নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

যদি বিখ্যাত লোকেরা সামুর জন্য কপিরাইটিং করে .... :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০০

গতকাল থেকে অনেকেই সামহোয়্যারইন ব্লগের জন্য কপিরাইটিং লেখা লিখছেন । কিছু কপি বেশ চমৎকার হচ্ছে। আশা করি কর্তৃপক্ষ তাদের কাঙ্খিত কপি গুলো ব্লগারদের কাছ থেকে পেয়ে যাবেন । তবে এসবই তো ব্লগাররা লিখছেন । যদি এমন হত পৃথিবীর বিখ্যাত সব মানুষ গুলো সামুর জন্য কপিরাইটিং করতেন তাহলে সেগুলো কেমন হত ! আসুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই কপি গুলো কেমন হত !

''আপনি যদি ব্লগার না হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি ব্লগিং না করেই মারা যান তবে সেটা আপনার দোষ। আজই ব্লগিং করুন । একাউন্ট খুলুন সামহোয়্যারইন ব্লগে।''
– বিল গেটস

''গতকাল আমি ব্লগার ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি সামহোয়্যাইনের ব্লগার, তাই নিজেকে বদলাতে চাই।''
-জালাল উদ্দিন মুহাম্মদ রুমি

''বুদ্ধিমান ব্লগার নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্লগার নিজেকে বড় বলে অপদস্থ হয়। সামহোয়্যারইন ব্লগে বুদ্ধিমান ও নির্বোধ দুই শ্রেণীর ব্লগারই বিদ্যমান ।''
-অজানা

''কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, তাকে নিয়ে একটি ব্লগপোস্ট লিখে রাখো । কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু ব্লগপোস্ট কোনদিন হারায় না। প্রিয়জনকে কাছে পেতেই সামহোয়্যারইন ব্লগে ব্লগিং শুরু করুন ''
-উইলিয়াম শেক্সপিয়র

''জ্ঞানী ব্লগার কখনও সুখের সন্ধান করে না। তবে সামহোয়্যারইন ব্লগের ব্লগার পায় সম্মান ও প্রজ্ঞা । আজই চলে আসুন সামহোয়্যারইনের জগতে ''
– এরিষ্টটল

''ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে,কিন্তু প্রকৃত ব্লগাররা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। প্রকৃত মৃত্যুর স্বাদ গ্রহন করতে সামহোয়্যারইনে ব্লগিং শুরু করুন।''
-শেকসপীয়ার

“সুখ কখনও সম্পত্তি বা অর্থের ওপর নির্ভর করে না। সুখের বাস ব্লগিংয়ে। এবং সেটা সামহোয়্যারইন ব্লগে”
– দেমোক্রিতাস (প্রাচীন গ্রীক দার্শনিক)

''সফল হওয়ার সহজ উপায় হলো – কথা বলা ছেড়ে দেওয়া এবং ব্লগিং শুরু করে দেয়া । সামহোয়্যারইনের মাঝেই পাবেন সফলার সহজ উপায় ''
-ওয়াল্ট ডিজনি

''স্মার্ট ব্লগাররা সবকিছু এবং প্রত্যেকের কাছ থেকে শেখে, সাধারণ ব্লগাররা তাদের অভিজ্ঞতা থেকে, মূর্খ ব্লগারেরা ইতিমধ্যেই সমস্ত উত্তর রয়েছে। এই সব ধরণের ব্লগারই রয়েছে সামহোয়্যারইন ব্লগে''
-সক্রেটিস

''ব্লগ লেখার ক্ষমতা একটি উপহার; ব্লগিংয়ের ক্ষমতা একটি দক্ষতা; ব্লগিংয়ের ইচ্ছা একটি পছন্দ। আপনার এই পছন্দকে দক্ষতা আর ক্ষমতায় রূপান্তরূত করতে সামহোয়্যারইণ ব্লগে ব্লগিং শুরু করুন''
-ব্রায়ান হারবার্ট

“জীবনে উন্নতি করার গোপন সূত্র হল ব্লগিং শুরু করা আর ব্লগিংয়ের সব থেকে উন্নত মাধ্যম হল সামহোয়্যারইণ ব্লগ''
–মার্ক টোয়েন

''আপনার জীবনের গুরুত্বপূর্ণ দুটি দিন হল আপনি যেদিন ব্লগিং শুরু করেছেন এবং যেদিন আপনি ব্লগিং শুরু করার কারণটা তা খুঁজে পাবেন। জীবনের শুরুত্বপূর্ণ দিনটি শুরু করুন সামহোয়্যারইনের হাত ধরেই''
-মার্ক টোয়েন

''ব্লগিং হল সাইকেল চালানোর মত। আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই চলতে হবে। সামহোয়্যারইণ ব্লগ আপনাকে দিনে সহজ আর দক্ষ ভাবে চলার পথ''
-আলবার্ট আইনস্টাইন

যে কখনো ব্লগিং করে নি, সে কখনই নতুন কিছু করার চেষ্টাও করে নি। নতুন কিছু চেষ্টা করুন । ব্লগিং করুন সামহোয়্যারইন ব্লগে''
- অ্যালবার্ট আইনস্টাইন।

“সামহোয়্যারইনের ব্লগারদের সাথে ব্লগিং করো, তুমি নাদান হলেও একদিন ঠিকই ব্লগিং করতে শিখবে”
– বিখ্যাত ড্যানিশ প্রবাদ

''আমাকে ব্লগার মা দাও, আমি তোমাকে ব্লগার জাতি দিবো। শিক্ষিত ব্লগার জাতি গঠনে এগিয়ে সামহোয়্যারইনে চলে আসুন আজই ''
- নেপোলিয়ন বোনাপার্ট।

" পুরো দুনিয়াটাই একটা সামহোয়্যার ইন ব্লগ আর প্রতিটি নারী ও পুরুষ সেই ব্লগের ব্লগার ; এ ব্লগে প্রবেশপথও আছে আবার বহির্গমন পথও আছে, জীবনে একজন ব্লগার এই ব্লগে অসংখ্য নিকে ব্লগিং করতে পারেন ।"
- উইলিয়াম শেক্সপিয়ার (স্বপ্নবাজ সৌরভ কর্তৃক)


বলাই বাহুল্য যে এটা নিতান্তই একটা ফান পোস্ট । উক্ত সকল লাইন গুলোই বিখ্যাত মানুষের বানী । সেগুলো সামান্য অদল বদল করা হয়েছে । পোস্টটি ফান হিসাবেই নিন ।

হ্যাপি ব্লগিং

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৯

ইসিয়াক বলেছেন: বাহ! বেশ ভালো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: বিখ্যাত আরও কিছু লোককে আনার চেষ্টা চলছে !

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: "আমি ভবিষ্যত বাণী দিচ্ছি- সামু ব্লগে সর্গুনে জ্ঞানী জগত বিখ্যাত একজন ব্লগারের আবির্ভাব হবে"- সক্রেটিস

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
" পুরো দুনিয়াটাই একটা সামহোয়্যার ইন ব্লগ আর প্রতিটি নারী ও পুরুষ সেই ব্লগের ব্লগার ; এ ব্লগে প্রবেশপথও আছে আবার বহির্গমন পথও আছে, জীবনে একজন ব্লগার এই ব্লগে অসংখ্য নিকে ব্লগিং করতে পারেন ।"
- উইলিয়াম শেক্সপিয়ার

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: আরে দারুন দারুন ! দাড়ান এটা এড করে দিই !

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

ঈশ্বরকণা বলেছেন: তামাম অনলাইন ইউনিভার্সের সর্ববিখ্যাত ব্লগারের কথা ভুলে গিয়ে কি সব মৃত বিখ্যাতদের নিয়ে লিখছেন ! হামাস আপনাকে রকেট মারবে এখন !শেইম অপু তানভীর !

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: টেনশন নাই । এদিকে খুব বেশি রকেম মেরে সুবিধা করতে পারবে না । কোন দিন পারেও নি । সামনেও পারবে না । বরং যতবার রকেট মারতে যাবে ততবার বিপদে পড়বে ।

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
''ব্লগার হওয়া মানে দুনিয়ার হাজারও মানুষের ভিড়ে বাছাই করা একজন হওয়া।'' - উইলিয়াম শেক্সপিয়ার



০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: আরেকটা চমৎকার ভাবে হয়েছে ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
"লোকে বলে, অল্প বয়সে ব্লগিং করে কেউ কখনও বেশি দিন বাঁচেনি।" - উইলিয়াম শেক্সপিয়ার

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: আরে আপনি দেখছি একের পর এক বোম মেরেই চলেছেন ! =p~

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: অসম্ভব মজাদার একটা রেসিপি, খেয়ে অনেক মজা পেলাম!

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

অপু তানভীর বলেছেন: কমেন্ট সেকশনও দেখুন । সেখানেও মজা পাবেন আশা করি ।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৪

ঈশ্বরকণা বলেছেন: যদি ব্লগার আর লেখকদের নিয়ে মনে দ্বন্দ্ব জাগে তবে তুমি সামুর ব্লগারকেই গ্রহণ করো। লেখক নিজের লাভের জন্য খারাপ বইও গছিয়ে দেবে কিন্তু সামুর ব্লগাররা শুধু ভালো লেখাই লিখবে ---স্বামী বিবেকানন্দ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৪

অপু তানভীর বলেছেন: আরে মধু মধু ! চমৎকার । আপনাদের এই মন্তব্য গুলো নিয়ে আলাদা আরেকটা পোস্ট করতে হবে দেখছি ।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
“পৃথিবীতে শুধুমাত্র একটি-ই ভাল আছে, ব্লগিং । আর একটি-ই খারাপ আছে, অজ্ঞতা।”- সক্রেটিস

”পোষাক হলো বাইরের আবরণ , মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার ব্লগিং ।”- সক্রেটিস

”ব্লগিং হল জ্ঞানের শুরু।”- সক্রেটিস

”জ্ঞানী ব্লগারের কাজ হচ্ছে কোনো ব্লগারকে প্রশ্ন করে তার কাছ থেকে উত্তর জেনে দেখানো যে ব্লগিংটা তার মধ্যেই ছিল।“- সক্রেটিস

” তুমি কিছুই জান না এটা জানা-ই ব্লগিংয়ের আসল মানে।” - সক্রেটিস

“ব্লগিং কর ধীরে ধীরে, কিন্তু যখন ব্লগার হবে এটা দৃঢ় কর এবং স্থায়ী কর।” - সক্রেটিস
”যাই হোক ব্লগিং কর। তোমার ব্লগিং ভাল হলে তুমি হবে সুখী, আর খারাপ হলে হবে দার্শনিক।” - সক্রেটিস



০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৫

অপু তানভীর বলেছেন: এবার দেখা যাচ্ছে সক্রেটিসকেও নিয়ে এসেছেন । চমৎকার ।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


“টাকার বিনিময়ে ব্লগিং করার চেয়ে অশিক্ষিত থাকা ভাল।”- সক্রেটিস
“অপব্লগিং জীবন নিয়ে বেঁচে থাকা গ্লানিকর।”- সক্রেটিস
“ব্লগিংই হল মানুষের জীবনে সর্বাপেক্ষা বড় আশীর্বাদ।”- সক্রেটিস
”মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে ব্লগিং । কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল ব্লগিংয়েই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। ” - সক্রেটিস
”একজন সৎ ব্লগার সবসময় একজন শিশুর মতন হয়।“- সক্রেটিস
“যে সৎ ব্লগার অসৎ ব্লগার পিছনে ঘুরে বেড়ায়, সে সত্যিই করুণার পাত্র।”- সক্রেটিস

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: এগুলোর নামের শেষে সামহোয়্যারইনের নাম যুক্ত করতে হবে । নয়তো সেগুলো তো সামুর জন্য কপিরাইটিং হল না ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫২

অপু তানভীর বলেছেন: এবার দেখি বাংলাদেশী লেখকদের নিয়ে কিছু লেখা যায় কিনা ! রাতে বাসায় ফিরে দেখা যাক কী করা যায় ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

অপু তানভীর বলেছেন: আপনি দেখি সত্যি সত্যি এটা নিজের বায়োতে যুক্ত করে দিয়েছেন !
সেই হয়েছে কিন্তু !

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: এগুলোর নামের শেষে সামহোয়্যারইনের নাম যুক্ত করতে হবে । নয়তো সেগুলো তো সামুর জন্য কপিরাইটিং হল না

ইস , ব্যাপারটা মাথায় ছিল না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

অপু তানভীর বলেছেন: লাইন গুলোর সাথে আরও কয়েকটা লাইন যুক্ত করে দিতে হবে । তাহলেই হয়ে যাবে ।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

ঈশ্বরকণা বলেছেন:

আপনার কথায় উৎসাহিত হয়ে আরেকটা -এটা খারাপ হলে দোষ সব টলস্তয়ের কারণ তার মূল কথাটা হলো "পৃথিবীতে মাত্র তিনটে জিনিসের প্রয়োজন বই, বই, এবং বই ।"আপনার কথায় উৎসাহিত হয়ে আরেকটা -এটা খারাপ হলে দোষ সব টলস্তয়ের কারণ তার মূল কথাটা হলো "পৃথিবীতে মাত্র তিনটে জিনিসের প্রয়োজন বই,বই,এবং বই ।"

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

অপু তানভীর বলেছেন: টলস্তয়ের কথা আবার বললেন ! আম্রিকান রাইটার ছাড়া আমাদের সর্বকালের শ্রেষ্ট বলগার পছন্দ করবে না । আর কেউ তো কিছু লিখতে জানে না, এটা তো জানেন ! :D

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

“ যার সামহোয়্যার ইন ব্লগ আছে তার কাছে ব্লগিং খোলা আকাশের মত, আর যার সামহোয়্যার ইন ব্লগ নেই তার কাছে ব্লগিং মাকড়সার জালের মত! ”- উইলিয়াম শেক্সপিয়ার

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৫

অপু তানভীর বলেছেন: এটা দারুন । আপনি আরও কয়েকটা যোগ করুন । আমি রাতে ফিরে এসে সব গুলো একসাথে এডিট করে যোগ করে দিবো মুল পোস্টের সাথে ।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
”সেই সাহসী যে পালিয়ে না গিয়ে সামহোয়্যার ইন ব্লগে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে ব্লগিং করে।”- সক্রেটিস

ভাই বিরক্ত হোয়েন না আবার।
আগের টা সক্রেটিস এর হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

অপু তানভীর বলেছেন: আরে বিরক্ত হওয়ার কোন কারণ নেই । এটা ফান পোস্ট কেবল !

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সামহোয়্যার ইন ব্লগ নিজেই কপিরাইটিং করেছে!

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: বাহ এটা তো দেখি আরও বেশ হয়ে গেল !

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৩

বাকপ্রবাস বলেছেন: :) :) :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: :):):)

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

“যত ধীরেই হোক, কেউ যদি ক্রমাগত সামহোয়্যার ইনে ব্লগিং থাকে তাকে কখনো নিরুৎসাহিত করো না।“- প্লেটো


“অন্যান্য সব ব্লগে ব্লগিং করার থেকে সামুতে ব্লগিং করা হল সবচেয়ে বড় বিজয়।”- প্লেটো

”সামহোয়্যার ইনে ব্লগিং না চেয়ে বড় পাপ আর নাই।” - প্লেটো

“ সামহোয়্যার ইন ব্লগাররা লেখে কারণ তাঁদের লেখার মতো কিছু একটা আছে, বোকারা লেখে কারণ তাদেরকে কিছু একটা লিখতে হবে।” - প্লেটো

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: চমৎকার

২০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: " এই যে আপনি বিখ্যাত ব্যক্তিরা কেমন কপিরাইটিং করত তার নমুনা দেখালেন তা কী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ? অবশ্যই না তার মানে এটি একটা অকর্ম "-বিখ্যাত সামুব্লগার যিনি ব্লগ লেখেন না তবে ব্লগ কেমনে লিখতে হয় তার উপদেশ দেন !

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

অপু তানভীর বলেছেন: তবে আমি জানি যে এই ব্লগকে কিভাবে একটি অকর্ম থেকে সকর্ম বানাতে হয় । কেবল মাত্র সেই বিখ্যাত সামুব্লগারের চাটুকারিতা করলেই সব ব্লগই সকর্ম ব্লগ হয়ে যাবে । আপনিও চেষ্টা করে দেখতে পারেন ।

২১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮

ঈশ্বরকণা বলেছেন: তাহলে লিঙ্কন-এর "Democracy is a government of the people, by the people, and for the people" অনুসরণে, ওকেতাহলে লিঙ্কন-এর "Democracy is a government of the people, by the people, and for the people" অনুসরণে, ওকে? ?

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: এই লাইনটা আমার নিজেরও মাথায় এসেছে । ব্লগিংয়ের সংঙ্গা হবে ব্লগিং ইজ বাই দা ব্লগার, ফর দা ব্লগার এন্ড অব দা ব্লগার !

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৩

ফুয়াদের বাপ বলেছেন: বেশ মজারু হইছে। বিখ্যাত বানীগুলোকে সামুতে ভালোই বকেছেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

অপু তানভীর বলেছেন: তা ঠিক বলেছেন । বেশ ভালই বকেছেন তারা ! সামনে আরও কত কি বকেন সেটাই দেখার ব্যাপার !

২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
পোষ্টে প্লাস রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ

২৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

ঢাবিয়ান বলেছেন: কপিরাইটিং নিয়ে দেখি ব্লগে হুলুস্থুল চলছে =p~

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: তা ঠিকই বলেছেন ।

২৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫০

মনিরা সুলতানা বলেছেন: মাবুদ মাবুদ এরা দেখি বেশি ভালো যে ভালো না সেইটা প্রমাণে লেগেছে।
এত ভালো ভালো কথার চাপে, ভালো কথা মাঝারী মানের হয়ে যাবে যে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: সেটা কী আর বলতে ! বেশি ভাল আবার ভাল না ।

২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপভোগ্য বগ্লিং এটা

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

অপু তানভীর বলেছেন: উপভোগ্য হয়েছে এটাই বড় কথা !

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,





যদি বিখ্যাত লোকেরা সামুর জন্য কপিরাইটিং করে তবে সামু ব্লগারদের হগ্গলডিরে আগে আসিলে আগে পাইবেন ভিত্তিতে ছুট্টি দেওয়া হইবে......... - অপু তানভীর

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

অপু তানভীর বলেছেন: হে হে হে ঠিক কথা বলিয়াছেন !

২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: বাহ ! বেশ হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.