নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কমদামী ক্যামেরাতে তোলা ছবি ব্লগ এবং ছবির পেছনের গল্প ৪ (এবং একটি কুইজ)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৬



যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি আমার কম দামী মোবাইল দিয়ে প্রচুর ছবি তুলতাম । আমাদের যে কোন ট্যুর কিংবা গেট টুগেদারে আমিই ছিলাম ফটোগ্রাফার । মোবাইল ছি নোকিয়া ২৭০০ ক্লাসিক । দুই মেগা পিক্সেল ক্যামেরা । এখনকার সময়ের সাথে তুলনা করলে সেই সব ছবির যে কী অবস্থা হবে সেটা ভাবাই যায় না । সেই তুলনায় না যাই । আমার সেই সব ছবি পিসির হার্ড ডিস্কে জমা হয়ে আছে । মাঝে মাঝে ফোল্ডার খুলে দেখতে থাকি আর ভাবি যে এমন সময় কাটিয়েছি । ভাবতেও অবাক লাগে ! আজকের ছবি ব্লগ ব্লগটাতে কয়েকটা ছবি দেখাই যেগুলো আমার আগের কয়েকটা পোস্টের সাথে সম্পর্ক যুক্ত । বিশেষ করে যারা আমার প্রথম প্রেম বিষয়ক পোস্ট গুলো পড়েছেন তারা রিলেট করতে পারবেন আশা করি । তবে আগেই বলে নিই যে ক্যামেরার নাম যেহেতু খুবই খারাপ তাই ছবির মানও খারাপই হবে । এগুলো আসে স্মৃতি সব ।


কদিন আগেই যে প্রেমিকার বাসায় দাওয়াত বিষয়ক পোস্ট পড়লেন, এটাই সেই বাসা যেই বাসাতে আমি গিয়েছিলাম দাওয়াত খেতে । নীচ তলাতে তাদের বাসা ছিল ! তখন অবশ্য দুই তলা হয়ে ওঠে নি । কেবল নীচ তলা ছিল । এই কদমগাছটা দেখা যাচ্ছে, ঐ জানলার দিয়ে তাকে মাঝে মাঝে দেখা যেত ।




এটা হচ্ছে সেই কলেজ । প্রথম ডেটিং অভিজ্ঞতায় লেখা সেই কলেজ সেখানে বসে আমরা গল্প করতাম ।




বট গাছের বসে গল্প হত মাঝে মাঝে !




বন্ধুদের সাথে গিয়েছিলাম সেন্টমার্টিন । সি-ট্রাক থেকে প্রথম দেখতে পাওয়া সেন্টমার্টিন আইল্যান্ড !


এক বন্ধু অন্যবন্ধুর ছবি তুলে দিচ্ছে আর আমি সবার ছবি তুলছি । আমার ছায়া দেখা যাচ্ছে ।


সেন্ট মার্টিনের আকাশ । আকাশ সব জায়গাতেই সুন্দর বড়


সেই সময়ে সূর্যাস্তের ছবি ।


সেবার প্রচুর ছবি তোলা হয়েছিলো । সন্ধ্যার অন্ধকারে তোলা বন্ধুদের নাচানাচির ছবি । আরও বেশ কিছু ছবি রয়েছে ফোল্ডারে । তবে সেগুলো দেওয়া ঠিক হবে কিনা বুঝতে পারছি না !





স্থানীয় বিএডিসির বীজ গুদাম ঘর ।




শাহবাগে তখন খুব প্রতিবাদ সভা হত । এমনই ব্লগাদের এক প্রতিবাদে গিয়ে হাজির হয়েছিলাম । প্রতিবাদের আগে চলছে ব্যানার লেখার কাজ ।



অনেকে হাজির হয়েছিলেন সেদিন ! যদিও আমার মনে নেই যে কী বিষয়ে প্রতিবাদটা ছিল । অনেক দিন আগের কথা !



ইনি হচ্ছেন ব্লগার মাগুর । খুবই হাসিখুশি একজন মানুষ । এখন আর ব্লগে আসেন না । এমন কি তাকে এখন অনলইনেও খুব একটা কম দেখা যায় । তিনি একজন রক্তযোদ্ধা । কত মানুষকে যে তিনি প্রয়োজনে রক্ত জোগার করে দিয়েছে । পুরো বাংলাদেশ সাইকেলে করে ঘুড়েছেন এই রক্তের ক্যাম্পেইণ করার জন্য !


এই ছবিটা দেওয়ার লোভ সামলাতে পারলাম না । যদিও চেহারা দেখা যাচ্ছে না তবুও তিনি এই ব্যাপারে আপত্তি তুলতে পারে । যদি আপত্তি তোলেন তাহলে অবশ্যই ছবিটা সরিয়ে নিবো সাথে সাথে । এখন আপনাদের কাছে কুইজ হচ্ছে, বলুন এই মানুষটি কে ? তিনি একজন পরিচিত ব্লগার এবং এখনও নিয়মিত সামুতে ব্লগিং করেই চলেছেন । এবং নিশ্চিত ভাবেই তাকে আপনারা চিনেন ।

আজকের ছবি ব্লগ এই পর্যন্তই.....


মন্তব্য ৭২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক চিন্তা

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা পুরানা ছবি!!
আমার বেশ কিছু পুরানা ছবি হারিয়েছে হার্ড ডিস্ক থেকে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: আসলেই অনেক পুরানো ছবি । এই সব ছবি গুলো সংরক্ষন করা দরকার । কেবল হার্ডডিস্কেই আছে এই সব । যদি কোন কারণে সেটা ক্রাশ করে তাহলে সব কিছু হারিয়ে যাবে ।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এই সেই বট গাছ, যার তলে বসে চোখে চোখ হাতে হাত রেখে, কথা হত নিরবে!

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: এটাই সেই বট গাছ । তবে হাতে হাত রেখে চোখে রাখা হয় নি । পাশেই রাস্তা ছিল ।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: সুন্দর ছবি। বহু পুরাতন। আমার একটা নোকিয়া ৩১১০ ক্লাসিক ফোন ছিলো। ওটা দিয়ে অনেক ছবি তুলেছিলাম। কিন্তু সেগুলো হারিয়ে গেছে। ঐসময় ফোনের জগতে নোকিয়ার একচেটিয়া প্রাধান্য ছিলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: নোকিয়া দিয়ে সেই সময়ে প্রচুর ছৈ তোলা হয়েছে । তার প্রায় সবই পিসিতে রাখা আছে !

সেই সময়ে আসলেই নোকিয়া ছাড়া আর কোন মোবাইল ছিল না । কিন্তু নোকিয়া ঠিক মত বাজারকে বুঝতে পারে নি । তারা নিজেদের ব্রান্ডের ভ্যালুর উপরে খুব বেশি ভরশা করেছিলো । তাই আজকে তাদের এই অবস্থা ।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

জাদিদ বলেছেন: সেই সেন্টমার্টিন এখন আর আগের সেন্টমার্টিন নাই। আগের চাইতে অনেক সুবিধা বেড়েছে। কিন্তু আগের সেই নিরিবিলি ফিলিংসটা এখন আর নাই। ব্লগারদের এই সমাবেশ ছিলো ৫ ফেব্রুয়ারী কেন্দ্রিক। পাশাপাশি, ঐ সময় ধর্ষন ও ইভটিজিং প্রতিবাদে ব্লগ থেকে অনেক ইভেন্ট হয়েছিলো।
মাগুরভাই ব্লগে এখনও টুকটাক আসেন। আসলে বাস্তবতা এত কঠিন যে অনেক সময় চাইলেও ব্লগে আসা যায় না। তবে তিনি এখনও ব্লগ মিস করেন। এই সময়ের কি আরো ছবি তোমার কাছে আছে? বা ব্লগারদের আড্ডার কোন ছবি??

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

অপু তানভীর বলেছেন: কালে ভাদ্রে তার নামটা দেখা যায় অনলাইনে আছেন ব্লগারদের লিস্টে । আগে ফেসবুকে সময় দিতেন কাজের ফাঁকে কিন্তু এখন সম্ভবত এতোই ব্যস্ত হয়ে গেছেন যে সেখানেও সময় দেন কম !

এখন সেন্ট মার্টিন আসলেই আর আগের মত নেই । আগে সুযোগ সুবিধা কম ছিল কিন্তু চমৎকার ছিল । এখন সুযোগ সুবিধা বেড়েছে সেই সাথে সব কিছু কেমন যেন হয়ে যাচ্ছে । পাহাড়েরও একই অবস্থা !

হ্যা এবার মনে পড়েছে ইভেন্টের কথা । এই ইভেন্টে তোলা কয়েকটা ছবি আছে । আর আড্ডার ছবি বলতে সেই ২০১৩ সালে মিরপুর কালসিতে একটা ব্লগ ডে হয়েছিলো সেখানে পরিচিত সবার ছবি ছিল । সেটার কিছু ছবি আছে ।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: শেষের ছবিটা কে না চিনলেও বোঝা যাচ্ছে যে উনি বেশ ভারি দেহের অধিকারি। ব্লগে এই রকম কে আছে ভাবছি।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৯

অপু তানভীর বলেছেন: শেষের ছবিটা ব্লগের খুবই পরিচিত একজনের । এবং আপনি তাকে চিনেন খুব ভাল করেই।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: চিনতে আমি পেড়েছি কিন্তু বলে দিলে ধাঁধাঁর মজা থাকবে না। তাই বললাম না।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

অপু তানভীর বলেছেন: কালকে বলিয়েন । আজকে দেখা যাক কে কে পারে!

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: পুরানো নোকিয়া ফোনের হলেও যথেষ্ট সুন্দর ছবিগুলো।++
আপনার সেই বটগাছ রবি ঠাকুরের বটগাছের মতোই লাগছে। ছবিতে এখন সেন্টমার্টিনের যেসব ছবি দেখি তার সঙ্গে আপনার দেওয়া সেন্টমার্টিনের বেশ পার্থক্য হয়েছে মনে হচ্ছে।অন্তত আপনার সেই সময়ের সূর্যাস্ত আজকে সূর্যাস্তের পার্থক্য থাকে মনে হল

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: আমার ঐ ক্যামেরা তখন বেশ ভাল ছবি উঠতো । অন্তত তখন যে যে মোবাইল ছিল সেগুলোর তুলনাতে বেশ ভাল । কিন্তু এখনকার সাথে তা কোন ভাবেই তুলনা করা যাবে না।

আমি বেশ আগে গিয়েছিলাম । এখন অনেক কিছু বদলে গেছে । তবে সম্পর্তি আমি নিজেও যাই নি ওদিকে । তাই কতটা বদলেছে সেটা ঠিক বলতে পারছি না !

ধন্যবাদ

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি যখন পরিচয় প্রকাশে অনিচ্ছুক, তাহলে আমরা কেন তাঁর পরিচয় প্রকাশ করব?

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: আরে না না । তিনি পরিচয় প্রকাশে মোটেই অনিচ্ছুক নন । এটা কেবল একটা পোজ !
আপনি যদি টের পেয়ে যান বলে ফেলতে পারেন ।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: তিনি ব্লগে দুই নামে লেখেন। একটা নিকের প্রথম অক্ষর জ এবং আরেকটা নিকের প্রথম অক্ষর ক। উত্তর ঠিক আছে কি না বলেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২

অপু তানভীর বলেছেন: বাহ আপনি দেখি ধরে ফেলেছেন !

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৬

মিরোরডডল বলেছেন:



এখন আপনাদের কাছে কুইজ হচ্ছে, বলুন এই মানুষটি কে


তানভী প্রশ্ন করেছে স্ট্রেইট ।
উত্তর হাইড এন্ড সিক করার কিছু নেই ।
উত্তরটাও স্ট্রেইট হবে, তাইনা তানভী ?
ঠিক হোক বা না হোক ।

ছবির মানুষটি কাভা ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আপনে কন যে জাদিদ ভাইয়ের পোস্টে আমার কমেন্ট না দেখলে আপনে টের পাইতেন কিনা ! সত্য কইরা কইবেন ! :D

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৯

বংগল কক বলেছেন: সনেট কবি মহাজাগতিক চিন্তা হইয়া গেছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: নতুন ভাবে ফিরে এসেছে

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডল আমার ক্লু থেকে উত্তর দিয়েছে তাই তাকে বিজয়িনী হিসাবে ঘোষণা করা গেলো না। দুঃখিত। তবে আপনাকে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে। সান্ত্বনা পুরস্কার হিসাবে অপু তানভীর কি দিবে সেটা সে আপনাকে শীঘ্রই জানাবে। পুরস্কার না পাওয়া পর্যন্ত আপাতত আপনি খুশিতে গাইতে থাকেন চাইলে ধেই ধেই করে নাচতেও পারেন। কোন বাঁধা নাই।

চরম প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয় মুকুট ছিনিয়ে নিলেন আর কেউ না ব্লগের ওয়ান এন্ড ওনলি সাড়ে চুয়াত্তর। ওনার জন্য সস্ত্রীক এবং ওনার সকল বাচ্চা-কাচ্চা সহ ঢাকা- আফগানিস্তান- ঢাকার আফগানিস্তান এয়ারলাইন্সের প্লেনের টিকেট দেয়া হবে সাথে ১০ রাত ১০ দিন তালেবানদের সাথে থাকার সুব্যবস্থা করা হবে। ফ্রি হিসাবে কালাশনিকভ রাইফেল চালানো শিখিয়ে দেয়া হবে ওনাকে। অপু তানভীর বলেছে যে চাইলে উনি ওখানে থেকেও যেতে পারবেন সারা জীবনের জন্য।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: কোন সন্দেহ নাই যে বিজয়ী আপনিই হয়েছেন ।

এই সব পুরস্কারের কথা অবশ্য আমি কই নাই । তবে একটা ব্যবস্থা করা যেতে পারে । :D

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:০৪

মিরোরডডল বলেছেন:



আরে নাহ সাচু, তানভীটা বোকা !

যেহেতু মুখ দেখা যায়নি, আমার কাভা বলার প্রশ্নই উঠেনা । আমি কি করে বললাম ?
তানভী কাভার পোষ্টে গিয়ে একটা কমেন্ট করেছে, দেটস দ্যা ক্লু । :)

এখানে কারো কোনও ক্রেডিট না, যদি উত্তর ঠিক হয়ে থাকে তবে সেটা তানভীর বোকামি ছাড়া আর কিছুই না ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আপনে সেই পোস্টের কমেন্ট দেখে কইছেন । হইবে না । খেলা চলবে না ।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

আখেনাটেন বলেছেন: সে সময়ের ক্যামেরায় তোলা ছবিগুলো দেখে ভালো লাগল। ছবি তোলাটা একটা নেশা মনে হয়। সবার এটা থাকে না। একসময় আমিও প্রচুর ছবি তুলেছি। যেখানে গিয়েছি, হাতে একটি ক্যামেরা থাকত। যদিও সেগুলো পয়েন্ট আন্ড শুট ক্যামেরা ছিল। আমি কোনোদিনই মোবাইলের ক্যামেরাই ছবি তুলতে স্বাচ্ছন্দ বোধ করতাম না। এখনও ডিএসএলআরই ভরসা। :D

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: আমার বরং উল্টো । আমার কেন জানি ক্যামেরাতে ছবি তুলতে মোটেই ভাল লাগে না কোন দিন । আমার কাছে মোবাইলের ক্যামেরাই ভাল । আমি কোন কালেই কোন ফটোগ্রাফার ছিলাম না । এখনও নেই । ফটোগ্রাফির ফ ও বুঝি না । কেবল চোখে যা ভাল লাগে মোবাইল বের করে তুলে নিই । এখনও রাস্তায় বের হলে জ্যামে বসে থাকলে কত যে ছবি তুলি তার কোন ঠিক নেই ।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ মিরোরডডল, আপনি মনে হয় সান্ত্বনা পুরস্কার পেয়ে খুশি হন নাই। আপনার পুরস্কারটা ছিল এক হালি ডো ডো পাখির ডিম। কিন্তু এমন চমৎকার একটা পুরস্কার কেন হারাতে চাচ্ছেন এটা আমার কাছে বোধগম্য না। আপনি চাইলে আপনাকে সান্ত্বনা দেয়ার জন্য এটার পরিমান বাড়িয়ে বড় জোর দুই হালি করা যেতে পারে, তার বেশী না। আমি জানি এটা শুনে আপনি ইতিমধ্যে ধেই ধেই করে নাচা শুরু করে দিয়েছেন। :P

এইখানে সকল ক্রেডিট আমার। আপনারা এখন জল ঘোলা করার চেষ্টা করছেন। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: আপনে সত্য করে বলেন তো দেখি আপনি কিভাবে বুঝলেন? যদি মিরোরডোলের মত আপনিও কমেন্ট দেখে বুঝে থাকেন তাহলে আপনার পুরস্কার ছিনিয়ে নেওয়া হবে কইলাম ! :D

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: আপনার তোলা ছবির কাছে এসব ছবি আসলে কিছুই না ।

ধন্যবাদ আপু !

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

ভুয়া মফিজ বলেছেন: পুরানো ছবি দেখতে অন্য রকমের ভালো লাগে। আমিও মাঝে-মধ্যে পুরানো এলবামের পাতা উল্টাই, যখন ডিজিটাল যুগ শুরু হয় নাই তখনকার ছবি দেখার জন্য। আর ডিজিটাল ছবি তো সব ডিজিটাল এলবামে। সেগুলো ল্যাপটপে বসলেই মাঝে-মধ্যে দেখি। এখনকার হিসাবে পুরানো সব ছবিই কমদামী ক্যামেরার। তবে এই মোবাইলের ক্যামেরাগুলিই তাদের সময়ে দামী ছিল। নষ্টালজিক!!

আমি ওনারে চিনছি। তবে, দেখলাম অনেকেই চিনছে। এমন কঠিন কিছু না। ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন: আমাদের বাসায় বেশ কয়েকটা এলবাম আছে ছবির । আগে সম্ভবত কোন এক পোস্টে আমাদের বাসায় থাকা ক্যামেরার গল্প করেছিলাম । সেই ক্যামেরা থাকার কারণে আমাদের যে কোন উৎসবে অনেক ছবি তোলা হত । এছাড়া সব সময়ই ক্যামেরাতে ফিল্ম ভরা থাকতো । এভাবে অনেক ছবি জমে আছে । তবে সেই সব ছবির বয়স অনেক বেশি । কোন কোন ছবি আমার থেকেও বেশি বয়স্ক । ছবি গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ।

আমার পিসিতেও অনেক ছবি আছে । সব পুরানো । সেই ছবি গুলো এখন দেখলে নিজেকে কোন ভাবেই সেই আগের চেহারার সাথে মেলাতে পারি না । কিন্তু মন মানসিকতা আমার কেন জানি সেই আগের মত আছে । চেহারা বদলে গেছে ।

দুইজন চিনতে পেরেছে । আপনি তিন নম্বর !

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ভুয়া মফিজ ভাই - আপনি তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রথম হয়েছে সাড়ে চুয়াত্তর, সান্ত্বনা পুরস্কার পারে মিরোরডডল। আপনাকে পুরস্কার দেয়া হবে কি না এটা এখনই বলা যাচ্ছে না। বিচারকমণ্ডলী আপনার সাথে যোগাযোগ করবে। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: আমি যোগাযোগ করিবো সময় সুযোগ মত সবার সাথে । তবে আগে জানতে হবে যে কে কিভাবে বুঝলো !

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

ভুয়া মফিজ বলেছেন: @সাড়ে চুয়াত্তরঃ আমাকে কোন পুরস্কার দেওয়া হলে সেটা আপনি নিয়ে নিয়েন। আর যদি ক্যাশ হয় তাহলে একটা বিকাশ নাম্বার দিবো, সেটাতে বিকাশ করে দিবেন। ১০% আপনার সার্ভিস চার্জ হিসাবে রেখে দিবেন। সেই টাকা দিয়ে আমি কটকটি খাবো। অনেকদিন কটকটি খাই না। :-B

আর আমাদের ব্লগের মুরুব্বীর হাহাকার বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেয়া যায়, সেই ব্যাপারে চিন্তা-ভাবনা করেন। বুইড়া মানুষের কান্না আমি সহ্য করতে পারি না। =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: মুরুব্বীর কষ্টে এতো কষ্টিতো হচ্ছেন দেখে আমি নিজেই কষ্টিতো হয়ে গেলাম ।
একটা ব্লগীয় ইভেন্ট খুলতে হবে, বিতর্কের আয়োজন করা যেতে হবে । আরও নানান আলোচনা সভা ব্যবস্থা করা যেতে পারে !

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ ভুয়া মফিজ ভাই - ১০% সেবা মূল্য হিসাবে দিবেন জেনে প্রীত হইলাম। ফাও যখন পাওয়া যাবে তখন ১০% কম না। ভবিষ্যতে আশা করি হারটা বাড়িয়ে দিবেন, এই বিশ্বাস আপনার উপর আমার আছে। :)

বুড়া মানুষের কান্না আমারও সহ্য হয় না। সমস্যা হইলো উনি তো একলা কান্দে না তার সাগরেদ গো লইয়া দল বাইন্ধা কান্দে। এটার জন্য স্থায়ী ব্যবস্থা ছাড়া মনে হয় আর কোন রাস্তা নাই (জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী ব্যবস্থা ভাইবেন না আবার)। :) আর এই ব্যবস্থা নেয়া উচিত ব্লগ কর্তৃপক্ষের। অস্থায়ী ব্যবস্থায় কোন কাম হইতেসে না। আশা করি ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন আম জনতার স্বার্থে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: আমি তো দেখি সাগরেদ কুলের কান্নাকাটির পরিমানই বেশি । এতো তীব্র কান্না যে মাঝে মাঝে মনে হয় কি না ভুলই জীবনে করলাম । কান্নাকাটি ট্রুপে যোগ দিলেও পারতাম !

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২২

জ্যাকেল বলেছেন: ছবি ব্লগের নিচের ছবিগুলও বেশি সুন্দর। স্মৃতি হিসেবে উপরের ছবিগুলাও ভাল। ২৭০০ সিসি আমারও ছিল। কমদামি বলে আপনার লেখার সৌকর্য কমিয়ে ফেলেছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন: ২৭০০ ক্লাসিক ফোনটা অনেক দিন টিকেছিলো । প্রায় ৫ বছরের বেশি । যখন সবাই এন্ড্রয়েডে চলে গেছে তখনও ফোনটা আমি চালাতাম । পরে যখন একেবারে নষ্ট হয়ে গেল তখন আর ব্যবহার করা হয় নি । তবে সেটা এখনও আছে আমার কাছে ।

এই শিরোনামে আমার আরও তিনটা ছবিব্লগ আছে । সব কমদামি মোবাইল ক্যামেরাতেই তোলা !

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৬

আমারে স্যার ডাকবা বলেছেন: ভাই, আপনার এমনতর ক্যাপশন দেখে আমারই ইচ্ছা করে একটা দামী একটা ফোন কিনে দেই। কিন্তু আমার মানিব্যাগ আর ব্যাংক একাউন্ট আমার এই ইচ্ছা পূরন হতে দিবে ন..
ক্যুইজের উত্তরঃ ছবির মানুষটা আর যেই হোক, আমি নই

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: কি আর বলবো স্যার সাহেব, জনৈক প্রেমিকা একবার কইলো যে তার বাবা নাকি আমার জন্য একটা আইফোন কিনেছে আমাকে দিবে বলে । সেই ফোন আমার হাতে এসে পৌছানোর আগেই ব্রেকআপ হয়ে গেল । ব্রেকআপের থেকেও ফোনটা যে হাতে এল না এই দুঃখ আমি এখনও ভুলতে পারি না ।

আপনে ফোন কিনার কথা কইলেন আবারও আশার বুক বাঁধলাম । এখন একাউন্ট ফাঁকা তো কী হইছে একদিন ভর্তি হবে । সেদিন কিন্না পাঠায়ে দিবে আশা করি !

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫

মনিরা সুলতানা বলেছেন: লাস্ট ছবির মোবাইল টা পছন্দ হইছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: এইটা যে কি মুবাইল কইতে পারি না । জাদিদ ভাই বলতে পারবে !

২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৭

সোহানী বলেছেন: পুরস্কার ছাড়াই কইতে পারি ওইটা কাভা! কেমনে কইলাম তার ব্যাখ্যা পরে দিমু।

কম দামী বেশী দামীতে ছবি তোলা, এটা নিয়ে খুব বেশী বিশ্বাস নেই। স্মৃতি ধরে রাখাই আমার কাছে মুখ্য। যখন পয়সা ছিল না বা এখনো নেই তারপরও "শখের তোলা আশি টাকা" টাইপের বিশ্বাস আমার। আমার হার্ড ডিস্ক উপড়ে পড়ছে ছবিতে...। কি করুম তাই ভাবতাছি...........

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: হার্ড ডিস্কে জায়গা না হলে ক্লাউড স্টোরেজ কিনেন । এই স্টোরেজ নিরাপদ । হার্ড ডিস্ক কখন ক্রাস করে কোন ঠিক ঠিকানা নাই । একবার হারায়ে গেলে সব যাবে ! তাই সময় থাকতে ব্যবস্থা নিন ।

যদি আমার কমেন্ট না দেখে বুঝে থাকেন তাহলে আপনার ব্যাখ্যা শুনবার চাই !

২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৫

ঢুকিচেপা বলেছেন: কুইজের উত্তর এখন জানি যেহেতু প্রশ্ন ফাঁস হয়ে গেছে।
সেন্টমার্টিনের কয়েকটা ছবি দারুণ হয়েছে।
প্রেমিকার বাড়ীর লোকেশন খুব সুন্দর। কদম গাছের তলায় বাঁশী বাজাবেন আর প্রেমিকা হায়রে পোড়া বাঁশী বলে হাজির হয়ে যাবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: একটা মজার কথা মনে করিয়ে দিলেন । স্কুলে থাকতে আমি কয়েকদিন বাশি বাচানো শিখেছিলাম এবং বলার অপেক্ষা রাখে না যে আমি এই গাছের নিচে বসেই বাজিয়েছিলাম । সে যদিও বের হয়ে আসে নি । তবে নিশ্চিত ভাবেই শুনেছিলো !

কুইজের উত্তর বের হয়ে গেছে । তাই আলাদা ভাবে বলে লাভ নেই ।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি কাভা ভাইয়ের পোজ দেইখাই ওনারে চিনা ফালাইসি। এই রকম পোজ আর কেউ এই ব্লগে দিতে পারবে না। একেবারে মডুর মত হাত দিয়া থামার নির্দেশ। নির্দেশ অমান্য করলে জনমের মত ব্যান। তাই আমার বিজয় একেবারে খাঁটি উপায়ে হইয়াছে।

মিরোরডডল আপনারে দুইবার বোকা বলছে, ওনার সান্ত্বনা পুরস্কার জলদি বাতিল ঘোষণা করেন। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৯

অপু তানভীর বলেছেন: মিরোরডলকে পুরস্কার দেওয়া হবে না । কারণ ছবি দেখে চিনে নাই সে চিনতে আমার কমেন্ট দেখে । তার পুরস্কার বাতিল । আপনার পুরস্কার বহাল !

২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩২

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর ।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০০

জাদিদ বলেছেন: অপু, তুমি মিয়া আমার পোস্টে কমেন্ট না করলে কেউ চিনতে পারত না।!!
এটা নোকিয়ার সেরা সেরা সেরা সেট। আহা!! নোকিয়া ২৬৯০

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় । আসলে আমার আলাদা একটা কমেন্ট করার দরকার ছিল আর বলা দরকার ছিল যে কমেন্ট টা মুছে দিতে তাহলে কেউ টের পাইতো না !

৩০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৩

মিরোরডডল বলেছেন:



আমিতো শুরুতেই বলে দিয়েছি তানভী ক্লু কোথায় পেয়েছি ।
এট লিস্ট আমিতো অনেস্ট, সাচুর মতো মিথ্যা ক্রেডিট নেবার ট্রাই করিনি । :P
এরকমই হয়, সত্যের ভাত নেই , এ আর নতুন কি :)


০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৯

অপু তানভীর বলেছেন: সত্যের ভাত নাই সত্য তবে সত্যের পোলাউ আছে !
একদিন মোহাম্মাদপুর আইসেন, নুর বিরিয়ানীর তেহরী খাওয়াবো নে !

৩১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: আমি তো কুইজের উত্তর শুনলাম ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: মোবাইলের মডেল নম্বর জেনে গিয়েছেন । এইবার একটা কিনে ফেলুন !

৩২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

জুন বলেছেন: কম দামীই যদি এমন হয় তো বেশি দামী হলে কি যে হবে অপু তা ভাবতেই মাথা ঘুরছে :`> তবে যাই বলেন প্রতিটি ছবিই অসাধারণ সুন্দর।
+

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৪

অপু তানভীর বলেছেন: মোবাইলের ব্যাপারে কম দামীই বেশি পছন্দ । একটা দামী ফোন কিনে ৪/৫ বছর চালানোর থেকে আমি কম দামী ফোন প্রতি বছর বছর কিনি । নতুন ফোন আসে হাতে !

আপনার ছবি ভাল লেগেছে, জেনে ভাল লাগলো !

৩৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের দাবীকৃত সততার জন্য ওনার সান্ত্বনা পুরস্কারের পরিমান বাড়িয়ে দেয়া যায় কি না একটু ভেবে দেখবেন। আমি দুই হালি ডো ডো পাখির ডিমের কথা বলেছিলাম। :)

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: নাহ, তাকে তেহরি খাওয়ার দাওয়াত দিয়েছি । এতে সে খুশি হবে আশা করি ।

ইয়ে মানে আপনার নামে অভিযোগ আসছে । দেখছেন নি?

৩৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: যাক একটা সমাধানে আসা গেছে শেষ পর্যন্ত।

অভিযোগ শুনেছি। পাগলের প্রলাম শুনে সময় নষ্ট করে কোন লাভ নেই। পাগল দুনিয়ার সবাইকেও পাগল ভাবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: দেখা যাক মিরোরডল আসে কিনা ! আসলে সত্যই তেহরী খাওয়াবো ....



ভেবেছিলাম যে ছেড়ে দিবো কিন্তু যখন নাম উল্লেখ করে কথা বলেছে তখন চুপ করে থাকা উচিৎ না ।

কালকের পরে পরশু শুক্রবার । অফ ডে । আসুক আগে শুক্রবার ।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: দেখলাম ছবিব্লগের ছবিগুলো

১০ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১

অপু তানভীর বলেছেন: ভাল করেছেন, দেখেছেন /

৩৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:



তেহারি আমার অতীব প্রিয় খাবার ।
যেহেতু আমি ওখানে নেই, আমারটাও সাচুকে খাওয়ানো হোক ।
ডাবল ট্রিট ফর হিম ।
থ্যাংকস তানভী ফর ইউর ইনভিটেশন :)



১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০৯

অপু তানভীর বলেছেন: আরে তেহরির জন্য চলে আসবেন সময় করে । আপনার ট্রিট তোলা থাকলো । যখন আসবেন তখন দেওয়া হবে ... :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.