নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ কমদামী ক্যামেরাতে তোলা ছবি ও ছবির পেছনে গল্প ২

০৬ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৭

কয়েকদিন আগে যে ছবি ব্লগ প্রতিযোগিতা গেল সেখানে আমার কম দামী মোবাইল ক্যামেরাতে তোলা কয়েকটা ছবি পোস্ট করেছিলাম । কেবলই সেটা অংশ গ্রহন ছিল । আর কিছুই নয় । কয়েকটা ছবি পোস্ট মনে হল আরও কিছু ছবি তো পোস্ট করাই যায় । সাথে সাথে সেই ছবির পেছনের গল্প গুলো টুকটাক লেখা যায় । আজকে কয়েকটা ছবি আর ছবির পেছনের গল্প নিয়ে আবার হাজির হলাম ।

প্রথম ছবিটা যতদুর মনে হচ্ছে আমার ক্যামেরাতে তোলা না । আবার আমার তোলাও হতে পারে । আসলে ট্যুরে গেলে যা হয় । সবার ছবি একটা হোয়াটসগ্রুপে শেয়ার করা হয় । সেটা গিয়ে জমা হয় গ্যালারিতে । সেখান থেকেই এই ছবি এসে হাজির হয়েছে । আমার মনে আছে একই লোকেশন থেকে আমিও ছবি তুলেছিলাম বেশ কয়েকটা । এখন এটাই সেই ছবি কিনা কে জানে ।


এই ছবিটা তোলা হয়েছে নৌকা থেকে । আমরা তখন যাচ্ছিলাম রেমাক্রির দিকে । বিকেল পার হতে শুরু করেছে । আমাদের চিন্তা তখন সন্ধ্যা নামার আগেই রেমাক্রিতে পৌছাতে হবে। সেখান থেকে আরও তিন ঘন্টা হাটাস পথ । এমন সময় এই তিনটা পাহাড় দেখতে পেলাম । দুই পাশে দুইটা সেই সাথে সামনের দিকে আরও একটা ।


নিচের এই গাছটার নাম আসলে যে কি সেটা জানি না । কোন এক অচেনা পাহাড়ের অচেনা পথের পাশে দাড়িয়ে ছিল সে । মনে হল সাথে করে এই স্মৃতি টুকু নিয়ে যাওয়া যাক । কোন দিন মনে হবে এখানে আমি এসেছিলাম ।


লম্বা এই রাস্তাটা আমার স্কুল আর কলেজ জীবনের একটা গুরুত্বপূর্ন স্থান । এটা আমার বাসা এবং স্কুল থেকে অনেকটাই দুরে । রাস্তার শেষ মাথায় জেলা আবহাওয়া অফিস । এখানে আমি আর আমার কাছের কয়েকজন বন্ধুরা আসতাম প্রায়ই সাইকেল চালিয়ে । বিকেল থেকে সন্ধ্যা পার হত এখানে বসে গল্প করে । অনেক স্বপ্ন ছিল যে একদিন আমার প্রেমিকাকে নিয়ে এখানে আসবো । তবে সেই সুযোগ আর হয়ে ওঠে নি । বিয়ের পর বউ নিয়ে যাওয়া যায় কিনা দেখা যাক !


এটা জেলা বিএডিসি ফার্ম । নতুন ভাবে বিল্ডিং তোলার পরে দেখতে অনেকটা বিদেশ বিদেশ ভাব চলে এসেছে । বিকেলে এখানে অনেক মানুষ আসে । আমরাও বন্ধুদের নিয়ে আসতাম মাঝে মধ্যে । তবে এখানে ভীড় বেশি হয় ।


আমার হাই স্কুল । এখানে ৫টা বছর কেমন করে কেটে গেছে তা এখনও ভাবি । কী চমৎকার সময় কেটেছে । এখানকার কিছূ কিছু স্মৃতি কোন ভাবেই ভোলার নয় !


গতবছর যখন প্রথম লক ডাউন দিল এটা সেই সময়ে তোলা ছবি । তখন এলাকা একেবারে ভুতুড়ে হয়ে থাকতো । মানুষজন একদম বের হত না । এখন অবশ্য সে সবের বালাই নেই ।


ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং থেকে তোলা ঢাকা শহরের ছবি । আব্বা তখন এখানে ভর্তি ছিল । তখন সারাদিন হাসপাতালে কাটতো । বুঝতে পেরেছিলাম যে হাসপাতাল থেকে কোন দৃশ্যই মনমুদ্ধকর হয় না ।


এই ভাবে পাহাড়ের দিকের তাকিয়ে থাকা যায় ঘন্টার পর ঘন্টা । কোন ক্লান্তি আসে না । প্রতি পলক ফেলতেই মনে হয় যেন নতুন কোন দৃশ্য দেখছি । ছবিটা যদিও আমার তোলার না । আমার বান্ধবী তুলে দিয়েছে।


গাছটা প্রথম দেখেছিলাম রাতের বেলা । একটু দেরি হয়ে গিয়েছিলো তাই অন্ধকার নেমে এসেছিলো পাহাড়ে । দুর থেকে দেখে মনে হয়েছিলো বুঝি কোন দৈত দাড়িয়ে রয়েছে । পরে ফেরার পথে ভাল করে ছবিটা তোলা হয়েছে ।


এতো বড় ঘাসফড়িং আমি এর আগে দেখি নি । তবে এটা মোটেই ফালাচ্ছিলো না । অতি ধীর গতিতে হেটে যাচ্ছিলো । কেউক্রাডংয়ের চুড়ায় ইনার সাথে দেখা হয়েছিলো !


কত মানুষ এই পথ দিয়ে হেটে গেল প্রতিনিয়ত অথচ পথের আপন হল না কেউ । অনেকটা আমার নিজের জীবনের মত । কত মানুষের সাথে পরিচয় । দরকার কিংবা অদরকারে, অথচ নিজের বলার মত কেউ পাশে রইলো না কখনো ।


সেই একই পাহাড় অথচ প্রতিবারই কত আলাদা কত সুন্দর !


আকাশ নদী আর মেঘের মাঝে এই নৌকাটাকে কতই না ছোট আর একলা অসহায় মনে হচ্ছে । আমার অবস্থাও কেন জানি এই একা পড়ে থাকা নৌকার মতই । অসহায় !

এটা আমার কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা এখনও পর্যন্ত সব থেকে সুন্দর ছবি । এর থেকে সুন্দর ছবি আমি তুলতে পারি নি । বগালেক সেদিন যেন আপন মহিমাতে ফুটে উঠেছিলো !


আজকের ছবি আর ছবির পেছনের গল্প এখানেই সমাপ্ট । সামনে আবারও হাজির হবে আরও ছবি নিয়ে !




মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সব ছবি। বিশেষ করে পাহারের ছবি গুলি ভালো লেগেছে বেশী।
মৃতপ্রায় গাছটি পাহাড়ি মান্দার বা পলাশ হতে পারে।
বগা লেকের এই রূপ আমি পাইনি। এবার যাওয়ার একটা প্রাথমিক প্লান করেছিলাম। করনার কারণে মাঠে মারা গেছে।

০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: পাহাড়ের আরও অনেক গুলো ছবিই মোবাইলে জমা আছে । দেখা যাক সামনে আরও কয়েকটা পোস্ট দিয়ে ফেলবো ।
গাছটার নাম কি জানি না । আমার গাছগাছালি সম্পর্কে জ্ঞান কম !

আমি এই নিয়ে কেউক্রাডংয়ে তিনবার উঠেছি । তিনবারে যাওয়া আসা নিয়ে যে কয়বার বগালেককে দেখেছি প্রতিবারই তার চেহারা ছিল একেক রকম ! এইবারও আরেকবার কেউক্রাডংয়ে ওঠার ইচ্ছে আছে । করোনা পরিস্থিতি ঠিক হবে যাবো আশা রাখি !

২| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:১০

জটিল ভাই বলেছেন:
ক্যামেরা দামী না কম দামী উল্লেখ করে মনে করি বিচারকদের সহানুভূতি অর্জন করা হচ্ছে =p~
সুন্দর পোস্ট :)

০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৩২

অপু তানভীর বলেছেন: এখন আর সহানুভূতি দিয়া কিতা করতাম । আমার কুনো দরকার নাই সহানুভূতির । আসলে আমি যে গরীব সেটাই বলতে চেয়েছি ! গরীব মানুষের সব কিছুই গরীব !

৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫০

ঢুকিচেপা বলেছেন: প্রথম ছবির ভিউ খুব সুন্দর। একটু কুয়াশা কুয়াশা ভাব না থাকলে আরো দারুণ হতো।
গাছের ছবিটাও চমৎকার।

০৭ ই জুলাই, ২০২১ রাত ১:০৩

অপু তানভীর বলেছেন: ক্যামেরা আরও ভাল হইলে ছবিও আরও ভাল হইতো । গরীবের মোবাইল বুঝেন অবস্থা !

ছবি দেখা এবং মন্তব্যের জন্য ধন্যবাদ !

৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি কেউক্রাডংয়ে উঠেছি সম্ভবতো ২০০৩ সালে।
রুমা বাজার থেকে হেঁটে গিয়েছি বগালেক। পরদিন বগা থেকে কেউক্রাডং।
রুমা থেকে হেঁটে বগালেক যেতে একটি ছড়া / খালকে ৫২ বার ক্রস করতে হয়।

০৭ ই জুলাই, ২০২১ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: আমি কেউক্রারংয়ে উঠেছি ২০১৪ সালে । তখন বগালেক পর্যন্ত গাড়ি যেত না । রুমা থেকে আরও একটু দুরে গিয়ে চাঁদের গাড়ি থেকে নামিয়ে দিতো। তারপর হেটে যেতে হত । এরপর ২০১৯ এ আবার উঠলাম । তখন একেবারে গাড়ি বগালেক পর্যন্ত গিয়েছিলো । শুনেছি শীত কালে নাকি একেবারে গাড়ি নিয়ে কেউক্রাডং পর্যন্ত যাওয়া যা. পাকা রাস্তা আছে ।

বগালেক আর কেউক্রাডং আগের মত নেই । সব কেমন বানিজ্যিক একটা ভাব চলে এসেছে । ২০২০ এর অক্টোবরে গিয়েছিলাম শেষবার । এতো মানুষ গিয়েছিলো যে একটুও শান্তি পাই নি !

৫| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৩:০১

মেরুভাল্লুক বলেছেন: ছবি গুলো দেখে কেমন যেনো নস্টালজিয়া ভর করছে

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০০

অপু তানভীর বলেছেন: ছবি গুলোর সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে । আমরা যখনই কোন ছবি তুলে তখনই তার সাথে কিছু না কিছু গল্প জড়িয়ে যায় ।

৬| ০৭ ই জুলাই, ২০২১ ভোর ৬:৪৬

মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর,
কমদামি ক্যামেরায় তোলা ফটোগুলো অনেক দামি (সুন্দর অর্থে ) আর চমৎকার উঠেছে কিন্তু সেগুলো আরো ভালো লেগেছে ওগুলোকে নিয়ে আপনার অনেক সুন্দর করে বলা কথাগুলোর জন্য ।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০১

অপু তানভীর বলেছেন: যাক ছবি আর বর্ণনা ভাল লেগেছে জেনে ভাল লাগলো ।

আগের মোবাইলটার দাম আরও কম ছিল তবে ছবি বেশ পরিস্কার আসতো !

৭| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪৪

কবিতা ক্থ্য বলেছেন: সবগুলো ছবি আর ঘটনা প্রবাহ বর্ননা অসাধারন হয়েছে।

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম ।

৮| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর পোস্ট। চোখ জুড়িয়ে গেলো

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৩

অপু তানভীর বলেছেন: ছবি আপা, আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো । আপনার ছবি গুলো সব সময় ভাল হয় । আপনার ছবি তোলার হাতও সুন্দর । আপনার চোখে ভাল লাগা মানে অনেক কিছু !

৯| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩১

শেরজা তপন বলেছেন: ঐটা কি বগা লেকের ছবি? বগা লেক এত সুন্দর হইল কবে!!!!!!!
~ নাকি আপনার কমদামী ফোন ক্যামেরার গুনে ???

:-B

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৪

অপু তানভীর বলেছেন: বগা লেগের চেহারা আসলে সব সময় পরিবর্তন হয় । এই নিয়ে তিনবার উঠেছি । যাওয়া আসা নিয়ে ৫ বার দেখা হয়েছে । ৫ বারই এটাকে ৫ রকম মনে হয়েছে আমার কাছে ।

আবার আপনার কথাও ঠিক হইতে পারে । গোবরে পদ্মফুল টাইপ আর কি ! ;)

১০| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৫

শায়মা বলেছেন: হা হা শেরজা তপন ভাইয়ার কমেন্ট পড়ে হাসছি। মনের কথা বলে দিলো ভাইয়ামনি!!!!!

০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৬

অপু তানভীর বলেছেন: তার কথা আসলে একেবারে ফেলে দেওয়ার মত না । হলেও হতে পারে এমনটা ! :D

১১| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: বগা লেকে যাওয়া তো কঠিন ব্যাপার। সুন্দর পোস্ট ।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০৮

অপু তানভীর বলেছেন: আগে কঠিন ছিল বেশ । তবে এখন আর কঠিন না একদম । এখন আপনি সরাসরি জীপ গাড়িতে করেই চলে যেতে পারবেন ।

১২| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৩৮

কুশন বলেছেন:
ছবিটা আপনাকে দিলাম।
তিন বছর আগের তোলা ছবি।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

১৩| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০০

মিরোরডডল বলেছেন:




কত কথা বললো তানভী কিন্তু প্রথম ছবি যে কোন জায়গার সেটাই বললো না ।
এটা কি বান্দরবান ?
রেমাক্রি, অচেনা পথের একলা গাছ আর শেষের তিনটা ছবি খুব সুন্দর ।




০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: হ্যা ছবিটা বান্দরবানেই তোলা । যতদুর মনে পড়ে থানচি থেকে রেমাক্রি যাওয়ার জন্য যেখান থেকে নৌকাতে উঠতে হয় সেই স্থানের ছবি এটা !

গাছটার ছবি আমাকে বেশ আনন্দ দেয় !

১৪| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রথম পোস্টে যেটা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা এখানে বলি - ছবিগুলো কম দামি মোবাইলে তোলা হলেও ছবির কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড ও থিম খুব উন্নত মানের। আমি সারাদিন ছবি কুড়িয়ে বেড়াই আমার মিউজিক ভিডিওর জন্য। সব ছবি নেয়া যায় না নানা কারণে। আপনার অনেক ছবিই আমার মিউজিক ভিডিওর জন্য কোয়ালিফায়েড। এ পোস্টের সবগুলো ছবিই ভালো, প্রথম ৪টা তো তুলনাহীন। রাতের বেলা দেখা দৈত্য গাছটা অনেক বেশি ভালো লেগেছে।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪২

অপু তানভীর বলেছেন: প্রথম ছবিটা সত্যিই কি আমার তোলা নাকি আমার ট্যুর গ্রুপের কারো তোলা এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না । আমার ছবি হলে তো কোন কথা নেই । এছাড়া অন্য গুলোতে কোন সমস্যা নেই ! সামু থেকে তো নিতে পারবেন না, এইখান থেকে নিতে পারেন।

১৫| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: এত্ত সুন্দর !!
শেষের ছবিটা তো গলায় কলসি বাইন্ধা ডুইব্বা মরার মত সুন্দর ।

০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৩

অপু তানভীর বলেছেন: বগা লেকের এই রূপ সত্যিই খুব একটা দেখা যায় না । আর ভাল ক্যামেরা না হলে ছবিও ওঠে না । এইটা যে কিভাবে উঠলো কে জানে !

১৬| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১:৩২

আমি সাজিদ বলেছেন: অপু ভাই প্রতিটা ছবিই সুন্দর।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৯

সামিয়া বলেছেন: প্রতিটা ছবি ই সুন্দর , পোষ্টে ভালোলাগা, অসাধারণ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ছবি গুলো পছন্দ হয়েছে এই জন্য । আমার হাতের ছবি একদমই কাঁচা !

১৮| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৪

মোঃমোজাম হক বলেছেন: এককথায় সুন্দর।
কমদামি কেমারায় যদি সুন্দর ছবি আসে তবে সেটাই ভাল।
তবে আপনার মননশীলতা মনে হচ্ছে বেশী দামের ;)

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: ভাল ক্যামেরাতে আসলে আরও ভাল ছবি আসে । ছবি তোলার জন্য একটা ভাল যন্ত্র খুবই দরকার ।

আপনাকে ধন্যবাদ চমৎকার মনভাব পেষন করার জন্য । ভাল থাকুন সর্বদা !

১৯| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫

ওমেরা বলেছেন: কখন একটা বেশী দামী মোবাইল কিনবেন আরো সুন্দর ছবি হবে ব্লগে পোষ্ট করবেন তার অপেক্ষায় থাকলাম।
অবশ্য কমদামী মোবাইলের ছবি কম সুন্দর হয়নি।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: নাহ । বেশি দামে আমার মোবাইল কিনতে মন চায় না । রাস্তা ঘাটে আমার ফোন হারিয়েছে বেশ কয়েকবার । এই জন্য দামী ফোন কিনি না ।

ছবি ভাল লেগেছে জেনে ভাল লাগলো !

২০| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৪

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: এবারের ছবিগুলিও বেশ ভাল লেগেছে।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৩:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ সব ছবি গুলো দেখার জন্য !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.