নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

৯ বছরের পিচ্চি ছেলেটি আত্মহত্যা করেছে !

১৪ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রোফেসরের স্টাটাস পড়ে খানিকটা স্তম্ভিত হয়ে রইলাম । মাস আগে তিনি একটি চিত্রাঙ্কন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিচারক হিসাবে । সেখানেই একটি দুরন্ত মাদ্রাসায় পড়া পিচ্চি পুরস্কার পেয়েছে । কিন্তু বইয়ের ওজন এতোই বেশি ছিল যে বেচারা সেই ভার বইতে পারছিলো না । শেষ প্রভাষক নিজেই সেই বই ধরে ছবি তোলেন । সেই নয় বছরের শিশুটি নাকি আত্মহত্যা করেছে । এমনটিই দাবী করছে মেহেদিবাগের মাদ্রাসা কর্তৃপক্ষ ।

জ্বী ঠিকই পড়েছেন নয়বছরের শিশুটি আত্মহত্যা করেছে বলে দাবী করছে তারা !

চট্রগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া মেহেদী বাগের মেহেদী টাওয়ারে অবস্থিত একটি মাদ্রাসার চতুর্থ শ্রেনীর ছাত্র সাবিব সায়হান । বয়স তার নয় বছর । শিশুটির বাবা বলেন যে প্রতি সকালে সে তার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতো এবং রাতে নিয়ে আসতো । সোমবার মাদ্রাসা কর্তৃপক্ষের ফোন পেয়ে সে দ্রুত মাদ্রায় হাজির হয় । সেখানে কর্তৃপক্ষ তাকে জানায় যে তার ছেলে বাথরুমের ভেতরে ঢুকে আর বের হয় নি । তারপর দরজা ভেঙ্গে তার লাস বের করা হয়েছে । সে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে !

তাও ভাল যে মাদ্রাসা কর্তপক্ষ বলে নি যে ছেলেটিকে জ্বীনে মেরে ফেলেছে । এটা বললে তো আর কিছু করারই থাকতো না ।

আপনাদের কী মনে হয়?
কী এমন মনের দুঃখ থাকতে পারে যে ছেলেটি একেবারে ওয়াশরুমের ভেতরে ঢুকে আত্মহত্যা করলো !
এটা জানার আমার বড় ইচ্ছে হচ্ছে !

চবি শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস
স্থানীয় সংবাদ লিংক
আরেকটি সংবাদ লিংক
প্রথম আলো সংবাদ


মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

শুভ্রকথা শুভ্রর দিনলিপি বলেছেন: আহারে জীবন

২| ১৪ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: সত্যিই যদি আত্মহত্যা হয়ে থাকে তো কোন সে দুঃখে বাচ্চাটা এমন করলো কে জানে?

৩| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অত্যান্ত দু:খজনক ঘটনা। যথাযথ তদন্ত করলেই বের হয়ে যাবে আসল রহস্য।

৪| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: রহস্যজনক ঘটনা। বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।

৫| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৮

জুল ভার্ন বলেছেন: আমার মনে হয় হত্যাকাণ্ড।

৬| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৯

শার্দূল ২২ বলেছেন: ছেলেটি আত্মহত্যা করেনি এটা আমার বিশ্বাস, জীবন যন্ত্রণা যেই পর্যায়ে গেলে মানুষ পৃথিবী ছেড়ে দেয় সেই জীবন এত ছোট ছেলে দেখেনি। আমাদের সমাজে একটা মাদ্রাসা ছাত্র জীবন প্রবাহ অনেক জটিল। তার উপর এই প্রতিষ্ঠান গুলোতে নানা ঘটনা ঘটে সে আমাদের সবার জানা।

৭| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৩

বিটপি বলেছেন: এত ছোট একটা ছেলের পক্ষে আত্মহত্যা করা সম্ভব না। অন্য কোন কাহিনী আছে। বাথরুমে তো গ্লায় ফাঁস দেয়া যায়না। কীটমাশক বা কোন ধরণের বিষ সহজলভ্য নয় যে খেয়ে ফেলবে। তাহলে কিভাবে বাথরুমে ঢুকে আত্মহত্যা করা যায়?

পুলিশ ঠ্যাকায় না পড়লে কোন কিছুর তদন্ত করতে চায়না। তাই আমরা এই রহস্যের কোন উদ্ঘাটন করতে পারবনা কোনদিন।

৮| ১৫ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শিশুদের নিয়ে কেউ ভাবে না। মন দিয়ে তো একেবারেই না। মন নিয়ে ভাবার কথা অভিভাবকদের। 'মন খারাপ' শব্দটা নিয়ে অভিভাবকরা মাথা ঘামান না। চড় থাপ্পড়ে সহজ সমাধান খোঁজেন সবাই।

৯| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৫

চারাগাছ বলেছেন:
আপডেট আছে কোন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.