নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছোট-গল্পঃ শত্রুর পাশে বসতে নেই

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:১৩

ক্লাস রুমের ভেতরে পা দিতেই অনির কেমন যেন মনে হল । ওর পাশে দাড়িয়ে থাকা মুমু ওর হাত ধরলো আবার । মুখে একটা হাসি ফুটিয়ে বলল, চল ভেতরে । সবাই তোর জন্য অপেক্ষা করছে ।

অনির পুরো ক্লাস রুমের দিকে তাকিয়ে রইলো । কত পরিচিত এই ক্লাসরুম । আজকে প্রায় আট মাস পরে এখানে পা রাখছে । ভেবেছিলো হয়তো আর পা রাখা হবে না । তারপরও আজকে সে মোটামুটি সুস্থ হয়েই ফেরৎ এসেছে আবার। ক্যান্সারের ভয়াল থাবা থেকে নিজেকে মুক্ত করতে পেরে আনন্দ হচ্ছে । বেঁচে থাকাটা যে কত চমৎকার সেটা বুঝতে পারছে খুব ভাল ভাবে ।

ক্লাস রুমে ঢুকতেই বুঝতে পারলো সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে । অবাক হওয়ার কারণটা সে নিজেও জানে । কেমো নেওয়ার আগে ওর মাথার চুল ফেলে দিতে হয়েছে সব । একটা মেয়ে মাথায় চুল নেই এটা দেখতে খানিকটা অস্বাভাবিকই লাগে । অনির মাথাটা স্কার্ফ দিয়ে ঢাকা । তারপরেও সেটা দেখতে একটু অস্বাভাবিক লাগছে । তবে সেটা সবাই কাটিয়ে উঠলো মুহুর্তেই । একে একে ওর কাছে এল । ওর খোজ খবর নিতে শুরু করলো । অনেকে নানা রকম গিফট দিলো ওকে । তখনই অনির চোখ গেল নয়নের দিকে । সবাই ওর কাছে এলেও নয়ন আসে নি । আসবে না অনি সেটা জানে । ক্লাসের কয়েকটা ছেলের সাথে অনির বনিবনা নেই একদম । তাদের ভেতরে নয়ন অন্য রকম । বিশেষ করে পড়ালেখার লড়াই টা তো রয়েছে । কে কাকে টেক্কা দিবে, কে কার ভুল ধরবে সেটা নিয়ে ওদের ভেতরে লেগেই থাকতো । নয়ন অনেক সময় ওর দিকে তাকিয়ে ছিল । তারপর ক্লাস রুম থেকে বের হয়ে গেল ।

অনির মনটা একটু খারাপ হল বটে । এতোদিন পরে ওর ক্লাসে এল । একেবারে তো মরেই গিয়েছিলো । মৃত্যুর মুখ থেকে কোন মতে ফেরৎ এসেছে । এখনও কি সে আগের ঝগড়া মনে রাখতেই হবে ! কী হত এসে একটু কথা বললে !

কিন্তু অনির জন্য সম্ভবত অন্য কিছু অপেক্ষা করছিলো । ক্লাস শুরুর আগ দিয়ে নয়ন ক্লাস রুমে ঢুকলো । সাথে সাথেই যেন পুরো ক্লাস একেবারে চুপ হয়ে গেল । অনির চোখ যখন নয়নের দিকে পড়লো অনির বুকের ভেতরে একটা আশ্চর্য অনুভূতি হল । তারপর ও অনুভব করলো যে ওর চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে । আনন্দের অশ্রু !

নয়নের তার মাথার চুল ফেলে দিয়ে একেবারে টাক করে এসেছে । এই জন্যই সে বাইরে গিয়েছিলো । ক্যাম্পাসের সামনে সেলুন থেকে চুল ফেলে দিয়েছে । নয়ন এই কাজটা কেন করলো সেটা অনির বুঝতে মোটেও কষ্ট হল না । পুরো ক্লাসে কেবল অনির মাথায় চুল নেই । ওকে সঙ্গ দিতেই নয়ন এমন কাজটা করলো ।

নয়ন আস্তে আস্তে নিজের সিটে গিয়ে বসে পড়লো । এমন একটা ভাব করলো যেন কিছুই হয় নি । এটাই খুব স্বাভাবিক ।
অনি এবার উঠে এগিয়ে গেল নয়নের দিকে । ওর সামনে গিয়ে বলল, তোমার পাশে বসবো?
নয়ন ওর দিকে তাকিয়ে বলল, কেন আমার পাশে কেন? শত্রুর পাশে বসতে নেই জানো না?

অনি হেসে ফেলল । তারপর বলল, দুই চুল ছাড়া মানুষ এক সাথে বসলে ব্যাপারটা দেখতে দারুন হবে ! বুঝছো?
তারপর আর কথা না বলে অনি বসেই পড়লো । অনির কেন জানি ভাল লাগছে বেশ । এতোদিন পরে ক্যাম্পাসে এসে পরিচিত মানুষদের কে কাছে পেয়ে ভাল লাগছে । যখন অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে ছিল তখন কত কথা মনে করেছে । বারবার মনে করেছে এবার ফিরে গিয়ে সবার সাথে আরও ভাল ব্যবহার করবে । সবাইকে বন্ধু বানাবে । কারো সাথে কোন প্রকার ঝামেলা করবে না । বিশেষ করে নয়নের সাথে আর কোন ঝামেলা করবে না । মিলমিশ করে ফেলবে । কিন্তু নয়ন যে এমন একটা কাজ করবে সেটা অনি মোটেও বুঝতে পারে নি ।

পরদিন অনি যখন আবার ক্লাসে অনির মনটা যেন আরও একটু বেশি আনন্দিত হয়ে গেল । ওকে সঙ্গ দেওয়ার জন্য ওদের ক্লাসের আরও সাতটা ছেলে মাথার চুপ ফেলে দিলো । তারপর সবাই এক সাথে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করলো । অনির মনে হল যেন ওর শরীর আরও একটু বেশি ভাল হয়ে গেছে । এতো খুশি খুশি লাগতে শুরু করলো যে ও কিছুতেই সেই অনুভূতি ভাষার প্রকাশ করতে পারবে না ।



এই ছোট গল্পটার উৎস একটা বাস্তব গল্প থেকে । ক্লাসমেট কেমোর জন্য মাথার চুল ফেলে দেওয়ায় তার ক্লাসের প্রায় ৪০ জন একই ভাবে চুল ফেলে দিয়ে ফেসবুকে ছবি আপলোড করেছিলো কেবল বন্ধুকে সাহস যোগাতে । তাকে সাহস দিতে যে আমরা আছি তোমার পাশে ! জীবনের এই ছোট ছোট গল্প গুলো কত চমৎকার !

a story
another one

গল্পটি পূর্বে নিজের ওয়েবসাইটে প্রকাশিত

মন্তব্য ২২ টি রেটিং +১০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:২৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: চমৎকার। মন ভালো করে দেয়ার মতো গল্প।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: এই ছবিটা ইনস্টাগ্রামে দেখেছিলাম প্রথমে । এতো চমৎকার লেগেছিলো ছবিটা দেখে । গল্পের থেকেও বাস্তব জীবনের এই ঘটনা গুলো আরও বেশি মন ভাল করে দেয় !

২| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:২৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: গল্পের শিরোনামে বসতে দুইবার এসেছে। ওটা কি টাইপো? নাকি নামই এটা?

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: আরে দেখছেন আমি খেয়ালই করি নি । টাইপো হয়ে গিয়েছিলো । ঠিক করে দিয়েছি । ধন্যবাদ আপনাকে !

৩| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: আসলে বন্ধু বন্ধুদের জন্য অনেক কিছুই করেন।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । এমন বন্ধুর গল্প গুলো সব সময়ই সুন্দর আর মনভাল করে দেয় !

৪| ০৬ ই জুলাই, ২০২১ ভোর ৫:৫০

কবিতা ক্থ্য বলেছেন: স' তে সেন্টু
বই তে পড়েছিলাম।

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:০২

অপু তানভীর বলেছেন: তাই নাকি? সেই বইতেই এমন কিছু আছে ? পড়ে দেখতে হবে !

৫| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ৯:৫৬

নীল আকাশ বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাই !

৬| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:০৬

ইসিয়াক বলেছেন:

চমৎকার মানবিক গল্প।

খুব ভালো।

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য । গল্পের থেকেও বাস্তবের ঘটনা গুলো যেন আরও বেশি সুন্দর !

৭| ০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৫

ফুয়াদের বাপ বলেছেন: ক্যান্সার কি তা খুব কাছ থেকে দেখেছি। স্ত্রী তার ক্যান্সার আক্রান্ত বড় বোনকে সেবা দিতে দিতে টের পেল নিজের শরীরেও আছে বদ জীবানু। বোন হারিয়ে নিজে বেঁচে থাকার সে কি যুদ্ধ! এখনো চলছে...

গল্পে ভীষন ভালোলাগা রেখে গেলাম।

০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৯

অপু তানভীর বলেছেন: আমিও ক্যান্সারকে দেখেছি খুব কাছ থেকেই । আজকে প্রায় দুই বছর আগে আমার প্রিয় ছাত্র ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেছে আমাদের ছেড়ে । এখনও যেন এই ব্যাপারটা আমি বিশ্বাস করতে পারি না ।

ধন্যবাদ মন্তব্যের জন্য !

৮| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:১৫

সোহানী বলেছেন: তোমার গল্পগুলো পড়লে সে ইউনি লাইফে হারিয়ে যাই।

ভালো লাগলো বাস্তব গল্পে।

০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: ক্ষণিকের হারিয়ে যাওয়াতে মন্দ কি ! একবার হারিয়ে গিয়ে আবারও ঘুরে চলে আসবেন !

৯| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬

জটিল ভাই বলেছেন:
জটিলৎকার! গল্পের প্লট সাধারণ নয় :)

০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: প্লট সাধারণ নয় কিনা জানি না তবে এটা একেবারে বাস্তব !

জটিল শুভেচ্ছা রইলো !

১০| ০৬ ই জুলাই, ২০২১ রাত ৯:০২

কুশন বলেছেন: গল্পের প্লট শীর্ষেন্দুর 'দ্বিতীয় সত্তা' বই থেকে চুরী করেছেন।

০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: মুভি কিংবা গল্প থেকে প্লট নিয়ে আমি এর আগে বেশ কয়েকটা গল্প লিখেছি । এবং গল্পের শেষে সেটার উল্লেখ করেছি । আগের গল্প পড়লেই সেটা দেখতে পারবেন । দ্বিতীয় সত্ত্বাটা বই আমার পড়া হয় নি । তাই বলতে পারলাম না সেখানে কি লেখা আছে । প্লট মিলেছে কিনা মিলে নি তাও জানি না ।

এই গল্পের প্লটের গল্প নিচেই দেওয়া আছে । সেখান থেকেই এই গল্পের উৎস !

১১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ২:০২

ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটা গল্প।
৫ নম্বর প্যারার শেষে আমার চোখেও জল এসে গেল।
যেহেতু বললেন এটার বাস্তবতা আছে তাই অনির তখনকার অনুভূতি উপলব্ধি করতে পারছি। বন্ধুদের এই ত্যাগ ঔষধের চেয়ে বেশী কাজ দিয়েছিল অনির জীবনে।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৮

অপু তানভীর বলেছেন: এই গল্পের বাস্তব চিত্র প্রথমে দেখেছিলাম একটা ওয়েব সাইটে । গল্পের শেষে দুইটা লিংক দেওয়া আছে । সেখানে গেলেই দেখতে পাবেন । এছাড়া গুগল করলেও এরকম বেশ কয়েকটা স্টোরি পেয়ে যাবেন আশা করি ।

পড়ার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.