নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ সৃষ্টির শুরু থেকে আমাদের সাথে আছে ব্লগ ক্রিয়েটর, মডারেটর, ব্লগার, ব্লগনিক, ব্লগপোস্ট, কমেন্ট এবং আছে মাল্টিনিক ! সামুর ইতিহাসে সব চেয়ে মাল্টিনিকটি কার আমার বড় জানতে ইচ্ছে করে ? কে সেই মহান ব্যক্তি, মহান ব্লগার যার মাথায় প্রথম এই মাল্টিনিকের ব্যাপারটা মাথায় আসে ? কে প্রথম বুঝতে পারে যে আমি চাইলেই আরেকটা নিক রেজিস্ট্রেশন করে, সেই নিক দিয়েই আমার নিজের আসল নিকে মন্তব্য করতে পারি কিংবা আমি নিজেই নিজের সাথে ক্যাচাল বাঁধাতে পারি ! সেই মহান ব্যক্তি যার মাথায় এই বুদ্ধিতা প্রথম এল যে আমি আসল নিকে আমি ভদ্র থেকে মাল্টি দিয়ে যে কাউকে গালি দিতে পারি! নিজের আসল নিলে একজনের সাথে ভাল ব্যবহার করে মাল্টি নিকে সেই একজনকেই আক্রমন করতে পারি ভয়ংকর ভাবে ।
সামু কর্তৃপক্ষ মাল্টিনিক রেজিস্ট্রেশনকে উৎসাহিত না করলেও সামুতে তা নিষিদ্ধ নয় । এটা আমাদের মাঝে অনেকেই করে থাকেন । অনেকেই বলছি কেন আমার নিজেরই বর্তমানে দুইটা মাল্টিনিক রয়েছে । আপনাদেরও অনেকেরই আছে । আজকে কথা হবে এই মাল্টিনিক নিয়েই । আজকের ফিচার পোস্ট এই মাল্টিনিক ।
মাল্টিনিক নিয়ে অনেকের মাঝে একটু কনফিউশন থাকতে পারে । অনেকের ধারণা হতে পারে যে ছদ্মনামে নিক গুলোই বুঝি মাল্টিনিক হিসাবে পরিচিত । অনেকের মন্তব্য থেকেই মাঝে মাঝে বোঝা যায় যে তারা মনে করেন একজন ব্লগার তার আসল পরিচয় গোপন করে যখন ব্লগে লেখালেখি করেন তখন সে মাল্টি নিক ব্যবহার করছেন হয়তো । হয়তো তার আসল নামে আরও নিক রয়েছে । এমনটা যে সবস ময় হতেই হবে এটা ভাবা বোকামী হবে । একজন ব্লগার নিজের আসল নামে নিক রেজিস্ট্রেশন না করে অন্য যে কোন নামে রেজিস্ট্রেশন করতে পারেন । সেটাই হবে আসল নিক । আবার যে কোন কারণ একজন ব্লগার তার আসল নিকটির অধিকার হারিয়ে ফেলতে পারেন। তার নিক টির পাসওয়ার্ড হারিয়ে যেতে পারে কিংবা যে কোন টেকনিক্যাল কারণে সেখানে প্রবেশ করা নাও যেতে পারে অথবা নিকটি ব্যান হয়ে যেতে পারে । সেই ক্ষেত্রে সেই ব্লগার আবার অন্য আরেকটি নিক রেজিস্ট্রেশন করতে পারেন । একটি নিকের কর্তৃত্ব হারিয়ে ফেলার পরে অন্য আরেকটি নিক রেজিস্ট্রেশন করলেও সেটাকে মনে হয় না যে মাল্টিনিক বলে । একটি নিককে মাল্টিনিক তখনই বলা হবে যখন একজন ব্লগার তার আসল নিক সচল থাকার পরে আরও একটি নিক রেজিস্ট্রেশন করে ব্লগে সচল হবেন এবং আসল নিকের সাথে সম্পর্কে প্রকাশ করে কিংবা লুকিয়ে ব্লগের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহন করবেন ।
আশা করি মাল্টি নিক সম্পর্কে আপনাদের ধারণা পরিস্কার হয়েছে । এবার আশা যাক মাল্টি নিকের কার্যকারিতা নিয়ে । মাল্টি নিক আসলে মানুষজন কেন খোলে ? এই প্রশ্নের সঠিক উত্তর আসলে যে মাল্টি খোলে কেবল সেই জানে । অন্য কেউ বলতে পারবে না কেন সেই মাল্টিনিক খোলা হয়েছে ।
মাল্টিনিক খোলার একটা উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার আসল নিকে নিজের যে পরিচয় তুলে ধরেছেন, নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন সেই ব্যক্তিত্ব বজার রেখে যখন অন্য কোন কাজ করা সম্ভব হয় না, তখন মাল্টিনিক কাজে আসে । আরও ভাল করে বললে, আমি যা আপনার আসল নিকে করতে পারেন না ভদ্রতার মুখোশ পরে, এই মাল্টিনিকে সেই কাজ গুলো করতে পারেন নিশ্চিত । মুলত এই উদ্দেশ্য নিয়েই মাল্টি নিক খোলা হয়ে থাকে ।
চর দখলের মত করে সামুর মাঠও দখলে রাখার জন্য মাল্টিনিক একটি গুরুত্বপূর্ণ অস্ত্র । আমরা ব্লগার নামে একটি ফেসবুক গ্রুপের সাথে আমি দীর্ঘদিন যুক্ত ছিলাম । সেই সময়ে সামুর প্রায় সব ব্লগারই সেখানে যুক্ত ছিলেন । সেখানেই একজন ব্লগার একবার নিজ মুখে স্বীকার করেছিলেন যে ব্লগ সক্রিয় থাকার সময়ে তার এতো মাল্টিনিক ছিল যে সামুর প্রথম পাতা সে একাই ৩০ মিনিটের বেশি সময় ধরে দখল করে রাখতে সক্ষম ছিল ।
এছাড়া মাল্টিনিক খোলা হয় একই সাথে দুই পক্ষকে সমর্থন করার জন্যও । দেখা গেল আপনি কোন পোস্ট দিয়েছেন । সেটা নিয়ে একজনের সাথে আপনার তর্ক বিতর্ক বেঁধে গেল । কয়েকজন এমন পাবেন যে সেই তর্কে যুক্ত হল । কেউ আপনার পক্ষে আবার কেউ আপনার বিতর্কে । কিন্তু দেখা যাবে একই ব্যক্তি তার একটি নিক থেকে আপনার পোস্টের সাথে সহমত পেষণ করছে আবার অন্য আরেকটি নিক থেকে আপনার বিপক্ষে তর্ক করছে । একই ব্যক্তির ভিন্ন রূপ বলতে পারেন ।
মাল্টিনিক আবার খোলা হয় নিজের পোস্টে মন্তব্য বৃদ্ধির জন্য । কোন কোন ব্লগারের কাছে পোস্টের মন্তব্য অতি গুরুত্বপূর্ণ । মন্তব্য না পেলে তারা ব্লগিংই সম্ভবত করতেন না । তাই পোস্ট করে নিজের মাল্টি দিয়েও মন্তব্য চলে করে মন্তব্যের সংখ্যা বৃদ্ধি করার জন্য মাল্টি খোলা হত । মাল্টিখোলা হত নিজের পছন্দের মানুষের হয়ে তোষামোদি করার জন্য । যে সব স্থানে নিজেদের আসল নিক দিয়ে মন্তব্য করা যায় না সেই সব স্থানে মাল্টি নিক খুলে মন্তব্য করার জন্যই এই কাজ টা এখন করা হয় !
আগের থেকে বর্তমান সময়ে মাল্টি খোলা এবং মাল্টি ব্যবহার অনেক সহজ হয়ে গেছে। আগে একটা নতুন নিক খোলার পর দীর্ঘ্যদিন অপেক্ষা করতে হত অন্য পোস্টে মন্তব্য করার ক্ষমতা পাওয়ার জন্য । সময়টা ৭ দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত হত । কিন্তু এখন আর সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না । মাল্টিনিক খোলার সাথে সাথে অন্যের পোস্টে মন্তব্য করা সম্ভব হয় । ইদানীং প্রায়ই এমন দেখা যায় । প্রায়ই দেখা যায় মাত্র কয়েক মিনিট আগে খোলা নিক থেকে আপনার পোস্টে কোন নেগেটিভ মন্তব্য করতে । এই নিকের মালিক গুলো এতোই ব্যক্তিত্বহীন যে নিজের আসল পরিচয়ে একটা সামান্য সমালোচনা করার যোগ্যতা রাখে না ।
তবে এখন মাল্টি নিক খুললেও মাল্টির গোপনীয়তা রক্ষা করাটা সবার পক্ষে সম্ভব হয় না । বলদ দিয়ে যেমন হালচাষ হয় না তেমনি সবার দিয়ে মাল্টিনিক সামলানো সম্ভব হয় না । খুব সহজেই অনেকের চোখে ধরা পড়ে যায় । মাল্টিনিক সামলাতে হলে একজন ব্লগারকে হতে হবে সতর্ক এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী যদি আপনি সেই মাল্টির পরিচয় লুকিয়ে রাখতে চান ।
মাল্টি চালাতে গিয়ে ব্লগারটা যে ভুলটা সব থেকে বেশি করেন সেটা হচ্ছে বানান ভুল । এই বানান ভুল করার কারণেই সামুর ইতিহাতের সব বড় মাল্টিনিকটি ধরা পড়েছিল । ব্লগারের নাম আমি উল্লেখ করছি না তবে পুরানো সকল ব্লগারই সেই কথা জানেন । এমন কি যারা তুলনা মূলত নতুন তারাও সম্প্রতি এই বানান ভুলের কারণে দুইজন নারীনিক ধরা পরেছে । আমাদের পরিচিত আরেকজন ব্লগার মন্তব্য সহ দুজনের নাম মিল দেখিয়েছেন । অবশ্য আরও একজনের নামও আকারে ইঙ্গিতে প্রকাশ করেছেন । নারী নিক দুটো ব্লগে ইনএকটিভ হয়ে গেলেও অন্য নিক এখনও সক্রিয় আছে ।
যা বলছিলো, মাল্টি নিকের বেলাতে যদি পরিচয় লুকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই এই বানানের প্রতি বিশেষ লক্ষ্য দিতে হবে । এই বানান ভুল মানুষের বেলাতে নির্দিষ্ট হয়ে থাকে । কিছু নির্দিষ্ট ব্যক্তির কিছু নির্দিষ্ট বাবান ভুল হতে থাকে । আপনার দেখা যাবে যে যখন দুজন আলাদা আলাদা ব্যক্তি এই বানান ভুল গুলো ঠিক ঠিক একই স্থানে হচ্ছে খুব বেশি সম্ভবনা আছে যে তারা মূলত একই ব্যক্তি । তবে কিছু কিছু বানানের ব্যাপারে এই থিউরী থাকবে না । যেমন ব্যক্তি বানানটি অনেকের ভুল হয় । ব্যক্তি বানান তারা লিখেন ''ব্যাক্তি'' এটা একটা কমন ভুল । পরি আর পড়ির ভেতরে অনেকেই গড়মিল করে ফেলেন । আমাদের ব্লগে ''অবস্থা'' বানান টি একজন ব্যক্তি সব সময় ভুল লেখেন । এই ব্যক্তি কয়েক মাস আগে অন্য একটি নিক ধারণ করেছিলেন । সেখানেই এই বানানটি ছিল ভুল । এই কারণে এই মাল্টিনিকের বেলাতে এই বানান অতি গুরুত্বপূর্ণ ব্যাপার । এই সতর্কতা নিয়ে আমার ছদ্মবেশি একটি মাল্টিনিক একটি পোস্ট দিয়েছিলো, সেটা আপনরা পড়ে নিতে পারেন ।
এছাড়া মাল্টিনিক গোপন রাখতে অবশ্য আপনার লেখার ধরন বদলাতে হবে । যদিও একজনের লেখার স্বকীয়তা বদলানো খুবই কঠিন কাজ । কেবল মাত্র দক্ষ লেখকরাই এটা করতে পারেন । এছাড়া দুই নিকের পছন্দ অপছন্দের ব্যাপারেও সতর্ক থাকতে হবে ।
মাল্টিনিক নিয়ে আরেকটা বড় ধরনের বিপদ ব্লগাররা পড়ে থাকেন । অনেক সময় ব্লগাররা মাল্টিনিক গুলিয়ে ফেলেন । কখনো কখনো একনিক থেকে মন্তব্য করতে গিয়ে অন্য নিক থেকে মন্তব্য করে ফেলেন । এই ব্যাপারেও যথেষ্ট সতর্ক হওয়া দরকার ।
মাল্টিনিক আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে । প্রথম মত একজন ব্লগার নিজের দরকারে কিংবা ইচ্ছেতে মাল্টিনিক খুলে থাকে এবং সেটা নিজের দরকারেই ব্যবহার করে । তবে মাঝে মাঝে এমন হয় যে একটা মাল্টিনি খোলার পরে সেই মাল্টির আইডি পাসওয়ার্ড অন্য ব্লগারের সাথেও শেয়ার করা হয় । অবশ্যই সেটা ব্লগের বাইরে । তখন একই সাথে একটি মাল্টি একাধিক ব্যক্তি ব্যবহার করে থাকেন । এছাড়া মাঝে মাঝে এমন হয় যে একজন তার নিজের আসল নিকটি অন্য একজন ব্লগারের কাছে দিয়ে থাকেন । এই কারণে মাঝে মাঝে দেখা যায় একজন ব্লগারের মন্তব্য পোস্টের ধরনে মাঝে মাঝে অন্য কোন ব্লগারের সাথে মিলে যায় । প্রত্যেকের একটা আলাদা লেখার ধরণ আছে । সেটা কাটিয়ে ওঠা খুব কঠিন একটা ব্যাপার । এই যে সাময়িক ভাবে নিক পাসওয়ার্ড দিয়ে দেওয়া, এতে আসল নিকটি ক্ষণিকমাল্টি নিকে পরিনত হচ্ছে । অন্যদিকে আরও একটু টার্ম হচ্ছে ছাইয়া নিক । একজন পুরুষ ব্লগার যখন নারী নিক খোলে তখনই সেটা হয়ে যায় ছাইয়া নিক । অতীতে এমন নিক অসংখ্য খোলা হয়েছে । এখনও হয়তো হয় । তবে বর্তমানে সেটা সংখ্যায় কম অনেক । তবে একজন নারী যখন একটা পুরুষ নামে নিক খোলে তখন সেটাকে আসলে কী নিক বলে সেটা আমার জানা নেই ।
মাল্টিনিক খোলা কি ভাল নাকি খারাপ? ব্লগ কর্তৃপক্ষের মত আমার নিজেরও মতামত হচ্ছে একজনের একাধিক নিক থাকাটা খারাপ কিছু না । এই যেমন একজনের মনে হল যে সে তার এক নিকে কেবল গল্প লিখবে অন্য নিকে লিখবেন কেবল রাজনৈতিক বিষয় গুলো নিয়ে ।সেই ব্যাপারে দুই তিনটা নিক খোলা নিয়ে কোন সমস্যা হওয়ার কথা না । কিন্তু যখন একজন মাল্টিনিক খোলেই অসৎ উদ্দেশ্য নিয়ে নিক খোলেই একজনকে গালি দেওয়া কিংবা একজনের চামচামি করার জন্য তখন সেটা অবশ্যই ভাল কিছু নয়। কর্তৃপক্ষ নিজেও জানেন ব্যাপারটা । তাই কর্তপক্ষের কাছে অনুরোধ থাকবে অসৎ উদ্দেশ্য নিয়ে খোলা সকল মাল্টিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক ।
আজকের মাল্টিনিক নিয়ে লেখা এখানেই শেষ ।
ফিচার বিভাগঃ জানা - অজানা (বিবিধ)
তথ্যসুত্রঃ ১১ বছরের ব্লগ অভিজ্ঞতা
ছবি সুত্র
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন:
না এই ব্যাপারে আরো এক্সপার্ট আছে ব্লগে । আসলে বর্তমানে সময়ে মাল্টিগুলো খুব সহজেই ধরে ফেলা যায় । এর জন্য মোটেও এক্সপার্ট হতে হয় না ।
আপনার নামে কোন মাল্টনিক আছে বলে আমার জানা নেই তবে কয়েকজনের সন্দেহ আছে কয়েকটি নিকের ব্যাপারে ।
২| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০৪
জুল ভার্ন বলেছেন: @অপু তানভীর বলেছেন- আপনার নামে কোন মাল্টনিক আছে বলে আমার জানা নেই তবে কয়েকজনের সন্দেহ আছে কয়েকটি নিকের ব্যাপারে - আমি বলবো, সেইসব সন্দেহবাজরা স্রেফ গাধা। ।
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন: কতজনই তো কত কিছু মনে করে । তবে আমার ব্যক্তিগত মনভাব যে নেই । আমি অন্তত দেখি নি বা বুঝি নি ।
৩| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৫
রানার ব্লগ বলেছেন: ব্লগ সৃষ্টির আগেই লেখকরা মাল্টি নিক ব্যাবহার করে আসছে । বিভিন্ন লেখক আসলে নামের সাথে সাথে বিভিন্ন ছদ্মনাম ব্যাবহার করে লেখালেখি করেছেন ।
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
অপু তানভীর বলেছেন: ছদ্মনাম আর ব্লগে মাল্টিনিক !
লেখকরা যে উদ্দেশ্য ছদ্মনাম ব্যবহার করতেন আমার ব্লগাররা কিন্তু সেই উদ্দেশ্য মাল্টিনিক ব্যবহার করেন কি?
৪| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৯
রানার ব্লগ বলেছেন: দুঃখিত লিংক নিচ্ছে না । ছদ্মনাম বা মাল্টি নিক দিয়ে অনেকেই লেখালেখি করেছেন যেমনঃ বিনয় ঘোষ ছদ্মনামঃ কালপেঁচা , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনামঃ কমলাকান্ত ইত্যাদি ।
২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৮
অপু তানভীর বলেছেন: বাংলা ইউআরএল যুক্ত থাকলে কাজ করে না অনেক সময় । সেটা ব্যাপার না । হ্যা নাম ব্যবহার করতেন ছদ্মনাম । অনিলা দেবী নামে শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল যতদুর জানি । বর্তমান সময় হলে আমরা সেটাকে কী বলবেন তো !
৫| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৩
রানার ব্লগ বলেছেন: ব্যাবহারের গুনে ছদ্মনাম না মাল্টিনিকের ধরন নিশ্চয়ই পরিবর্তন হবে না । কেউ কলম দিয়ে চটি লেখে আবার সেই কলম দিয়েই কেউ গীতবিতান লেখে ।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: হয়তো ঠিক আবার হয়তো ঠিক না । এই যেমন ধরেন ফেন্সিডিল । কি কাজের জন্য সেটা তৈরি হয়েছিলো কিন্তু মানুষ এখন যে কাজের জন্য বেচারাকে ব্যবহার করছে !
পুরো ক্ষেত্রই বদলে গেছে ।
৬| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪১
গেঁয়ো ভূত বলেছেন: ওকে ওকে, মাল্টি নিয়ে পল্টি মারার সাত সতেরো ভাল লাগলো।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২২
অপু তানভীর বলেছেন: এও রকম পল্টি চলে আসছে অনেক দিন ধরেই । ভাল লাগলো জেনে আমারও ভাল লাগলো !
৭| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমি ভাই তাই বুঝি , যখন কোন মানুষ কোন আকাম করতে চায় বা করে তখনই তার পরিচয় লুকাতে চায় বা লুকায় । এ অনেকটা বর্ণচোরা।
আর বর্ণচোরারা ভাল কিছু মনে হয় করতে পারেনা ক্যাচল লাগানো ছাড়া।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৪
অপু তানভীর বলেছেন: এটা তো বলার অপেক্ষা রাখে না । এর থেকে সত্য আর কিছু হয় না । আকাম করতে চাওয়া মানুষের অভাব নেই দুনিয়াতে । অভাব নেই ব্লগেও ।
৮| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯
ভুয়া মফিজ বলেছেন: আপনার তথ্যসূত্র ভালো হয়েছে। অভিজ্ঞতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা বোঝা গেল।
ব্লগে নিয়মিত থাকলে মাল্টি ধরা কোন ব্যাপার না। আর কোন মাল্টির ব্যাপারে সন্দেহ হলে একটু যদি গবেষণা করা যায়, তাহলে সবকিছুই দিনের মতো পরিস্কার হয়ে যায়। তবে বেকুব মাল্টি দেখলে মেজাজ খারাপ হয়। মাল্টি হবি ভালো কথা.........ঘটে কিছু থাকাও তো দরকার, তাই না!!
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: খুব বুদ্ধিমান না হলে মাল্টি লুকিয়ে রাখতে পারে না কেউ । খুব খুব সাবধান হতে হয় । সবার দ্বারা এই কাজ করা সম্ভব হয় না । ব্লগে নিয়মিত মানুষের পোস্ট মন্তব্য লেখার ধরন বানান এই সবের দিকে একটু খেয়াল করলেই একটা পরিস্কার ধারণা পাওয়া যায় !
বেকুব মাল্টি দেখলে আসলেই মেজাজ বড় খারাপ হয় !
৯| ২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩
নেওয়াজ আলি বলেছেন: কোনো লোক মেয়ে সেজে মাল্টি নিক চালিয়ে পল্টি মারে কিনা গবেষণা করবে এবার । হা হা।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩১
অপু তানভীর বলেছেন: তা তো করতেই পারে ! কোন নিশ্চয়তা নেই ।
১০| ২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
মিরোরডডল বলেছেন:
ফিচার বিভাগঃ জানা - অজানা (বিবিধ)
এটা হলো কিছু !
তানভী এখানে অজানা কি আছে
মাল্টি নিয়ে এর আগেও তানভী সিমিলার পোষ্ট দিয়েছে ।
অন্য টপিকে ফিচার নিয়ে আসুক, এমন কিছু যেটা কেউ জানিনা
বাই দ্যা ওয়ে, সামু ব্লগে আমার কোন মাল্টি নেই ।
অন্য একটা সাইটে যখন ছিলাম, মাল্টি বলবো না কিন্তু ষোলটা নিক ছিলো ।
ওপেন নিক আই মিন অনেকেই জানতো যে ওগুলো আমি ।
মজা করতে একেক সময় একেক নিক নিতাম ।
তখন দুষ্ট প্রকৃতির ছিলাম
লাইভ সাইট, ওখানে গান হতো, গিটার, আড্ডা, মজার সেই দিনগুলো ।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: আরে জানা-অজানা মানেই তো সব কিছু জানা ! কেউ না কেউ ঠিক ঠিক জানে ।
হ্যা এই রকম পোস্ট দিয়েছে । একবার দিয়েছিলাম একলটা মাল্টি বিষয়ক পোস্ট নিয়ে আরেকবার দিয়েছিলাম কিভাবে মাল্টি সামলাতে হয় । তবে এটা লেখা তো ফিচার হিসাবে !
আপনাকে কিন্তু একটা নিকের মাল্টি হিসাবেই অনেকে মনে করে ! কোনটা গেস করে বলেন দেখি !
১১| ২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
করুণাধারা বলেছেন: ফিচারের বিষয় নির্বাচন ভালো হয়েছে। আশাকরি ব্লগ দিবসের সংকলনে এই লেখাটা 'এ গাইড টু মাল্টিনিক' হিসেবে স্থান পাবে।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪০
অপু তানভীর বলেছেন: আমারও মনে হয় পাওয়া উচিৎ !
আরো সময় পেলে ক্যাঁচাল নিয়ে একটা ফিচার লেখার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে লেখা হয় নি । তবে লিখে ফেলবো আশা করি ।
১২| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৩
শায়মা বলেছেন: হা হা এটাই সবচেয়ে মজার ফিচার হয়েছে। মাল্টিনিক এটা একমাত্র সামু ব্লগের মৌলিক ক্রিয়েটিভ আইডিয়া।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪১
অপু তানভীর বলেছেন: এটা বলা যায় সামুর ঐতিহ্য ! এটা অবশ্যই সামুর সংস্কৃতির সাথে যুক্ত থাকা উচিৎ বলে আমার মনে হয়েছে ।
১৩| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪
কাছের-মানুষ বলেছেন: আমি যখন আলো ব্লগে ব্লগিং শুরু করেছিলাম তখন দেখছিলাম মাল্টি নিয়ে ক্যাচাল চলছিল!
এক পুরুষ ব্লগার নারী নিক ব্লগিং করত, অন্যান্যরা সেই নিকে আপু মাপু বলে অস্থির, নারী নিক থেমে পোস্ট আসা দেরি মোলায়েম ভাষায় কমেন্ট করতে দেরি নাই!
যাইহোক পরে যখন ব্যাপারটা ফাস হল, কমেন্টকারী সবাই হতাস হল এবং সেই নিকের টুটি চেপে ধরে, এই নিয়ে ব্লগে বিরাট ক্যাচাল চলছিল!
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: ছাইয়া নিক ধরা পরলে বড় হতাশ হয় কিছু কিছু ব্লগার ! মাল্টি নিয়ে সব সময় ক্যাচাল বাঁধে । সামনেও বাঁধবে আশা করি । এটা সামুর সাথে সংযুক্ত থাকে সব সময় !
১৪| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার কোথাও কোন মাল্টি নাই, কি ব্লগ কি ফেবু।
ছদ্মবেশ ধারন আমার কাছে উদ্দেশ্য প্রনোদিত ও নিজের সাথে নিজের প্রতারণা বলে মনে হয়।
২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন: লেখালেখির সাথে আসলে ছদ্মানাম যুক্ত প্রায় শুরু থেকেই কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে ছদ্মবেশ ধরাটা সবই প্রতারণা !
১৫| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০৯
মিরোরডডল বলেছেন:
আপনাকে কিন্তু একটা নিকের মাল্টি হিসাবেই অনেকে মনে করে ! কোনটা গেস করে বলেন দেখি !
বলতে পারছি না, তানভী বলবে ।
সামুতে যেহেতু আমার মাল্টি নেই, কারো সাথে মিল আছে বলেও শুনিনি কখনও, তাই অনুমান করতে পারছি না ।
কোনটা তানভী?
২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯
অপু তানভীর বলেছেন: না না না এসব বলা যাবে না ।
তবে ভাবুন একটু ! কদিন আগেই তো তার পোস্ট এসেছে ।
আপনিও সেখানে ছিলেন কিন্তু
১৬| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
মিরোরডডল বলেছেন:
কদিন আগেতো কত পোস্টই এসেছে ।
আমিতো অনেক পোষ্টেই ছিলাম ।
কেমন করে বলি
তানভী চুপিচুপি বলে যাক অথবা লিংকটা দিয়ে যাক আমি ঘুরে আসি।
সত্যি দেখতে ইচ্ছে করছে কে সে ....
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: আরে আরে এভাবে সরাসরি নাম বলা যায় নাকি ! তবে আছে আছে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৪
জুল ভার্ন বলেছেন: পোস্ট পড়ে তোমাকে মাল্টিনিক গবেষক এবং স্পেশালিষ্ট ভাবতে কোনো রকম সন্দেহের অবকাশ নাই। চাইলে তুমি এব্যপারে পিএইচডি করতে পারো। একজন মাল্টিনিক বিশেষজ্ঞ হিসেবে তোমার কাছে জানতে চাই- আমার(জুলভার্ন) মাল্টি নিক কি?