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ।

আমরা সেদিকে না যাই । কেবল যে যে ছবি গুলো আমার সব থেকে বেশি ভাল লেগেছে সেগুলোই শেয়ার করলাম এখানে । ছবি গুলো কে তুলেছে সেটার নাম উল্লেখ করলাম না । ছবি নির্বাচনের ক্ষেত্রেও আমি ব্লগারদের নাম দিকে খেয়াল করি নি। তবে ছবির নিচেই ছবির পোস্টের নম্বর দেওয়া রয়েছে । উক্ত ছবিটা সেই নম্বর পোস্ট থেকে নেওয়া হয়েছে । পোস্টের নম্বর থেকে আরও ভালভবে ছবিটি দেখার জন্য এই পোস্টে ঘুরে আসুন । এখানে ছবি ব্লগের নম্বর দেওয়া রয়েছে ।

আসুন তবে আমার পছন্দের ছবি গুলো দেখা যাক ।

পোস্ট নং ০৪

পোস্ট নং ০৭

পোস্ট নং ০৮

পোস্ট নম্বর ১৩

পোস্ট নং ১৯


পোস্ট নং ৩৭

পোস্ট নং ৪২

পোস্ট নং ৪৯

পোস্ট নং ৫৯

পোস্ট নং ৬১

পোস্ট নং ৭৯

পোস্ট নং ৮৩

পোস্ট নং ৮৪

পোস্ট নং ৮৬

পোস্ট নং ৮৮

পোস্ট নং ৯৩

পোস্ট নং ৯৬


আসল ছবির মালিকের আপত্তি থাকায় ছবি তিনটি সরিয়ে নেওয়া হল। ১২ নম্বর পোস্টের প্রথম ছবিটি এবং ২৪ নম্বর পোস্টের 'একটা যদি পাই' এবং ''নাবিক ও তার বৈঠা'' শিরোনামের ছবি গুলো নিচের লিংকে গিয়েই ছবি দুটি দেখে আসতে পারেন। ।


এইবার ছবি গুলো যে যে পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে সেই সেই পোস্টের লিংক যুক্ত করে দিলাম ।
04 , 07 , 08 , 12 , 13 , 19 , 24 , 37 , 42 , 49 , 59 , 61 , 79 , 83 , 84 , 86 , 88 , 93 , 96

খুব জলদি আমরা আমাদের প্রটিযোগিতার তিনজন বিজয়ীর দেখা পেয়ে যাবো । এই জন্য মাননীয় বিচারক গন কাজ করে যাচ্ছেন । আশা করি সব থেকে সেরা তিনটা ছবি ব্লগই তারা নির্বাচন করবেন । আজকে এই পর্যন্তই !

পোস্টে ব্যবহৃত সকল ছবির মালিক উল্লেখিত পোস্টকারীর । এখানে ছবি গুলো ব্যবহার করা হয়েছে কেবল মাত্র নিজের ভাললাগার কথা জানানোর জন্য । পোস্ট ব্যবহৃত ছবি গুলোর উক্ত মালিকগন যদি আপত্তি করেন তাহলে কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইলো । ছবিটি আমি সরিয়ে নিব সাথে সাথেই ।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫১

জুন বলেছেন: দ্বিতীয় ছবিটির মালকিন আমি #:-S
ধন্যবাদ অপু ছবিটি পছন্দ করার জন্য ।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০০

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ছবি পোস্ট করার জন্য

২| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:০৭

জটিল ভাই বলেছেন:
এই পোস্ট করে কি পরবর্তীতে যেনো আপনাকে বিচারক করা হয় সেই পথ উন্মুক্ত করলেন? =p~
সিলেকসন সুন্দর হয়েছে :)

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: নাহ । বিচারকের লাইনে যাওয়ার কোন ইচ্ছে নাই । আমি আম পাব্লিকই ভালি !

ছবি গুলো সব প্রথম দেখায় ভাল লাগা ! লাভ এট ফার্স্ট সাইটের মত আর কি !

৩| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:১৬

কামাল১৮ বলেছেন: প্রতিটা ছবিই দেখার মতো,তখন খেয়াল করি না।আসলে আমার নিজে দেখার মতো যোগ্যতা নাই,কেউ দেখিয়ে দিলে দেখতে পাই।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: আমারও অনেকটা সেই রকমই অবস্থা । ভাল ছবি কিভাবে বিচার করতে হয় সেইটা নির্বাচন করা আমার কাম্য নয় ! এই ছবি কেবলই নিজের চোখে ভাল লাগার একটা ব্যাপার ।

৪| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার হিসাবে আপনার এই ছবি গুলির মধ্যে ভালোর তালিকায় উপরের দিকে থাকবে -
পোস্ট নং ৮৩, পোস্ট নং ৮৪, পোস্ট নং ৮৮, পোস্ট নং ৯৩ ছবি গুলি।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: কোন রেখে যে কোন টার কথা বলবো সেটাই মুসকিল । আপনার ছবি তোলার হাত ভাল । ছবি নির্বাচনেরও ।

৫| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন:

খুবই প্রয়াশলব্দ কাজ ।
ছবিগুলি ভারি সুন্দর । দেখলে চোখ জুড়ায় ।
সেরাদের জন্য সাফল্য কামনা রইল ।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: সেরাদের খুজে বের করা বিচারকদের জন্য বেশ কষ্টসাধ্য একটা কাজ হবে এই ব্যাপারে কোন সন্দেহ নেই । সেরাদের জন্য সাফল্য কামনা করি ।

ধন্যবাদ মন্তব্যের জন্য !

৬| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৪৮

ঢাবিয়ান বলেছেন: আসলেই ছবিগুলো অসাধারন

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৬

অপু তানভীর বলেছেন: এইবার অনেক গুলো চমৎকার ছবি এসেছে । এগুলো তারই কিছু অংশ !

৭| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৫০

হাসান রাজু বলেছেন: পোস্ট ১৩, ৮৪, ৮৮, ৯৩

অসাধারন।
বুঝা যায় বেশ কষ্ট করেছেন। যেখানে আমরা ২০টা থেকে ১টা আলাদা করতে পারি ন। সেখানে আপনার ২০ টা আলাদা করতে তো ….

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৮

অপু তানভীর বলেছেন: উপরেই বলেছিলাম যে প্রথম দেখায়, আরও বলতে পারেন লাভ এট ফার্স্ট সাইটে বেশ কিছু ছবি নির্বাচন করা হয়েছিলো । পরে সেখান থেকে এই গুলো । কোন রেখে কোন নিব আর কোনটা বাদ দিবো খুজেই পাচ্ছিলাম না ।

ধন্যবাদ আপনাকে !

৮| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৮:৫২

শায়মা বলেছেন: বাহ বাহ অপু ভাইয়ামনি!!!!!!

তুমি তো ভালোই ছবি দেখতে পারো। :)


তবে শরৎ ভাইয়া দেখলে বলতো..... না না এটাতে ফ্রেমিং প্রবলেম। আহ্হারে এই ছবিটা একদম নাম্বার ওয়ান হত যদি ছবিতে একটা জাস্ট কন্ট্রাস একটা সাবজেক্ট অবজেক্ট এড করে দেওয়া যেত।

না না ভাই এই ছবিতে ফটোগ্রাফারের কোনোই কৃতিত্ব নেই ছবির সাবজেক্ট নিজেই সুন্দর। সো নো ক্রিয়েটিভ হেড! :)

কাভা ভাইয়ু বলতো এই ছবিটা বড়ই ভালা তো এমন ছবি নেটে সার্চ দিলে হাজার হাজার কোটি কোটি চলে আসবে। তাইলে আর কি সেসব ছবির পাশে রেখে দেখো পুরাই পানসে । না না আরও মাথা খাটাবার দরকার ছিলো। আমাদের ব্লগারেরা জিনিয়াস। সো আরও আরও বিশেষ কিছু চাই। নতুন কিছু করো একখানা নড়ুন কিছু করো ..... পা দিয়ে না হেঁটে একটু মাথা দিয়ে হাঁটো। :)

আর আমি হে হে তাই তো তাইতো। তো আমি কি বলি আহ হা এ ছবিটা কত রংচং এ দেখো দেখো যেন ক্রেয়নে আঁকা ছবি। তো আফা আপনে এই ক্রেয়নে আঁকা ছবিতে কত দেবেন? তাই তো তাইতো কিছু দিতে পারলাম না ভাইয়া কারণ আমি ভুলে গেছিলাম এটা ফটো। মনে করেছিলাম যে রং তুলির ছবি দেখেছি! :(

এই নিয়ে শেষ মেশ কে হলো সেরা কে হলো সেরা!!! ভাবতে ভাবতে আমি দুই দিন অজ্ঞান আছি। :)

তবে এই কথা সত্য শেষ মেস সেরাটাই আসিবেক। আর কেনো সেরা সেটা নিয়েও নিশ্চয় এবার থেকে সকলেই চিন্তা করিবেক।
এবং নেক্সট টাইম একেকটা ছবি হইবেক নিজেই নিজের তুলনা। :)

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১১

অপু তানভীর বলেছেন: এই জন্যই তো ছবি নির্বাচনে এতো কিছু ভাবাভাবির ব্যাপার নেই । যে যত বেশি ছবি সম্পর্কে জ্ঞান রাখবে তার পক্ষে ছবি নির্বাচন তত কঠিন । আমি এসবের ভেতরে নাই । এই ছবিটা ভাল লাগছে নিয়ে নাও এইটা ! ঐটাও লাগছে, সেটাও নিয়ে নাও !

আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি কখন আসবেক সেই ফলাফল । জলদি প্রকাশ করে দাও দেখি ।
কবে আসবে শুনি?

৯| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:০৫

কাছের-মানুষ বলেছেন: এখানে যারা স্থান পেয়েছে তাদের প্রতি আমার অভিনন্দন রইল।

হেভিওয়েট ব্লগার শায়মার মন্তব্যে মনে হল ভাল চমক
অপেক্ষা করছে! আমি অপেক্ষায় রইল, যেই বিজয়ী হোক আমার অগ্রিম অভিন্দন বরাদ্দ রইল।

০৩ রা জুলাই, ২০২১ রাত ৯:১২

অপু তানভীর বলেছেন: আমিও অপেক্ষাতে রইলাম যে কবে আসবে সেই ফলাফল ।
দেখা যাক চমকে কী আছে !

১০| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১০

শায়মা বলেছেন: অপু ভাইয়া আর কাছের মানুষ ভাইয়া আমিও অপেক্ষায় তো!

০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: তুমিও অপেক্ষাতে থাকলে কেমনে হবে !! তুমি জানবে কখন আসবে ফলাফল !!

১১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ১১:১৭

শায়মা বলেছেন: আসবে আসবে ! অধীর হইয়োনা ভাইয়ামনি!!!!! :)

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: অপেক্ষায় আছি

১২| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১২:৫৬

অর্ক বলেছেন: দারুণ ভ্রাতা। আমার দুটি ছবি দেখে যারপরনাই আনন্দিত। শুভেচ্ছা রইলো।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: আপনার ছবি তোলার দারুন হাত । আপনার পোস্টের সব গুলো ছবি আমার পছন্দ হয়েছে । আপনার কাছে অনুরোধ থাকবে আপনি নিয়মিত ব্লগে ছবি ব্লগ পোস্ট করবেন ।

১৩| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১:১০

অর্ক বলেছেন:


আপনার সঙ্গে আমার খুব পছন্দের একজন স্ট্রিট ফটোগ্রাফার, বেলজিয়ান ফটোগ্রাফার কোয়েন জেকবসের একটি ফটো শেয়ার করি। উনি যে ক্যামেরা ব্যাবহার করেছেন ছবি তুলতে, সেটা Leica O2। অনেক দামী ক্যামেরা। আসলে পেশাদার ছবির জন্য ক্যামেরারও দরকার আছে।

শুভেচ্ছান্তে...

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৮:২৬

অপু তানভীর বলেছেন: তা সত্যিই বলেছেন । ক্যামেরা অনেক বড় একটা ব্যাপার । কিন্তু ফটোগ্রাফারোও অনেক বড় একটা ব্যাপার । দুজন দুজনার পরিপূরক ।

ভাল থাকুন সব সময় !

১৪| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৭:১৪

নীল বরফ বলেছেন: ভাইয়া, আমার তোলা তিনটা ছবি আপনার ভালো লেগেছে দেখে অনেক খুশী হলাম। আপনাকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। :)

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৮:২৬

অপু তানভীর বলেছেন: আপনার নিজের ছবি তোলার হাত চমৎকার যা আমাকে মুগ্ধ করেছে । এখানে ধন্যবাদ আপনার প্রাপ্য !

১৫| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ৯:২৫

আমি সাজিদ বলেছেন: আমার একটি ছবিও আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। প্রতিটি ছবিই সুন্দর।
অনেক অনেক ধন্যবাদ অপু ভাই।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১২

অপু তানভীর বলেছেন: আপনার ছবিটা আসলেই বেশ চমৎকার লেগেছে আমার কাছে । এই জন্যই নেওয়া ।

ধন্যবাদ আবারও ! ভাল থাকুন !

১৬| ০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:০৩

মিরোরডডল বলেছেন:




তানভী কিন্তু পোস্টে প্রতিটা ছবির সাথে অরিজিনাল পোস্টের লিঙ্ক দিয়েছে ।
যেটাকে রেফারেন্স বলা যায় ।
তাই এটা কপি-পেস্ট বলা যুক্তিযুক্ত না ।
আর ছবি দেয়া হয়েছে তার ভালোলাগা জানিয়ে একজন দর্শকের দৃষ্টি থেকে,
ছবির ফটোগ্রাফারকে ক্রেডিট দেয়া, তাই এটা নিয়ে কারো খারাপ লাগার কিছু নেই, ভালো লাগা ছাড়া ।

তারপরও স্বচ্ছতা বজায় রাখতে তানভী সবার পোস্টে গিয়ে বলে আসছে ছবিটা পোস্টে নিয়েছে বলে,
সো সুইট অভ ইউ তানভী ।
ডোন্ট ফিল ব্যাড মাই ডিয়ার, ইউ হ্যাভেন্ট ডান এনিথিং রং !





০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৫

অপু তানভীর বলেছেন: সেইটা ঠিক আছে কিন্তু একজন তার নিজের ছবি ব্যবহারের ব্যাপারে আপত্তি তুলতে পারে এবং সেটা সঠিকও । আমার এই ভুলটা হয়েছে । তাই সেই ছবি গুলো সরিয়ে নিয়েছে। এবং বাকি সবার পোস্টে গিয়ে কমেন্ট করে এসেছি । যদি অন্যেরাও আপত্তি না তোলে তাহলে তো ভাল, কিন্তু কেউ যদি তোলে তাহলে সেই ছবিও সরিয়ে নিব।
অন্যায় না মনে হলেও আসলে এটা একটা অন্যায়ই যা আমি করেছি । তাই দুঃখিত হতেই হবে !

হ্যা পোস্ট টা কেবল মাত্রই ভাল লাগার দৃষ্টি কোন থেকেই দেওয়া !

ধন্যবাদ মন্তব্যের জন্য

১৭| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১২:৫৭

নীল আকাশ বলেছেন: ছবি প্রতিযোগিতা ব্যাপারে আপনার আগ্রহ টা বেশ ভালোই লাগছে।
ব্যক্তিগত পছন্দকে থাকতে পারে এটা তো কোনো অসুবিধা নেই।
ধন্যবাদ।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৬

অপু তানভীর বলেছেন: সত্যি কথা । এই ছবি ব্লগ প্রতিযোগিতা আমি নিজেও খুব উপভোগ করেছি । একেবারস শুরু থেকেই ।
হ্যা এটা একদমই ব্যক্তিগত মতামত । সেটা নিয়েই এই পোস্ট দেওয়া ।

বুঝতে পারার জন্য ধন্যবাদ !

১৮| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১:৫৮

হাবিব বলেছেন: সব ছবিই সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৭

অপু তানভীর বলেছেন: সকল প্রশংসা স্ব স্ব ফটোগ্রাফারের জন্য !

১৯| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:১৬

শাহিন-৯৯ বলেছেন:

বুঝা যাচ্ছে আপনি প্রকৃতি, গ্রাম বাংলা জীবন সংগ্রাম অনেক পছন্দ করেন।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৮

অপু তানভীর বলেছেন: একদমই ঠিক ধরেছেন !

২০| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ২:২৭

জিকোব্লগ বলেছেন:



চোরের গরু থুক্কু গুরু তো আপনার পিছনে লেগেছে। ব্লগারদের
ডিমোটিভেটেড করে নিজে সেরা থাকায় উহার লক্ষ্য। কিছু সময়
উহার ব্লগারদের খোঁজ খবর নেওয়া অর্থ উহার চামচা চ্যালারা সব
ঠিক আছে কী না, তা হিসেবে করে দেখা। ব্লগ মডারেটর উহার
দুষ্টচক্র ভালোই বোঝার কথা।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

অপু তানভীর বলেছেন: সেইটা তো আজ থেকে না । যারা তার ব্লগে গিয়ে তেলতেলানী না করে তাদের পিছেই সে লাগে । এটা তো সবাই জানে । চ্যালাদের খুব ভাল করে চিনে নিয়েছি এই কবছরেই । এদের কাছ থেকে দুরে থাকিসব সময়।

২১| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: একটা গল্প পড়েছিলাম
একটা মহা পাঁজির পাঁঝাড়া মানুষ সারাজীবন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে অবশেষে মারা গেলেন। কিন্তু মৃত্যুর আগে কেঁদে কেটে বললেন, আমি সারাজীবন মানুষকে জ্বালিয়েছি এখন প্রায়েশ্চিত্ত চাই। তাই আমি মরে যাবার পরে যেন আমার মৃতদেহ সৎকার না করা হয়। আমাকে গ্রামের মোড়ে বাজারের ধারে একটা লাঠির আগায় ঝুলিয়ে দিও যেন যেতে আসতে সবাই আমাকে দেখে আর ধিক্কার দেয়।

সবাই খুব কষ্ট পেলো আহা আহা করলো যাক অবশেষে লোকটা নিজের ভুল বুঝতে পেরেছে। তার কথা মত তাই করা হলো। দুদিন বাদে লোকজন আর বাজারের ধারে কাছে তো দূরের কথা লাশ পঁচা গন্ধে গ্রামেও টিকতে পারে না। তখন তারা বুঝলো -

শয়তানটা মরার পরেও যেন মানুষকে জ্বালাতে পারে সেই কারনেই এই দুরাভিসন্ধি করে গেছে। B:-)

গল্পটা আজ ব্লগে ঢুকে মনে পড়লো। কাকে শুনাই কাকে শুনাই তাই তোমাকেই শুনাতে এলাম ভাইয়া।:)

আমার প্রিয় ভাইয়া। আজকের মানুষ জানেনা তুমি আমার কাছে কতটা প্রিয় পিচ্চি ভাইয়া। আর আমি নিজে জানি তুমি কেমন এবং কি কি করতে পারো।


সব সময় তোমার জন্য ভালোবাসা আর তোমার সাফল্য চাই।

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:২৪

অপু তানভীর বলেছেন: তোমার এই গল্প পড়ে আমার কেবল একজনের কথাই মনে পড়লো আপু । এখনও প্রতিনিয়ত কান্নাকাটি করেই চলেছে । আর সেই কান্নাকাটি দেখে অন্য কিছু পাব্লিকও সেই কান্নাতে যোগ দিচ্ছে নিয়মিত ।

তবে আমার এই পোস্ট এবং এই পোস্টে তোমার মন্তব্য দেখে কারো নাকি পেট খারাপ হয়েছে । সে বড় দুঃখিত হয়ে ডাক্তারের কাছে গিয়েছে । তার এই নিয়ে ঘুম আসছে না যে তুমি বিচারক মন্ডলীর সদস্য হয়েও কিভাবে এই পোস্টে কমেন্ট করলে ! তার ঘুম হারাম হয়ে গেছে !

২২| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

ঢুকিচেপা বলেছেন: এতগুলো ছবির মধ্যে আমার ছবি দেখতে পেয়ে ভীষণ আনন্দিতl তবে আমার ছবির চাইতে আপনার কমদামি মোবাইল এ তোলা ছবি অনেক সুন্দর ছিল বিশেষ করে প্রথমটাl
আমার ছবি আছে বলে নয়, ভালো কাজ করলে সমালোচনা আসবেইl
শুভকামনা রইলl

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:৩০

অপু তানভীর বলেছেন: আমারটার থেকে আপনারটাই আসলে আমার চোখে বেশি পছন্দ হয়েছে !
আসলে সমালোচনা আসলে কোন সমস্যা নেই । কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রশ থেকে কাজ কর্ম করে । এদের জন্য করুণা ছাড়া আর কিছুই নেই আমার কাছে ।

সব সময় ভাল থাকুন !

২৩| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:১১

মাসউদুর রহমান রাজন বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট। এমন একটা লেখা লিখবো ভাবছিলাম। কিন্তু লিখতে গিয়ে বুঝলাম কাজ খুব কঠিন। আপনি এই কঠিন কাজটি করেছেন। শুভকামনা।

০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

অপু তানভীর বলেছেন: শুরু থেকেই এমন একটা প্লান নিয়েই সংকলন শুরু করেছিলাম । তখনই যখন পোস্ট দেখতাম পছন্দের ছবি গুলো নিয়ে রাখতাম । তারপরেও অনেক পছন্দ থেকে অল্প কয়েক পছন্দ খুজে বের করা একটু কষ্টকরই বটে। আপনিও দিয়ে ফেলুন আপনার পছন্দের ছবি গুলো নিয়ে পোস্ট । দেখি আপনার আর আমার পছন্দ আদৌও মিলে কিনা !

২৪| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:৪৯

শায়মা বলেছেন: মানুষ বয়সে বড় হতে পারে আর বয়সের অভিজ্ঞতার মূল্যও আছে আমি মানি। কিন্তু তাই বলে যে কোনো বয়সের মানুষই অকারনে পিছে লাগলে মনে হয় তার ফল ভালো হয় না এটাও জানি।

যাইহোক সেই পোস্ট আমি পড়েছি- কিন্তু আমি ঠিক করেছি তাকে আমি একটা কমেন্টও আর দেবো না। কারণ সে এই কাজটাই করে লাইম লাইটে থাকার উদ্দেশ্যে। উনি নিজেই বলেছেন উনাকে অপছন্দকারী যে কেউ অনলাইনে দেখলেই বা পোস্ট দিলেই উনি তাড়াতাড়ি যা তা একটা পোস্ট দেন। আসলে হয়ত বেশিভাগ পোস্টই যা তা আমরা ভালোবাসি তাই ওলে ওলে করি। আর আমি এই ব্লগের পাতায় সব পোস্টই সিরিয়াসলী দিতে হবে মনে করি না, যদিও আমি বর্তমানে বেশি সিরিয়াস হয়ে গেছি। তবে সবাইকেই হতে হবে এমন কথা নেই শুধু সিরিয়াসের জায়গাটা হবে অন্যকে যেন হেয় করা না হয় বা হার্ট করা না হয় সেটাই মাথায় রেখে।

তবে যারা অন্যকে হেয় করবে তাদের নিজেদেরও হেয় হবার অধিকার আছে। :)

কিন্তু লাইম লাইটে থাকার জন্য আমরা কেউ কেউ এতই পাগল হয়ে যাই যে নিজেদের নেগেটিভ পাবলিসিটি বাড়াতে চাই তাই বিভিন্ন পন্থা অবলম্বন করি। যেমন- আমার কমেন্ট ব্যানড অন্যের পোস্টে কিন্তু আমি আমার নিজের পোস্টেরই ইন্টারেসটিং কমেন্ট নিয়ে শিরোনাম বানিয়ে পোস্ট দেই। আবার অন্যের পোস্টে কমেন্ট করতে যেহেতু পারছিই না তাই অন্যের পোস্ট নিয়েই একটা ঝামেলা বাঁধানো শিরোনামে পোস্ট দেবো। এসব আমি করবোই শুধু মাত্র দৃষ্টি আকর্ষনের জন্য।

অথচ ভাইয়াকে দেখেছি অন্যদেরকে বলতে যে উনাকে নিয়ে শত শত অভিযোগেের পোস্ট দিয়ে নাকি তারা লাইম লাইটে আসে। হায়রে ভাগ্যের কি পরিহাস। নিজেকেই লাইম লাইটে রাখতে আজ এসব ছল চাতুরী করতে হচ্ছে।

কিছুদিন আগে মডুভাইয়া বলেছিলো একজন সংশোধিত হবার সময়ে অন্যদের খোঁচাখুঁচি অপরাধ আমি সেই পোস্টে মজা করে কমেন্ট করতে গিয়েও তাই আর করিনি কারণ ফান বা মজা যদি তার খারাপ লাগে তাই। কিন্তু আমার ধারনা সংশোধিত শুধু শিশু কিশোর সংশোধাগারেই হয়। বড়দের জন্য জেইল। :( এটাই উপায়। একদম এক সেলে আজীবন জেইলের প্রয়োজন পড়ে কারো কারো। মানে যাবজ্জীবন কারাদন্ড। )


সবচেয়ে মজার ব্যপার হলো - শুধু মাত্র তর্কের খাতিরে যেমন তর্ক করে কিছু ইঁচড়ে পাকা ছেলেরা তাদের টিন এইজ বয়সে .... ভাইয়া এই বয়সে এসেও তাই লাইম লাইটে থাকার জন্য একই কাজ করে । নইলে এই কমেন্ট টা করতো না কামাল ভাইয়ার কমেন্টে-

১১. ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৫:২১১

কামাল১৮ বলেছেন: ঐ পোষ্টে বিচারকদের একজনের কমেন্ট পড়ে মনে হলো, বিচারকদের প্রভাবিত হবার বিন্দু মাত্র কারন নেই।বিচারকরা চাবি বিচার করবে সম্পুর্ন অন্য এক আঙ্গিকে।তাপ পরও কথা থাকে এভাবে পোষ্ট দেয়া ঠিক হলো কি না।
০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৬:৪৭০

লেখক বলেছেন:

পোষ্ট দেয়া ঠিক হয়নি; সেই পোষ্টে বিচারক কি কমেন্ট করেছেন, আমি তা পড়িনি; কমেন্ট না করাটাই বুদ্ধিমানের কাজ হতো।



কি বলেছি না বলেছি পড়েনই নি...... কিন্তু তাড়াতাড়ি পোস্ট দিয়ে দিয়েছেন পোস্টটা দেখেই। কারণ তুমি তার বা তার প্রিয় মানুষের কর্মকান্ড নিয়ে বিরুদ্ধাচারণ করেছিলে। এটা ভাইয়ার নিজস্ব স্মীকৃত পন্থা।

মাথা খাটালে ভাইয়া বুঝতো আমি একজন দর্শকের চোখে যা দেখা যায় বিচারকের চোখে ঠিক সেটা কি কি হতে পারে সেটা নিয়েই মন্তব্য করেছি মজার ছলে। কামাল ভাইয়া ঠিকই বুঝেছে। মগজ খাটালে সেটা ভাইয়াও বুঝতো। কিন্তু হায় মগজ খাটাবার সময়ই নেই ভাইয়ার তার আগেই তড়িঘড়ি লাফ দিয়ে পোস্ট দিয়ে বসলো।


আর আমি নিজের বুদ্ধিতে চলি তার বুদ্ধিতে চললে আমি আজ নিজেও সেই জায়গায় থাকতাম যেখানে ভাইয়া আছে আর লাইম লাইটে আসার ফন্দি ফিকির করতাম।

০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: মাঝে মাঝে ভাবি আসলে মাথার ভেতরে কী চলে ! মানুষ টাইম লাইনে থাকার জন্য কিই না করে ।

সহজ স্বাভাবিক একটা ব্যাপার জটিল করে দেখার এক অপার ক্ষমতা নিয়ে সে জন্মেছে । আর ব্যক্তিগত আক্রশ মেটানোর জন্য পেছনে লেগে থাকাটাও । যে কোন ভাবেই নিচা দেখাতেই হবে । এই মন মানসিকতা নিয়ে রাতে ঘুমায় কিভাবে কে জানে !

যাক এসব নিয়ে আর ভেবে লাভ নেই । এদের কেবল এভোয়েড করা ছাড়া আর কিছুই করার নেই ।

২৫| ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

জিকোব্লগ বলেছেন:



শায়মা বলেছেন: যেমন- আমার কমেন্ট ব্যানড অন্যের পোস্টে
কিন্তু আমি আমার নিজের পোস্টেরই ইন্টারেসটিং কমেন্ট নিয়ে
শিরোনাম বানিয়ে পোস্ট দেই। আবার অন্যের পোস্টে কমেন্ট
করতে যেহেতু পারছিই না তাই অন্যের পোস্ট নিয়েই একটা
ঝামেলা বাঁধানো শিরোনামে পোস্ট দেবো। এসব আমি করবোই
শুধু মাত্র দৃষ্টি আকর্ষনের জন্য।


শায়মা, আপনি মা.হাসানের যখন জেনারেল ছিলাম পোস্টটি মনে করতে পারেন। ঐ পোস্টের পরে উনার পোস্ট ছিল
জেল-জুলুম দিয়া মহামানবদের আটকানো যায় না

সামু কী এই চক্রের খেলায় আটকে গিয়েছে! এই খেলায় খেলোয়াড়
দুইজন: মূল খেলোয়াড় উহা ও সামু মডারেটর। যেহেতু দীর্ঘ সময়েও
উহার কাছে থেকে কোনো পরিবর্তন আসতেছে না, সামুর মডারেটরের
সময় হয়েছে এই চক্রের অন্তত একটা নোড ''উহার পোস্ট প্রথম পাতায়
আসা'' পার্মানেন্টলি বন্ধ করা। নতুবা একই চক্র চলবেই।






জেল-জুলুম দিয়া মহামানবদের আটকানো যায় না

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৪

অপু তানভীর বলেছেন: আসলে একজন যখন টের পেয়েই যায় যে আমি যাই করি না কেন আমার কোন কিছু হবে না কিংবা হলেও সামান্য আবার আমি ফিরে আসতে পারবো তখন সে নিজেকে কেন শুদ্ধ করবে ? তার ব্যাপারটাও এমনই ।এই চক্রতা আসলে ভাঙ্গবে কিনা কে জানে ? আরও ভাল করে বললে এই চক্রটা আসলেই ভাঙ্গতে চায় কিনা !

২৬| ০৫ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৮

ৎৎৎঘূৎৎ বলেছেন: আমার ছবি আপনার ভাল লেগেছে জেনে আমি খুবই পুলকিত বোধ করছি। আন্তরিক ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৭| ০৫ ই জুলাই, ২০২১ দুপুর ১:১৩

মনিরা সুলতানা বলেছেন: সব ছবি ই সুন্দর কিন্তু পোষ্ট নং -৮ মারাত্মক সুন্দর।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: আপনার গুলো বেশি চমৎকার । আমার সব ছবি গুলো তাই । প্রতিযোগিতায় আপনার বেশ কয়েকটা ছবি নির্বাচিত হয়েছে । আপনাকে অভিনন্দন ! পুরস্কার জিতলে ট্রিট দিতে হবে !

২৮| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৭

সামিয়া বলেছেন: বিচারকের নেচার নিয়ে দুর্বলতা আছে ছবি সিলেক্ট দেখে বোঝা যাচ্ছে, অসাধারণ পোস্ট প্রিয়তে নিলাম,

০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৬

অপু তানভীর বলেছেন: এখানে ব্যক্তিগত পছন্দই বেশি প্রাধান্য পেয়েছে । এটা সত্য !

ধন্যবাদ আপনাকে !

২৯| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:২৮

মেহবুবা বলেছেন: আমাদের দেশটা কি সুন্দর! এমন পটভূমি পেয়ে এক একজন ছবি তুলতে পেরে ধন্য । তারপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ ছবির চেয়ে সুন্দর এই দেশ!
তোমার রুচিবোধ দেখে অভিভূত।
সবগুলো সুন্দর, তবে ২য় টা চমৎকার! দেখে মনে হচ্ছে Golden globe পেয়ে যাবে

০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২২

অপু তানভীর বলেছেন: আমাদের দেশ আসলেই সুন্দর বেশি । যার সৌন্দর্যের কোন শেষ নেই ।

আমার পছন্দের ছবি ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে । ভাল থাকুন সব সময় !

৩০| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৩

মেহবুবা বলেছেন: : আমাদের দেশটা কি সুন্দর! এমন পটভূমি পেয়ে এক একজন ছবি তুলতে পেরে ধন্য । তারপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ ছবির চেয়ে সুন্দর এই দেশ!
তোমার রুচিবোধ দেখে অভিভূত।
সবগুলো সুন্দর, তবে ২য় টা চমৎকার! দেখে মনে হচ্ছে Golden globe পেয়ে যাবে

৩১| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৫

মেহবুবা বলেছেন: : আমাদের দেশটা কি সুন্দর! এমন পটভূমি পেয়ে এক একজন ছবি তুলতে পেরে ধন্য । তারপরে প্রতিযোগিতায় অংশগ্রহণ ছবির চেয়ে সুন্দর এই দেশ!
তোমার রুচিবোধ দেখে অভিভূত।
সবগুলো সুন্দর, তবে ২য় টা চমৎকার! দেখে মনে হচ্ছে Golden globe পেয়ে যাবে!
সেটা কি এখানে দেয়া হবে?
তবে ১ম টা আমার বেশী পছন্দ, কে তুলেছে?
ঘন চাপ চাপ আঁধার ভেদ করে চিন্তার বোঝা মাথায় নিয়ে ঋজু ভঙ্গিতে এগিয়ে চলেছে
একাকী একজন !

৩২| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৬

মেহবুবা বলেছেন: আগের দুটো আর এটা মুছে দিও।

৩৩| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫৪

সোনালি কাবিন বলেছেন: পোস্ট ফাটাফাটি ।

নিচের অবজারভেশনও ফাটাফাটি

লেখক বলেছেন: আসলে একজন যখন টের পেয়েই যায় যে আমি যাই করি না কেন আমার কোন কিছু হবে না কিংবা হলেও সামান্য আবার আমি ফিরে আসতে পারবো তখন সে নিজেকে কেন শুদ্ধ করবে ? তার ব্যাপারটাও এমনই ।এই চক্রতা আসলে ভাঙ্গবে কিনা কে জানে ? আরও ভাল করে বললে এই চক্রটা আসলেই ভাঙ্গতে চায় কিনা !

২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৫৩

অপু তানভীর বলেছেন: খারাপ থেকে ভাল হওয়ার দিক দিয়ে দুই ধরনের মানুষ থাকে । এক হচ্ছে যে ভুল করে কিংবা পরিস্থির স্বীকার হয়ে ভুল অন্যায় করে। এবং সুযোগ পাওয়া মাত্রই নিজেকে শুদ্ধ করে নেয় । নিজ থেকে আসে । আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা ইচ্ছে করে অন্যায় করে এটা তাদের মানসিক মাইন্ডসেট । এইভাবেই তারা জন্মেছে । এই মানুষ গুলোকে লাইনে আনার জন্যই হচ্ছে বিভিন্ন নিয়ম কানুর আর শাস্তির বিধান তৈরি করা যেন তারা বাধ্য হয় নিয়মের ভেতরে থাকতে । কিন্তু যখনই এই দ্বিতীয় শ্রেণীর মানুষ টের পেয়ে যায় যে তাকে শাস্তি দেওয়া হবে না তখন সে নিজের স্বরূপে ফিরে যায় এবং একের পর এক অন্যায় করতেই থাকে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.