নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাল্টিনিক খুলে, পরিচয় লুকিয়ে একই সাথে দুইটা নিক ব্লগে চালানোটা খুব একটা সহজ কাজ কিন্তু না । আপনাদের কাছে যতই সহজ মনে হোক না কেন ব্যাপার মোটেই সহজ না । কদিন আগেই মাল্টনিক নিয়ে একটা বিনোদন আপনারা সবাই পেয়েছি। কিভাবে সেই মাল্টনিক ধরা পরেছিলো সেটা সবাই পড়েছেন । পোস্টটা যিনি দিয়েছিলেন তিনি সরিয়ে ফেলেছেন নয়তো লিংক দেওয়া যেত ।
যাইহোক সেটা কোন ব্যাপার না । ব্লগে একাধিক নিক খুলা কোন বড় ব্যাপার না । আমার বর্তমানে মোট তিনটা নিক রয়েছে সামুতে । একটা খোলা প্রায় ৫ বছর কাছাকাছি সময়ে, অন্যটা এই কয়েকদিন । এটা ছাড়াও অন্য দুটো নিকের সাথেই আমার নাম যুক্ত রয়েছে । তাই যে কেউ দেখলেই বুঝতে পারবে সেটা আমার নিক । এই রকম ভাবে যে কেউ নিক খুলতে পারে । সেটা কোন সমস্যা না । কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, আমি নিজেই যদি সেই মাল্টি নিক দিয়ে নিজের এই ব্লগে কমেন্ট করি আবার আমি নিজেই সেটার উত্তর দেই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় ? হাস্যকর লাগে না ব্যাপারটা? আবার ধরুন আমি নিজে এই নিক দিয়ে যেই কাজ করতে পারি না, ধরি কাউকে গালি দিতে পারি না সেই নিক দিয়ে তাকে সেই কথা বললাম তাহলে? এই সব হচ্ছে ঘৃন্যিত কাজ । একজন মেরুদণ্ডহীন মানুষের কাজ ।
বলদের সব থেকে বড় সমস্যা হচ্ছে বলদ নিজেকে সব থেকে বেশি বুদ্ধিমান ভাবে । সে ভাবে যে তার থেকে বুদ্ধিমান আর কেউ নেই । এটাতেই সে ধরা খায় । মাল্টিনিক ধরার সব থেকে সহজ উপায় হচ্ছে বানান ভুল । প্রত্যেকের কিছু নির্দিষ্ট বানানে সমস্যা থাকে । নিক মাল্টি হলেও সেই শব্দ গুলো পোস্টে আসতে পারে । দুইজন মানুষ একই বানান সঠিক ভাবে লিখতে পারে কিন্তু দুজন মানুষ যদি একই বানান একই স্থানে ভুল করে তাহলে প্রায় শতভাব নিশ্চিত যে ঐ দুজন মানুষ আসলে একই ব্যক্তি ।
তবে মাল্টি নিক পরিচালনা কারী যদি সঠিক বানান লিখেন সব সময় তাহলে তাহলেও তার মাল্টি নিক ধরে ফেলা যায় একটু চেষ্টা করলেই । আইডি মাল্টি হলেও ব্যক্তি তো একই । আর একই ব্যক্তি মানে হচ্ছে তার লেখার ধরন, শব্দ বিন্যাস হবে একই একই রকম হবে, তার মনভাব সে যতই লুকাতে চাক সেটা এক সময় না এক সময়ে ঠিকই ধরা পড়বে, তার পছন্দ অপছন্দের ব্যাপারেও একটা সাদৃশ্য খুজে পাওয়া যাবে । আমি যদি নিজের কথাই ধরি । আমার গল্প লেখার ধরন যেমন, এবং যারা আমার গল্প পড়ে আমি যেই নামেই লিখি না কেন গল্প পড়লে লেখার ধরন দেখেই তারা ঠিক আন্দাজ করে ফেলবে যে এটা আমার লেখা । এই লেখার প্যাটার্ন এটা বদলানো খুব কঠিন একটা কাজ !
ধরুন আমার কারণে ব্লগে কারো কোন ক্ষতি হল। ধরতে বলেছি । ইহা কেবলই একটা উদাহরন । বাস্তবের সাথে ইহার কোন মিল নেই । তো যা বলছিলাম । ধরুন আমার কারণে ব্লগে কারো ক্ষতি । সে তখন একটা মাল্টি আইডি খুলল । তখন সে কি করবে? তার মানসিক সক্ষমতা যদি খুব শক্ত না হয় তাহলে সেই মাল্টি দিয়ে সে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে । করবেই । যেমন আমার গল্পে অপমানজনক কথা বলতে শুরু করবে, আমার কোন ভুল পেলে সেটা চেপে ধরবে । খুব কম মানুষই আছে যারা নিজের ঘৃণাকে বশিভূত করতে পারে ।
আবার ধরুন, ব্লগে একজনের খুব পছন্দের মানুষ রয়েছে । ধরতে বলেছি । বাস্তবের সাথে এটার কোন মিল নেই । কোন কারণে মাল্টি নিক খুললে তার খুব ইচ্ছে করবে সেই পছন্দের মানুষের ব্লগে কয়েকটা কথা বলে আসি । ঘুরে ফিরে সেই মাল্টিনিকে সেই পোস্টেই দেখা যাবে বারবার ।
আবার মনে করুন একজন ব্লগে ধর্ম বিদ্বেষী । বিশেষ করে ইসলাম বিদ্বেষী । সে মনে করে ইসলাম ধর্ম মাদ্রাসা এই সব আসলে থাকার দরকার নেই । আবারও বলছি মনে করতে, বাস্তবের সাথে ইহার কোন মিল নেই । যা বলছিলাম । সে যখন আবার নিজের মাল্টি খুলবে তখনও এই ব্যাপারটা তার লেখা মন্তব্যে স্পষ্ট ভাবে ধরা পড়বে । অবশ্য কিছু ট্যালেন্টেড মানুষ বাদ দিয়ে অন্য সবার বেলাতে এই সুত্রটা খাটবে । মানুষ এই নিজের মনভাব খুব সহজে লুকাতে পারে না । পারবে না । যেকোন ভাবে সেটা প্রকাশ পাবে । তার পোস্টে, তার কমেন্টে, তার লাইকড পোস্টে ।
আবার ধরুন, একজন অন্যের পোস্টে মন্তব্য করে পোস্টে ফোকাস না রেখে । পোস্টের বিষয় বস্তু এক সময় কিন্তু সে মন্তব্য করে অন্য কিছু আম জাম জদু মধু ইত্যাদি । মাল্টি খুলেও সে একই রকম কাজই করবে । সেখানেও মিল পাওয়া স্বাভাবিক ।
অথবা ধরুন আসল আইডিতে টুকলিফাই করে পোস্ট দিতো, এখান ওখান ওখান থেকে নিয়ে পোস্ট লিখতো, মাল্টিনিকেও সে টুকলিফাই করেই পোস্ট দিবে । স্বভাব আসলে বদল করা যায় না ।
আসলে এসব খুব একটা সমস্যা না । পরিচয় লুকিয়েও যদি কেউ মাল্টি নিকে একই সাথে ব্লগিং করে এটা আসলে কোন ব্যাপার না । যার কাছে অফুরন্ত সময়, হাতে কোন কাজ কর্ম নেই সে সময় কাটানোর জন্য আসলে এসব করতেই পারে । কিন্তু যে ব্যাপারটা সব থেকে বাজে আর খারাপ দেখায় সেটা হচ্ছে, আপনি যদি মাল্টি আইডি দিয়ে কোন ব্যক্তি বিশেষের উপর চড়াও হন । তারপর আপনি যেখানে নিজে অন্য মাল্টিনিক খোলা সম্পর্কে ভাল ধারণা পেষন করেন না অথচ নিজে মাল্টি নিক খুলে এই সব কাজ কর্ম করে বেড়ান এবং নিজেই নিজের মাল্টিনিক দিয়ে নিজের পোস্ট মন্তব্য প্রতিমন্তব্য করেন । এসব করবেন না । এসব ভাল মানুষের কাজ নয় ।
আমার ব্রাউজারে এখন এই পোস্ট লেখার ট্যাব বাদ দিয়েও আরও চারটা ট্যাব খোলা রয়েছে যেখানে জনৈক ব্লগারের দুইটা পোস্ট অন্য আরেক জনৈক ব্লগারের দুইটা পোস্ট দেখা যাচ্ছে । কেবল এই চারটা পোস্টের লিংক যদি আমি এখন নিচে যুক্ত করে দিই তাহলে সব পরিস্কার হয়ে যাবে আশা করি । অবশ্য অনেকেই দেখলাম ইতি মধ্যে ধরে ফেলেছে । আমি তাকে ধরেছি সে যেদিন আমার ব্লগে প্রথম মন্তব্য করেছে সেদিনই । তবে লিংক গুলো যুক্ত করলাম না । কেবল পরামর্শ থাকবে যে এই সব ছেলেমানুষী গুলো আর করবে না । এসব ভাল দেখায় না ।
যারা আমার মাল্টি নিকের খোজ দেখতে চান মাল্টি নিক এক মাল্টিনিক দুই আাপাতত এই দুইটা ছাড়া আর কোন মাল্টিনিক একটিভ নেই । আগে যেগুলো ছিল সেগুলোর পাসওয়ার্ড ভুলে গেছি !
সবাই ভাল থাকুন । হ্যাপি ব্লগিং ।
ছবি সুত্র
২| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক আগের কাল থেকেই সাহিত্যিকরা ছদ্ম নামে লিখতেন। এটা কোন সমস্যা। মাল্টি নিকও সমস্যা। কিন্তু সমস্যা হোল মাল্টি নিকের অপব্যবহার। যে নামেই আমরা ব্লগিং করি না কেন আমাদের উচিত নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। সততার সাথে ব্লগিং করা। দায়িত্বজ্ঞানহীন কথা পোস্টে বা মন্তব্যে না বলা।
ইদানিং কুশন ছাড়া আরও কোন মাল্টি নিকের আবির্ভাব হয়েছে কি না এটা আমার জানা নাই। আপনার লেখাতে মনে হয় সেই রকম কিছু ইঙ্গিত পেলাম।
মাল্টি নিক চালানোর মত যোগ্যতা সবার থাকে না।
২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:৩৮
অপু তানভীর বলেছেন: এটা কোন সমস্যা। মাল্টি নিকও সমস্যা। এখানে সম্ভব্য তো একটা ''না'' বলবে।
শেষের কথাটা আপনি ঠিকই বলেছেন । মাল্টি নিক চালানোর মত যোগ্যতা সবার থাকে না ।
আর কারো নাম না নেই । যার বোঝার সে এমনিতেই বুঝবে !
৩| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:০৬
ভুয়া মফিজ বলেছেন: মাল্টিনিক সমাচার ভালো হইছে। দুই নাম্বারী করার জন্য মাল্টিনিক খোলা একটা ক্রাইম। আর ক্রাইম ভালো মানুষরা করে না, ক্রিমিনালরা করে। একদিকে ভাব ধরে থাকে, ভাজা মাছ উল্টে খেতে জানে না; আর অন্যদিকে মাল্টিনিকে আবালীয় কার্যক্রম চালু রাখে। ব্লগ টিম এই দিকটাই একটু নজর দিলে আমাদের মতোন নিরীহ ব্লগারদের মনে শান্তি আসতো।
এরপরে এমন ইনডাইরেক্ট লেখা না দিয়া একেবারে পর্দা ফাস কইরা দিবেন। তাইলে লজ্জা-শরমের মাথা খায়া ব্লগে আবলামী করা বন্ধ হইতে পারে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: অথচ তাদের কথা বার্তা শুনলে মনে হয় যেন আহা কতই না ভাল মানুষ !
নাহ এই সম্ভবনা নাই । এদের এই আবলামী এতো সহজে বন্ধ হবার নয় । এটা চলতেই থাকবে ! আপনের তো ভাল বুঝবার কথা ।বোধকরি আপনার উপর হামলা কত হইলো না ! তাই না ?
৪| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
আপনি গল্প লেখা বন্ধ করে, এসব খুচরা বিষয় নিয়ে কেন ব্লগিং করছেন?
৫| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: হাহা রিএক্ট থাকলে ভালো হত। প্রথম যেদিন বুঝতে পারছিলাম ইহা কে যে মজা পাইছিলাম। আহা বেচারা
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: আমারও মনে হয় ব্লগ কর্তৃপক্ষের উচিৎ একটা হাহা রিএক্ট নিয়ে আসা । তাহলে আমরা মজা পাওয়ার সাথে সাথে সেটা প্রকাশ করার সুযোগ পাইতাম !
৬| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা রিয়েক্ট দিতাম
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: আপাতত ব্লগ কর্তৃপক্ষ যতদিন না এই হাহা রিএক্ট না নিয়ে আসতেছে ততদিন কমেন্ট করেই হাহা রিএক্ট জানাইতে হইবে । আর কোন উপায় নাই
৭| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬
কামাল১৮ বলেছেন: কেউ কেউ অন্যকে ব্লক করে রাখে,এটা কি ঠিক?ব্লগে কথা হবে যুক্তি দিয়ে ব্লক করে নয়।সাড়ে চুয়াত্তর আমাকে ব্লক করেছে।আমার মন্তব্যের প্রতি উত্তর দিয়েন না কিন্তু আপনার বক্তব্যের উপর মন্তব্য করতে দিন।আমি দুই এক লাইনের বেশি মন্তব্য করিনা বা করতে পারিনা আর বেশি লিখতে হয় বলে ব্লগই লেখি না।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: অনেকেই নিজেদের ব্লগে অযাচিত মন্তব্য পছন্দ করে না । তাই যে সমস্ত ব্লগারদের মন্তব্য তাদের বিরক্ত করে তাদের কে তারা ব্লক করে রাখে । আগে একটা হলে আমি এই ব্লক করাটাকে সাপোর্ট করতাম না কিন্তু এখন আমি এটা করি । কারণ নিজের মানসিক শান্তির উপরে আর কিছু নেই । কেউ যদি মানসিক শান্তি বিঘ্নিত করে তাদের কাছ থেকে দুরে থাকাই ভাল ।
যে সমস্ত মাল্টিনিক নিজেদের আসল নিকে থেকে কমেন্ট করার সাহস না পেয়ে অন্য নিকে কমেন্ট করে সেই সমস্ত নিক আমি ব্লক করে রাখি । এছাড়া আর কাউকেই ব্লক করি না । কিন্তু এখন মনে হচ্ছে আরও একজনকে ব্লক করতে হবে । দিনের পর দিন আমার পোস্টে অযাচিত, পোস্ট বহির্ভুত এবং অপ্রাসঙ্গিক মন্তব্য করেই যাচ্ছে সে । এই রকম অযাচিত অপ্রাসঙ্গিক মন্তব্য প্রশ্ন করে গেলে ব্লক দিতে হবে !
৮| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
স্প্যানকড বলেছেন: আমার তো মনে হয় কেউ মরদ হয়ে মহিলা সেজে নিক খুলে বসে আছেন। ঘটনা উপলব্ধি করে ভাবছি দশ বারোটা নিক খুলে খালি পোস্ট দিতে থাকমু এতে করে প্রথম পাতায় খালি আমি আর আমি ( হা হা হা...) ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:২২
অপু তানভীর বলেছেন: আগে এই ব্যাপারটা খুব বেশি হত । এখন অবশ্য অনেক কম ! তবে একেবারে যে নাই তা না । কদিন আগেই না পাওয়া গেল এমন একজন ! মরদ হয়ে নারী নিক !
এমন কাজ যদি করেন তাহলে ভাবেন অবস্থাটা কেমন হবে !
আপনিও ভাল এবং নিরাপদ থাকুন ।
৯| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: @ কামাল১৮ - আপনার ব্লক তুলে দিয়েছি। তবে আপনি ধর্ম বিদ্বেষী মন্তব্য করে থাকেন। এটা সবাই জানে। আপনি শোধরানোর চেষ্টা করেন। নাস্তিক হলে আমার সমস্যা নাই কিন্তু ধর্ম বিদ্বেষী লোক আমি পছন্দ করি না।
আরেকটা ব্যাপার হোল ব্লক করা বা না করা একজন ব্লগারের স্বাধীনতা। আপনি এটার সমালোচনা করার কেউ না। আপনি যুক্তির বদলে ধর্ম বিদ্বেষী কথা ও বাজে কথা লেখেন। ব্লগ কর্তৃপক্ষের শাস্তি পাওয়ার পরও যদি আপনার হুস না হয় তাহলে সমস্যা।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: এটাও সত্য । আমি কাকে আমার ব্লগে মন্তব্য করতে দিবো বা না দিবো এটা সম্পূর্নই আমার নিজের ব্যাপার । এই ব্যাপারে অন্য কারো কোন কথা থাকতে পারে না ।
১০| ২৯ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
মিরোরডডল বলেছেন:
তানভী, সে যেদিন প্রথম পোষ্ট দিলো, সেই পোষ্টের দু’লাইন পড়েই আমার ফ্রেন্ডকে বলেছিলাম ইটস হিম ।
শুধু তাইনা সে তার প্রথম কমেন্টই করেছিলো তানভীকে, অফকোর্স নেগেটিভ কমেন্ট, যেটা থেকে বোঝাই যাচ্ছিলো মাল্টি নিয়েই এসেছিলো রাগ ঝারতে ।
মাল্টি নিক ইজ নাথিং রং বাট অন পারপাস মিসইউজ ইজ ব্যাড । অন্যকে কথা শোনাবার কারনে মাল্টি থেকে আসা শুধু যে ল্যাক অভ কনফিডেন্স তাইনা, ল্যাক অভ গাটস এজ ওয়েল ।
Some people think they are the smart ass but they should be aware there are smarter people around.
বর্তমানে বেশ কয়েকজন মাল্টি নিক থেকে আসে যাদের আমি খুবই রেস্পেক্ট করি ।
আই ডু লাভ দেম । তাদের কমেন্ট ফলো করি ।
অনেকসময় মানুষ ক্যাঁচাল এভয়েড করতে মাল্টি থেকে আসে, কমেন্ট করে ।
কারন তাদের অরিজিনাল নিক থেকে করলে অকারণ গ্যাঞ্জাম হয় । দেটস ফাইন ।
মাল্টি ম্যানেজ করাটাও একটা ক্রেডিট, ইফ ক্যান হ্যান্ডেল স্মার্টলি ।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:২৯
অপু তানভীর বলেছেন: প্রথম নিক খুলে প্রথম কমেন্টটাই পরেছে আমার ব্লগে । একবার ভাবেন ব্যাপারটা ! একজন নিক খুলল আর নিক খুলেই এমন মন্তব্য! মাথায় যদি পরিমান মত বুদ্ধি থাকতো তাহলে এটা বোঝা উচিৎ যে ব্লগে এসেই কেউ এমন মন্তব্য করে না যদি না যে পুরানো কেউ হয় । সে যে কারো মাল্টি নিক সেটাই কেবল প্রকাশ পেয়েছে ।
যাই হোক কী আর করা । যার যা লেভেল সেই লেভেল থেকেই সে কাজ করবে । সেই মোতাবেকই চিন্তা ভাবনার পরিধি তাদের ।
আমার খুব পরিচিত একজন ব্লগার ছিল । নাম বললে এখনও অনেকে চিনবে । সে যথেষ্ঠ বুদ্ধিমান একজন ব্লগার ছিল । তারপরেও ঠিকই ধরা খেয়েছিলো মাল্টি নিকটা । এরা তার ধারে কাছেও না ।
মাল্টি নিক মানুষ খুলতেই পারে । কিন্তু যেটা মিস ইউজের জন্য খোলা সেই মাল্টি নিকের ব্যাপারে অবশ্যই কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া দরকার !
১১| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: 'এটা কোন সমস্যা না। মালটি নিকও সমস্যা না' হবে।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩০
অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হল । একটা করে ''না'' বসে নি !
১২| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: মিররমনি ইউ লাভ মি !
এই জন্য একটা গল্প আসছে কিছুক্ষনের মাঝেই।
ঘুমাবানা কিন্তু!
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩১
অপু তানভীর বলেছেন: আমরাও কি ঘুমাবো না? নাকি গল্প কেবল মিরোরডলের জন্য ?
১৩| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমরা একটাই নিক।
অনেকদিন ধরে আমার আরেকটা নিক খোলার ইচ্ছা, কিন্তু খোলা হচ্ছে না।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩২
অপু তানভীর বলেছেন: এতো বছর ব্লগে থেকে করলেন ডা কি শুনি? আজই কয়েটা নিক খুলে ফেলেন দেখি !
নাম দরকার হলে আমার কাছ থেকে ধার নিতে পারেন । কিংবা আমার দুইটা থেকে একটা ধার নিতে পারেন চাইলে !
১৪| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৫
জিকোব্লগ বলেছেন:
সবচেয়ে মজার ছিল একজন বয়স্ক ছেলে ব্লগারের তিনটি মেয়ে মাল্টি খোলা।
যাদের কাজ ছিল যথাযথ কর্তৃপক্ষের কাছে পোস্ট পৌঁছে দেওয়া।
ঐ ব্লগার অনেক আদর্শের কথা বললেও, নিজের আদর্শ নিয়ে তার
কোনো ভাবনা নাই। সেইম সেইম সেইম !!!
ব্লগার আখনেটনের কাছে সে ধরা খেয়েছিল।
মেয়ে মাল্টিগুলো চলে গেছে , আর সে এখনো
ব্লগ করে যাচ্ছে। মনে করছে কেউ কিছু দেখে নি।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: উপরে ব্লগার আখনেটনের পোস্টের কথাই বলেছি । ব্লগার আখনেটন পোস্টটা সরিয়ে নিয়েছে । নয়তো লিংক যুক্ত করে দিতাম ।
অনলাইনে এই এক সুবিধা । নিজের অকাজ কুকাজ করেও অন্যকে খুব জ্ঞান দেওয়া যায় । এইটা চলেও বেশ ।
১৫| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩২
কবিতা পড়ার প্রহর বলেছেন: হায় হায় সবাই ঘুমালো?
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৫
অপু তানভীর বলেছেন: আমি এখনই ঘুমায়া পড়বো । গুড নাইট !
১৬| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: আপনি হিজড়া নিয়ে একটা ভালো লেখা পোষ্ট দিবেন এবং ছবিটাও দিবেন।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৫
অপু তানভীর বলেছেন: আশা করি নিজের কাজ কর্ম নিয়ে সে লজ্জিত হবে ।
১৭| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪০
কবিতা পড়ার প্রহর বলেছেন: এত শিঘ্রী কেউ ঘুমায় আজকাল?
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৬
অপু তানভীর বলেছেন: মনে সুখ থাকলে ঘুম আসে জলদি । ইদানীং আমার মনে বহুত সুখ । প্রেমিকা চলে গেছে । বুঝছেন ! সুখ আর সুখ
১৮| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১:১১
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা
তাইলে আর না ফিরুক। সুখ বেঁচে থাকুক।
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৭
অপু তানভীর বলেছেন: হ্যা খুব সুখে বেঁচে আছি বলা চলে !
১৯| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ১:১৩
ঢুকিচেপা বলেছেন: আপনার পোস্টে তার ১ম মন্তব্য দেখেছি সে সময়।
সব চেয়ে মজার লেগেছে নিজের সাথে কথোপকথন।
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮
অপু তানভীর বলেছেন: আমিও ভাবছি নিজের সাথে কথোপথন দিয়ে একটা পোস্ট দিবো সেখানে কেবল আমার এবং আমার মাল্টি নিকের কথা হবে !
২০| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:২০
বিটপি বলেছেন: আপনি দেখি ভালোই জানোয়ার। বলুন তো আমার মাল্টি নিক কোনগুলো?
আর সাসুম সাহেব কি নতুন কোন নিক নিয়েছে?
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১১
অপু তানভীর বলেছেন: আমি নিজেই একজন মাল্টি নিক । কিছু বিশেষ পোস্টেই মন্তব্য করার জন্য আপনার এই নিক খোলা !
মাসুম এসবের ভেতরে নাই । তার মেরুদণ্ড বেশ সোজা । যে যা বলে সোজাসুজি আর সামনা সামনি বলে ! এখন সে নিজের কাজ কর্ম নিচে ব্যস্ত । সময় পাইলে আবার ব্লগে আসবে !
২১| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৮:৫৯
শেরজা তপন বলেছেন: মাল্টি নিক অবশ্যই বন্ধ করা উচিত- এমনিতেই প্রায় সবাই ছদ্মনামে লিখছে এর উপরে মাল্টিনিক
আমার ভীষন ভীষন অপছন্দের ব্যাপারটা। যে যতই যুক্তি দেখাক
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩
অপু তানভীর বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ যে কারণে মাল্টিনিক এলউ করে আসলে সেই উদ্দেশ্য খুব কম মানুষই মাল্টি নিক খোলে । বেশির ভাগই নিক খোলে মিসইউজ করার জন্য ।
২২| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৪৪
জুন বলেছেন: একটা নিকই ঠিক মত চালাইতে পারি না এই যে ব্লেন্ডারে আদা রসুন ব্লেন্ড করে ব্লগে এসে বসলাম পাচ মিনিটের জন্য। এরপর গিয়ে রান্না চড়াতে হবে। করোনার ভয়ে বুয়া বিদায় দেড় বছর
এখন জুন নিক চালাবো নাকি মাল্টি নিক বানিয়ে সেইটা ইউজ করবো অপু
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫
অপু তানভীর বলেছেন: একটা দুইটা খুলতেই পারেন । সামুতে এতো বছর ব্লগিং করতেছেন অথচ একটা মাল্টিনিক নাই আপনার ! এইডা কিছু হইলো কন !! জলদি জলদি একটা মাল্টি নিক খুলে ফেলুন !
২৩| ৩০ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৫০
নূর আলম হিরণ বলেছেন: আপনাকে বা কাউকে কিছু বলতে হলে নিজের পরিচিত আইডি দিয়েই বলা উচিত। রাজীব নূরের সে সক্ষমতা অবশ্যই আছে। তার অন্য নিক দিয়ে এসব করা সঠিক হবে না।
৩০ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:১৬
অপু তানভীর বলেছেন: উচিৎ তো কত কিছুই । কিন্তু উচিৎ কাজ কে করে সব সময় বলুন ? সবাই যদি সব সময় সঠিক আর উচিৎ কাজটাই করতো তাহলে তো আর কোন সমস্যাই থাকতো না !
২৪| ৩০ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:০১
দেয়ালিকা বিপাশা বলেছেন: সুন্দর একটি বিষয়বস্তু তুলে ধরেছেন। সেই জন্য ধন্যবাদ।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০৩
অপু তানভীর বলেছেন: মাল্টিনিক হইতে সাবধান ।
২৫| ৩০ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: মাল্টিনিকে সুবিধার চেয়ে ব্লগকে ক্ষতিই বেশি করছে। পরিচিত আইডি থেকে ক্যাচালে অংশ নিলেও ভয় থাকে বাড়াবাড়ি করলে জেনারেল হবার। এই কারণেই মাল্টির আশ্রয় নেওয়া। উল্টোপাল্টা বললে শাস্তি তো মাল্টি পেলো।আর যাইহোক স্যাটাসের বদল ঘটলেও ব্লগিং করতে সমস্যা হয় না।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০৬
অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় । আসল নিকে ভাল সেজে মাল্টিতে অনেক কিছু বলা যায় । এই কারণেই বেশির ভাগ মাল্টিনিক খুলে । তবে অনেকে ঝামেলা এড়াতে মাল্টিনিকে ব্লগিং করে । তার আসল নিকে সাধারন কথা বার্তা বললেও ঝামেলা পেঁকে যাবে !
২৬| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ১:৩৮
এপোলো বলেছেন: লেখাটা ভাল লেগেছে। সাম্প্রতিক ঘটনা নিয়ে লেখা হয়েছে ধারণা করছি। ব্লগের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে অবগত নই দেখে রিস্ক নিলাম না, তবে মাল্টি নিক নিয়ে আমার মতামতটা ভাবলাম এই সুযোগে বিশ্ববাসীকে জানিয়ে দেই।
সেই কবে একটা একাউন্ট খুলেছিলাম এই ব্লগ এ। পরে পাসওয়ার্ড নিয়ে কাহিনী হল; ব্লগ এ একসেস বন্ধ হয়ে গিয়েছিলো একাউন্ট সম্পর্কিত জটিলতায়। তখন আসতাম, লগইন না করে ব্লগ পড়তাম। দেখতাম মাল্টি নিক নিয়ে লোকজন কত ক্যাচাল পাকাচ্ছে, আর আমি কিনা একটা নিকের ঝামেলাই পোহাতে পারছিলাম না।
মাল্টি সামলাতে অনেক হ্যাডম লাগে। সবাই ঠিকমতো পারে না। যারা পারে, তাদের অনেক তেল। এত তেল নিয়ে কেমনে ঘুমায় সেটার কুলকিনারা করতে পারি না।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:১১
অপু তানভীর বলেছেন: মাল্টি নিক সামলানো বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার । সবার দ্বারা এই কাজ হবে না । এই যে উপরে যেমন টা করে বর্ণনা দিলাম সেই ভাবে ধরা খেতেই হবে । যদি কেউ একটু মনযোগ দিয়ে খেয়াল করে দেখে তাহলেই সাদৃশ্য গুলো ধরা পরবে খুব সহজেই । আমার মত সাধারণ মানুষেরও চোখে পড়বে ।
হয়তো আপনি মিস করে গেছেন । কদিন আগেই এমন একটা ঘটনা ঘটেছিলো ব্লগে । কিভাবে জনৈক ব্লগার তার দুটো নারী নিক নিয়ে ধরা পড়েছিলো ।
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
এই সময়ে, আপনি একাধিক নিক কেন খুলেছেন?