নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় হুমায়ূন আহমেদ

১৩ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৪



অনলাইন সমাজে নিজেকে স্মার্ট প্রমানের অনেক উপায় আছে । তাদের ভেতরে একটা উপায় হচ্ছে হুমায়ূন সাহিত্যকে গাল মন্দ করা । নিজেকে এলিট শ্রেণীর প্রমাণ করতে, নিজেকে জ্ঞানী পাঠক গবেষক প্রমাণ করতে এই কাজটা করাটা বেশ কাজের । এমন পাবলিকও আছে হুমায়ূন আহমেদের একটা কিংবা দুইটা বই পড়েই বিজ্ঞের মত মতামত দিয়ে দেয় । সেও অবশ্য ভাল কেউ কেউ তো এমনই আছেন জীবনে কোন বই না পড়েই সাহিত্য বিশারদ হয়ে বসে আছেন ।

আমি অবশ্য সাধারণ পাঠক । নিজেকে এতো জ্ঞানী গুণী প্রমানের ইচ্ছে আমার কোন কালেই ছিল না । আজও নেই । আর বই পড়ার ক্ষেত্রে সেটা তো একদমই নেই । যা পড়তে আমার ভাল লাগে যা পড়ে আনন্দ পাই সেই জিনিসের ভক্ত আমি । সেই হিসাবে যার বই পড়ে আমি জীবনে সব থেকে বেশি আনন্দ পেয়েছি, যার বই আমাকে আনন্দের খোরাক জুগিয়েছি, নিঃসঙ্গ আর একাকী সময় গুলোর সাথী হয়েছে তার ভক্ত না হয়ে কি পারা যায় ?

হুমায়ূন আহমেদের প্রথম বইটা আমি পড়েছিলাম সম্ভবত ক্লাস ফোর/ফাইভে থাকার সময় । বইটার নাম ছিল বোতল ভুত । তখন আমরা থাকতাম যশোরে । কোন একটা উপলক্ষে নানী বাড়ি এসেছি । তখন সেখানে আমার অনেক গুলো কাজিন থাকতো । এমনই একজন কাজিনের নাম লুপা আপা । তার কাছে বইটা ছিল । তবে এতোটুকু মনে আছে যে বইটার প্রথম কয়েকটা পাতা ছিল না । বই পড়া শুরু করলাম । শেষ করতে খুব বেশি সময় লাগলো না । তখন আসলে কেমন যে লেগেছিল বইটা পড়া পরে সেটা এখন আমার ঠিক মনে নেই । তারপর অনেক দিন হুমায়ূন আহমেদের বইয়ের কোন সন্ধান আমি পাই নি । আসলে তখন ক্লাসের বই বাদ দিয়ে অন্য কোন বইয়ের খুব কাছে যেতে পারি নি ।

ক্লাস সেভেন ওঠার পরে জেলা পাবলিক লাইব্রেরীর সন্ধান পেলাম, মানে সেখানকার সদস্য হয়ে গেলাম । তারপর থেকে আমার পড়ুয়া জীবন শুরু হল । তখন ছোট ছিলাম বিধায় কিশোর ক্লাসিক আর তিন গোয়েন্দা আর ভুতের বই পড়া হত বেশি । একদিন ভুতের বই নিতে গিয়ে লাইব্রেরিয়ান আমার হাতে কুটু মিয়া নামে একটা বই ধরিয়ে দিল । সেটাই বলা চলে আমার পড়া হুমায়ূন আহমেদের প্রথম পূর্নাঙ্গ বই ছিল । তারপর থেকে আর অন্য বইয়ের দিকে আমি খেয়াাল দিই নি । পরের একটা দুটো বছর কেবল তার বই পড়েছি । বই পড়তে পড়তে প্রায়ই আমি হেসে উঠতাম । আমার হাসি শুনে আমার বাবা মায়ের ধারণা জন্মালো যে বই পড়তে পড়তে আমার মাথা হয়তো খারাপ হয়ে যাচ্ছে । হাসতাম যেমন তেমন প্রায়ই চোখ ভিজে উঠতো ! এই কান্না অবশ্য কেউ কোন দিন দেখেনি । তখন সেই কিশোর বয়সে এই বই গুলো যে কিভাবে আমাকে তীব্র ভাবে আন্দোলিত করেছিলো সেটা কোন ভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব না ।

সেই সময়ে তার বই পড়ার কারণে আমার চিন্তা ভাবনাতে অনেক বড় পরিবর্তন আসে । যদি তার বই না পড়া হত তাহলে হয়তো আজকে আমি যেমন মানুষ তেমন না হয়ে অন্য রকম কোন মানুষ হতাম । হয়তো একজন লেখকের সব থেকে বড় সার্থকতা এখানেই । নিজের লেখা দিয়ে মানুষকে নতুন ভাবে ভাবতে শেখানো চিন্তা করতে শেখানো ।

প্রথম হিমু পড়ার পরে আমার মনে এক অদ্ভুত চিন্তা এসে ভর করলো । আমার এক স্যারও তাঁর লেখার ভক্ত ছিলেন । তিনি মাঝে মাঝে হুমায়ূন আহমেদের গল্প বলতেন । স্যার বলতেন যখন প্রথম বের হয় তখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র । তিনি দেখেছেন তাদের ক্যাম্পাসের অনেক ছেলেরাই নাকি তখন হলুদ পাঞ্জাবী খালি পায়ে রাত বিরাতে ঘুরে বেড়াতো । সব চেয়ে অবাক হয়েছিলাম যে গল্পটা শুনে সেটা হচ্ছে মানুষ বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে রাস্তায় নেমেছিলো । একটা ফিকশনাল চরিত্র, যার ফাঁসি হচ্ছে অন্যায় ভাবে সেটা ঠেকাতে মানুষ আন্দোলন করছে ! এর থেকে অন্তত এটা বুঝতে কষ্ট হয় না যে তার লেখা কী পরিমান মানুষকে প্রভাবিত করেছিল ।

হুমায়ূন আহমেদের সব কিছু আমার পড়া । একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত । কেবল একটা বই আমি পড়ে শেষ করি নি । বইটার নাম হচ্ছে ''কোথাও কেউ নেই'' । এমন না যে বইটা আমার কাছে নেই । আমার সংগ্রহেই আছে । চাইলেই বইটা শেষ করতে পারি এখনই কিন্তু কেন জানি শেষ করি নি । বই পড়তে আমার ক্লান্তি নেই এবং তার বইয়ে তো আরও নেই । কিন্তু বইটা শেষ করা হয় নি । এখন আরও শেষ করতে ইচ্ছে হয় না। মনে হয় এই বইটা পড়ে ফেললেই সব কিছু পড়া শেষ হয়ে যাবে অথচ তিনি আর নতুন করে কিছু লিখবেন না । এখন একটা অনুভূতি আছে যে কিছু একটা এখনও পড়া বাকি আছে । সামনে পড়বো কোন একদিন ।

হুমায়ূন আহমেদ কেমন লেখক সেটা নিয়ে আসলে আমি কোন কথা বলতে চাই না । একজন পাঠকের কাছে একজন কেমন লাগবে সেটা একান্তই পাঠকের নিজের ব্যাপার । তবে হুমায়ূন আহমেদের কারণেই বাংলার মানুষের মাঝে বিশেষ করে মধ্য বিত্ত সামজে প্রচুর পাঠক তৈরি হয়েছে । ফেসবুকের একজন বন্ধুর একটা কথা এখানে উল্লেখ করি। হুমায়ূন আহমেদের কারণে ওপার বাংলার সুনীল সমরেশরা বাংলার পাঠক সমাজকে কেড়ে নিতে পারে নি । উনি আমাদের তাদের হাত থেকে রক্ষা করেছেন । আবার দয়া করে ভুল বুঝবেন না যে সুনীল সমরেশ দের আমি খারাপ কিছু বলছি । তারা ভাল লেখক । যদি হুমায়ূন আহমেদ যদি না থাকতেন তাহলে কলকাতার লেখকরা আমাদের পাঠক সমাজে আরও আগ্রাসী হয়ে উঠতো । পাঠক তখন সেই সব গিলতো । কেবল মাত্র হুমায়ূন আহমেদের কারণে সেটা হয় নি । কথাটা আমার কাছে খুব যেন সত্যি মনে হল ।

হুমায়ূন আহমেদের লেখা নিয়ে কিছু বলা আমার পক্ষে মুসকিল । অনেকেই আমার কাছে জানতে চায় যে হুমায়ূন আহমেদের কোন বইটা আপনার সব থেকে বেশি প্রিয় । এই প্রশ্নের কোন উত্তর আমি আজও দিতে পারি নি । কারণ কোনটা রেখে আমি কোনটা বলবো ! এতো গুলো বইয়ের মাঝে একটা নাম বলা কোন ভাবেই সম্ভব না । তবে একটা ছোট গল্প আমার সব থেকে বেশি পছন্দ । গল্পের নাম ''রূপ'' রূপা নামে তার একটা বইও আছে । তবে এটা ছোট গল্প । গল্পের লিংক যুক্ত করে দিলাম । চাইলে পড়ে আসতে পারেন । গল্পটা যতবার পড়ি ততবার মনটা কেমন যেন করে ওঠে ।

আর কি লিখবো বুঝতেছি না । প্রতিবার লেখার আগে কত কিছু ভাবি অথচ সেই কথা গুলো আর বলা হয়ে ওঠে না ।

শুভ জন্মদিন প্রিয় হুমায়ূন আহমেদ । আপনি হয়তো কোন দিন জানবেনও না যে আপনার লেখা আমার জীবনে কতখানি প্রভাব ফেলেছে ।


Picture source

মন্তব্য ২০ টি রেটিং +১০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:০৫

মিরোরডডল বলেছেন:




হুমায়ূন আহমেদ ওয়ান এন্ড অনলি ।
সেকেন্ড কোনও হুমায়ূন আহমেদ আমাদের বাংলা সাহিত্যে নেই, আসবেও না ।
হি ইজ এবসোলিউট জিনিয়াস এন্ড ইউনিক । আই মিস হিম ।
দেবী দিয়ে হুমায়ুনের লেখার সাথে পরিচয় এবং তার লেখার প্রেমে পড়া ।
ম্যাক্সিমাম লেখা পড়েছি । আমার ফ্রেন্ডসরা আমাকে হিমুর ফিমেল ভার্সন বলে ডাকে ।


১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: আমার জীবনের একটা বড় অংশের পরিবর্তন এসেছে লেখক হুমায়ূনের জন্য । তাকে সারা জীবনই মিস করে যাবো । তার স্থান কোন দিন পূরণ হওয়ার নয় ।
ইদানীং তার মত অনেকেই লেখার করে কিন্তু সেটা কি আর হয় !
সত্যিই তার মত আর কেউ হবে না !

২| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৩

মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন প্রিয় লেখক !
আপনার লেখা ভালো লেগেছে। উনার লেখার প্রভাব আমাদের জীবনে বেশ ভালোভাবেই আছে।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: আমাদের অনেকের জীবনেই সত্যিই তার লেখার প্রভাব রয়েছে বেশ ভাল ভাবেই ।

৩| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৫

জুল ভার্ন বলেছেন: জন্ম দিনের শুভেচ্ছা প্রিয় কথা সাহিত্যিক।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: প্রিয় সাহিত্যিককে জন্ম দিনের শুভেচ্ছা !

৪| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: মধ্যবিত্ত সমাজের সুখ-দুঃখ তারচেয়ে নিখুঁতভাবে আর কেউ তুলে ধরতে পেরেছে বলে মনে হয় না। আমাদের প্রজন্মের ওপর দারুণ একটা প্রভাব আছে তাঁর। তাঁর শূন্যতা এখনও পূরণ করতে পারেন নি কেউ।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন: তার শূন্যতা সত্যিই আর কোন ভাবে কোন দিন আর কাউকে দিয়েই পূরণ করা সম্ভব না ।

৫| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৬

শায়মা বলেছেন: শুভ জন্মদিন।

ভালো থাকুক প্রিয় লেখক ওপারে না ফেরার দেশে।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: এতো মানুষের দোয়া নিয়ে আশা করি সে ভাল আছে !

৬| ১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৮

সোহানী বলেছেন: হুমায়ুন স্মৃতি ভালো লাগলো অপু।

আমরা যারা এ সময়ে স্কুল কলেজ ইউনি পার করেছি তারা জানি হুমায়ুন প্রভাব কতখানি।

১৩ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই ! তার লেখার প্রভাব বুঝি কোন ভাবেই কাটিয়ে ওঠা সম্ভব না ।

৭| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪২

মেহেদি_হাসান. বলেছেন: স্যারের লেখা আমার জীবনেও অনেক প্রভাব ফেলেছে। ওনার সৃষ্ট হিমু চরিত্রের কয়েকটা ছবি আমার দেয়ালে টাঙিয়ে রেখেছি। কতদিন যে ভেবেছি কোন একদিন ভরা জ্যোৎস্নায় বনে গিয়ে জ্যোৎস্নার অদ্ভুত আলো উপভোগ করবো।
শুভ জন্মদিন প্রিয় লেখক, আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন বাংলার পাঠকদের হৃদয়ে।

১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০২

অপু তানভীর বলেছেন: আপনার মত এমন ইচ্ছে হুমায়ূন ভক্তদের মাঝে প্রায়ই দেখা যায় । আমার মাঝে মাঝে এরকম ইচ্ছে ভর করে মাথায় !

৮| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৩:৫৫

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা ।

১৪ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

অপু তানভীর বলেছেন: সে থাকবে হৃদয়ে

৯| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় লেখক ও আপনার প্রতি শুভেচ্ছা ভালোবাসা রইলো ভাইয়া জি

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৭

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ :)

১০| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

পদাতিক চৌধুরি বলেছেন: এক সময় সুকুমার রায়কে খুব ভালো লাগতো।পরে ওনার সঙ্গে যোগ হয় শরৎচন্দ্র। উচ্চ মাধ্যমিকের গণ্ডি উত্তীর্ণ হলে রোগ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নাম।যা পড়ি সব ভালো লাগে।এর পরে যোগ হয় বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের নাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে হাতে আসে বাবলি ও রিয়া। কাজেই বুদ্ধদেব গুহোতে আটকে যায়। কিছু দিন এই লিস্টে রোগ হয় সমরেশ মজুমদারের নাম।
সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার কোনো দিন ভালো লাগেনি। হ্যাঁ পূর্ব-পশ্চিমের কথা মাথায় রেখেও বলছি। আমার মেস জীবনের বৈকালিক প্রেয়ার সঙ্গীত ছিল, 'কেউ কথা রাখেনি'। শুধু মনে হতো বিভিন্ন স্থানে অহেতুক যৌনতাকে প্রশয় দিয়েছেন। যাইহোক আমি আমার মতামত জানালাম।

আর এই লিস্টে আমার এখনো পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ভালো লাগা উপন্যাসিক হলেন শ্রদ্ধেয় হুমায়ূন আহমেদ স্যার। ওনার যা পড়ি সব অমৃত।।কি সুন্দর করে পাঠকের মনের মধ্যে ঢুকে লেখায় বুঁদ করানোর ক্ষেত্রে ওনার কোনো জুড়ি নেই। ওনার প্রথম সঙ্কলন হাতে আসার পর শেষ না করা পর্যন্ত কাজে মন দিতে পারিনি। আমার দৃষ্টিতে উনি একশো বছরের শ্রেষ্ঠ বাঙালি। জন্মদিনে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

সুন্দর পোস্টটিতে like।
শুভেচ্ছা অপু ভাই আপনাকে।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: এই কথাটা আমার বেলাতেও সত্য । আমার কাছে ভালা লাগার সর্ব সেরা হলেন হুমায়ূন আহমেদ । অনেকের লেখাই আমার ভাল লাগে কিন্তু তার মত করে আর কেউ লিখতে পারে না ।

এতো চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.