নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগারদের ব্লগিং টুলস সংগ্রহ করার জন্য এই পোস্ট

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪১

প্রতিদিন সামুতে কত রকম পোস্ট আসে । এখনকার তুলনাতে আগে অনেক বেশি পরিমানে পোস্ট আসতো । তবে পোস্ট আসা কিন্তু বন্ধ হয় নি আশা করি যে বন্ধ হবে না । এই পোস্ট গুলো ব্লগারগন লিখছেন সেই পোস্ট লেখার হাতিহার গুলো কেমন তা কি কখনো জানতে ইচ্ছে করেছে । আমি বলতে চাইছি যে এই এতো এতো পোস্ট আসছে সেই পোস্ট গুলো যে ব্লগাররা লিখছেন সেই লেখার টুলস গুলো দেখতে কেমন সেটা জানতে ইচ্ছে করে কি কখনও ? হয়তো করে আবার হয়তো করে না ।

আমাদের সামুতে বর্তমানে একটিভ ব্লগারের সংখ্যা খুব বেশি নেই । যারা একটিভ আছেন তারা মোটামুটি নিয়মিতই ব্লগে ঢু মেরে যান । তাই আশা করি এই সকলের কাছেই এই পোস্টটি যাবে । সকল ব্লগারদের কাছ তাই অনুরোধ করছি যে তারা যে টুলস দিয়ে সামুতে ব্লগিং করেন তার ছবি পাঠিয়ে অন্য সকল ব্লগারদের তা দেখার সুযোগ করে দিন । আপনারা যে সাধারণ কিংবা অসাধারণ পোস্ট সামুতে লেখেন সেটা লিখতে কোন টুলস ব্যবহার করেন তার একটা ছবি ব্লগের পাতায় জমা থাকুক ।

একই রকম একটি পোস্ট ব্লগার এস.কে.ফয়সাল আলম দিয়েছিলেন সেই ২০১২ সালে । পোস্টটি এখান থেকে দেখতে পারেন । এবং আমি নিজেও তার বছর দুয়েক পরে একই ধরণের আরেকটি পোস্ট দিয়েছিলাম যেখানে অনেক অনেক ব্লগারদের ব্লগিংটুসল এর ছবি ছিল । কিন্তু বর্তমানে যারা সামুতে ব্লগিং করছেন তাদের অনেকের ব্লগিং টুলসের ছবি সেখানে নেই । তাই আবারও একটা আপডেট ভার্শন সোস্ট দেওয়া যাক ।

নিচে একটি গুগল ডক ফাইলের লিংক যুক্ত করে দিলাম যেখানে আপনি আপনার ব্লগ নিক এবং আপনার ব্লগিং টুলস এর ছবি যুক্ত করতে পারেন । অথবা আপনি মেইল করেও জানাতে পারেন । একটা ব্যাপার অবশ্যই মনে রাখবেন আপনি আপনার নিক এবং ছবি দুইটাই যুক্ত করবেন ।

গুগল ডক ফাইল
Email: [email protected]

যদি কোন কারণে ডকে পোস্ট জমা না হয় তাহলে ইমেল করে ছবি পাঠাতে পারেন ।

আশা করি সকল ব্লগারেরা নিজেদের ব্লগিং হাতিয়ারের ছবি পাঠাবেন । সেই সব ছবি নিয়ে আলাদা একটা পোস্ট দেওয়া হবে । তবে যদি আশানূরূপ রেসপন্স না পাওয়া যায় তাহলে অবশ্য পোস্ট করা হবে না । আপনি যতগুলো ডিভাইস দিয়ে ব্লগিং করেব সব গুলোর ছবিই আপলোড করবেন আশা করি । একসাথে সব গুলোর ছবি তুলতে পারেন অথবা আলাদা আলাদাও আপলোড করতে পারেন । সবার কাছে অনুরোধ থাকবে যে ছবি এই মাসের ৩০ তারিখের ভেতরে পাঠাবেন । ১/২ তারিখে পোস্ট দেওয়ার ইচ্ছে রয়েছে ।


হ্যাপি ব্লগিং


এই পোস্টের মন্তব্য সুবিধা বন্ধ ছিল তবে এখন খুলে দেওয়া হয়েছে ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: পোস্টটাতে মন্তব্যের অপশন খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। জিজ্ঞাসা নিয়ে আগামীকাল আসার আশা রাখছি।

২| ০১ লা মে, ২০২৩ বিকাল ৪:৪২

খায়রুল আহসান বলেছেন: নাহ, আর কোন জিজ্ঞাসা নেই। যেগুলো ছিল, নিজেই গুগল ঘেঁটে ঘেঁটে সেগুলোর উত্তর জেনে নিয়েছি।
আপনার গুগল ডক ফাইলে আমার ব্লগিং টুলস এর কয়েকটা ছবি পাঠিয়েছি। পেলেন কিনা, জানাবেন।

০২ রা মে, ২০২৩ সকাল ১০:৩৭

অপু তানভীর বলেছেন: জ্বী এসেছে । ধন্যবাদ

৩| ০২ রা মে, ২০২৩ সকাল ১১:৪৩

হাসান মাহবুব বলেছেন:

অফিসের কম্পিউটার দিয়ে মাঝেমধ্যে উঁকি মেরে যাই।

৪| ০২ রা মে, ২০২৩ দুপুর ১২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি দিব কিন্তু মোবাইলে বসে আর মনে থাকে না

০২ রা মে, ২০২৩ দুপুর ১২:২০

অপু তানভীর বলেছেন: দিয়ে ফেলুন । দেরি করবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.