নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

KK মারা গেছেন, এখনও বিশ্বাস হচ্ছে না !!

০১ লা জুন, ২০২২ সকাল ১১:৫৬


মৃত্যুর মত চিরন্তন আর শ্বাশত বুঝি আর কিছু নেই । মানুষের সাথে ভাল মন্দ আর যাই কিছু হোক না কেন সে যে মারা যাবে এটা সব থেকে বড় সত্য । তবুও যখন কেউ মারা যায়, বিশেষ করে যখন কাছের কিংবা পছন্দের কেউ আমাদের ছেড়ে চলে যায় তখন সেটা কেন জানি আমাদের মন কিছুইতেই ঠিক মত গ্রহন করতে পারে না ! মানুষজনকে আমার পছন্দ হয় কম । আমার খুব কম লেখকের বই পছন্দ, খুব কম অভিনেতাদের অভিনয় পছন্দ, আবার খুব শিল্পীদের গান পছন্দ । তাই এই পছন্দের মানুষ গুলো যখন চলে যায় তখন বুকের ভেতরে কেমন যেন করে । বারবার মনে হয় যে নতুন করে তারা গান গাইবেন না, আর নতুন কিছু লিখবেন না।

নব্বই দশক কিংবা এর আশে পাশে যে ছেলে মেয়ে গুলো জন্মেছে এবং যারা গান পছন্দ করে তাদের কাছে কেকের নামটা একটা আলাদা অর্থ বহন করে । আমাদের সময়ে এতো আধুনিক সব ইন্টানেট ছিল না । আমরা কেকের গান যখন পছন্দ করি তখন তার নাম পর্যন্ত আমরা জানতাম না । অনেক পরে জেনেছি যে এই শিল্পীর নাম কেকে । তাও কেকের ফুল ফর্ম কে কী সেটা জানতেও আরও সময় কেলেছে । আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা গানের লিরিক্স পর্যন্ত বুঝতে না পেরে কেবল তার কন্ঠে গানটাকে ভালো বেসেছি !

কেকের প্রথম যে গানটা আমার গানে বেজেছিলো সেটা আমি ঠিক নিশ্চিত করে বলতে পারি না ! তবে গানটা ''ইয়ারো'' আর ''পাল'' । প্রথম শোনাতেই গানটা মনের ভেতরে একটা আলাদা আবেদন সৃষ্টি করেছিলো । আমাদের সময়ে তো এতো এতো আধুনিক জিনিস পত্র ছিল না । আমরা গান শুনতাম ফিতা ক্যাসেটের । একটা ক্যাসেটে সর্বোচ্চ ১২টা গান ধরতো । কোন গান পছন্দ হলে সেটা টেনে টেনে আবার আগের স্থানে নিয়ে যেতে হত । এখনকার মত কেবল এক সুইচ টিপ দিলেই রিপ্লে হওয়ার কোন সুযোগ ছিল না !

ইংরেজি গান এখন যা টুকটাক শোনা হয় ইউটিউবের কল্যানে কিন্তু তখন গান বলতে কেবল বাংলা আর হিন্দি আর হিন্দি । আর হিন্দি গানের একটা বড় অংশ ছিল এই কেকের গান । মুভির গানে কেকে তখন এক উজ্জল নক্ষত্র ! প্রতিটা গান যেন আলাদা সুরে বুকে এসে বিধে । বিষাদের সুর যে তার কন্ঠে এতো তীক্ষ আর মধুর ভাবে ফুটে উঠতো সেটা তার গান যারা শুনেছে কেবল তারাই বুঝতে পারবে। ইণ্ডিয়ার গানের জগতে কত কত হিট আর জনপ্রিয় গান যে কেকে উপহার দিয়েছে সেটার কোন হিসাব নেই । সেই ৯৯ সালে সম্ভবত তার প্রথম এলবাম বের হয় । তারপর জীবনের শেষ দিন পর্যন্ত সে গান গেয়ে গিয়েছে । শ্রোতাদের মাতিয়ে রেখেছে ।

কলকাতায় পরপর দুইদিন গান করেছে সে । কলকাতার নজরুল মঞ্চে গান গাওয়ার সময় সে স্ট্রোক করে বলে খবর প্রকাশ পেয়েছে । তারপর হাতপাতালে নিয়ে যেতে সব শেষ । শেষ গানের ভিডিও টা বারবার দেখছিলাম । কেবলই মনে হচ্ছে সে কি জানতো এটাই হবে তার জীবনের শেষ গাওয়া গান ?
মানুষের জীবনের জীবন কতটা অনিশ্চিত ! আর কোনদিন সে গান গাইবে না ! নতুন কোন গান দিয়ে আমাদের আর মুগ্ধ করবে না ! মাত্র ৫৩ বছর বয়সে চলে গেল ! কাল রাতে নিউজটা শোনার পর থেকে মনের ভেতরে কেমন একটা গুমট ভাব আটকে রয়েছে !

ইয়ারো গানটা শুনতে পারেন ইউটিউব থেকে ।


পাল গানটা বেশি পছন্দ আমার





পিক সোর্স

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০২

জুল ভার্ন বলেছেন: আমার খুব পছন্দের গায়ক ছিলেন।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: মাত্র ৫৩ বছরে বয়স ! এতো জলদি চলে যাবেন কেউ কি ভেবেছি আমরা ?
আপনি যদি তার শেষ পারফর্মেন্সটা দেখেন তখনও কি মনে হবে যে আর কিছু সময়ের ভেতরে সে মারা যাবে ?

মানুষের জীবন কতটা অনিশ্চিত !

২| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:১৬

ছাকিব নাজমুছ বলেছেন: তার মৃত্যুতে মর্মাহত । ওপারে ভালো থাকুন প্রিয় শিল্পী ।

০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২১

অপু তানভীর বলেছেন: আমার কাছে এখনও খানিকটা অবিশ্বাস্য ঠেকছে !

৩| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: উনি যেভাবে গান করতে করতে মারা গেছিলেন, গোটা অডিটোরিয়ামটি একটা জতুগৃহে পরিণত হয়েছিল এসি বিকল হয়ে যাওয়ায়। চার হাজার আসন বিশিষ্ট একটি প্রেক্ষাগৃহে 10 হাজার লোক ঢুকিয়ে এসি বিকল হলে তারপর একজন গায়ককে যদি এভাবে গান করতে হয় তাহলে সেই মৃত্যু আকস্মিক হার্ট অ্যাটাক না বলে এক প্রকার খুন করা হয়েছে বলা যায়।

০১ লা জুন, ২০২২ দুপুর ১:০৪

অপু তানভীর বলেছেন: ব্যাপারটা জানার পরে খুব অবাক হয়েছি । সেই সাথে কিভাবে এমন অব্যবস্থা করা হয় সেটার জন্য হয়েছি ক্ষুদ্ধ !

৪| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষের জীবনটাই কেমন যেন অনিশ্চিত।

০১ লা জুন, ২০২২ দুপুর ১:০৪

অপু তানভীর বলেছেন: আসলেই মানুষের জীবন বড় অনিশ্চিত !

৫| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৪৯

অগ্নিবেশ বলেছেন: একজন গায়কের মৃত্যুতে কষ্ট পেয়েছেন, আমি তো প্রতিদিন কষ্ট পাই যখন দেখি মহান খোলা তালা গান বাজনাকেই মৃত্যুদন্ড দিয়েছেন। আপনারা কি সত্যিই মুসলমান না কিছুটা মুসলমান?

০১ লা জুন, ২০২২ দুপুর ১:০৫

অপু তানভীর বলেছেন: আমরা মুসলমান কি কিছুটা মুসলামন সেটা নিয়ে তো আপনাকে চিন্তা করতে হবে না ! আপনি নিজের টা চিন্তা করেন !

৬| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:২৪

ভুয়া মফিজ বলেছেন: কার কখন ডাক আসবে, কে বলতে পারে!!! :(

অগ্নিবেশের আজকাল পেটে সমস্যা মনে হয়। যেখানে সেখানে ল্যাদায়!!! X(

০১ লা জুন, ২০২২ দুপুর ১:৩১

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । কার যে কখন ডাক আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। কদিন আগে সাইমনের মৃত্যুতেও অবাক হয়ে গিয়েছিলাম । এতো জলদি চলে গেলেন ! গতকাল কেকে চলে গেলেন !

৭| ০১ লা জুন, ২০২২ দুপুর ১:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই শিল্পীর নাম প্রথম শুনেছি আজকেই!

০১ লা জুন, ২০২২ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: শুনতে পারেন ! কোন সমস্যা নেই !

৮| ০১ লা জুন, ২০২২ দুপুর ২:৫০

ভুয়া মফিজ বলেছেন: অপু, এই ছাগলটা পোষ্টের প্রাসঙ্গিকতার বাইরে লাফাইতে থাকলে মন্তব্য ডিলিট করে দিয়েন। শ্রেষ্ঠ ব্লগারের মতোন পোষ্ট নষ্ট করার কু-অভ্যাস আছে এইটার।

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৩৮

অপু তানভীর বলেছেন: এই আগ বাড়িয়ে ইসলামিক জ্ঞান বিতরন করতে যাওয়া এটা আমার তীব্র ভাবে অপছন্দ !

পোস্টের বাইরের সকল মন্তব্য মুছে দেওয়া হল !

৯| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: পোস্টের বিষয় বস্তু কেকে নিয়ে । ইসলামে গান হারাম কি হালাম এটা নিয়ে না!
পোস্ট বহির্ভুত মন্তব্য না করার অনুরোধ রইলো । পক্ষে কিংবা বিপক্ষে সবাইকেই !

০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৩৬

অপু তানভীর বলেছেন: পোস্ট বহিভুত সকল মন্তব্য মুছে দেওয়া হল । সামনেও দেওয়া হবে !

১০| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:৫৯

ইসিয়াক বলেছেন: আমার অন্যতম প্রিয় গায়ক। খবরটা জানার পর থেকে মনটা ভারি হয়ে আছে।

০১ লা জুন, ২০২২ বিকাল ৪:০৮

অপু তানভীর বলেছেন: সত্যি বলতে গতকাল রাত থেকে কি এক গুমট ভাব মনের ভেতরে রয়েছে সেটা প্রকাশ করার মত না !

১১| ০১ লা জুন, ২০২২ বিকাল ৫:০৮

রানার ব্লগ বলেছেন: আমার এক বান্ধুবী কেকে বলতে অজ্ঞান ছিলো আমি তাকে নিয়ে চিন্তিত !!!!

০২ রা জুন, ২০২২ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: প্রিয় গায়কের এমন চলে যাওয়া অনেকের জন্য সহ্য করা কঠিন হয়ে যাবে !

১২| ০১ লা জুন, ২০২২ বিকাল ৫:১৪

ফয়সাল রকি বলেছেন: খুবই দুঃখজনক।

০২ রা জুন, ২০২২ রাত ১২:৩১

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই

১৩| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা! খুবই দুঃখজনক।

০২ রা জুন, ২০২২ রাত ১২:৩১

অপু তানভীর বলেছেন: এখনও সেই কষ্টের ভাবটা কাটে নি ! এমন করে কিভাবে চলে গেলেন !

১৪| ০১ লা জুন, ২০২২ রাত ১০:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কেকে। সত্যি বলতে ওনার নামটা এই প্রথম শুনেছি।
কিন্তু যখন ওনার গানগুলো শুনলাম, সব গান আমার পরিচিত এবং প্রিয় গান।

আসল সত্য হচ্ছে আমরা অনেক অনেক গান শুনি অনেক গান আমাদের প্রিয় কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের মূল শিল্পীদের খোঁজ খবর তেমন রাখি না।

০২ রা জুন, ২০২২ রাত ১২:৩২

অপু তানভীর বলেছেন: অনেকেই কেকের নাম নাই জানতে পারে কিন্তু কেউ যদি হিন্দিগান শুনে কিংবা পছন্দ করে থাকে তাহলে কেকের গান না শুনে উপায় নেই । কোন না কোন গান ঠিকই শুনতে বাধ্য । কেকে এমনই একজন শিল্পী ছিল । তার কত হিট গান যে আছে তার কোন ঠিক নেই !

১৫| ০২ রা জুন, ২০২২ সকাল ৯:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মৃত্যুই পরম সত্য!

০৩ রা জুন, ২০২২ রাত ১:৪০

অপু তানভীর বলেছেন: জ্বী

১৬| ০২ রা জুন, ২০২২ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: চিনি না তারে

০৩ রা জুন, ২০২২ রাত ১:৪১

অপু তানভীর বলেছেন: নাই চিনতে পারেন তবে হিন্দী গান যদি শুনেন তাহলে কেকের গান অবশ্যই শুনে থাকবেন !

১৭| ০২ রা জুন, ২০২২ দুপুর ১২:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জন্ম আশির দশকের প্রথমভাগে। বলা যায় মোটামুটিভাবে বলিউডের স্বর্ণযুগ (আমার দৃষ্টিতে ৯০ এর দশক) আমরা বা আমাদের প্রজন্ম দেখেছে। সে সময়ে অবশ্য কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এদের মতো অনেক উঁচু মানের শিল্পীদের জয়জয়কার ছিলো। তবে পরের প্রজন্মে প্রতিভাবান অনেকেই এলেও উনাদের মতো কেউ আজও আসেনি, খুব সম্ভবত আর আসার সম্ভাবনাও নেই। পরবর্তী দশকে প্রতিভাবান যারা এসেছেন, তাদের মধ্যে আমার "কে.কে." বেশ ভালো লাগতো। এক সময় "কুনাল গাঞ্জাওয়ালা"-কেও বেশ ভালো লেগেছে। তবে "কে.কে." নিঃসন্দেহে তার সমসাময়িক অনেকের চেয়ে বেশী জনপ্রিয় গান উপহার দিতে পেরেছেন। তার গাওয়া বেশ কিছু গানের প্রতি এক ধরনের ভালোলাগা কাজ করে।

তার প্রয়াণের খবর শুনে বেশ খারাপ লেগেছে, অবশ্য তার চেয়ে বেশী অবাক হয়েছি যদিও আমরা জানি মৃত্যু কখনো বলে কয়ে আসে না, তবুও। তার পরিবারের প্রতি সহানুভূতি থাকছে। তিনি তার কর্মের মাঝেই বেঁচে থাকবেন ভারতীয় সঙ্গীতপ্রেমীদের কাছে।

০৩ রা জুন, ২০২২ রাত ১:৪৪

অপু তানভীর বলেছেন: এটা সত্য কথা । কেকে কোন ভাবেই ভুলে যাওয়া সম্ভব না । সে জীবিত থাকবে তার গানের ভেতরে । তার গান দিয়ে বেঁচে থাকবে !

১৮| ০৩ রা জুন, ২০২২ সকাল ৯:৪০

শেরজা তপন বলেছেন: আমার কষ্টের কথা পোষ্টে বলেছি- তবে আপনার মত কেকে;র ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
পোষ্টের জন্য ধন্যবাদ।

০৩ রা জুন, ২০২২ দুপুর ১:১০

অপু তানভীর বলেছেন: হিন্দি গান শোনার হাতে খড়ি বলা যায় এই কেকের গান দিয়েই ! এভাবে চলে যাওয়া কি কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারে বলুন ?

১৯| ০৩ রা জুন, ২০২২ দুপুর ২:৪৬

খায়রুল আহসান বলেছেন: প্রিয় শিল্পীর বিয়োগ ব্যথা নিয়ে সুন্দর পোস্ট লিখেছেন। শিল্পী ইতোমধ্যে তার শ্রোতাদের মনে পাকা আসন গড়ে নিয়েছেন। এ আসনে তিনি আসীন থাকবেন দীর্ঘকাল, এটা সহজেই আশা করা যায়।

পোস্টে পঞ্চম ভাললাগা। + +

০৩ রা জুন, ২০২২ রাত ৯:৫৮

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । তার গান গত ২০ বছরে যেভাবে মানুষের মনে গেধে বসে আছে সেই গান গুলো কোন ভাবেই মন থেকে দুর করা সম্ভব না । এই পাল আর ইয়ারো গানটা । সেই ১৯৯৯ সালের গান অথচ এখনও এই গুলো কতই না নতুন । এখনও নিয়মিত ভাবে মানুষ এই গান গুলো শুনে যাচ্ছে ! আর সামনেও যাবে !

মন্তব্যের জন্য ধন্যবাদ । সুস্থ থাকুন !

২০| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:০২

হাসান রাজু বলেছেন: আরো ১০ জন গায়ক থেকে কেকে আলাদা । তার অমায়িক ব্যাবহার , কোন ধরনের বাজে মন্তব্য থেকে দূরে থাকা এবং নিজেকে শুধু গানের মাঝেই আটকে রাখা, তাকে সবার থেকে আলাদা রেখেছে সবসময়। তার গলা, গায়কি ঢং তো আছেই।

একজায়গায় আপনি কুনাল গাঞ্জাওয়ালা'র কথা বললেন। এই গায়ক কি হারিয়ে গেছে? অসাধারন তার গানের গলা।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:১২

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । অন্য ১০ জন শিল্পী থেকে কেকে সব সময়ই আলাদা ছিলেন আর থাকবেনও । তাকে নিয়ে কোন সময় কোন কন্ট্রভার্সি আমি শুনি নি ! একেবারে নির্ভ্যাজাল একজন মানুষ ছিলেন সব সময় ! আর তার গানের কথা বলে তো শেষ করা যাবে না কোন ভাবেই ।

কুনালের কথা শেরজা তপন ভাইয়ের পোস্টে পড়েছেন সম্ভবত !
হ্যা তার কন্ঠও খুবই চমৎকার ছিল তবে ইদানীং তাকে গাইছে দেখি না আর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.