নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

পজেটিভ থিংকিংঃ তেলের মূল্য বৃদ্ধিতে যে যে উপকার হবে :D

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৪

আজ থেকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব কোন দিকে যাবে সেটা নিয়ে আলোচনা করার অনেক লোক পাওয়া যাবে । আমি সেদিকে যাবো না । আমি আজকে বলবো যে এই তেলের মূল্য বৃদ্ধির ফলে যে যে উপকার আপনি পাবেন সেই সম্পর্কে । যেহেতু এই তেলের মূল্য বৃদ্ধি ঠেকানোর কোন উপায় আপনার আমার হাতে নেই, সেহেতু ভাল ভাল দিকের কথা চিন্তা করে মনে মনে সুখী হওয়া ছাড়া জনগনের আর কিছু করারও নেই । জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে আমরা কী কী উপকার পাবো তার একটা তালিকা দেখে নেওয়া যাক।

১. যেহেতু আমাদের প্রাণ প্রিয় সরকার এই তেলের দাম বাড়িয়েছে সেহেতু কোন না কোন দিক দিয়ে অবশ্যই উন্নয়নের পক্ষে হবে । আমরা সব সময় জানি যে সরকার সব সময় দেশ ও জনগনের উন্নয়নের পক্ষেই কথা বলে ।

২. জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ফলে মানুষ এখন নিজেস্ব গাড়ি কম কম ব্যবহার করবে । যাদের দুইটা গাড়ি ছিল তারা এখন একটা গাড়ি ব্যবহার করার চেষ্টা করবে। এছাড়া যেহেতু তেলের দাম বেড়েছে অধারিত ভাবে সাথে সাথে সিএনজি ভাড়াও ড্রাইভাররা বাড়িয়ে দিবে। তেলের মূল্যের সাথে যেহেতু সব কিছু জড়িতো। ফলে ঢাকা শহরে মানুষ বেশি বেশি গন পরিবহনে চলার চেষ্টা করবে । আর ব্যক্তিগত গাড়ি যত কম হবে তত ঢাকা শহরে জ্যাম কমবে । ফলে আপনি আগের থেকে কম সময়ে নিজেস্ব গন্তব্য পৌছাতে পারবেন । এছাড়া কম জ্বালানী গাড়ির ব্যবহার মানে কম পরিবেশ দূষণ । এতা সব থেকে বড় উপকার ।

৩. তেলের মূল্য বৃদ্ধির ফলে গাড়ি গুলোতে সিএনজিতে কনভার্শনের পরিমান আরও বাড়বে । ফলে তেল চালিত ইঞ্জিন হতে যে পরিমান কঅ ধোঁয়া বের হয়ে পরিবেশ দূষিত করতো সেটা কমে যাবে । পরিবেশ হয়ে উঠবে সুজলা সুফলা উন্নয়ন শ্যমলা !

৪. মানুষ এখন দ্বি চক্রযান অ্থ্যাৎ সাইকেল কেনা এবং চড়া চেষ্টা করবে বেশি বেশি । এর ফলে আবারও পরিবেশ হয়ে উঠবে সুন্দর । সেই সাথে যারা নিয়মিত সাইকেল চালাবে তাদের দেহে একটা শারীরিক পরিশ্রম হবে । স্বাস্থ্য ভাল হবে । দেহের স্থুলতা কমবে। ডাক্তারের কাছে কম যেতে হবে । ডাক্তারী ঔষধ পত্র কম খরচ হবে । টাকা পয়সা বাঁচবে ।

৫. তেলের মূল্য বৃদ্ধির ফলে সকল পরিবহনের ভাড়া বাড়বে । ফলে প্রায় সকল পন্যের দাম বাড়বে । এবং অবশ্যই এতে মূনালাও বাড়বে । হ্যা এটা সত্য যে টাকা বেশি যাবে জনগনের পকেট থেকেই তবে এটাও তো ভাবতে হবে সেই টাকা তো অন্য জনগনের পকেটেই যাচ্ছে । দেশের ভেতরেে উৎপাদন মূল্য বাড়বে যা দেশের জিডিপি বৃদ্ধি করবে । এই দিকটা তো ভেবে দেখতে হবে নাকি !

৬. তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের জ্বালানী ক্ষেত্রে ভুর্তূকী কমবে । ফলে কী হবে ? এই অর্থ দিকে সরকার অন্য খাতে আরও বেশি বেশি উন্নয়নের কাজ করতে পারবে । দেশে আরও উন্নয়নের বন্যা বয়ে যাবে । দেশ আরও এগিয়ে যাবে ।

আমাদের আসলে জীবনে সুখী এবং উ্নয়নের পক্ষে থাকার জন্য সব সময় সরকারের সকল সিদ্ধান্তের ভাল ভাল দিক নিয়ে আলোচনা করতে হবে । তাহলে দেশ এগিয়ে যাবে । আমরা একটা সুখী এবং উন্নত জাতি হিসাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াতে পারবো ।

:D :D

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৯

রানার ব্লগ বলেছেন:

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: পাকিস্তানে তেলের দাম দেখা যাচ্ছে না কেন?

২| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৫

ককচক বলেছেন: সরকারের মন্দ দিক নিয়ে আলোচনা করলে উন্নয়ন বিরোধী ট্যাগ খাওয়ার সম্ভাবনা প্রচুর!

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৯

অপু তানভীর বলেছেন: সেই কথা আর বলতে ! এই কারণে সব সময় সরকারের উন্নয়ের কথা বলতে হবে !

৩| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪২

আহাদ রায়হান বলেছেন: 'শুকনা' না খেলে এধরণের পজেটিভ চিন্তাভাবনা করা সম্ভব না ভাই।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫০

অপু তানভীর বলেছেন: সরকারের পক্ষে পজেটিভ চিন্তা করার জন্য দরকার হলে তাই খেতে হবে নিয়মিত ! :D

৪| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৩

মিরোরডডল বলেছেন:




ফলে আপনি আগের থেকে কম সময়ে নিজেস্ব গন্তব্য পৌছাতে পারবেন ।
এটা মনে হয় ঠিক হয়নি ।
পাবলিক ট্রান্সপোর্টের চেয়ে প্রাইভেটে ফাস্ট যাওয়া যায় ।
পাবলিক বিভিন্ন স্টপে থামে, বেশি সময় লাগে ।

৪নং ঠিক আছে । বাংলাদেশ একদিন নেদারল্যান্ডস হবে :)
ওখানে ম্যাক্সিমাম মানুষ সাইকেল চালায় ।


০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: বাংলাদেশে যে হারে জ্যামে তাতে কি প্রাইভেট আর কি পাবলিক সব প্রায় একই ।

আমি আগে থেকেই নেডারল্যান্ডসে থাকি । তাই তো নিয়মিত সাইকেল চালাই ! :D

৫| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৫৮

জুল ভার্ন বলেছেন: এই সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার হতো, জনগণের সরকার হতো তাহলে জনগণের দুঃখের কথা ভেবে গ্যাস-বিদ্যুৎ জ্বালানি তেলের দাম বাড়াতো না।

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: এসব কথা বলে আর কী লাভ হবে ! এখন কেবল সরকারের গুনগান গাইতে হবে । সরকার উন্নয়ের সরকার !

৬| ০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

খাঁজা বাবা বলেছেন: বিনোদিত হলাম। ধন্যবাদ :)

০৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: সরকারের উন্নয়ের পক্ষে থাকুন । উন্নয়ের সঙ্গী হৌউন !

৭| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫

শেরজা তপন বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে =p~
~তেলের দাম হাজার টাকা লিটার করার দাবি জানাচ্ছি

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: এসব এখন সময়ের দাবী ! আপনার দাবীতে সহমত জানাই ;)

৮| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৯

রানার ব্লগ বলেছেন: পাকিস্তানে গ্রাহক পর্যায়ে এক লিটারের পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৭ দশমিক ৭৯ রুপি। প্রতি লিটার হাইস্পিড ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৪ দশমিক ৪৮ রুপি এবং প্রতি লিটার কেরোসিনের দাম ধরা হয়েছে ১১০ দশমিক ২৬ রুপি।

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৩

অপু তানভীর বলেছেন: উপরের সব হিসাব দিলেন টাকাতে তা এইটাতে আবার রুপী কেন ? এটাও টাকাতে কনভার্ট করে দেন !

৯| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

পুরানা দামান বলেছেন: ভাইজান সাইকেলের চাক্কাতেও তেল দিতে হয়, এতেও পরিবেশ দূষণ হবে। ঘোড়া আর খচ্চর পালেন ভাই :-B

০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪

অপু তানভীর বলেছেন: আমি সাইকেল পানি দিয়া ধুই । সুতারাং নো সমস্যা :D

১০| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

কামাল৮০ বলেছেন: তেলের দাম বাড়াতে তেলমারা কমে যাবে।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: তেলমারা কমবে না মোটেই । এই তেলের উৎপাদে টাকা লাগে না যেহেতু .....

১১| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:২০

আলাপচারী প্রহর বলেছেন: শুনেছি আইএমএফ-এর শর্তানুযায়ী তেলের দাম বাড়ানো হয়েছে।
তাদের ৩টি শর্তানুযায়ীঃ
১ তেলের দাম বাড়াতে হবে
২ কৃষিতে ভর্তূকি উঠিয়ে দিতে হবে
৩ অন্যান্য ইউটিলিটির দাম বাড়াতে হবে (বিদ্যূত, গ্যাস, পানি)

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: কতই না মরিয়া আইএমএফের থেকে লোন নেওয়ার জন্য !

এতো এতো উন্নয়ন !! কোথায় গেল !

১২| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৩

কথার ফুলঝুরি! বলেছেন: আমি ভাবছি একটা সাইকেল কিনে নেই । আইডিয়া খারাপ না ।

ভালোই বলেছেন সবগুলো পয়েন্টই ।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: জীবন যুদ্ধে আমি অনেক এগিয়ে । অনেক দিন থেকেই আমি নিয়মিত সাইকেল চালাই !

১৩| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হ, সব কিছুরই ভালো মন্দ দুইটা দিকই থাকে। :-P

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৭

অপু তানভীর বলেছেন: আমাদের সরকারের ভাল দিক নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে ! এটাই উন্নয়নের পক্ষে থাকার একমাত্র উপায় !

১৪| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: সবকিছুর উন্নয়নের পাশাপাশি দামেরও উন্নয়ন হলো এই আরি কি! B-)

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪২

অপু তানভীর বলেছেন: অতি সত্য ! এই সত্য কথাটা দেশের জনগন বুঝতে পারছে না ! :D

১৫| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৭

মোগল বলেছেন: ভাল

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: উন্নয়নের পক্ষে সকল লেখাই ভাল

১৬| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২০১৪-১৫ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে মুনাফা করছে বিপিসি। গত ৮ বছরে ৪৮ হাজার ১২২ কোটি টাকা মুনাফা করেছে এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে ৯ হাজার ৫৫৯ কোটি ৪৫ লাখ টাকা লাভ করে আর চলতি অর্থবছরের ৮ মে পর্যন্ত ১ হাজার ২৬৩ কোটি টাকা মুনাফা করে।

০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: এই সবই উন্নয়ন ! সব উন্নয়ন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.