নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে পরিবারের সাথে ঈদ করার জন্য নিজ গ্রামের বাড়িতে এসে হাজির হয়েছি । ট্রেন ছিল সকাল আটটা পনের মিনিটে । ট্রেন যথা সময়ে এসে হাজির হল এবং আমরা সবাই ট্রেনে উঠে বসলাম । কিন্তু ট্রেন আর ছাড়ে না । পরে খোজ নিয়ে জানা গেল যে আজকে অন্যান্য প্রায় সব ট্রেনই লেট ছিল । সব গুলো ট্রেন স্টেশনে প্লাটফর্ম দখল করে ছিল । আর ট্রেন ছাড়া নিয়ম হচ্ছে একটা ট্রেন ছাড়া পরে ট্রেনটি অন্তত বিমানবন্দর স্টেশন ক্রস না করলে অন্য ট্রেন ছাড়বে না । সেই হিসাব করতে করতে আমাদের ট্রেন ছাড়লো প্রায় এক ঘন্টা লেট করে ।
ট্রেন ছাড়ার আগের পাশের প্লাটফর্মে দাড়িয়ে থাকা ট্রেনের দিকে চোখ গেল । ঐ ট্রেনটা প্রায় ঘন্টা দুয়েট লেট ছিল । সেই ট্রেনে মানুষ ধরা লোক ছিল না । তাই ছাদে উঠেছিল অনেকে ।
ট্রেনের ভেতরে এক বৃদ্ধ টুল নিয়ে বসে আছেন । তিনি সিট পান নি । তাই স্ট্যান্ডিং টিকেট নিয়ে এসেছেন । বসার জন্য টুল নিয়ে এসেছেন ।
এরপরের সকল ছবি গুলো চলন্ত ট্রেন থেকে জানালা দিয়ে তোলা ।
ছবি নং তিন
ছবি নং চার
ছবি নং পাঁচ
ছবি নং ছয়
ছবি নং সাত
ছবি নং আট
ছবি নং নয়
ছবি নং দশ
ছবি নং এগার
ছবি নং বারো
ছবি নং তের
ছবি নং চৌদ্দ
আজকে ট্রেন জার্নি টা খুব বেশি আনন্দময় হয় নি । এবার কোন ভাবেই এসি কামড়ার টিকেট যোগার করা যায় নি । তাই বাধ্য হয়ে নন এসিতে কাটতে হয়েছে টিকেট । তবে এই কারণে আবার একটা কাজ হয়েছে অবশ্য । জানালা খোলা ছিল বিধায় বাতাস এসেছে । এই কারণে ছবি তোলা গেছে অনেক । এসি হলে আর জানালা খোলার উপায় থাকতো না । আর ঘোলা কাঁচের কারণে ছবিও তোলা যায় না । আর আরেকটা কারণে আজকে ট্রেন জার্নিটা বেশ কষ্টকর হয়েছে কারণ ট্রেন লেট করেছে । ঈর্শ্বদীতে এসে প্রায় দেড় ঘন্টা বসে থাকতে হয়েছে । কেন হয়েছে কেউ জানে না । নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘন্টা পরে এসে বাসায় এসে হাজির হয়েছি । তবে এক সময়ে বাসায় এসে পৌছেছি এটাই হচ্ছে বড় কথা । বাড়িতে আসা সব সময়ই আনন্দময় ব্যাপার । কয়েকটা দিন কাটবে আনন্দে ।
আপনারা ঈদ করছেন কোথায় ? গ্রামের বাড়ির দিকে রওয়ানা দিয়েছেন নাকি নিজ কর্মক্ষেত্রেই ঈদ করবেন ?
০৮ ই জুলাই, ২০২২ রাত ১:০৫
অপু তানভীর বলেছেন: আমার ক্যামেরা অতি সাধারন মানের । আর চলন্ত অবস্থায় সব ছবি তোলা হয়েছে । অবশ্য একটা ভাল মানের মোবাইল থাকলে ছবি ভাল আসে !
২| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনে আমাকে ট্রেন জার্নি করতে হয়েছে প্রচুর। একবার একটা কৌতুক হয়ে গিয়েছিল- রাত পৌনে ১০টায় আমার ট্রেন, চট্টগ্রাম থেকে ঢাকায়। আমি যথাসময়ে এসে যথাসময়ে সিটে বসে পড়ি। টিটি সিট দেখিয়ে দেন। যথা সময়ে ট্রেন ছাড়লো। অতো ভিড় না। দুই সিটের এসি কামড়ায় আমি একা, আরেকটা খালি।
আখাউরা বা এর আশেপাশে এসে ঘটনা জানা গেল। আমি ভুল ট্রেনে চড়েছি রাত আটটা বা ঐ সময়ের ট্রেন লেট করে ছেড়ে পৌনে ১০টার দিকে। আমি সেই ট্রেনের বাসিন্দা। আমার ইন্টারসিটি ছেড়েছে রাত ১১টার দিকে।
সামান্য বাক-বিতন্ডার পর ব্যাপারটা সেটল্ড হয় এবং একই ট্রেনে কমলাপুর এসে নামি
ঘটনা ৯৩/৯৪-এর
ঢাকা-খুলনা, টাঙ্গাইল-খুলনা রুটেও আমাকে প্রচুর যাতায়াত করতে হয়েছে। সকাল ৮টার ট্রেন বিকাল ৪টা পর্যন্ত ডিলেইড হওয়ার ঘটনা আছে। টিকেট ফেরত নেয়ার ঘটনাও আছে।
ট্রেন কতখানি লেট হবে তা আজকাল অনলাইন চেকিঙে জানা যায়। আরেকটা ব্যাপার মনিটর করতে পারেন। ট্রেনের একদিন সাপ্তাহিক অফ-ডে থাকে। অফ-ডে'র পরের দিন ট্রেন সচরাচর টাইমলি ছাড়ে, কারণ, ঐদিন আগেভাগেই ট্রেন জায়গামতো দাঁড়ানো থাকে। এরপর প্রতিদিনই ১ ঘণ্টা ২ ঘণ্টা করে লেট হতে থাকে। অফ-ডে'র আগের দিন থাকে লেট হওয়ার লঙ্গেস্ট টাইম। ঐদিনটা অ্যাভোয়েড করা গেলে আপনার শান্তি
আপনাকে অভিনন্দন মাত্রে আড়াই ঘণ্টা লেটে বাসায় পৌঁছেছেন, আমার মতো ৮/৯ ঘণ্টা লেট করতে হয় নি
পরিবারের সবাইকে নিয়ে ইদ সুখে কাটুক। ইদ মোবারক।
০৮ ই জুলাই, ২০২২ রাত ১:১০
অপু তানভীর বলেছেন: আমারও জীবনে ট্রেন জার্নি হয়েছে প্রচুর । অবশ্য প্রথম দিকে সেটা কেবল মাত্র দুটো পাশাপাশি জেলার ভেতরেই সীমাবদ্ধ ছিল । চুয়াডাঙ্গা আর যশোর । পরে অবশ্য সেটা চুয়াডাঙ্গা টু জয়পুরহাট হয়েছিলো বেশ কিছুটা সময় । এখন সেটা ঢাকা টু চুয়াডাঙ্গা হয়েছে ।
ট্রেল লেটের অভিজ্ঞতা আমারও টুকটাক আছে । একবার রাত সাড়ে দশটার ট্রেন এসেছিলো রাত তিনটায় । পুরোটা সময় স্টেশনে বসে ছিলাম । কি যে এক প্যারা ছিল সেটা ।
আজকে ঈশ্বদীর অপেক্ষাটা বেশ বিরক্তি ধরিয়ে ছিল ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ !
আপনাকেও ঈদ মোবারক !
৩| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৪০
জুন বলেছেন: ট্রেন আমার প্রিয় বাহন।দেশ বিদেশের অনেক ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হয়েছে । তবে ইতালীর ফ্লোরেন্স ভ্রমন শেষে রোম ফেরার সময় আমাদের কামরায় হঠাৎ আসা একটা পাগলের পাল্লায় পড়েছিলাম। কিভাবে তাঁর হাত থেকে নিস্তার পেলাম সে এক বিশাল কিচ্ছা অপু।
ঈদের শুভেচ্ছা রইলো
০৮ ই জুলাই, ২০২২ রাত ১:২৪
অপু তানভীর বলেছেন: ট্রেন বলা চলে যে আমারও পছন্দের একটা বাহন । ছোট বেলা থেকেই যাতায়াত শুরু এই ট্রেন দিয়েই । কু ঝিকঝিক শব্দটাও পছন্দ সব সময় !
আপনার সেই পাগলের হাত থেকে নিস্তার পাওয়ার গল্প একদিন সময় করে লিখে ফেলুন ! আমি জানতে আগ্রহী !
৪| ০৮ ই জুলাই, ২০২২ রাত ২:২৮
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনের ট্রেন ভ্রমণ দেইখা আমার মন লাফ দিয়া উঠতিছে। বড্ড ইচ্ছে করিতেছে নিজের কথা বলি। দেখি, আগামীকাল আবার ট্রেণে উঠুম। আমি সাপ্তাহের ছুটিতে রমণী দেখতে ট্রেনে উঠি।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫২
অপু তানভীর বলেছেন: আর তবে দেরী কেন ? আজই আপনি আপনার ট্রেন জার্নির গল্প শুরু করে ফেলুন ! ষাথে কিছু ছবি । চমৎকার হবে ব্যাপারটা !
৫| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ৭:০৭
কলাবাগান১ বলেছেন: পাঠকদের জন্য ছবি পাজল: ১০ং ছবির গাড়ী টি কি ট্রেন যেদিকে যাচ্ছে সেই দিকে চলমান নাকি ট্রেনের উল্টা দিকে চলমান? শুধু উত্তর দিলে চলবে না, এট লিস্ট ছবি থেকে দুইটা বিষয় প্রমান হিসাবে বলতে হবে।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৫
অপু তানভীর বলেছেন: ট্রেনের দিকেই যাচ্ছে । কারণ যদি উল্টো দিকে যেত তাহলে ছবি তুলতেই পারতাম না হয়তো । ট্রেনের গতি আর গাড়িতে দুটো মুহুর্তের ভেতরে দুটোকে ক্রস করে চলে যেতে তখন তোলা যেত না আমার কম দামী ফোনে ।
এই লিস্টের কেবল কেবল ছবিই নেই একটা ৩৭ সেকেন্ডের ভিডিও আছে । কয়েকটা ছবি দিলাম নিচে !
৬| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ৭:১৬
কলাবাগান১ বলেছেন: ট্রেনে ঢাকা থেকে খুলনা যেতে ট্রেন কিভাবে পদ্মা পাড়ি দেয়??? ট্রেন বদল করা লাগে?
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:১১
অপু তানভীর বলেছেন: এখনও সরাসরি পদ্মা পাড়ি দেওয়ার উপায় নেই ট্রেনে । পদ্মা সেতু হলে তখন সরাসরি মাওয়া পয়েন্ট পার হওয়া যাবে । তখন ট্রেনে করে ঢাকা থেকে যশোরে যেতে মাত্র তিন ঘন্টার মত সময় লাগবে । ব্যাপার এমন হবে যে যদি ট্রেনের সিডিউল ঠিক মত করা করা হয় তাহলে সকালে এসে মতিঝিলে অফিস পর্যন্ত করা যাবে ।
এখন বর্তমানে ট্রেন যায় বঙ্গবন্ধু সেতু হয়ে । ঢাকা হতে টাঙ্গাইল হয়ে যমুনা পর হয় ।
ট্রেন বদল করতে হয় না । সরাসরি ঢাকা টু খুলনা !
৭| ০৮ ই জুলাই, ২০২২ সকাল ১০:২৯
জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ।
০৮ ই জুলাই, ২০২২ দুপুর ১:১১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ভাই ।
৮| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:২৬
কলাবাগান১ বলেছেন: ছবি দেখে কিভাবে বুঝবেন যে ট্রেনের দিকেই যাচ্ছে। দামী ক্যামেরা দিয়ে তো উল্টা দিকে যাওয়া ছবিও তোলা হতে পারে
০৮ ই জুলাই, ২০২২ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: আচ্ছা আমি সম্ভবত প্রথমে আপনার মন্তব্য বুঝতে পারি নি । আচ্ছা এই স্টিল ছবি দেখেই কি এটা বুঝা সম্ভব যে গাড়িটা ট্রেনের সাথেই যাচ্ছে নাকি উল্টো দিকে দিকে যাচ্ছে ?
৯| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১২:০৪
কলাবাগান১ বলেছেন: সম্ভব। চেস্টা করে দেখুন
০৯ ই জুলাই, ২০২২ রাত ১:৩৩
অপু তানভীর বলেছেন: তাই নাকি ? আচ্ছা চেষ্টা করে দেখা দেখি !
১০| ০৯ ই জুলাই, ২০২২ রাত ১:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো খুব স্পষ্ট ঝলমলে। খুব ভাল লাগলো।
১১ ও ১২ নং ছবি মনেহয় কুষ্টিয়ার ভেরামারার কাছে। সত্য?
০৯ ই জুলাই, ২০২২ রাত ১:৩৯
অপু তানভীর বলেছেন: এগারো আর বারো নম্বর ছবিতে যে স্থাপনা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নির্মানাধীন রূপপুর পারমানবিক কেন্দ্র । এগারো নম্বর ছবিটা পাকসির হার্ডিঞ্জ ব্রিজের একেবারে শুরু থেকে তোলা । ট্রেন যখন ব্রীজের উঠবে তখন ।
১১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হার্ডিঞ্জ ব্রীজ ছিল, লালন শাহ সেতু ছিল, রুপপুর ছিল ভেড়ামারার ছবি দিতে পারতেন। সোজা চলে গেলেন মিরপুর।
যাইহোক ছবিব্লগ ভালো লেগেছে।
১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: তের নম্বর ছবিটা দেখেন । ওটা ট্রেনের ভেতর থেকে লালন শাহ সেতুর ছবি । আসলে হার্ডিঞ্জ ব্রীজের রেলিংয়ের কারণে লালন শাহ সেতুর ভাল ছবি তুলতে পারি নি । অনেক গুলো ছবি যদিও তুলেছি তবে ভাল আসে নি । এই ছবি গুলোই সব থেকে পরিস্কার এসেছে ।
১১ আর ১২ নম্বরটা রূপপুর পারমানবিক কেন্দ্রের !
১২| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
ছবিগুলো খুব স্পষ্ট ঝলমলে। খুব ভাল লাগলো।
১১ ও ১২ নং ছবি মনেহয় কুষ্টিয়ার ভেরামারার কাছে। সত্য?
১২ নং ছবিটা প্রথম দেখাতে ভেড়ামারার পাওয়ার হাউজ ভেবেছিলাম আমিও।
১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: দুর থেকে প্রথম দেখায় এমন মনে হতে পারে অবশ্য !
মন্তব্যের জন্য ধন্যবাদ । ভাল থাকুন সব সময় !
১৩| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার আগের মন্তব্য লালন শাহর কথা বলেছি। যাইহোক ভেড়ামারার ছবি মিস করেছি। আপনার বাড়ি মিরপুর?
১৯ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৩
অপু তানভীর বলেছেন: না না আমার বাড়ি চুয়াডাঙ্গা ! ঢাকা থেকে ট্রেনে করে গেলে ভেড়ামারা পথে পড়ে না । বাস যদি বঙ্গবন্ধু সেতু হয়ে আসে তখন পথে পড়ে !
১৪| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:০৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈশ্বরদী পরে কি পড়ে? ঢাকা থেকে আসার সময়?
১৯ শে জুলাই, ২০২২ রাত ১:১৮
অপু তানভীর বলেছেন: হ্যা ঈশ্বরদী পরে । ওখানে ট্রেন ইঞ্জিন বদলায় !
১৫| ১৯ শে জুলাই, ২০২২ রাত ১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মানে ঈশ্বরদীর পরে কোন ষ্টেশন?
১৯ শে জুলাই, ২০২২ রাত ১:৪৮
অপু তানভীর বলেছেন: এইটা তো এখন মনে পড়ছে না । এই স্টেশনের নাম আমার মনে থাকে না । মানে কোনটার পোরে কোন স্টেশন আসে এটা ! কাল এক বন্ধুর কাছ থেকে জেনে জানাবো !
১৬| ১৯ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঈশ্বরদীর পর পাকশী হয়েই তো ভেড়ামারা !!
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: হ্যা আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম । ঈশ্বরদীর পরে ভেড়ামারা স্টেশন তারপর মিরপুর।
১৭| ১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আমার জীবনের একটা মেইল ফলক এবারের ঈদে ট্রেন যাত্রা ! ছবি তে ভালোলাগা।
১৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:০৯
অপু তানভীর বলেছেন: একটা ছবি ব্লগ দিয়ে ফেলেন । মাইলফলক দেখে ফেলি !
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ৯:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার ট্রেনময় ছবি ব্লগ।