নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েক বছর আগে পুরান ঢাকায় আগুন লাগার একটা ঘটনা ঘটেছিল। আপনাদের অনেকের মনে থাকার কথা। সে সময়ে একটা গল্প অনলাইনে ছড়িয়ে পরেছিল । গল্পটা এই রকম ছিল যে যে বিল্ডিংয়ের আগুন লেগেছিল সেই বিল্ডিংয়ের উপর তলায় এক দম্পতি থাকত। মেয়েটি সন্তান সম্ভবা ছিল । আগুন লাগার দিন মেয়েটি নামতে পারে নি তাই তার স্বামীও তাকে ছেড়ে যায় নি । দুজনেই মারা পড়েছিল । অনলাইনে খুব মাতল হয়েছিল । কিন্তু পরে দেখা গেল এমন কিছু হয় নি । মর্গে এমন কোন লাশই আসে নি । খোজ খবর নিয়ে জানা গেল যে গল্প ভূয়া। যে আইডি থেকে এই ঘটনা ছড়ানো হয়েছিল সেটা গায়েব হয়ে গিয়েছিল । এই ঘটনার সময় আমি প্রায় অর্ধেক একটা গল্প লিখে ফেলেছিলাম এই ঘটনাকে কেন্দ্র করে । কিন্তু শেষ করার আগেই জানতে পারলাম ঘটনা ভুয়া । গল্পটা আর শেষ করা হয় নি । গল্পটা এখনও ড্রাফটে রয়ে গেছে সেই অবস্থায় ।
তবে সে গল্পেরই যেন আরেকবার দেখা গেল। এমন ভিডিও আপনাদের চোখে পড়েছে হয়তো । প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও শুনে থাকবেন অনেকে। আগুনে পুড়ে যাচ্ছে মানুষটা । জানলা দিয়ে তাকে দেখা যাচ্ছে। লোকজন তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। লোকজন তাকে বের হওয়ার জন্য বলতেছে কিন্তু সে বের হচ্ছে না ।
এই গল্পটা কি সত্যই হতে পারে ? এভাবেও কেউ কি মৃত্যু বরণ করতে পারে ? নাকি এটাও কেবলই গল্প ! তবে গল্প হোক বা সত্য কী ভয়ংকর এই মৃত্যু ! তাদের কি এভাবে মৃত্যুর কথা ছিল?
আমি নিয়মিত এই বেনাপোল এক্সপ্রেসে করেই বাসায় যাই। এই ট্রেনটা আমার যাওয়া আশের জন্য একেবারে পার্ফেক্ট একটা শিডিউলে । ঢাকা থেকে রাত এগারটা পনের ছাড়ে আর চুয়াডাঙ্গাতে পৌছায় একেবারে সকাল বেলা । শীতকালে যদিও একটু অন্ধকার থাকে। স্ট্রেশনে একটু বসে থাকতে হয় । রাতের ঐ সময়টা স্টেশন থেকে আমাদের বাড়ির রাস্তায় যাওয়াটা একটু বিপদ জনক। তবে অন্য সময়ে আলো ফুটে যায় । সকাল থেকে একেবারে দিন শুরু করা যায় । আবার চুয়াডাঙ্গা থেকেও বিকেলে ট্রেন ছাড়ে আর নয়টার সাড়ে নয়টার ভেতরেই পৌছে যায় । পদ্মা সেতুর কারণে সময়টা আগের থেকে একটু পিছিয়েছ তবে সেটাতে কোন সমস্যা নেই। একেবারে চালুর দিন থেকে এই ট্রেনে আমি নিয়মিত যাতায়াত করি । মূলত এই ট্রেনটা চালু হওয়ার পরেই বাসে যাতায়াত একেবারেই বন্ধ করে দিয়েছি।
এই ট্রেনেই গতদিন আগুন দেওয়ার মত ঘটনা ঘটেছে। যে বা যারা এই কাজটা করেছে, সেই মানুষ গুলোর আগুন দেওয়ার সময় কি একটুও হাত কাঁপে নি? এই চারজন মানুষ আগুনে পুড়ে মারা গেল, জলন্ত পুড়ে মারা গেল, যখন সে জেনেছে যে তার দেওয়া আগুনের ফলেই এই মানুষ গুলো মারা গেল পুড়ে তখন তার মনের অবস্থা কেমন হয়েছে? এটা আমার বড় জানতে ইচ্ছে করে !
এদিকে বিএনপি আওয়ামীলীগের উপর আর আওয়ামীলীগ বিএনপির উপরে দোষা চাপিয়ে দায় শেষ করে দিয়েছে । এদের অবশ্য কারোই কিছু যায় আসে না। দেশের মানুষ মরলো কি বাঁচল তাতে এই দল গুলোর আদৌও কোন দিন কিছু যায় এসেছে !
কীভাবে জীবন্ত পুড়ে মরে গেল মানুষ গুলো !
ছবিসুত্র - অনিকেত প্রান্তর
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫১
অপু তানভীর বলেছেন: একটা মানুষকে আমি এর আগে জীবন্ত পুড়তে দেখি নাই।
২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
মিরোরডডল বলেছেন:
আজ সকালেই দেখেছি এই নিউজ।
খুবই মর্মান্তিক!!!
দেশের মানুষ মরলো কি বাঁচল তাতে এই দল গুলোর আদৌও কোন দিন কিছু যায় এসেছে !
সেটাই তাদের কিচ্ছু যায় আসে না।
সঠিক আসামিদের খুঁজে বের করা হোক।
সঠিক বললাম এইজন্য যেনো ভুল মানুষদের ফাঁসিয়ে দেয়া না হয়।
বাংলাদেশে এটা হয়, অপরাধ করে একজন, শাস্তি হয় আরেকজনের।
আসামিদের শাস্তি হয়না।
এ ধরনের জঘন্য অপরাধের জন্য আসামিদের জনসম্মুখে পুড়িয়ে মারে উচিত।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
অপু তানভীর বলেছেন: সঠিক আসামি তো আর সেই জন যে হুকুম পালন করেছে । সঠিক আসামী হচ্ছে যে হুকুম দিয়েছে । আবার এই হুকুম দেওয়ার ব্যক্তির উপরেও আরেকজন হুকুম দেওয়ার লোক আছে । শাস্তি তো তার হওয়া উচিৎ । সেটা কি আদৌও হবে ! না হলে হুকুম পালন করার মানুষের তো অভাব হবে না!
৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
মিরোরডডল বলেছেন:
টাইপো ছিলো ***মারা*** হবে।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক। গণতন্ত্র ট্রেন কিংবা মানুষ কোন কিছুই নয় নিরাপদ। ক্ষমতার লোভের কাছে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩
অপু তানভীর বলেছেন: আপনি এই দেশে কোন স্থানেই নিরাপদ নন।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক। গণতন্ত্র ট্রেন কিংবা মানুষ কোন কিছুই নয় নিরাপদ। ক্ষমতার লোভের কাছে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৪
অপু তানভীর বলেছেন: আপনি এই দেশে কোন স্থানেই নিরাপদ নন ।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮
শেরজা তপন বলেছেন: কতগুলো ট্রেন চলে সারাদিন বাংলাদেশে- কটা বগি থাকে একটা ট্রেনে? ক'টা মানুষ লাগে এই বগিগুলোকে নিরাপত্তা দিতে???? এর হিসাব করলেই শুভঙ্করের ফাঁকি বের হয়ে আসবে!
সাধারণ মানুষের জান নিয়ে সারা বিশ্বের রাজনীতিবিদ- ব্যাবসায়ী, ধর্মীয় নেতারা খেলে। তারা লাশ চায়- লাশ হলেই আন্দোলন জমে! এই হত্যাকান্ডের জন্য সব ক্ষমতালোভীরা দায়ী!!!!
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫
অপু তানভীর বলেছেন: সারা বিশ্বের সাথে আমাদের তুলনা করলে কি আর চলে ! আমরা হলাম সর্বেসর্বা সেরাদের সেরা !
সভ্য কোন দেশে মানুষ মরার দায় থাকে অসভ্য দেশে থাকে না।
৭| ০৬ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪
নয়ন বড়ুয়া বলেছেন: দেখেছি। খুবই মর্মান্তিক ছিলো। যদিও আমি ভিডিওটা দেখার সাহস পাইনি। এই ক্ষমতারলোভে সাধারণ মানুষ নিত্যদিন বিভিন্ন ভাবে ভুগান্তিতে ভুগছি। জানি না, কবে এইটা থেকে মুক্তি পাবো...
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৬
অপু তানভীর বলেছেন: আমি আগুনে পোড়া টুকুর ভিডিও দেখে ফেলেছি । চোখের সামনে চলে এসেছে সেটা !
সাধারণ মানুষ হিসাবে জন্ম গ্রহন করলে এই দেশে এই সবের থেকে কোন মুক্তি নেই।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০২
নতুন বলেছেন: ক্ষমতার কাছে মানুষের জীবন কিচ্ছুনা।
এমন সিদ্ধান্ত অবশ্যই জেলা অথবা ঢাকার কোন নেতার কাছ থেকেই আসে...
কেমন নেতারা আমাদের দেশের ক্ষমতায় আছ/ছিলো/আসছে...
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৭
অপু তানভীর বলেছেন: এমনই হয়ে আসছে । এমনই হতে থাকবে।
৯| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৭
ঢাবিয়ান বলেছেন: কিছু বলার ভাষা আর নাই।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮
অপু তানভীর বলেছেন: পুড়ি মেরেও চলছে রাজনীতি ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নির্বাচন নির্বাচন খেলার বলি আমার।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮
অপু তানভীর বলেছেন: কেবল এই খেলায় কেন সব খেলায় বলি সাধারণ মানুষ।
১১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪০
বিজন রয় বলেছেন: কল্পনা করতে পারছি না!!
কি ভীষণ, তীব্র আর সাংঘাতিক!!
হায়রে!!
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
অপু তানভীর বলেছেন: এদের সাথেও এমন কিছু ঘটলে তাহলে হয়তো বুঝতে পারতো।
১২| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭
করুণাধারা বলেছেন: মানুষ কতটা নির্মম হতে পারে!! অনলাইনে খবর পড়ি নিয়মিত, কিন্তু আজকে এই খবর যেন না পড়তে হয় তাই আর অনলাইনে পত্রিকা পড়ছি না।
এটা নিয়ে কিছু বলার নেই। শেরজা তপনের মন্তব্যের সাথে একমত।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৯
অপু তানভীর বলেছেন: অনলাইনে খবর পড়া আমি অনেক দিন আগেই বাদ দিয়েছি কিন্তু তারপরেও কিছু না কিছু চলে আসে সামনে !
১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
কুব সুন্দর করে লিখেছেন।
@শেরজা তপন
দুর্ঘটনা এক জিনিষ নাশকতা এক জিনিষ।
প্রত্যেক বগিতে ফায়ার এলার্ম, প্রত্যেক যাত্রীর হাতে ফায়ার এক্সটিংগুইশার ধরিয়ে দিলেও লাভ হতো না। তখন পাকিস্তানী স্টাইলে আত্নঘাতি বোমা হামলা চালাতো।
১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:০২
শেরজা তপন বলেছেন: @হাসান কালবৈশাখী ভাই, আমি কি জানিনা ওইটা নাশকতা? যেই বগিতে নাশকতা হয়েছে সেটা একটা এসি বগি। সেখানে নিশ্চয়ই টিকিটবিহীন যাত্রী ছিল না? এখন এন আই ডি ছাড়া টিকিট কাটা যায় না - প্রত্যেক যাত্রী ট্রেনে ওঠার সময়ে অবশ্যই তাঁর পরিচয় নিশ্চিত করা উচিৎ ও ভালভাবে ব্যাগ তল্লাশী করা উচিৎ নয় কি? এখন সময় খারাপ- যে কোন সময়- নাশকতার আশংকা রয়েছে- সেইমতে সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা উচিৎ আছে কি নেই বলেন? ট্রেন কোন স্টেশনে থামার আগে কেউ গেট খুলে উঠতে বা নামতে না পারলে অপরাধী পালিয়ে যাবার সুযোগের সম্ভবনা কম থাকবে। বগিতে সিসি ক্যামেরা লাগাতে কয় টাকা লাগে? একটা একতরফা নির্বাচন করতে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে অথচ এই নির্বাচনের নিমিত্তে নাশকতার প্রহসনে মানুষের জানমালের নিরাপত্তার জন্য কয়টাকা খরচ হচ্ছে?
আত্মঘাতি হামলা হলে তখন আলোচনা অন্যরকম হত কিন্তু এটা আত্মঘাতি নয় চোরাগোপ্তা হামলা তাই আত্মঘাতির বিষয়টা উহ্য থাকুক।
এ হামলা যেই করে থাকুক না কেন প্রশাসন ও সরকার কোনভাবেই তাঁর দায় এড়াতে পারবে না।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০৪
আরোগ্য বলেছেন: প্রতিনিয়ত এই রাজনৈতিক কুলাঙ্গার দলগুলোর জন্য সাধারণ পাবলিক ক্ষতিগ্রস্ত হয়।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০
অপু তানভীর বলেছেন: এটা শুরু থেকেই হয়ে আসছে। এবং এমনটাই চলবে।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩৯
শ্রাবণধারা বলেছেন: এই ঘটনাগুলোকে মেনে নেওয়া যায় না। দুষ্কৃতিকারী রাজনৈতিক দলগুলোর অপকর্মের জন্য কেন সাধারন মানুষকে পুড়ে মরতে হবে, যার জীবনের সাথে দুষ্কৃতিকারী রাজনৈতিক দলগুলোর কোন সম্পর্কই নেই।
রাজনীতিতে জবাবদিহিতার বলে কোন কথা থাকলে সবার আগে এই হত্যাকান্ডগুলো বন্ধ হতো। কিন্তু বাংলাদেশে সে আশায় গুড়েবালি।
"শেরজা তপন বলেছেন: সাধারণ মানুষের জান নিয়ে সারা বিশ্বের রাজনীতিবিদ- ব্যাবসায়ী, ধর্মীয় নেতারা খেলে। তারা লাশ চায়- লাশ হলেই আন্দোলন জমে! এই হত্যাকান্ডের জন্য সব ক্ষমতালোভীরা দায়ী!!!!"
আমার মতে এখানে "সারা বিশ্বের রাজনীতিবিদ" এই কথাটার জায়গায় "বাংলাদেশের রাজনীতিবিদ" এই কথাটা উপযুক্ত। আসলের সারা বিশ্বের রাজনীতিবিদরা এটা করে না, শুধু বাংলাদেশে শয়তানের চেয়ে পাজীগুলো এটা করে।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১২
অপু তানভীর বলেছেন: রাজনৈতিক জবাবদীহিতা এই খানেই প্রয়োজন। উন্ননয়ের নামে আমরা এই জবাবদীহিতাকে নষ্ট করে দিয়েছি । এর ফল তো ভোগ করতেই হবে
১৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:২৮
শেরজা তপন বলেছেন: @শ্রাবণধারা প্রিয় ব্লগার কেন আপনি বাইডেন পুতিন নেতানিয়াহু সহ তাদের দোসর সহ সারা পৃথিবীর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষমতাবানদের আপনি এর বাইরে রাখতে চাচ্ছেন? রাজনীতির তলে তলে সারা বিশ্বে কত কিছু ঘটে তার ক'টার খবর আমরা রাখি? সাধারণ জনগণ মানে সাধারণ জনগণ- নিজের দেশ বাইরের দেশ বলে কোন কথা নেই। যখন দরকার হয় তখন গণহারে কোরবানি দেয়।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৩
নাহল তরকারি বলেছেন: শেরজা তপন ভাই। কালো বাজার থেকে যারা টিকেট কাটে তাদের জাতীয় পরিচয় পত্র লাগে না। আর অনলাইনে ঠিক মত ট্রেনের টিকট কাটা সম্ভব না। কারন ঢাকা খুলনা, ও ঢাকা রংপুর লাইনে ট্রেনের টিকেটের চাহিদা এত বেশী যে ৮ টা ৩ বাজতে না বাজতেই সব টিকেট শেষ হয়ে যায়। তাই জাতীয় পরিচয় পত্র সার্চ দিয়েও কোন লাভ নাই।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৬
শ্রাবণধারা বলেছেন: "শেরজা তপন বলেছেন: কেন আপনি বাইডেন পুতিন নেতানিয়াহু"
নেতানিয়াহুর মত কসাইকেও তার জনগনের কাছে জবাবদিহি করতে হয়। আমরা কী এর কাছাকাছিও কোন অবস্থা তৈরী করতে পেরেছি? আপনি দেখুন নেতানিয়াহু কে হামাসের হাতে বন্দি হওয়া ইসরাইলি মানুষের পরিবারের লোকেরা কিভাবে চ্যালেন্জ্ঞ করছে এবং প্রশ্ন করছে।
পশ্চিমা শাসকেরা অন্য দেশে দুষ্কৃতি করলেও নিজেদের জনগনের কাছে জবাবদিহি করে - অনেকটাই করে। আমাদের দেশে এটা শুন্য।
২০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: আমরা একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবো, কে এটা করেছে, আর কে করিয়েছে।
যে বা যারাই হোক,তারা আমাদের দেশের নাগরিক, এরা আমাদের আশেপাশেই থাকে। এরা যে কোন সময় আমাদেরকেও একইভাবে বা অন্য পন্থায় পুড়িয়ে মারতে মারে। আমরা এ কোন দেশে বাস করছি!
এ নৃশংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। আগুনে পুড়ে মরা নিষ্পাপ শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবী জানাচ্ছি। সম্ভাবনা কম থাকলেও, একদিন এ নৃশংস ঘাতকদেরকে সমূলে শনাক্ত করে বিচারের সম্মুখীন করার অপেক্ষায় থাকলাম। এদেরকে প্রাপ্য শাস্তি পেতেই হবে; এটা করা কঠিন কিছু নয় এ ডিজিটাল তথ্যনির্ভরতার যুগে।
১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
অপু তানভীর বলেছেন: আমরা সবাই জানি কে এই সব করেছ কিন্তু তারপরেও আমাদের না জানার ভাব করে জানতে হবে । কেউ কোন কিছু বলতে পারবে না। তারপর আবার একদল অন্য দলের উপরেই দোষ চাপিয়ে দায় এড়িয়ে বসে রয়েছে ।
এখানে এই দেশে জন্ম গ্রহন করাই সাধারণ মানুষের জন্য অন্যায় হয়েছে ।
২১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমি একটা কথা সবসময় সবাইকে বলি, একটা মানুষের সাথে আমার মতাদর্শের অমিল থাকলেও বা কেন তাকে আমার মেরে ফেলতে হবে? এসবের কোনো মানে হয় না।
অথচ এখন কিংবা পূর্ব হতেই মতাদর্শ কিংবা মতের বিষয়ও না, কাকে মারছে কেন মারছে সেসবের ধার না ধেরেই মানুষ খুন করে ফেলছে মানুষ। সাধারণ মানুষকে পুড়ে ফেলছে, নিশ্চিন্তে মেরে ফেলছে।
১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
অপু তানভীর বলেছেন: নিজেরা মারা মারি করে মরলেও না হয় কিন্তু মরে তো সাধারণ মানুষ যাদের এসবের ভেতরে কোন সম্পর্ক নেই ।
২২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪
ভুয়া মফিজ বলেছেন: অনেক আগে ''বেশ্যার আর্তনাদ'' নামে একটা কবিতা পড়েছিলাম। আমাদের দেশের জনগন হলো বেশ্যার মতো। এরা আর্তনাদ করে, কিন্তু কেউ শুনতে পায় না, কিংবা শুনলেও গুরুত্ব দেয় না।
১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
অপু তানভীর বলেছেন: কথাটা একেবারে মিথ্যা না । জনগনের আর্তনাদ শোনার মত কেউ নেই। কানে গেলেও গুরুত্ব দেওয়ার কিছু নেই।
২৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মিরোরডডল বলেছেন:
অনেক আগে ছবিপুর কোন পোষ্টে ভুমের কমেন্টে দেখেছিলাম......
ভুম নাকি কবিতা পড়ে না!
কবিতা বোঝে না!
২৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০
ভুয়া মফিজ বলেছেন: @ আরে.........এইটা এই যুগের কথা না, বহুকাল আগের। যখন আমি কবিতা লিখতাম.......আবার পড়তামও!!!
২৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭
বাকপ্রবাস বলেছেন: এভাবে মানুষ মারা, মর্মান্তিক, সহ্য করতে পারিনা, খুব কষ্ট হয়
১২ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
অপু তানভীর বলেছেন: এভাবে আগেও চলেছে এখনও চলছে এবং সামনেও চলবে।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
মিরোরডডল বলেছেন:
তাই নাকি?
তাহমে আমরা ভুমের লেখা কবিতা কবে পড়বো?
আবৃতি যেন কবে শুনবো?
২৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
টাইপো ***তাহলে*** হবে।
২৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
ভুয়া মফিজ বলেছেন: এই যে আমার কবিতার পোষ্ট। view this link
আবৃতি শোনাতে পারবো না। আমার গলার স্বর এখন হাসের মতো.........প্যাক প্যাক করে!!
২৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩০
আরোগ্য বলেছেন: এই শীতে এহনও হাস খাইতে পারিনি। ভুয়া ভাইয়ের ২৮ নং মন্তব্য আমার খিদা আরো বাড়ায়া দিলো।
৩০| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৮
মিরোরডডল বলেছেন:
আবৃতি শোনাতে পারবো না। আমার গলার স্বর এখন হাসের মতো
তখন কেমন ছিলো?
এই শীতে এহনও হাস খাইতে পারিনি।
কেন জানি মনে হয় প্যাক প্যাক করা ভুম হাসটার মাংস খেতে মজা হবে
৩১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৪
সোনালি কাবিন বলেছেন: আজো হদিস হলো না কারা এই দুস্কৃতিকারী ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৯
অপু তানভীর বলেছেন: সরকার চাইলে মসজিদ থেকে একটা জুতা পর্যন্ত কেউ চুরি করতে পারবে না। দশ বিশ বছরের আগের লাশ পর্যন্ত খুজে বের করে ফেলতে পারে। যদি সরকার চায় .... যদি চায়....
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৯
শায়মা বলেছেন: কি যে কষ্ট লাগছে শুনে।