নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

২০২১ সালে পড়া বই সমূহ

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৯



প্রতি বছর গড়ে গোটা ৫০ বই পড়া হয় । কিন্তু এই বছর এতো কম বই পড়া হয়েছে দেখে নিজেই অবাক হয়েছি । অথচ এই বছরে আরও বেশি বই পড়ার কথা ছিল । পরে অবশ্য আসল কারণ বুঝতে পারলাম । এই বছরে প্রচুর পরিমানে অডিও স্টোরী শোনা হয়েছে । এখন ইউটিউবে বেশ কিছু ভাল স্টোরী চ্যানেল আছে । কলকাতায় একটা রেডিও শো হয় অনেক দিন ধরে । সানডে সাসপেন্স নামে । সেখানে বাংলা ও বিশ্ব সাহিত্যের অনেক গল্পের অডিও রূপ প্রকাশ পায় । গত দুই তিন বছরের বেশি সময় ধরেই এই চ্যানেল গুলো নিয়মিত ভিজিট করি । এবছর সেই পরিমানটা বেড়ে অনেক গুণ বেশি । বিশেষ করে পিসিতে কাজ করার সময় অডিও স্টোরি ছেড়ে দেই । রাতে শোয়ার সময়ও চালু থাকে । গল্প শুনতে শুনতে ঘুম । ব্যাপারটা মন্দ না । গল্পের অভাব হয় না ।

তবে বইয়ের আবেদন চিরো তরুণ । কোন বৃষ্টির দিনে জানালার পাশে শুয়ে শুয়ে বই পড়ার যে আনন্দ তা বুঝি কোন অন্য কোন কিছু থেকে পাওয়া যাবে না । এই বছর মেলাতে বেশ কিছু বই কেনা হয়েছিলো । সেই বই গুলোর একটা তালিকা । এই তালিকার প্রায় সব বই পড়া হয়েছে । সেই সাথে যুক্ত হয়েছে সারা বছর নতুন কেনা বই গুলো । বছরে কতগুলো বই পড়েছি তার একটা লিস্ট আমি সব সময় করি । আমার একটা নোট বুক আছে । সেখানে পড়া বইয়ের নাম লেখকের নাম লিখে রাখি । কয়েক বছর ধরেই কাজটা করে আসছি । সেখান থেকেই তালিকাটা তুলে দিচ্ছি !

১. আজাজিল - ফরহাদ চৌধুরী শিহাব
২. অগল্প - জাহান সুলতানা
৩. জীবন ও জীবিকার গল্প - সোহানী
৪. The Crime Book: Big Ideas Simply Explained - Cathy Scott
৫. ক্রসিবল - জেমস রোলিন্স
৬. দ্য লাস্ট ওডেসি - জেমস রোলিন্স
৭. দি অ্যাপ্রেন্টিস - টেস গেরিটসেন
৮. ব্লাডস্টোন - নাজিম উদ দৌলা
৯. আলালের ঘরে দুলাল - প্যারীচাঁদ মিত্র
১০. নিশিশ্বাপদ - নাশমান শরীফ
১১. কান্তজীউয়ের পিশাচ - (সম্পাদনা) তৌফির হাসান উর রাকিব
১২. শয়তানের সাগরেদ (অনুবাদ গল্প)
১৩. হাতকাটা তান্ত্রিক - (সম্পাদনা) তৌফির হাসান উর রাকিব
১৫. আকাশ গঙ্গার তারা - খন্দকার নাইমুল ইসলাম
১৬. কঙ্কাবতীর কথা - শায়মা হক
১৭. নজরবন্দী - আসাদ রহমান
১৮. অম্যুইং - আসাদ রহমান
১৯. Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari
২০. লোলার জগৎ - মোহাম্মাদ সাইফুল ইসলাম
২১. সাইকো - ইশরাক শুভ
২২. সাইকোগিরি - ইশরাক শুভ
২৩. মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড - আসাদুল্লাহ আতিক
২৪. অনুভূতির অভিধান - তাহসান খান
২৫. লঞ্চঘাটের প্রেতাত্মা - ইকবাল খন্দকার
২৬. রুম নম্বর ৩৮ - মোরশেদ আলম হৃদয়
২৭. ভৌতিক ব্যালকনি - ফেরারী মুরাদ
২৮. আফ্রিতা... আধারের সন্ধানে - লুৎফুল কায়সার
২৯. ইন্দ্রজাল ২ - জিমি তানহাম
৩০. চাঁদের উল্টোপিঠ - তৃথা আনিকা
৩১. লেখাজোকা সংকলন - ব্লগারদের সংকলন
৩২. রূপকথা নয় - শানজানা আলম
৩৩. এলাচিফুল - শানজানা আলম
৩৪. শেখ মুজিবের হত্যাকারী কে? - আবদুল রহিম আজাদ
৩৫.বাংলাদেশ মিলিটারি ক্যু (সি আই এ লিঙ্ক) - বি জেড খসরু
৩৬.স্বাধীনতা উত্তর বাংলাদেশ - পিনাকী ভট্রাচার্য (বইটা পুরোপুরি পড়া শেষ হয় নি তবে প্রায় শেষ)
৩৭. রাশিয়ার দশটি গল্প - (অনুবাদ) সমর সেন
৩৮. দি কম্প্লিট ওয়ার্ক অব এইচ পি লাভক্রাফট (অর্ধেকের কিছু বেশি)

লিস্টের সংখ্যা দেখে মনে হল কম হয়েছে তবে এখন মনে হচ্ছে যে, নাহ একেবারে কম হয় নি এ বছরের বই পড়া । বইয়ের সংখ্যা কম হওয়ার কারণের আরেকটা কারণ বুঝতে পারলাম । বই গুলোর ভেতরে কয়েকটা বইয়ের সাইজ বেশ বড় । বিশেষ করে ৪ নম্বরের ক্রাইম বুক আর ১৯ নম্বরের স্যাপিয়েন্সটা পড়তে অনেক বেশি সময় লেগেছে । আর শেষের কয়েক মাস লাভক্রাফটের বইয়ের পেছনে অনেক বেশি সময় গেছে । এই জন্য অন্য বই আর পড়া হয় নি । মোট ৩৬ টা বই পড়া হয়েছে এবং দুইটা বই পড়া চলছে ।

এই বছর অনেক বইয়ের মাঝে একটা বইয়ের নাম হচ্ছে এলাচিফুল । বইটা আমাকে পড়তে দিয়েছিলো আমার এক স্টুডেন্ট । বইটার ব্যাপারে আমার খুব একটা আশা ছিল না । তবে বইটা শেষ করার পরে একটা অদ্ভুত আনন্দ আর কষ্ট এসে বুকের মাঝে জমা হল । এমন আনন্দ আর কষ্ট এসে জমা হত অনেক আগে যখন হুমায়ূন আহমেদের বই শেষ করতাম । অনেক দিন এরকম অনুভূতি আমার হয় নি । বইটার কাহিনী এতো চমৎকার যে বলে বোঝানো যাবে না । গ্রামের পরিবেশে একটা পরিবারের গল্প । একটা বাড়ির গল্প । কিছু কিছু বইয়ের কাহিনী পড়লে এমন একটা ইচ্ছে জাগে না যে যদি ঐ গল্পের মত আমার জীবন হত এই গল্পটা আসলে সেই রকম ! বইটার কথা আলাদা ভাবে বললাম ।

এই বইয়ের ভেতরে কিছু বইয়ের পাঠ প্রতিক্রিয়া খুজে পাবেন এই সাইটে ।

নতুন বছর চলে এল । সবাইকে নতুন বছরের অগ্রিমের শুভেচ্ছা রইলো !



pic source


মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

হাসান মাহবুব বলেছেন: স্যাপিয়েন্স পড়ছি এখন। খুব ধীরে ধীরে। এই বই তাড়াহুড়া করে পড়ার বই না। খুব ভালো লাগছে। আসাদুল্লাহ আতিকের বইটা কেমন? সে কি ভিডিওর পাশাপাশি লেখালেখিতেও পারঙ্গম?

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: স্যাপিয়েন্স আসলেই চমৎকার একটা বই । কোন ভাবেই তাড়াহুড়া করে পড়ার কোন বই না ।
আতিক সাহেবের বইটা আমি না কেনার পরামর্শ দিবো । তার ভিডিও দেখেই আমি বইটা কিনেছিলাম । হাসির বই লেখার চেষ্টা করেছে সে তবে আপনাকে যত দুর চিনি আপনার এই বই পড়ে মন ভরবে না ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

জুল ভার্ন বলেছেন: উল্লেখিত বইয়ের মধ্যে প্রথম দিক থেকে গোটা আটেক বই পড়া হয়েছে। তালিকায় এমন কিছু লেখক লেখিকার নাম দেখে নিজেকে খুব বোকা মনে হচ্ছে- যাদের বই পড়া দূরের কথা তাদের নাম পর্যন্ত শুনিনি! আসলে আমিও বই পড়ায় ইদানীং খুব পিছিয়ে পরেছি।

অপু, তোমার পোস্টের প্রথম ও দ্বিতীয় প্যারায় কয়েকটা শব্দের বানান টাইপো হয়েছে-এডিট করে দাও।

ধন্যবাদ। +

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: বোকা ভাবার কোন কারণ নেই । কারণ মেলা থেকে আমি বেশির ভাগ বই কিনি অখ্যাত লেখকদের । স্টল ঘুরে ঘুরে যাদের নাম চিনি না তাদের । বেশির ভাগ মানুষই তাদের চিনে না । বিখ্যাত আর পরিচিত বই কিনি পরে সারা বছর ধরে । আপনি যাদের নাম শুনেন নি তাদের আসলেই কেউ চিনে না ঠিক ঠাক মত । এমন কি আমি কেনার আগে তাদের চিনতাম না !

বানান গুলো পোস্ট করার পরপরই ঠিক করে নিয়েছি । আবারও চেক করে ঠিক করে নিলাম । যদিও একটা দুটি ভুল থাকেই লেখায় !

ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২০

সেডরিক বলেছেন: অনেক বই পড়েছেন, লিখবেন না? :)

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১

অপু তানভীর বলেছেন: বই লিখতে দরকার অনেক সময় । ইদানীং এই সময়ের বড় অভাব ! হয়তো কোন দিন লেখা হবে । যদি আকস্মিক মৃত্যু না হয় তাহলে অন্তত একটা বই লিখবোই ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন: আমিও এরকম একটা পোস্ট দেবো ভাবছি।
পোস্ট ভালো লাগলো।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪২

অপু তানভীর বলেছেন: দেরি করবেন না । পোস্ট দিয়ে ফেলুন । দেখি আপনি কী কী বই পড়েছেন !

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৯

ইসিয়াক বলেছেন: আমিও আজকাল ইউটিউব থেকে অডিও বুক ডাউনলোড করে শুনি এবং পরবর্তীতে পিসিতে সেভ করে রাখি। অডিও বুক দারুণ একটা ব্যপার। পড়ার ঝামেলা নেই। শুধু কান পেতে রাখলেই হলো। সেসময় অন্য অনেক কাজ অনায়াসে করা যায়। আবার চোখের উপর প্রেশার ও পড়ে না। তবে নতুন বই আমি কিনে পড়ি। প্রতিমাসে একটা নির্দিষ্ট বাজেট রাখি।
পুরানো বইয়ের দোকান থেকে বইও কিনি সুযোগ মত। দুস্পাপ্য বই পেলে তো ধার করে হলেও কিনি।

শুভ কামনা রইলো।

২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৪

অপু তানভীর বলেছেন: অডিও স্টোরি নিয়ে এখন অনেক ভাল ভাল কাজ হচ্ছে । অদুর ভবিষ্যতে এটা আরও এগিয়ে যাবে বলে আমার ধারণা । এই চ্যানেল গুলো নিয়ে ভাবছি একদিন আলাদা ভাবে একটা পোস্ট করবো । যারা গল্প ভালোবাসেন তাদের কাজে দিবে আশা করি ।

বই কেনাটা বেশি হয় বই মেলাতে । এক বই মেলাতে যতগুলো বই কেনা হয় সেগুলো সারা বছর পড়ে শেষ হয় না । তবে আমার খুব বাজে (কিংবা ভাল) অভ্যাস হচ্ছে, বইয়ের দোকানে গেলে আমি বই কিনবোই । নীলক্ষেতে গেলে বই না কিনে ফিরি নি কোন দিন । ইদানীং যাওয়া হয় বাংলামোটরের বাতিঘরে । সেখানে গেলেও পকেট থেকে বড় অংশ চলে যায় বইয়ের পেছনে অথচ না পড়ার বইয়ের সংখ্যা অনেক । এগুলো কবে পড়ে শেষ কবরো সেটা জানি না ।

বই কিনে নাকি কেউ দেউনলিয়া হয় না আমার তো পকেট শূন্য হয়ে যায় !

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১১

আমারে স্যার ডাকবা বলেছেন: সাদাত হোসেন, আরিফ আজাদ, সোলায়মান সুখন, আয়মান সাদিকের বই নাই? তাহলে কো পাঠক হিসেবে জাতে উঠতে পারবেন না :|
বই লিখেন একটা, বেচে থাকলে প্রথম কপি আমি কিনবো কথা দিলাম। :#)

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: জাতে আর উঠতে পারলাম কই ! তাদের বই কিনে কফির কাপ হাতে নিয়ে একটা ছবি তুলে পোস্ট পর্যন্ত করতে পারলাম না । জাতে আর ওঠা হল না কিছুতেই ।

যদি জীবিত থাকি তাহলে একদিন অন্তত একটা বই বের হবে । আর মরে গেলে তো গেলামই !

৭| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ৬ নাম্বারটাই শুধু পড়েছি।
আমিও অনেক আগে থেকে অডিও শুনি।
আমারও পড়া অনেক কমে গেছে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৪

অপু তানভীর বলেছেন: অডিও স্টোরি আমার কাছে খুবই চমৎকার লাগে । একদিন এই অডিও স্টোরি নিয়ে পোস্ট দিব একটা ভাবছি । সেখানে আপনিও আপনার পরিচিত চ্যানেলের খোজ দিয়ে যাবেন ।
বই পড়া বাড়ান একটু । বইয়ের থেকে আপন আর কিছু নেই ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৮

শেরজা তপন বলেছেন: ওরে বাপরে এত্ত বই পড়লেন কেমনে!!!

২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

অপু তানভীর বলেছেন: এত্তো আর কই দেখলেন । গতবছর সম্ভবত ৫৩টা পড়েছিলাম । এই বছরে মাত্র ৩৬ টা । কম হয়ে গেছে ।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮

সাসুম বলেছেন: ১০/১২ টা বই বাদে এখান কার বেশির ভাগ অখাদ্য। এই বছর কম পড়ছস। বাড়িত গিয়া অকাম করছস দেখা যায়।

বাই দা রাস্তাঃ এক্ষান বইয়ের সন্ধান পাইয়াছি। লেখক ও বেশ ভাল। মাথা মুতা পাগল করে দেয়া ইতিহাস। ২০২২ এই বই দিয়া শুরু কর।

৭১ পরবর্তী দেশ গঠন - বাই রেহমান সোবহান

Untranquil Recollections: Nation Building in Post-Liberation Bangladesh

এমন সব কাহিনী আর সত্য ঘটনা খুজে পাইছি ভয়াবহ, পইড়া ফেলা। কাজে দিব।

একটা মজার ইন্সাইট দেই এই বই থেকে-

৭১ পরবর্তী শেখ মুজিব দেশে ভারতীয় গোয়েন্দা বাহিনী "র" কে এক প্রকার জোর করে খেদাইছে ইন্দিরা গান্ধীরে বহুত পেরা দিয়া, রিকোয়েস্ট কইরা।

এই খেদানির আসল কাহিনী ছিল- র সকালে আওয়ামী লীগের পিছে গোয়েন্দাগিরী কইরা সেটা এন্টি আম্লিগার দের লাগাইত, আর বিকালে এন্টি আম্লীগার দের পিছে গোয়েন্দাগিরী কইরা আম্লিগার দের লাগাইত। এই যে কেচাল লাগিয়ে রাখত- এটাই ছিল দেশের আন্সটেবল পরিস্থিতি কইরা রাখার জন্য দায়ী।

আরো একটা মজার কাহিনী আছে- র এর ট্রেনিং পাওয়া এত বড় রক্ষী বাহিনী কি করে অল্প কিচ্ছু সেনাবাহিনীর ৭৫ পরবর্তী কু কে দমাতে পারল না সেটার বেশ কিছু কাহিনী পাবি। আরো কিছু ব্যাপার ও খুজে পাবি, কেন ৭৫ পরবর্তী ইন্ডিয়া বাংলাদেশে সামরিক অভিযান করে নাই, কিংবা কি করে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এর উপর আক্রমন না করা এবং বাংলাদেশ কে ইস্লামী প্রজাতন্ত্র ঘোষনা না করার মধ্য দিয়ে ভারতের সামরিক অভিযান থেকে বাংলাদেশ বাইচা গেল।

বেশ অথেন্টিক মনে হয়েছে কোন দিক থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: এই বই না পইড়া বইকে অখাদ্য বলা আমার খুব অপছন্দ । তুমি তো আর সব জান্তা সমশের হইয়া যাও নাই যে কেবল বইয়ের নাম দেখেই বইয়ের ভেতরে কী আছে সেটা কইয়া দিবার পারবা ! এই বাজে অভ্যাস বাদ দে !

বইটা তো খুইজ্জা পাই না । কিনডেল থেকে কিনতে হইবে। কেমনে পাইমু ! :||

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৭

মনিরা সুলতানা বলেছেন: লিস্ট তো করি নাই নিজের পড়ার !
আপনার লিস্ট ঈর্ষা জাগায়। তবে সত্যি কথা, বই একটা প্রকাশ করেই ফেলেন আমরা না হয় চা এর কাপ নিয়ে একটা মাই ডে দিবো নে।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৫

অপু তানভীর বলেছেন: এই লিস্ট আমি করি কয়েক বছর থেকেই । ছোট একটা নোটবুকে ।

একটা বই কোন দিন বের হবে আশা রাখি ! সেদিন যখন মাই ডে দিবেন সেটা আমার জন্য বড় আনন্দের হবে !

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৮

সোবুজ বলেছেন: বছরের শুরুর দিকে একটা বই পড়া শুরু করেছিলাম।Seeing Islam as others Saw It. Robert G. Hoyland.বছর শেষ হয়ে গেল,বই শেষ হয় না।
আপনার পড়া এবং লেখা দুদিকেই মনোযোগ আছে।যেটা সবার নাই।প্রচুর পড়েন এবং প্রচুর লিখেন।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: বই পড়ার অভ্যাস আগে থেকে কমে গেছে অনেক অনেক । এই যেমন আগে প্রতিদিন রাতে ঘুমানোর আগে বছু সময় বই পড়তাম । এখন সেটার স্থান দখল করে নিয়েছে ইউটিউব । বই এখন কেবল ছুটির দিন গুলোতে পড়া হয় দুপুরে । মোবাইলের উপর আকর্ষন কমাতে হবে ।

আপনিও প্রতিদিন ঘুমানোর আগে একটু একটু করে পড়বেন । সবই যে ভারী বই পড়তে হবে এমন না । হালকা বই পড়বেন । আমি ভারী বইয়ের চেয়ে হালকা মেজাজের বই বেশি পড়ি । এতে পড়ার প্রতি আগ্রহ বাড়ে !

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: অডিও স্টোরি শোনার সময় অন্য কাজে মনোযোগ দিতে নেই ।
সানডে সাসপেন্স ,রহস্য রোমাঞ্চ অসাধারণ লাগে । সংগ্রহেও আছে ।

২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: অডিও স্টোরি দুপুরের লাঞ্চের পরে চলে আর চলে রাতে ।

সানডে সাসপেন্স ছাড়া বর্তমানে বেশ কিছু চ্যানেল আছে যারা চমৎকার কাজ করছে । আমি অবশ্য ডাউনলোড করি না । সরাসরি চ্যালেন থেকেই শুনি ।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

কাছের-মানুষ বলেছেন: খাইছে আমারে, বিশাল বড় লিস্ট। আমিও অডিও শুনি অনেক সময়, অডিওগুলো সত্যিই ভাল হয় অনেক, সানডে সাসপেন্ড আমি শুনেছি, ভাল।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: সানডে সাপপেন্স সহ আরও বেশ কিছু চ্যানেল রয়েছে বেশ ভাল । মিড নাইট হরর স্টোরি নামে একটা চ্যানেল আছে, এসো গল্প করি নামে আরেকটা চমৎকার চ্যানেল রয়েছে । এসব থেকে সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন আশা করি ।

লিস্ট এমন কিছু বড় নয় । আগের বছরের তুলনাতে কম ।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: দুঃখের সাথে বলতে হচছে অপু ভাই এই ৩৮ টা বইয়ের একটাও আমার পড়া হয়নি,তাই বলে যে বই পড়িনা এমন নয় ।

আর আপনাকেও নতুন বছরের অগ্রিম শুভেচছা রইলো।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৪

অপু তানভীর বলেছেন: এমনটা হওয়া মোটেও অস্বাভাবিক না । একেক জনের বইয়ের টেস্ট একেক রকম । বই পড়ুন । আমার সাথে যে মিলতে হবে এমন কোন কথা নেই । বই পড়ে আপনি আনন্দ পেলেই হল ।

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ'ই অপ্রয়োজনীয় বই পড়েছেন।
সময় খুব মূল্যবান। তাই ফালতু বই পড়া বাদ দিয়ে ভালো বই পড়ুন। সময়কে কাজে লাগান।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: অনেকেই আপনার মত বেহুদা মনভাব পেষণ করে থাকে । বই হচ্ছে মনের খোরাক, মনের খাদ্য । আমার যে বই পড়ে আরাম লাগবে সেই বই আমি পড়বো । এটাই স্বাভাবিক । যদি আমার মন আনন্দ সেটা আমার কাছে মোটেই অপ্রয়োজনীয় বই না ।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩

সাসুম বলেছেন: @সোবুজ - আপনার সিলেক্ট করা বইটা ভয়াবহ একটা বই! আপনার বইয়ের সিলেকশান দেখে বলতে হয়- আপনার মাথায় জিনিষ আছে। এখন থেকে আপ্নারে ভিন্ন দৃষ্টিতে দেখব। এই বইটা একটা ভয়ানক বই, স্পেশালি কেন মোসলমান রা মার খেয়ে চলেছে দুনিয়া জুড়ে আর ভিন্ন ধর্মের লোকেরা এবং নিরপেক্ষ লোকেরা কি ভাবে তাদের কে নিয়ে এটার নির্মোহ বিশ্লেষণ।

@অপু- আমি গত ৪ মাসে বেশ কয়েকটা বই শেষ করেছি। বেশ চমকপ্রদ জিনিষ পত্র নিয়ে। আগ্রহ হলে দেখতে পারিস-

১। The Arabs in Antiquity: Their History from the Assyrians to the Umayyads
২। The Early Islamic Conquests. By Fred McGraw Donner
৩। Arabia and the Arabs from the Bronze Age to the Coming of Islam- Robert G. Hoyland ( ওই উপরের সোবুজ এর দেখানো বইয়ের লেখক )
৪। Al-Jāhiliyya: Uncertain Times of Uncertain Meanings, পিটার ওয়েব এর লিখা একটা বই
৫। The Political Thought of Sayyid Qutb, The Theory of Jahiliyyah
৬। Five tracts of Ḥasan Al-Bannāʼ (1906-1949)
৭। Creating Arab originsImagining the Arabs: Arab Identity and the Rise of Islam
৮। Muslim constructions of al-Jāhiliyya and Arab history
৯। creating-arab-origins-muslim-arab-origins-muslim-constructions


আমি জানতে চেস্টা করছিলাম- মুসলিম রা কি করে আরব আইডেন্টিটি গ্রহন করল? ( আরব আসলে কোন আইডেন্টিটি না, বরং অনেক গুলো গোত্রের একটা এলাকা ভিত্তিক নাম )
কেন মোসল্মান্রা দুনিয়া জোড়া আলোড়ন তুলেও এন্টী নারীবাদী ও এন্টি মুক্ত বাজার ব্যবস্থার উপর আঘাত হানত ( মূলত ইসলামের ইকোন্মিক দিক নিয়ে আলোচনা )
কেন মোসলমান রা অত্যাচারিত জনগন থেকে উঠে এসে নিজেরা অত্যাচারী হয়ে উঠল ?

এরপর, আমাদের কে যে আইয়ামে জাহেলিয়াত নামে শিখানো হয় ধর্ম বইয়ে, সেই আইয়ামে জায়েলিয়াত জিনিষ টা কি ( এটা পুরা একটা ফেইক প্রোপ্যাগান্ডা ধরতে পারিস ) , এবং মুসলিম বিজয়ীরা কি করে নিজেদের মত করে ইতিহাস বিনির্মান করেছে।

এবং সর্বশেষ- মোসলমান রা কবে থেকে আর কার ইন্ধনে টেরোরিস্ট হিসেবে খেতাব পাইল। এই জিনিষ টা মজার। সবাই ভাবে সৌদি সালাফি রা এটার জন্য দায়ী, বাট আসল ঘটনা ঘটে গেছে মিশরে। মিশরে শুরু হয়েছে হাসান আল বান্না নামের এক লোকের মাধ্যমে ( মিশর সরকার তাকে এসাসিনেশান করে ) এবং পরে তার এই টেরোরিস্ট লিগেসি এগিয়ে নিয়ে গেছে সৈয়দ কুতুব ( মিশর সরকার তাকে ফাসিতে ঝুলায় ) , এই সৈয়দ কুতুব আবার ওসামা বিন লাদেন এর গুরু।


আগামি কিছু দিন কি পড়ব, এটার একটা বিশাল তালিকা করা আছে, বাট জানিনা পড়তে পারব কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.