নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদে বাসায় এসেছি । ফিরবো একেবারে লকডাউনের পর । এখানে সব কিছুই ঠিক আছে । কেবল সামুতে ঢুকতে গেলে বিরাট ঝামেলা করতে হয় । প্রোক্সি কিংবা টর দিয়ে ঢুকতে ভালো লাগে না । তবে এখন এটা ছাড়া আসলে আর কোন উপায় নেই । ঢাকাতে ফেরার আগে আর স্বাভাবিক ভাবে সামুতে প্রবেশ করা যাবে না । সামুর এই সমস্যাটা আর কবে সমাধান হবে কে জানে ! যাই হোক, আজকে আবার কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি নিয়ে হাজির হলাম ।
সমুদ্র আমার সব সময় প্রিয় । বছর তিনেক আগে তোলা এই ছবিটা । এক বর্ষাকালে গিয়েছিলাম সমুদ্রের কাছে । দুর থেকে সুর্য ডোবা দেখেছিলাম । সেই দৃশ্যটা এখনও চোখে লেগে আছে ।
একই সময়ে তোলা ছবি । সমুদ্র আকাশ আর পাথর ।
বৃষ্টি মেঘ আর আকাশ । গাড়ির কাঁচের পেছন থেকে তোলা ছবি । ছবিটা যে ঠিক কবে তুলেছিলাম, মনে নেই ।
ছবি ব্লগ প্রতিযোগিতায় আমচোরের একটা ছবি পোস্ট করেছিলাম । এই ছবিটা সেই সময়কার । আমি সেই আমচোরের পাশে দাড়িয়েই আছে । আমার তিনবন্ধু দুরে দাড়িয়ে কথা বলছে ।
পেশী শক্তি ও যান্ত্রিক শক্তির যান । সুনামগঞ্জ থেকে তোলা । টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার শুরুটা এখান থেকে।
এই মুরগি দুটো হাসন রাজার বাড়ির । এই বাড়িতে এই মুরগির আছে অনেক গুলো ।
বিশাল জলরাশির মাঝে একা মাঝি বয়ে চলেছে তার নৌকা নিয়ে । টাঙ্গুয়ার হাওড় থেকে তোলা । মাঝে মাঝে আমার এই রকম ছোট নৌকা নিয়ে বিশাল জলরাশির মাঝে বের হতে ইচ্ছে করে । কোন ঠিকানা থাকবে না । যতদুর চোখ যায় কেবল পানি আর পানি !
ওপাশে ভারত । এপাশে আমি । মাঝে এই নীলাদ্রী লেক । এই লেকটার একটা আলাদা সৌন্দর্য্য আছে ।
হাওড় দিয়ে চলার পথে আরেকটা ছবি । দুরে কত বড় পাহাড় । কোন একদিন যদি ঐ পাহাড়ে ওঠা যেত !
এই পুকুরটা ঠিক আমাদের বাড়ির সামনে । বাড়ির সামনে রাস্তা এবং রাস্তা পাড় হলেই এই পুকুর । কতশত বার এই পুকুরে ঝাঁপাঝাপি করেছি তার কোন ঠিক নেই !
সামনে কী আছে অজানা আমাদের । কেবল পথ দিয়ে সামনে এগিয়ে যেতে হবে !
নিজ দেশের পাহাড়ের একটা ছবি না দিলে আবার কেমন হবে । তাই এই ছবি ।
সিমেন্টের জঙ্গলে ঠিক মত আকাশ দেখা যায় না । ভারী দমবন্ধ লাগে মাঝে মাঝে !
মনের ঘর ফাঁকা নেই তবে গ্যারেজ ভাড়া দেওয়া হবে
আজকের ছবি ব্লগ এখানেই শেষ । সামনে আবার কোন দিন আরেকটা ছবি ব্লগ নিয়ে হাজির হব !
হ্যাপি ব্লগিং এবং ঈদ মোবারক !
কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি ১
কমদামী ক্যামেরাতে তোলা ছবি ও ছবির পেছনে গল্প ২
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০২
অপু তানভীর বলেছেন: নাহ । ছবির দাম আরও কম ।
২| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কম দামী মোবাইলে দামী সব ছবি্ । ভাল হয়েছে।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৩
অপু তানভীর বলেছেন: সবই কমদামী মোবাইল । দামী মোবাইল কিনার টাকা নাই । থাকলেও অবশ্য কিনতাম না !
৩| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৩১
আমিই সাইফুল বলেছেন: আপনার এলাকা কোন জায়গায়? এরকম পাহাড়ি এলাকায় যদি একেবারে সেটেল্ড হতে চাই নিরাপত্তার কোন সমস্যা আছে কিনা জানাবেন প্লিজ।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৫
অপু তানভীর বলেছেন: আমার এলাকা পাহাড়ি এলাকা না । তবে আমার পাহাড়ে যাতায়াত আছে বেশ । আমি যতদুর জানি আপনি চাইলেই এই রকম পাহাড়ি এলাকাতে গিয়ে সেটেল্ড হতে পারবেন না । তবে শহর এলাকাতে জমি-বাড়ি কিনতে পারেন ।
হ্যা নিরাপত্তার একটু ভয় তো আছে ভেতরের দিকে !
৪| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ছবি ব্লগ ভালো হয়েছে।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৬
অপু তানভীর বলেছেন: কমদামীর মোবাইলের ছবি । ভাল লেগেছে জেনে ভাল লাগলো !
৫| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গ্রামীন ফোন ছাড়া বাকি অন্য সকল মোবাইল নেটওয়ার্কে ব্লগে এক্সেস করা যাচ্ছে। বিশেষ করে বাংলা লিংক ও রবির সমস্যাটি সমাধান হয়েছে। গ্রামীন ফোন এই ব্যাপারে আমাদেরকে কোন সহযোগিতা করছে না বিধায় আমরা সমস্যাটি সমাধান করতে পারছি না।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:০৭
অপু তানভীর বলেছেন: যাক কিছুটা যে সমাধান হয়েছে এটা জেনে ভাল লাগলো । কিন্তু আমার সমস্যা রয়েই গেল । আমার বাড়িতে গ্রামীনের নেট সব থেকে ভাল পাওয়া যায় । এই জন্য জিপি নেটই ব্যবহার করতে হয় ।
আশা করি সামনে জিপির ব্যাপারটাও সমাধান হবে !
৬| ২৩ শে জুলাই, ২০২১ রাত ১১:৩০
শেরজা তপন বলেছেন: কম দামী মোবাইল বলেতো বেশী দামী মোবাইলের মালিকদের লজ্জা দিচ্ছেন ভাই!
তিন-চারখানা ছবিতো দারুন হয়েছে।
@কাল্পনিক_ভালোবাসা, ভাল লাগল জেনে। সেদিন আমি আচমকা গ্রামীনের নেটয়ার্কে ব্লগে এক্সেস করতে পেরেছিলাম! একদিনই শুধু পরে আর পারলাম না! তবুও মন্দের ভাল। গ্রামীনে জানা আপুর'তো ভাল লিঙ্ক থাকার কথা...
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১০
অপু তানভীর বলেছেন: আরে কি যে বলেন ! মোটেই লজ্জা দেওয়ার কোন ব্যাপার না । আসলে আমি সব সময়ই কমদামী মোবাইল ব্যবহার করি । এটা বলতে পারেন ইচ্ছে করেই । আমার কাছে দামী মোবাইল সব সময়ই বিলাসিতা । এই জন্য ! অন্য কোন কারণ নেই ।
ছবি কয়েকটা যে ভাল লেগেছে জেনে ভাল লাগলো !
৭| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১১
আমারে স্যার ডাকবা বলেছেন: আপনি তো খুব শো'অফ করেন! এখন যেমন বলতেছেন কমদামী ফোন, আইফোন কিনলে নিশ্চিত বলবেন আইফোন ১১ তে তোলা ছবিব্লগ!
বাংলাদেশের সমূদ্র সৈকতের ছবি দেখলেই আমার হাসি পায়। একেকজন শাড়ি-গয়না ও কড়া মেকআপ মেখে যায় সমূদ্র সৈকতে! অনেক পুরুষদের দেখি স্যুট-সানগ্লাস পরে সমূদ্রে গিয়ে ছবি তোলে! এ বিষয়ে বিখ্যাত দার্শনিক জনাব ওবায়দুল কাদের স্যার বলেছেন, "আরে এরা কারা! কোত্থেকে এলো এরা?"
মুরগি দুটো কোন জাতের? দেখেই রান্না করে খেতে ইচ্ছা করছে। আলু চাক করে কেটে ঝাল বেশি দিয়ে রান্না করলে জোশ হবে..
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১
অপু তানভীর বলেছেন: নিশ্চিত থাকতে পারেন যে আইফোনে তোলা ছবি গুলোর ছবি ব্লগে আইফোনের নাম লিখে দেব । কোন সন্দেহ নাই
মুরগি গুলো কোন জাতের কে জানে । আকারে বেশ বড় আর গলা ছেলা । আমাদের দেশী সাধারণ মুরগির মত না !
৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১:১৮
স্প্যানকড বলেছেন: খুব ভালো লাগলো । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১২
অপু তানভীর বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো । আপনিও নিরাপদ থাকুন সব সময় !
৯| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:৩১
সোহানী বলেছেন: আয়েশ করে পিছনের গল্প পড়তে যেয়ে দেখি গল্প বেশী নাই!!! বুঝলাম ছবির ভুত এখনো মাথা থেকে যায় নাই.......
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১৪
অপু তানভীর বলেছেন: এইবারের গল্প অল্প অল্প । বাসায় এসে খুব সুখে আছি । কোন কাজ কর্ম করতে হচ্ছে না । তাই অলস হয়ে গেছি । এমন কি টাইপ করতেও অলসতা জাগছে । এই জন্য গল্প কম !
আরও কয়েকটা ছবি ব্লগ দেওয়ার পরে নেমে যাবে আশা করি !
১০| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৬
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: কমদামী মোবাইল ক্যামেরাতে তোলা ছবি হলেওম প্রতিটা বেশ সুন্দর এসেছে।
এই সিরিজের বাকি পোস্টগুলিও দেখতে যাচ্ছি।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: ছবি গুলো যে ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো । এগুলো কোন চিন্তা ভাবনা ছাড়াই তোলা ।
১১| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবিগুলি খুব সুন্দর। সবচেয়ে ভালো লেগেছে আপনার বাড়ির সামনের বড় পুকুরটা। ডিঙ্গি নৌকার ছবিও ভালো লেগেছে। বাকি জায়গাগুলি এমনিতেই সুন্দর। কোন খারাপ ক্যামেরাতে তুললেও ভালো লাগবে।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৭
অপু তানভীর বলেছেন: সত্যিই তাই। আসলে এগুলো আমার ক্যামেরা কিংবা আমর কৃতিত্ব না । জায়গা গুলোই বেশি সুন্দর । এখানে সব ছবি ভাল আসে !
পুকুরটা এখনও চমৎকার ভাবেই আছে । চারিদিকে গাছগাছালিও । দেখি আসার আগে আরও কয়েকটা ছবি তুলে নিয়ে আসবো । এই ছবিটা বছর দুয়েক আগে তোলা !
১২| ২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪১
ভুয়া মফিজ বলেছেন: কমদামী মোবাইলের ছবিগুলি চমৎকার হইছে। আমার আইফুন ১২ প্রো দিয়া একটা ছবি ব্লগ দিমু ভাবতাছি। সাথে ক্যামেরার ব্যাপারটাও মেনশান কইরা দিমু। তবে, মনে হয় না সেগুলি আপনার গুলার চাইতে ভালো কিছু হবে।
দেশের সীন সীনারীর ভাবই আলাদা। এই বিলাতে সেই ভাব পামু কই? সেইজন্যই দেই না আসলে!!!
২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:০৮
অপু তানভীর বলেছেন: বিলাতের সীন বিলাতের মত আর দেশী সীন দেশের মত । দুইটার আলাদা ভাব ।
দেরী না কইরা ফটুক দিয়া ফালান । তবে মেনশন করার দরকার নাই । আমরা এমনিতেই জানি ব্যাপারটা !
১৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
সবগুলি ছবিই সুন্দর হয়েছে ।
হাসন রাজার বাড়ীর মুরগী
দুটি মনে হয় পাখা মেলে
কর কর করে গান গাইছে
কি ঘর বানাইব আমি
শুন্যের মাজার!
শুভেচ্ছা রইল
২৫ শে জুলাই, ২০২১ রাত ৯:২৪
অপু তানভীর বলেছেন: মুরগি গুলো কেমন করে হাটছিলো সেটা দেখার মত ছিল। এই জাতের মুরগি আমি আগে দেখি নি । মাঝে মাঝে তেড়ে আসছিল আমাদের দিকে । দেশে আসলে একবার ঘুরে আসবে । ভাল লাগবে আশা করি !
ভাল থাকুন সব সময় !
১৪| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৬
মোঃমোজাম হক বলেছেন: ঐ পুকুরে ঝাপাতে মন চাইছে।
ভাল লাগলো
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: এখনও ঝাপাঝাপি করা যায় সেখানে । আগের মতই আছে !
ভাল থাকুন !
১৫| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৮
সাসুম বলেছেন: একটা আইফোন কিনে ফেল। বেশ কয়েক বছর আরামে ইউজ করতে পারবি। তুই টেকনোলজির পিছে টাকা খরচ করিস্না। একটু ভাল টাকা খরচ করলে অনেক দিন ভাল সার্ভিস পাবি। অন্তত আইফোন এর ক্যামেরা টেকনোলজি অনেক ভাল। তোর ছবি তোলার সখ আছে, হাত ও খারাপ না। একটা ভাল ফোন কিনে ফেল।
বিঃদ্রঃ আমি গরিব তাই শাওমি চালাই
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৬
অপু তানভীর বলেছেন: সত্যি বলতে কি আইফোন কেনার শখ আমার কোন দিন হয়ই নি। ফোন ব্যবহারে মানুষের কত রকম চাহিদা থাকে, কত ফিচার তাদের চাই, আমি কেবল চাই একটা লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ । ব্যাস আমার আর চাওয়ার কিছু নেই ।
তবে আমার একটা ম্যাক কেনার শখ রয়েছে । আর কিছু টাকা জমে গেলে কিনে ফেলবো আশা করি !
১৬| ২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ ছবিগুলো ।খুব সুন্দর হয়েছে
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৮
অপু তানভীর বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো !
১৭| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবি ব্লগ, নীলাদ্রি লেকের ছবিটা সব থেকে ভালো লেগেছে,
০৩ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।
নীলাদ্রি লেকটা বাস্তবে আরও অনেক বেশি চমৎকার । যদি সেখানে না গিয়ে থাকেন তাহলে একবার ঘুরে আসার অনুরোধ থাকবে...
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কমদামী মোবাইলে
বেশীদামী ছবি !!