নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত সপ্তাহের কথা । সিড়ি দিয়ে নিচে নামছি । দো-তলার কাছে এসেই দেখি দারোয়ান একজন যুবককে নিয়ে দাড়িয়ে আছে । দো-তলার ভাড়াটিয়ার সাথে কথা বলছে । আমাকে দেখে দারোয়ান বলল, মামা আপনি তো নেট সম্পর্কে ভাল বোঝেন আপনার সাথেই কথা বলতে চাইছে !
দারোয়ান যখন বলল যে নেট তখন আমার প্রথমেই মনে হল যে হয়তো নতুন কোন ব্রডব্যান্ড প্রোভাইডার আসছে । আমাদের সাথে কথা বলতে চাইছে যেহেতু আমরা নেট ব্যবহার করি । যুবকের চেহারা সম্য এবং ভদ্র । দেখে কোন বেসরকারি ব্যাংকের প্রভেশনাল অফিসারের মত মনে হচ্ছে । কথা বলার ধরনও একই রকম । হাসিহাসি মুখ করে কথা বলা ।
আমি দাড়িয়ে পড়লাম । তারপর বললাম, জ্বী বলুন !
যুবক বলল, আপনারা যখন দুজন আছেন তাহলে এক সাথেই বলি !
দো-তলার ভাড়াটিয়াও দরজার সামনে দাড়িয়ে !
যুবক বলল, আমার নাম ..... (নামটা যে কী বলেছিলো ভুলে গেছি) আমি আর আমার ওয়াইফ মিলে একটা রেস্টুরেন্ট দিয়েছি । হোম ডেলিভারি সার্ভিস ! এই হাউজিংয়েই । রেস্টুরেন্টের নাম হচ্ছে ...... (নাম টা বললাম না, মনে আছে যদিও) আমাদের একটা ফেসবুক পেইজ আছে ।
আমি মোবাইল বের করে নামটা আরেকবার জানতে চাইলাম । দেখলাম যে পেইজটা আসলেই আছে । এবং পেইজে একটা লাইকও দিয়ে দিলাম ।
যুবক আবারও বলা শুরু করলো, আমরা আসলে রেস্টুরেন্টের পরিচিতির জন্য ঠিক করেছি যে সামনের শুক্রবার কিছু খাবার রান্না করে আমাদের প্রতিবেশি মানে আপনাদের ঘরে ঘরে পৌছে দিবো । আপনারা সেই খাবার খেয়ে টেস্ট করবেন তারপর যদি ভাল লাগে আমার কাছ থেকে অর্ডার করবেন আর পেইজে একটা রিভিউ দিয়ে দিয়েন। এখন আগামী শুক্রবার কি আপনাদের বাসায় খাবার পৌছে দিবো?
বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর এতো রেস্টুরেন্টের খাবার ! আমি এক গাল হেসে বললাম, হ্যা হ্যা অবশ্যই । আমি এই যে সাত তলাতে থাকে । শুক্রবারেই নিয়ে আসবেন । আর আপনাদের পেইজে আমি লাইকও দিয়ে দিয়েছি !
যুবক খুশি হল । তারপর বলল, অনেক ধন্যবাদ ।
তাকে দেখলাম হাতের ডায়েরি বের করে কী যেন টুকে নিল । সম্ভবত বিল্ডিংয়ের কোন কোন ফ্লাটে খাবার পৌছে দিবে তার একটা লিস্ট তৈরি করছে । আমি খুশি মনে নিচে নেমে গেলাম । মনের ভেতরে একটা আনন্দ এসে জড় হল এই ভেবে যে শুক্রবারে রেস্টুরেন্টের খাবার এসে হাজির হবে এবং ফ্রিতে । ফ্রির খাবারের মজাই আলাদা !
যথারীতি শুক্রবার এল । শুক্রবারটা আমার একেবারেই আরাম আয়েশে কাটে যদি ট্যুরে না যাই । সকালে কফি, টোস্ট আর আপেল দিয়ে নাস্তা করার পর পিসির সামনে বসলাম । তবে মাথার ভেতরে একটা চিন্তা কাজ করছিলো সব সময় যে আজকে দুপুরে খাবার আসবে ।
বাসায় অন্য কেউ থাকলে আমি কখনই দরজা খুলতে বের হই না । আজকে যখনই কলিংবেল বাজছে তখনই আমি নিজে দৌড়ে গিয়ে দরজা খুলতে যাচ্ছি ! একবার আসলো বুয়া, একবার আসলো নেট বিলওয়ালা আর আরেকবার এল বাসারই আরেক সদস্য । সে বাইরে গিয়েছিলো ।
দুপুরের খাবার শেষ করলাম । দুপুর গড়িয়ে বিকাল হল । আমার মনে হল যে হয়তো তারা আস্তে আস্তে সবার বাসায় দিয়ে আসছে, তাই দেরী হচ্ছে । আমাদের খাবার আসতে আসতে বিকেল হয়ে যাবে । ওমা দুপুর গড়িয়ে বিকেল তারপর রাত হয়ে গেল । তার আসার কোন নাম নেই । শেষে মনে মনে ভাবলাম যে রাতের ডিনারের পরে নিশ্চিত আসবে । রাত ১২ বেজে গেল তখনও ওরা এল না !
কথা হচ্ছে খাবার যদি নাই দিবে তাহলে বাসায় এসে এই ভাবে লোভ দেখানোর মানে কী ? এটা অনেকটা দাওয়াত দিয়ে খেতে না দেওয়ার মতই তো হয়ে গেল !
যাক গে ! না দিয়েছে না দিক ! আমার আবার এতো খাওয়ার লোভ নেই ।
ভেবেছিলাম খাবার খেয়ে খুব প্রশংসা করলো । আমার নিজের ফেসবুক পেইজে একটা রিভিউ দিয়ে দিবো । ওদের পেইজে গিয়ে একটা ৫ স্টার দিয়ে আসবো ! একটা ব্লগ পোস্ট করবো ওদের ফুড নিয়ে !
না দিলো, না দিক ! ওদের লস !
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:২০
অপু তানভীর বলেছেন: তুমি তো জানোই আমার আবার খাওয়া দাওয়ার এতো লোভ নেই । ফ্রি খাওয়ার লোভ একদমই নেই !
যাই হোক শুভ জন্মদিন ! আজকে ১৭ আগস্ট ! আজকে আরও একজনের জন্মদিন !
২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৭
শায়মা বলেছেন: হুম জানি জানি ........
অনেকেই ১৭ আজকে। কিন্তু বিশেষ ১৭ আমি আর সে তাইনা??
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৩৮
অপু তানভীর বলেছেন: ভুলে গিয়েছিলাম । আজকে আমার দুইজন প্রাক্তনের জন্মদিন ! একই সাথে একই দিনে ! বুঝো অবস্থা !
৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ২:৪৪
ককচক বলেছেন: ভালো লেগেছে
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: খাবার তো এল না আর !!
৪| ১৭ ই আগস্ট, ২০২২ ভোর ৪:১৯
মামুinসামু বলেছেন: এইডা কি হইল???
খাওয়াইবোনা তাইলে দাওয়াত দিল ক্যান?
ক্যান ক্যান ক্যান?
যাউকগা আপনারে ক্যান কোক খাওয়ামুনে...
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: এই কথা তো আমার নিজেরও । নিজে এসে দাওয়াত দিয়ে গেল অথচ খেতে দিল না ! এটা কোন কথা বলেন ?
উকে আপনের কোকাকোলার অপেক্ষায় রইলাম !
৫| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৫
শেরজা তপন বলেছেন: আহা বড় কষ্ট লাগছে! ওদের খবর নিয়ে দেখতে পারেন হয়তো কোন সমস্যা হয়েছে। কোনকিছু পুরোপুরি না জেনে জাজমেন্ট করে আমরা অনবরত ভুল করছি।
# ব্লগে অপু তানভীর একটা ব্রান্ড! নতুনদের অনেকেই হয়তো আপনাকে ফলো করে। খুব সহজ কিছু বানানে আরো বেশী যত্নবান হবেন বলে আশা রাখছি। সেইসাথে আমাদের ভুল-ভাল এমনি করে ধরিয়ে দিবেন
* আগের মন্তব্যটা মুছে দিবেন।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: আরে আমি তাদের পেইজে তখনই গিয়ে দেখেছি । সেখানে তো ঠিকই প্রতি দিন খাবারের ছবি পোস্ট হচ্ছেই । গতদিন মোরগ পোলাউয়ের পোস্ট এসেছে । দেখতে এতো চমৎকার হয়েছে বুঝলেন একবার মনে হল একটা অর্ডার দিয়েই দিই । তারপরই মনে হল যে দাওয়াত যখন দিয়েছে নিশ্চিত যে খাবার আসবেই .....
আমার বানান ভুল একটা কমন ব্যাপার । সত্যি বলতে এই দোষ থেকে আমি কোন ভাবেই বের হতে পারি না । কেন যে পারি না কে জানে !
৬| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২০
রেজাউল৮৮ বলেছেন: মানুষরে টুপি পড়ানো কত সহজ!
ভালো আইডিয়া।
আমি ভাবতেছি ফেসবুকে একটা পেজ খুলবো ভালো কসমেটিকসের। এরপরে যেই বিল্ডিংগুলোতে সুন্দরী মহিলা থাকে সেগুলোতে যেয়ে তাদের নাম ফোন নম্বর নিয়ে বলবো ফেসবুকে পেজে লাইক দিলে ফ্রি কসমেটিক ডেলিভারি দেওয়া হবে। সুন্দরী মহিলাদের নাম ফোন নাম্বার পরে বিক্রি করা যাবে। ভালো আইডিয়ার জন্য অনেক ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: ঠিক টুপি পড়ানো আসলেই সহজ । তবে আমার মনে হয় যে নিশ্চিত কোন সমস্যা হয়েছে । দেখা যাক এই সপ্তাহে আসে কিনা ! আমি অপেক্ষায় থাকি ।
আপনার বুদ্ধি খানা ভাল । ট্রাই করে দেখেন ! ফলাফল জানিয়েন !
৭| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: হতাশ হইওনা। "দিলে খাবো, না দিলে খাবোনা"- দর্শন অবলম্বন করো!
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন: এই নীতি নিয়েই বসে আছি । দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি ! আপডেট জানানো হবে !
৮| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওঁদের পেজটা আনলাইক করে দিন। কথার ঠিক নাই...
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৭
অপু তানভীর বলেছেন: একবার এই কথা ভেবেছিলাম । তবে মনে হল যে আরও একটা সপ্তাহ দেখা যাক । না এলে তখন আনলাইক করে দিব ঠিক করেছি !
৯| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনে আছেন খাওয়া নিয়ে। এদিকে আমার মনে হচ্ছে ঐ লোকের বউ তার সাথে শুক্রবার সকালে ঝগড়া বাধায় দিছে কোন বিষয় নিয়ে!
আমার এক কলিগ এমন আমাকে দাওয়াত দিয়ে তার বাসায় যেতে বললো। রওনা দেওয়ার সময়ও কথা হলো। বাসায় গিয়ে দেখি কেউ নাই! ফোনও ধরে না! ২দিন পরে জানছি আমরা যেতে যেতে ভাই কি একটা ভুল করেছে। বউ তাই নিয়ে রাগ করেছে। রাগ করে ভাই আর তার বউ বাসা থেকে এক সাথে বের হয়ে গেছে (বউকে ঠান্ডা করতে)। আমাদের জানাতে পারে নাই, সময় সল্পতার কারণে!
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩১
অপু তানভীর বলেছেন: আমারও মনে হয়েছিলো প্রথমে এমন না । তাই সেই পেইজে গিয়ে হাজির হলাম । সেখানে তো দিব্যি পোস্ট হচ্ছে । নতুন কি আইটেল রান্না হল কতজন ডেলিভারি হল এসব আপডেট হচ্ছে । তাই তেমন কিছু হয় নি ধরে নেওয়া যায় !
আপনার মত এমন দাওয়াত খাওয়ার গল্প আমার নিজেরও একটা আছে । তবে সেটা একটু অন্য রকম ! একদিন লিখবো !
১০| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের দিকে টাইপো আছে- দাওয়াত দিয়ে খাবার না দিয়ে দেওয়ার মত। না হবে।
প্রসংশা করবো হবে।
আহারে খাবার দিলনা বলে কয়ে এটা অন্যায়।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: আমার এই টাইপোটা হয় প্রায়ই । ''না'' বসে না । ঠিক করে দিয়েছি ।
দেখা যাক এই শুক্রবারে কি হয় !
১১| ১৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরকম ধোকবাজী করার কথা না একই মহল্লাতে হয়তো কোন সমস্য হয়েছে ।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৫
অপু তানভীর বলেছেন: দেখা যাক এই শুক্রবারে কী হয় ! অপেক্ষা করে আছি !
১২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি ওনাদের সাথে যোগাযোগ করুন।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: যোগাযোগ করে কী বলব?
বলব যে খাবার দিতে চাইলেন, দিলেন না কেন?
এই কথা কি বলা যায় !!
১৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:১২
জুন বলেছেন: সে বুঝতে পেরেছে কফি টোস্ট আর আপেল খাওয়ার পর আপনার পেটে আর জায়গা নেই। শুধু শুধু বেচারাদের দোষ দিয়েন্না অপু তানভীর
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬
অপু তানভীর বলেছেন: আরে এক কাপ কফি, একটা টোস্ট আর একটা এপেল এতে করে যে পেটে জায়গা আর কত টুকু ভরবে বলুন !!!
১৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৯
মনিরা সুলতানা বলেছেন: যেহেতু এলাকার ই, অপেক্ষা করেন পেয়ে যাবেন।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন: এই সপ্তাহ দেখা যাক অপেক্ষা করে ! যদি আসে ! যদিও আমার লোভ নেই ওতো !
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৭
শায়মা বলেছেন: আঙ্গুর ফল টক গল্পের শেয়াল ছিলো মনে হয় ঐ লোকটা আগের জনমে।
মানে আসলে তুমিই হবে সেটা কিন্তু তোমাকে কি আমি শেয়াল বলতে পারি!! তাই ঐ বেটাই শেয়াল হোক।