নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
pic source
গাড়িটা কখন যে রেস্টুরেন্টের গেটে এসে দাড়িয়েছে অবনী খেয়াল করে নি । ছোট চাচার ডাক শুনে ফিরে তাকালো । ছোট চাচা ওর দিকে তাকিয়ে বললেন, তুই নিশ্চিত আমি আসবো না?
অবনী হাসলো । তারপর বলল, কেন ভরশা হচ্ছে না ? ভয় পাচ্ছো সে নীল সাহেব কিছু করে বসবেন?
ছোট চাচা কিছু বললেন না । অবনী বলল, ছোটচা, তুমি যাও । তোমার এই পুলিশের পোশাক দেখলে বেচারা ভয় পাবে । আর আমি যা বলবো সেটা তোমার সামনে বলতে পারবো না । শুনতে তোমার ভালও লাগবে না ।
ছোট চাচা রাকিব উদ্দিন বললেন, এবারও বিয়েটা ভেঙ্গে দিবি ?
-উহু । বিয়ে ভাঙ্গতে যাবো কেন ? আমি কেবল সত্যটা বলবো ।
রাকিব উদ্দিন সামনের দিকে তাকিয়ে রইলেন কিছু সময় । তারপর হঠাৎ বললেন, আমার কেন জানি মনে হচ্ছে এই ছেলে বিয়ে ভেঙ্গে দিবে না ।
অবনী সাথে সাথে বলল, কেন এই কথা কেন বললে? তুমি তাকে ভয় দেখিয়েছো?
-পাগল নাকি? নীল কি ক্রিমিনাল নাকি সে ভয় দেখবো! ছেলে সম্পর্কে আমি খোজ খবর নিয়েছি । ভাল ছেলে ।
-হ্যা ভাল ছেলে আমিও জানি । নয়তো বাবা তুমি দুজনই একই সাথে কিভাবে রাজি হয়ে গেলে !
রাকিব উদ্দিন বললেন, সব কিছু বলার কি দরকার আছে? মানুষের জীবনে দুর্ঘটনা ঘটেই । ঘটে না?
-ছোটচা ওটা দুর্ঘটনা না । আমার ভুল অথবা অপরাধ ! এটা লুকিয়ে যদি বিয়ে করি তাহলে আমি জীবনে শান্তি পাবো না । বারবার মনে হবে যে আমি কোন অপরাধ করছি ।
-আচ্ছা যা । তোর যা ইচ্ছে ।
-বাবা যেন না জানে।
-জানবে না । তবে সন্দেহ তো করবেই ।
-করুক । তুমি কিছু বলবে না । মনে থাকবে তো ?
-মনে থাকবে ।
অবনী গাড়ি থেকে বের হওয়ার আগে ছোটচাকে আলতো করে জড়িয়ে ধরলো । তারপর আর একবার না তাকিয়ে বের হয়ে এল গাড়ি থেকে । আজকে খুব কঠিন কাজ করতে হবে । এর আগে কাজটা আরও দুইবার সে করেছে । প্রতিবারই ফল যেমন টি ভেবেছিলো তেমনটি হয়েছে । এইবারও তেমন হবে?
হবে হয়তো ! এটাই স্বাভাবিক আচরন । যে কোন ছেলেই এমন টা করবে ।
নীল মুগ্ধ হয়ে অবনীর দিকে তাকিয়ে রয়েছে । প্রতিবার চোখের পলক ফেলতে গিয়েও যেন আফসোস হচ্ছে । বারবার মনে হচ্ছে ঐ সময় টুকু মেয়েটাকে সে কেন দেখবে না ? কেন নিজের চোখকে সে বঞ্চিত করবে ? নীল নিজেকে কিছুটা সামলে নিল । গত রাতে অবনী যখন ওর সাথে দেখা করতে চাইলো তখন থেকেই সে উত্তেজনা ধরে রাখতে পারছিলো না । আজকে এই জন্য সে অফিসেও যায় নি । সারাটা সকাল আর দুপুর মিলে ভেবেছে অবনীকে কী বলবে কি করবে । কোন পোশাক পরে ওর সামনে যাবে ! নিজের আচরণে নিজেই খানিকটা অবাক হয়েছে । অবনীর প্রেমে সে পড়েছিলো জানে কিন্তু সেটা যে এতো তীব্র ভাবে সেটা বুঝতে পারে নি নিজেও ।
অবনীকে বলল, কিছু খাবে না ? অর্ডার দেই ?
-না থাকুক ।
-সেকি, কেন?
-কারণ আমি যা বলব তাতে আপনার খাওয়া বন্ধ হয়ে যাবে । শুধু খাবার নষ্ট হবে ।
নীলের বুকের ভেতরে যেন একটু অস্বস্থি শুরু হল । মনের ভেতরে একটা সঙ্কা দেখা দিল । অবনীকে সে এখনও কাছে পায় নি । পাওয়ার একটা সম্ভবনা দেখা দিয়েছে কেবল । এখনই কী হারিয়ে যাবে সে ! মনের কথা মনেই রইলো অবনী বলল, আপনাকে আমি বিয়ে করতে পারবো না ।
অবনী লাইণটা বলে সরাসরি তাকালো নীলের দিকে । এতো সময় নীলের চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে ছিল আনন্দে । সেটা ধপ করে নিভে গেল । মুখে একটা অন্ধকার নেমে এল ।
অবনী বলল, আমাকে আপনি যেমন মেয়ে ভাবছেন তেমন কেউ না আমি ।
-মানে?
-মানে আমি আপনার যোগ্য না । আমি আসলে কারো যোগ্য না ।
-কি বলছো আমি বুঝতে পারছি না।
-আমাকে বিয়ে না করলেই আপনার জন্য ভাল হবে । এই কথা টাই কেবল বলতে এসেছি ।
নীল বলল, অন্য কাউকে ভালোবাসো কি? মানে আমাকে বিয়ে না করার কারণটা কি বলা যায় অন্তত?
-শুনতে ভাল লাগবে না আপনার।
-আমি তবুও শুনতে চাই । অন্তত এই টুকু আমাকে বল প্লিজ ।
একটা বড় করে নিঃশ্বাস নিল । আবারও সেই কথা গুলো বলতে হবে তাকে । আবারও সেই স্মৃতি গুলো মনে করতে হবে ।
আমাদের ছাদে একটা চিলেকোঠা আছে । সেখানে নাদিম নামে একটা ছেলে থাকতো । বিশ্ববিদ্যালয়ে পড়তো । আমি যখন ছাদে যেতাম তখন প্রায়ই কথা হত আমাদের । সত্য কথা বলতে কি ছেলেটা কথা বার্তায় দারুন স্মার্ট ছিল । দেখতে শুনতেও ভাল । যে কোন মেয়েরই ভাল লাগবে তাকে । আমারও তাই ।একদিন দুপুরে বৃষ্টিতে ভিজছি আমি একা একা, কখন যে পেছন থেকে সে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি টের পাই নি । প্রথমে ভয় লাগলেও আমি কেন জানি নিজেকে ছাড়িয়ে নেই নি ।
অবনী চুপ করলো কিছু সময় । নীলের দিকে তাকিয়ে দেখলো সে ব্যথিত চোখে তাকিয়ে রয়েছে ওর দিকে । অবনী আবারও বলা শুরু করলো ।
তারপর থেকে আমাদের প্রেম শুরু হল । নিজেকে যেন উজার করে দিলাম তার কাছে । ফলে যা হওয়ার তাই হল । তখন সবে মাত্র বিশ্ব বিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি । যা দেখি সব রঙ্গিন লাগে । কত স্বপ্ন আমার তখন । কিন্তু সেই স্বপ্ন ভাঙ্গতে সময় লাগলো না । মাস ছয়েকের ভেতরে আমি হঠাৎ খেয়াল করলাম যে আমার মাসিক বন্ধ হয়ে গেছে। একটু ভয় পেলাম বটে তবে কাউকে কিছু বললাম না । এমন কি নাদিমকেও না । এটা সম্ভবত ভুল ছিল । যখন তাকে বললাম তখন দেরি হয়ে গেছে অনেক । সে পরিস্কার ভাবে বলে দিলো যে এখন বিয়ে শাদীর কথা সে ভাবছে না । বাচ্চা ফেলে দিতে হবে । সব ব্যবস্থা সে করবে । কিন্তু সে আর এল না । কোথায় যে গেল আমি আর তার কোন খোজ পায় নি । বাসায় জানা জানি হতে সময় লাগলো না । মা খুব মেরেছিলো সেদিন । জানেন নীল সাহেব একটুও ব্যাথা অনুভব হয় নি সেদিন । কেবল নিজের প্রতি ঘেন্না জন্মেছিল কেবল ।
ছোটচা সময় মত না আসলে সেদিন হয়তো মা আমাকে মেরেই ফেলতো । ছোটচাই সব ব্যবস্থা করলেন । আমাকে বাসা থেকে দুরে নিয়ে গেলেন । ছোটচা পুলিশ তো ! তার অনেক জানা শোনা । গাজীপুরে তার এক বন্ধুর বাংলোবাড়িতে গিয়ে উঠলাম । মানুষজন যেন না দেখে আমাকে । এর মাঝে কতবার নাদিমকে ফোন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কাজ হয় নি । ওর ফোন বন্ধ ছিল । মা কিংবা বাবা একদিনও আমার সাথে দেখা করতে আসে নি । ওখানে বেশ কয়েকমাস ছিলাম । তারপরই ঠিক করলাম যে আর এই জীবন রাখবো না । ততদিনে অনেক বড় উঠেছে আমার পেটটা । ভেতরে যে প্রাণের সৃষ্টি হয়েছে সেটা বেশ ভাল ভাবেই টের পাচ্ছি । আমার দেখা শোনা করার জন্য একটা মেয়ে আর গেট পাহারা দেওয়ার জন্য একজন বয়স্ক চাচা ছিলো । তাকে কিছু টাকা দিয়ে ঘুমের ঔষধ কিনতে পাঠালাম । শিখিয়ে দিলাম তাকে অল্পঅল্প করে ঘুরে ঘুরে যেন কেনে । কাজ হল । গ্রামের দিকে তো এতো বেশি কড়াকড়ি নেই । প্রতিদিন তাকে দিয়ে অল্প অল্প কিনিয়ে আনতাম । কয়েক সপ্তাহের ভেতরে অনেক জমে গেল ।
নীল দেখতে পেল অবনীর চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু করেছে । নিজ হাত দিয়েই টিস্যু বের করলো সে । চোখ মুছে আবারও শুরু করলো ।
যখন ওষুধ গুলো খাচ্ছিলাম তখন কেন জানি মনে হল পেটের ভেতর থেকে কেউ যেন আমাকে মা মা বলে ডাকছে । বলছে তাকে মেরে না ফেলতে । খুব ইচ্ছে করছিলো বেঁচে থাকতে । বারবার কেবল ফোনের দিকে তাকাচ্ছিলাম । মনে হচ্ছিলো নাদিম বুঝি এই এখন ফোন করবে । সব সমস্যার সমাধান হয়ে যাবে । কিন্তু হল না । মাঝ রাতের দিকে আমি সব গুলো ঔষধ খেয়ে নিলাম । তারপর শুয়ে পড়লাম বিছানাতে । দরজা বন্ধ করেছি আগেই । আর আমি খুব বেশি বেরও হতাম না রুম থেকে । তাই সকালে কেউ কিছু বোঝার আগেই আমি উপরে চলে যাবো ভেবেছিলাম ।
কিন্তু কপালে না থাকলে মানুষ মরতেও পারে না। আমিও পারলাম না । সাতদিন পরে আবার হুস ফিরলো । জ্ঞান ফিরে প্রথমে যা টের পেলাম সেটা হচ্ছে আমার ভেতরে কিছু যেন নেই । আমি বেঁচে গিয়েছি ঠিকই কিন্তু আমার বাবুটা বাঁচে নি । সময়ের আগেই তাকে নিয়ে আসা হয়েছে । সে মৃত অবস্থায় এই পৃথিবীতে এসেছিলো। জানেন, আমি আজও জানি না যে সে ছেলে ছিল নাকি মেয়ে । ছোটচা আমাকে জানতে দেয় নি । আমি জানিও না ওকে কবরটা কোথায় দেওয়া হয়েছে । আদৌও দেওয়া হয়েছে কিনা ! আমি ....
অবনী আর কোন কথা বলতে পারলো না । চুপ করে রইলো । কয়েকটা মিনিট কেটে গেল । কেউ কো কথা বলল না । নীল হঠাৎ বলল, আমি তোমাকে কেন বিয়ে করতে চাই জানো ? শুনবে?
অবনী মুখ তুলে তাকালো নীলের দিকে । নীলের দিকে তাকিয়ে একটা বিস্ময় বোধ করলো । নীলে চোখে একটা অচেনা দৃষ্টি সে দেখতে পাচ্ছে । আগের দুইজনকে যখন সে এই কথা বলেছিলো তাদের চোখে অবনীর জন্য একটা ঘৃণা ছিল কিন্তু নীলের চোখে অন্য কিছু দেখতে পাচ্ছে সে । তখনই ছোট চাচার কথা মনে পড়লো ওর । চাচা কি তাহলে ঠিক কথা বলেছিলো!!
অবনী মুখ ফুটে কারণটা জানতে চাইলো না । তবে চোখে একটা কৌতুলের ভাব ফুটে উঠেছে ঠিকই ।
আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষের দিকের কথা । একটা মেয়ের সাথে আমার খুব কথা হত ফোনে । প্রেম হতে সময় লাগলো না । সারাদিন ফোনে তার পেছনে লেগে থাকতাম । যে সময়টা আমার ক্যারিয়ারের পেছনে দেওয়ার কথা ছিল সে সময় টা আমি সেই মেয়ের পেছনে দিয়েছিলাম। আমার বন্ধুরা সব একে একে চাকরি বাকরি শুরু করে বিয়ে শাদি করছে আমি সেই মেয়ের প্রেমে বিভোর হয়ে অন্য সব কিছু ভুলে আছি । মোট চার বছর টিকেছিলো আমাদের প্রেম । কিন্তু মজার ব্যাপার কী জানো? এই চার বছর কেবল আমি তার সাথে কথাই বলেছি । একবারও আমাদের দেখা হয় নি, এমন কি একবারও ভিডিও কলে কথা পর্যন্ত হয় নি । যদিও সে আমাকে ছবি দিয়েছিলো । তারপর একদিন সব কিছু বন্ধ । আমাকে ছেড়ে দিল সে । কোন কারণ বলল না, কোন ব্যাখ্যা না । পরে জানতে পারলাম যে আমাকে যে যা যা বলেছিলো সব কিছু মিথ্যা । কয়েকজন বান্ধবী মিলে আমার সাথে এই ট্রিক্সটা তারা খেলেছিলো । এমন কি যে মেয়ের ছবি দিয়েছিলো সেটা তার নিজের চেহারা ছিল না । আমার পুরো জগত টা একেবারে মিথ্যে হয়ে গেল ।
এতোদিন অন্য কোন দিকে খেয়াল দেই নি । আমার সব বন্ধুরা তখন সেটেল হয়ে গেছে । সবার চাকরি পেয়ে বিয়ে শাদী করে ফেলেছে । যা করে নি করবে করবে করছে । আমি একদম একটা হয়ে গেছি । বাসার মানুষজন আমার সাথে কেমন আচরন শুরু করেছে । আমাকে যেন তারা ঠিক চেনেই না এমন একটা অবস্থা । এভাবে আরও একটা বছর কেটে গেল । চাকরির বয়সের আর কয়েকটা দিন বাকি অথচ আমার পড়তে মন বসে না একদম । কিছুই করতে ভাল লাগে না । ঠিক করে নিলাম যে আর এজীবন রাখবো না । ঠিক করলাম সুইসাইড করবো ।
সেদিন মন খারাপ নিয়ে আমি পার্কে বসে ছিলাম । বারবার কেবল উপরওয়ালার কাছে চাচ্ছিলাম সে যেন আমাকে এমন একটা ইশারা যেন দেয় যাতে অন্তত আমি বাঁচার আশা টুকু পাই । সেই দিনই আমি প্রথম দেখি তোমাকে । পার্কের এক পাশে চুপ করে বসে আছো । কী যেন ভাবছো ! অন্য কোন দিকে তোমার খেয়াল নেই । আমি তোমার দিকে কী অবাক হয়ে তাকিয়ে রইলাম কেবল ! সেদিনের সেই অনুভূতি আমি কোন দিন কাউকে বোঝাতে পারবো না ।
তোমার পিছু নিয়ে তোমার বাড়ি পর্যন্ত গেলাম । তারপর থেকে নিয়মিত তোমার পিছু নিতাম । তুমি অবশ্য কোন দিন খেয়াল কর নি । তবে একজন ঠিকই খেয়াল করলো ।
-কে?
-তোমার ছোট চাচা ।
অবনী অবাক হয়ে তাকিয়ে রইলো কিছু সময় । নীল বলল, আমাকে একদিন পাকড়াও করলেন তিনি । আমি ভেবেছিলাম খুব মারবেন তবে আমার কন্ঠে তিনি কিছু বুঝতে পেরেছিলেন হয়তো । আমাকে ছয় মাস সময় দিলেন । বললেন এর ভেতরে যদি আমি কিছু করতে পারি তাহলে তিনি ব্যাপারটা দেখবেন । অবনী সত্য করে বলছি জীবনে এতো চেষ্টা আর কোন কিছুর জন্য করে নি যতটা সেই ছয় মাসে করেছিলাম । আমার বাবা আমার পড়াশুনা দেখে একদিন কী বলেছিলাম জানো, বলেছিলো বাবারে এতো কষ্ট করতে হবে না । আমি আর তোকে কিছু বলবো না । একটু ঘুমা তুই । সপ্তাহে হয়তো সব মিলে ১০/১২ ঘুমাতাম আমি । চোখের নিচে কালি পরে কি অবস্থা হয়ে গিয়েছিলো । আমার তখন এসব খেয়াল ছিল না । বারবার মনে হচ্ছিলো যে একটা শেষ সুযোগ এসেছে । একটা সুযোগ ! এটা হাত ছাড়া করা যাবে না ।
ওম শান্তি ওম মুভির একটা ডায়ালগ আছে না- যদি কোন জিনিস সত্যি মন থেকে চাও তাহলে সেটা তোমার পাইয়ে দেওয়ার জন্য পুরো পৃথিবী কাজ করতে শুরু করে । এইবার সত্যিই হল তাই । যেদিন চাকরির মেসেজ এল । সবার আগে আমি তোমার ছোট চাচাকে ফোন দিয়েছিলাম ।
কিছুটা সময় থামলো নীল । তারপর অবনীর চোখের দিকে তাকিয়ে বলল, আমার আজকের আমি কেবল তোমাকে পাওয়ার জন্য । আর অন্য কোন কারণে না । সেদিন পার্কে যদি তোমাকে বসে থাকতে না দেখতাম তাহলে পরদিনই হয়তো মরে যেতাম ।
অবনী কী বলবে কিছু খুজে পাচ্ছে না । এমন কিছু সে মোটেও আশা করে নি । নীল আবার বলল, অবনী আমি জানি না তোমার সাথে আমার বিয়ে হবে কিনা । যদি হয় তাহলে সামনে কি হবে সেটাও আমি নিশ্চিত করে বলতে পারি না । হয়তো আমাদের বিবাহিত জীবন সুখের হবে হয়তো না । হয়তো খুব ঝগড়া হবে আমাদের । কোন কিছুই নিশ্চিত করে বলতে পারি না আমরা । তবে একটা ব্যাপার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি । সেটা হচ্ছে আমাদের মাঝে ঝগড়া বিবাদ যাই হোক না কেন তোমার অতীতের কারণে সেটা কখনও হবে না । আজকের পরে এই প্রসঙ্গ উঠবেও না কোন দিন আমাদের মাঝে !
রাতে খাবারের পর রাকিব উদ্দিন ছাদে উঠে একটা সিগারেট খান । আজকেও সিগারেট ধরিয়েছিলেন এমন সময় অবনীকে ছাদে আসতে দেখলেন । সিগারেট টা ফেলে দিয়ে অবনীর দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার এখন ছাদে ?
-জানি না ছোটচা । কেমন যেন অস্থির লাগছে ।
-কেন?
-জানি না ।
-নীল না করে দিয়েছিস?
-না ।
রকিব উদ্দিন হাসলেন । তারপর বললেন, ও তোকে ছাড়বে না । তোকে বিয়ে করেই ছাড়বে ।
-তুমি যে ওকে চিনতে আমাকে কেন বল নি?
-না বললেই বা কি !
-তুমি আমার পেছনে আসা সব ছেলেকে সেই মার দিতে । ঐ ঘটনার পর থেকে সেটা যেন আরও বেড়ে গিয়েছিল। তারপরেও নীলকে কিছু বললে না কেন?
প্রশ্নটার উত্তর রাকিব উদ্দিন চট করেই দিলেন না । কিছু সময় আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবলেন । তারপর বললেন, প্রথমে মাইর দেব ভেবেছিলাম । বেশ কয়েক দিন থেকেই খেয়াল করছিলাম যে ও তোর পিছু নিয়েছে । কিন্তু যখন ও বলল যে তোকে ও বিয়ে করতে চায় । ওর বেঁচে থাকার শেষ আশা টুকু হচ্ছিস তুই , জানি ওর কন্ঠে এমন কিছু ছিল যে আমি নিজে পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিলাম । পরে খোজ খবর নিয়েছি। ভাল ছেলে । কেবল চাকরি পাচ্ছিলো না । বললাম চাকরি পেলে কিছু হবে ।
-আমার অতীতের কথা বলেছিলে ওকে?
-নাহ । কিছু বলি নি । কেবল বলেছিলাম যে তোর জীবনে একটা দুর্ঘটনা ঘটেছিল । কী দুর্ঘটনা সেটা ও জানতে চায় নি ।
রাকিব উদ্দিন আরও কিছু সময় চুপ করে থেকে বললেন, একবার ছেলেটাকে সুযোগ দিয়ে দেখবি মা ? সবাই ঐ লম্পটের মত হয় না । ভালোবাসার মূল্য মানুষ বোঝে ।
ঠিক এক মাস পরে অবনীয়ে বিয়ে হয়ে গেল । নীলের সাথেই । বিয়ের সব ঝামেলা শেষ করে যখন অবনী গাড়িতে উঠলো তখন কেমন একটা ভালোলাগা ওর মন জুড়ে কাজ করছিলো । বারবার মনে হচ্ছিলো যে সামনে ওর জন্য খুব চমৎকার সময় অপেক্ষা করছে । সেটার প্রমাণ পেল ও ঠিক একদিন পরেই । বিয়ের পরদিন বিকেল বেলা অবনীকে নিয়ে নীল গাজীপুরে এল । গাড়িটা যতই এগিয়ে যেতে লাগলো অবনীর মনের ভেতরে কেমন যেন করতে লাগলো । এই এলাকাটা ওর চেনা । গাড়িটা থামলো একটা নির্জন কবরস্থানের সামনে । নীল হাত ধরে ওকে কবরস্থানের ভেতরে নিয়ে এল । তারপর নির্দিষ্ট একটা বাঁধানো কবরের সামনে এসে থামলো । অবনী খেয়াল করলো কবরটা সম্প্রতি বাঁধানো হয়েছে । নীল সেদিকে তাকিয়ে বলল, তোমার মেয়ের কবর ।
অবনী একবার নীলের দিকে তাকালো আরেকবার কবরটার দিকে । হু হু করে কেঁদে উঠলো ওটার সামনে দাড়িয়ে ।
নীল পাশেই দাড়িয়ে ছিল সব সময় । মন ভরে ওকে কাঁদতে দিল ওকে । অবনীকে খানিকটা জড়িয়ে ধরে ছিল ।
একটা সময় শান্ত হয়ে এল অবনী । মেয়ের কবরের সামনে দাড়িয়ে দোয়া করলো উপরওয়ালার কাছে।
করব স্থান থেকে ওরা দুজন বের হতে যাবে এমন সময় নীল থামলো । তারপর চোখের ইশারাতে কোণার দিকের একটা কবর দেখালো । অবনী খানিকটা কৌতুহলী হয়ে বলল, কার কবর?
-যার জন্য তোমাকে এতো কষ্ট পেতে হল?
অবনী তীব্র বিস্ময় নিয়ে তাকালো নীলের দিকে । কোন মতে বলল, মানে? সে না বাইরে চলে গিয়েছিলো!!
-গিয়েছিলো। ফিরে এসেছিলো দুই বছর পরে । সে ভেবেছিলো তার কৃতকর্মের ফল সে পাবে না । সবাই সব কিছু ভুলে যাবে । কিন্তু তোমার ছোট চাচা তাকে মনে রেখেছে । সে যে কোথায় হারিয়ে গেছে কেউ জানেই না । ইস! তোমার ছোট চাচার মত একজন চাচা যদি আমার থাকতো !
অবনী খেয়াল করলো ঘটনাটা জানার পরে তার মোটেও খারাপ লাগছে না । অবনী বলল, কেন, এখন তো পেয়েছো ! আমার চাচা মানেই তো তোমার চাচা । তাই না? তবে সাবধান কিন্তু কোন দিন যদি আমাকে কষ্ট দাও .....
-তোমাকে আর কষ্ট !! অবনী আমাদের কষ্ট পাওয়ার দিন শেষ । যে কষ্ট লেখা ছিল তা পেয়ে গেছি ।
গ্রামের রাস্তা ধরে হাটতে হাটতে অবনীর ঠিক একই কথা মনে হল । সত্যিই জীবনে যে কষ্ট টুকু পাওয়ার ছিল ওরা দুজনেই পেয়ে গেছে । সামনে আর পেতে হবে না ।
গল্পটি নিজেস্ব ওয়েব সাইটে প্রকাশিত
১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৩
অপু তানভীর বলেছেন: এটা অবশ্য সত্যই কথা । সামনের জীবনে কষ্ট আসবে কি আসবে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না । মানুষ যখন ভালবাসে তখন অবশ্য এমন আশা করে থাকে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভারো লাগলে াগল্প
মিল মহব্বতের গল্প ভালো লাগে
১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৭
অপু তানভীর বলেছেন: জীবনে দুঃখের শেষ নাই । গল্পেও যদি দুঃখ থাকে তাহলে যামু কই । আমিও মিল মহব্বতের গল্প ভালা পাই ।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৪
ভুয়া মফিজ বলেছেন: গল্পের শুরুটা আমার কাছে একটু এলোমেলো মনে হয়েছে। শেষের দিকে যা বুঝলাম, নাদিমকে ছোটচাচা মেরে ফেলেছে। ঠিক বুঝলাম নাকি? বিষয়টা কেমন জানি লাগলো। নাদিম অপরাধ করেছে........কিন্তু তার জন্য পুলিশ কর্তৃক ক্রসফায়ার? দেশে কি আইন-আদালত নাই? অবশ্য গল্পে সবই সম্ভব, তবে গল্পকারের দায়িত্ব বলে একটা কথা আছে না সমাজকে পজিটিভ মেসেজ দেয়ার?
কবর, করব হয়ে গিয়েছে। ঠিক করে দিয়েন।
বাচ্চা পেটে মারা গেলে বা মিসক্যারিজ হলে কি কবর দেয়ার বিধান আছে? যতোটুকু জানি, নাই। অবশ্য আমার জানার ভুলও হতে পারে। চেক করে দেখতে পারেন। তবে গল্প হিসাবে ভালো হয়েছে। অবশ্য আপনার সব গল্পই চমৎকার হয়.....নতুন করে আর কি বলবো!!!
১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:২৮
অপু তানভীর বলেছেন: হ্যা ঠিকই ধরেছেন । ঠিক ক্রসফায়ার না । ক্রস ফায়ান হলে তো সবাই জানতো । নাদিম যে কোথায় হারিয়ে গেছে সেটা কেউ জানেই না । এমন ভাবে তাকে গায়েব করে দিয়েছেন । প্রতিশোধ নিয়েছেন বলতে গেলে ! হ্যা গল্পে তো অনেক কিছুই সম্ভব । এমন কি বাস্তবেও একেবারে কাউকে গুম করে দেওয়া সম্ভব না । এই দেশে দেখেন না কত মানুষ গুম হয়ে যাচ্ছে । সেই রকম ভাবে !
কবর বানান টা ঠিক করতে গিয়ে অবাকই হলাম । এতো জায়গাতে র ব এর আগে চলে এসেছে দেখে নিজের কাছেই লজ্জা লাগলো । একটা দুইটা হলে মানা যেত ! চোখের মাথা খেয়েছি বুঝতে পারছি । পাওয়ার বাড়ানোর সময় এসেছে ।
মিসক্যারেজের ক্ষেত্রে কী নিয়ম জানি না তবে আমার আত্মীয়ের সাথে এমন ঘটনা ঘটেছিলো । বাচ্চার প্রিম্যাচিউর ভাবে আগে এসেছিল । ছয় মাস ছিল সম্ভবত । সেই বাচ্চাকে কবর দেওয়া হয়েছিলো । কবর মানে মাটি চাপা দেওয়া হয়েছিলো । ওকে দাড়ান এখানে গল্পে আরও কিছু এড করে দিই । তাহলে হয়তো আরও একটু ভাল হয় !
মন্তব্যের জন্য ধন্যবাদ ভুয়া মফিজ । বেশি বেশি আমার গল্প পড়ুন ।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩৭
ভুয়া মফিজ বলেছেন: আপনে ক্রসফায়ারের কথা বলেন নাই, আমি পরিস্থিতি বোঝানোর জন্য বললাম আর কি! যে গায়েব বা গুম হয়, তার কবরের হদিস দেখানো বুদ্ধিমানের কাজ না। গায়েব মানে গায়েব.........কবর থাকার মানেই বিভিন্ন প্রশ্নের উত্থাপন। বিষয়টা কবর না দেখিয়ে অন্যভাবেও উপস্থাপন করতে পারতেন। সব ক্ষমতাই তো আপনার হাতে, তাই না!!!
কবর মানে মাটি চাপা দেওয়া হয়েছিলো । মানে গোসল করিয়ে জানাজা পড়ানো হয়েছিল? বিষয়টা পরিস্কার না।
বেশি বেশি আমার গল্প পড়ুন । ওকে।
১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: জানাজা পড়া হইছিলো কিনা সেইটা আমার ঠিক জানা নাই । অনেক আগের ঘটনা । আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি ।
যাই হোক পরে দেখেন একটু এডিট করে ফেলেছি । এখন আশা করি ব্যাপারটা আরও একটু যুটসই হবে । মিসক্যারেজের ব্যাপারটা মুছে দিয়ে সরাসরি বাচ্চা হওয়ার ব্যাপারটাই লিখেছি । এখন কবরের ব্যাপারটা আশা করি পরিস্কার হবে ।
এই রকম অসঙ্গতি গুলো ধরিয়ে দিলে গল্প আরও মজবুত হয় । এই জন্য আপনাকে ধন্যবাদ !
আপনার সেই ভুতের অভিজ্ঞতা নিয়ে গল্প লেখা চলছে । খুব জলদি প্রকাশ করবো !
৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩
ভুয়া মফিজ বলেছেন: আপনার সেই ভুতের অভিজ্ঞতা নিয়ে গল্প লেখা চলছে । খুব জলদি প্রকাশ করবো ! খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি ছোটভাই!!!
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:২১
অপু তানভীর বলেছেন: শীতকাল আসলেই আমার সব কাজ কর্ম লেপের ভেতরে চলে যায়, এই হচ্ছে আসল সমস্যা ! কাজ থেকে বাসায় এসে তখন সোজা চলে যাই লেপের নিচে । নয়তো কবেই লেখাটা শেষ করে ফেলতাম । আর এখন তো দিনের পর দিন শীত আরও বেড়ে চলেছে । লেখার গতি ততই কমে যাচ্ছে ।
তবে আশা করি শেষ হবে !
৬| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: মৎকার গল্প। মধুরেন সমাপয়েৎ!
গল্পে এমন সুখ সুখ সমাপ্তি ভালো লাগে, যদিও বাস্তবে সে রকম খুব কমই হয়।
গল্পে সপ্তম ভাললাগা। + +
২১ শে জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১
অপু তানভীর বলেছেন: গল্পে মধুর সমাপ্তি হলে আমারও বড় ভাল লাগে । গল্পের বিরহ আমার কষ্ট দেয় । সত্যিই দেয় । যদিও জানি এসব বানানো গল্প তবুও গল্পে যখন ভালবাসার মানুষ দুটির মিলন হয় না তখন আমার কষ্ট লাগে । যদিও সব বানানো । মানুষের মন বড় অদ্ভুত । এইজন্য সব সময় চেষ্টা করি যে গল্পটা সুখের করতে !
আপনার গল্প ভাল লেগেছে জেনে আনন্দিতবোধ করলাম !
ভাল থাকুন সব সময় !
৭| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২৩
মনিরা সুলতানা বলেছেন: ভালো গল্প !
২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৮| ২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪১
জুল ভার্ন বলেছেন: সামনে আর কষ্ট পেতে হবেনা-তেমন নিশ্চয়তা কেউ দিতে পারেনা।
গল্প বরাবরের মতোই সুন্দর সাবলীল!