নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কদিন থেকেই হিজাব পরা নিয়ে ইন্টারনেট গরম হয়ে আছে । এক পক্ষ বলছে হিজাব তোমাকে পরতেই হবে । অন্য পক্ষ বলছে, আরে বেটা আমি হিজাব পরবো কি পরবো না সেটা আমার ব্যাপার । তুই বলার কিডা ! এটা নিয়ে পোস্ট আসছে একটার পর একটা । মন্তব্য আসছে । ব্লগ আর ফেসবুকে এই পোস্ট আর মন্তব্য পড়তে পড়তে আমি অনেকটা দিশাহারা ! কিন্তু এতো এতো মন্তব্যের ভেতরে একটা ব্যাপার খুব ভাল করে চোখে পড়ছে ।
যদিও পোস্টেও শিরোনামে লেখা হয়েছে হিজাব পরা বিষয়ক গুরুত্বপূর্ণ পোস্ট, তবে এই পোস্টের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে পরা আর পড়া নিয়ে । হিজাব নিয়ে ফেসবুক এবং ব্লগে যত গুলো পোস্ট পড়েছি এবং সেখানে যত গুলো মন্তব্য পড়ে দেখলাম তার বেশির ভাগই লেখা ''হিজাব পড়া'' হিসাবে । আমার সামনে যতগুলো কমেন্ট এসেছে, প্রায় সবাই এই বানানটা লিখেছেন পড়া হিসাবে । যা আসলে ভুল । উপরের প্যারাতে দেখুন আমি পরা আর পড়া শব্দ গুলো বোল্ড করে দিয়েছি । এখানে কোন শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেটা নিয়ে একটা ক্ষুদ্র ধারণা পাবেন আশা করি !
আমার সামনে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান রয়েছে । সেখান থেকে এই দুই পরা আর পড়ার অর্থ আপনাদের সামনে তুলে ধরলাম ।
পরা (wear) পরিধান করা, অঙ্গে ধারণ করা (জামা পরা, হিজাব পরা, প্যান্ট পরা, কপালে টিপ পরা) । পরিধান, অঙ্গে ধারণ (পরা না-পরা দুই-ই সমান)। পরিহিত (জুতো পরা পা) পরিধান করানো।
আমরা যে জিনিস পরি শরীরে বা অঙ্গে, পরিধান করি সেই পরা বানান হবে এই ''পরা'' । কোন ভাবেই এখানে ''ড়'' ব্যবহৃত হবে না । হিজাব পরা, শাড়ি পরা, জুতো পরা ইত্যাদি ।
অন্য দিকে ''পড়া'' শব্দের অর্থ অনেক । বই পড়া (read), ব্লগ পড়া আমরা জানি । বাংলা একাডেমির অভিধানে দেখা যাচ্ছে প্রায়ই ৩১টা স্থানে এই ''পড়া'' ব্যবহার করা হয় । তার ভেতরে কয়েকটা আপনাদের সামনে তুলে ধরলাম ।
পড়া
১. পতিত হওয়া (গাছ থেকে পড়া)
২. স্বরণ হওয়া ( মনে পড়া)
৩. অধ্যয়ন, আবৃত্তি করা (কবিতা পড়া)
৪. উপাসনা করা (নামাজ পড়া)
৫. আক্রান্ত হওয়া (অসুখে পড়া)
৬. শরীর এলিয়ে দেওয়া (শুয়ে পড়া)
৭. আরাম্ভ হওয়া (শীত পড়া)
৮. গোচরে আসা (চোখে পড়া)
এভাবে আরও উদাহরণ যদি আমরা দেখি - পাতা পড়া, পিছিয়ে পড়া, রাগ পড়া, পায়ে পড়া, পিছলে পড়া, কেটে পড়া, প্রেমে পড়া, গায়ে পড়া, বিপদে পড়া, আকাশ থেকে পড়া ইত্যাদি ।
আশা করি এবার থেকে হিজাব পরা নিয়ে জ্বালাময়ী পোস্ট কিংবা মন্তব্য করার আগে এই পরা/পড়া বিষয়ক বিভ্রান্তি দুর করে নিবেন।
জনস্বার্থে অপু তানভীর
রেফারেন্স
আধুনিক বাংলা অভিধান
পৃষ্ঠা ৭৭২ ও ৭৮৬
কারো কাছে বাংলা অভিধান না থাকলে অনলাইন বাংলা অভিধান থেকেও চেক করে নিতে পারেন ।
বিঃদ্রঃ আমার নিজের লেখায় অনেক বানান ভুল থাকে । তারপরেও এই পোস্ট দিলাম । আশা করি ব্লগাররা তীর্যক চোখে দেখবেন না।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৭
অপু তানভীর বলেছেন: ব্লগে আমার পড়া সব থেকে বেশি শুদ্ধ লেখা আপনার আর সাজিদ উল হক আবির সাহেবের । এছাড়া ব্লগে কম বেশি সবারই বানান ভুল হয় ! শায়মা আপু, কাভা ভাই আর ভুয়া মফিজের বানানও অনেক শুদ্ধ ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৬
মীর ভাই বলেছেন: খুবই সমসাময়িক পোস্ট । ধন্যবাদ আপনাকে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: এই ভুলটা খুব বেশি চোখে পড়ছে । আশা করি এরপর ব্লগাররা ঠিক করে নিবেন ।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭
কামাল৮০ বলেছেন: ইসলাম হিজাব বলে কিছু নাই।চাদর দিয়ে মুখ ডাকতে বলেছে,মনে হয় ঘুমটার মতো করে।এই আয়াত নাজিল হবার কাহিনী বড় করুন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: পোস্ট না পড়ে মন্তব্য করার অভ্যাস আপনার গেল না !
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারপর যদি সকলের বোধদয় হয়!
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: আশা করি এবার সঠিক করে লিখবে।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১১
কামাল৮০ বলেছেন: ইসলাম হিজাব বলে কিছু নাই।চাদর দিয়ে মুখ ডাকতে বলেছে,মনে হয় ঘুমটার মতো করে।এই আয়াত নাজিল হবার কাহিনী বড় করুন।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: সঙ্গ দোষে আসলে লোহা ভাসে !
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: কি পড়াতে গিয়ে কি পরাচ্ছে!!
এতো সব দেখে তো প্যাঁচে পড়ে আচ্ছি!!
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০
অপু তানভীর বলেছেন: ঠান্ডা মাথায় চিন্তা করলে সব ঠিক হবে যাবে আশা করি ।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০
সাড়ে চুয়াত্তর বলেছেন: পড়া আর পরা নিয়ে আমি প্রায়ই সমস্যাই পড়ি। আগের বাক্যের শেষ শব্দ 'পড়ি' কে পরি লিখতে গিয়েছিলাম। পরে আপনার পোস্টের সাহায্য নিয়ে 'পড়ি' লিখলাম।
আশা করি হিজাব নিয়ে যারা পোস্ট দিয়েছে তারা বানানগুলি ঠিক করে ফেলবে।
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০১
অপু তানভীর বলেছেন: সমস্যায় পড়া বানানে ''ড়'' হবে । বলা যায় পরিচিত ব্যবহারের শব্দের ভেতরে কেবল পরিধান করা অর্থে পরা শব্দে ''র'' হয় । বাকি প্রায় সব পড়াতেই ''ড়'' হয় !
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৯
মুনাওয়ার সিফাত বলেছেন: এই ড় এবং র এর তফাত মাস্ক পরার ক্ষেত্রেও দেখা দিয়েছিল অবশ্য।
(অপ্রাসঙ্গিক মন্তব্যঃ ব্লগ লিখা শুরু করার পর প্রথম পাথায় লিখা আসছে না কেন? এর ক্রাইটেরিয়া কি? অথচ বলা আছে তিন দিন লিখা পর্যবেক্ষণ করা হবে। লিখা নিয়ম অনুযায়ী পোস্ট করেও লাভ হচ্ছে না।)
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৮
অপু তানভীর বলেছেন: সকল পরিধানের বেলাতে পরা হবে আর বাকি প্রায় সব স্থায়েই পড়া হবে ।
তিন দিন লেখা থাকলেও আসলে কবে যে আপনার লেখা প্রথম পাতায় আসবে সেটার কোন নিশ্চয়তা নেই । আমার মনে আছে আমার লেখা প্রথম পাতায় এসেছিল প্রায় তিন মাস পরে । এখন যদিও ব্লগার কম তাতে তুলনামূলক কম সময়ে আসার কথা । আপনি বেশি বেশি মন্তব্য করুন আর পোস্ট করুন মানসম্মত । আর মডারেটরকে মেইল দিয়ে জানাতে পারেন ।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:০৫
ঈশ্বরকণা বলেছেন: অপু তানভীর, এতো ভুল ধরার কিছু নেই ব্লগে সবাই আমড়া আমড়াইতো !
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯
অপু তানভীর বলেছেন: সে তো আমি জানিই । মানুষ মাত্রই ভুল করে, ম্যান ইজ মর্টাল
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৬:০৬
কামাল৮০ বলেছেন: আপনার পোষ্টে এসেই এই ভুলটা হয় বেশি।এই জন্য দুখিঃত।ভবিষ্যতে ভুল এড়িয়ে চলতে চেষ্টা করবো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫২
অপু তানভীর বলেছেন: পোস্ট সম্পূর্ন পড়ে মন্তব্য করলে এই ভুল হবার না ।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:৫২
সোহানী বলেছেন:
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৩
অপু তানভীর বলেছেন: আপনার পোস্টের মন্তব্য তো দেখতে পেয়েছেন !!
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জানি তো
কিন্তু অনেকেই ভুল করে
আরও কত কত ভুল মাইনষে করে
আমিও করি যেগুলো নিজের চোখে ধরা যায় না । তবে পরা পড়া এটা ভুল হয় না
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: লেখায় তো ভুল হবেই । আমার লেখাতেই কত ভুল হয় । তবে ভুল হয় দুই ভাবে । এক হচ্ছে অসতর্কতা/তাড়াহুড়ার কারণে । মানে হচ্ছে লেখক বানানটা জানেন কিন্তু টাইপের সময়ে ভুল করেছেন । অন্য ভাবে ভুল হয় যে লেখক বানানটা জানেনই না । এই পরা/পড়া জনিত ভুলের বেশির ভাগই এই না জানার কারণে । আশা করি এরপর থেকে সঠিকটা সবাই জানতে পারবে ।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩০
শেরজা তপন বলেছেন: বেশ! অনেকেই উপকৃত হবে
আমি অন্য বানানে খেয়াল না করলেও এখানটায় চেষ্টা করি শুদ্ধ রাখতে।
এক কথায় বললে হয়- 'পরিধান' বাদে আর সব পড়া-ই 'ড়' দিয়ে হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১১
অপু তানভীর বলেছেন: হ্যা পরিধান বাদ দিয়ে প্রায় সব স্থানেই ড় হয় । এটা অনেকেই জানে না । এই বানান টা আমার এতো চোখে পড়ে যে বলার মত না ।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: অভ্র দিয়ে লিখি তাই বানান বিষয়ক সিস্টেমে আমরা কিছুটা হলেও বন্দী । তবে পড়া আর পরায় ভুল না হওয়াই স্বাভাবিক । বেশ ইতর আর কমিনা এই বানানের তোয়াক্কা করে না , খুব দ্রুত টাইপ করে হিজাবের ব্যাপারে মত দিতে আর তাই ভুল হয় , জ্ঞাতসারে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১২
অপু তানভীর বলেছেন: কেন? বন্দী কেন হবেন ?
অভ্র দিয়ে সব বানানই লেখা যায় একেবারে পরিস্কার ভাবে । আপনার কোন কোন বানান লিখতে আমাকে বলেন দেখি । আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ।
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: পরা/পড়া ভুলটা খুব কমন ভুল। আরও আছে য়/ই ব্যবহার নিয়ে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৩
অপু তানভীর বলেছেন: হ্যা পরা/পড়ার সাথে য়/ই এর ব্যবহার অনেকেই জানেন না ।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২১
ভুয়া মফিজ বলেছেন: টিউটোরিয়ালটা ভালো হয়েছে। শিক্ষক হিসাবে যে আপনি উন্নতমানের সেটা বুঝতে পারলাম। আমি কোন লেখা পড়লে কেন জানি সেই লেখার ভুলগুলো আমার চোখে ধরা পড়ে সর্বাগ্রে। আমার বউ অবশ্য বলে, আমি নাকি বেশী বুঝি, তাই আমার এই অবস্থা!!
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৪
অপু তানভীর বলেছেন: এতে অবশ্য আমার সব থেকে বেশি উপকার হয় । আপনার কারণে আমার লেখার ভুল গুলো বের হয়ে যায় !
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩
ইসিয়াক বলেছেন: আমি তো বানান ভুলের রাজা!
তবে ব্লগে কিছু লিখতে গেলে সর্বোচ্চ সতর্ক থাকি। হা হা হা .... তবে অন্যের ভুলগুলো কেন জানি বেশ ভালোই ধরতে পারি।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: বানান ভুল আমারও কম যায় না । তবে সেগুলো বেশির ভাগই হয় অসতর্কতার কারণে । আমি লিখি খুব দ্রুত । আর লেখার পরে আর রিভিশন দেই না । এই হচ্ছে বাজে অভ্যাস ।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০৮
অক্পটে বলেছেন: খুব ভাল করেছেন, বিষয়টা এখন সবার নজরে আসবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: যাদের নজরে এসেছে তাদের ভুল না হলেই এই লেখা সার্থক
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! অল্প কথায় সুন্দর পোস্ট++
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৬
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: উপরে হিজাব পড়ে নিচ দিয়ে টাকনুর উপরে পাজামা পড়ে ঘুরে বেড়ালে কি লাভ বলুন। তার চেয়ে খুল্লাম খুল্লাই ভাল। দেখিয়ে দেখে দুই দিকেই মজা, আসতাগফিরুল্লাহ
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন:
২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭
রানার ব্লগ বলেছেন: হিজাব পড়াই থাক। আর পরার বিষয় টা সার্বজনীন থাক।
২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: নিয়ম যা নিয়মই ।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এটা বেশিরক্ষেত্রেই ভুলভাবে লেখা হয়। তবে অসাবধানে 'ড়' পড়ে না গেলে হিজাব পরা, জামা পরা, ইত্যাদি আমি 'র' দিয়েই লিখি (শুদ্ধভাবে)।