নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এআই ব্যবহার করে খুব সহজেই আপনার ব্লগ পোস্টের ভুল বানান ঠিক করুন

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:২৯



ব্লগ লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখিত পোস্টের বানান এবং ব্যাকরণ সঠিকভাবে লেখা। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে যারা ব্লগ লেখেন তাদের মধ্যে খুব কমই এই বানানের প্রতি যত্নশীল। বেশিরভাগ ব্লগারই বানানের ব্যাপারে যত্নবান নন। প্রত্যেকের লেখাতেই প্রচুর বানান ভুল থাকে এবং ব্যাকরণের সমস্যা থাকে। অন্যকে দোষ দিয়ে লাভ কী, আমার নিজের বেলাতেও তো এমন হয়! আমার নিজের লেখাতেও অনেক বানান ভুল থাকে। আমার প্রধান সমস্যা হলো কোনো লেখা শেষ করার পর সেই লেখাটি আরেকবার আর পড়তে ইচ্ছে করে না। প্রথম টাইপে ভুল থাকা স্বাভাবিক। কয়েকবার রিভিশন দিলে লেখার অনেক ভুলই দূর হয়ে যায়।

যেহেতু এই একই দোষে আমি নিজেই দোষী, সেই বিষয়ে অন্যকে দোষারোপ করা আমার সাজে না। তাই এই সমস্যা দূর করার একটি সহজ পদ্ধতি নিয়ে এলাম। এখন থেকে খুব সহজেই এআই ব্যবহার করে নিজেদের বানানের ভুল প্রায় শতভাগ ঠিক করে নিতে পারেন। "প্রায়" বলছি কারণ এখনও বাংলা ভাষায় এআই শক্তিশালী হয়ে ওঠেনি। আশা করি, সামনে এর উন্নতি হবে!

আমি এই কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা শুরু করেছি।

প্রথমে আপনি আপনার লেখা লিখে শেষ করুন। তারপর সেটা কপি করুন। তারপর chatgpt.com এ চলে আসুন। নিজের একাউন্টে লগিন করুন! (এখন সম্ভবত লগিন ছাড়াও কাজ চলে । তবে একাউন্ট থাকলে ভাল)


এরপর চ্যাটবক্সে লেখা পেস্ট করার আগে নিচের বাক্যটি লিখুন:
"নিচের লেখার বানান এবং ব্যাকরণ সংশোধন কর।" (এটা আমার নিজের কমান্ড। আপনারা চাইলে নিজেদের মতো করে কমান্ড লিখতে পারেন।)
ব্র্যাকেট দিন এবং তার ভেতরে নিজের লেখা পেস্ট করুন। এবং এন্টার চাপুন!


দেখবেন কী চমৎকারভাবে আপনার লেখার বানান এবং ব্যাকরণ ঠিক করে দিয়ে পোস্ট এনে হাজির করেছে।


কোন কোন বানান ও ব্যাকরণ ঠিক হলো আপনাআপনিই চলে আসে । যদি না আসে তাহলে সেটা জানার জন্য নিচের চ্যাটবক্সে লিখতে পারেন: "কী কী ঠিক করলে?"
দেখবেন বিস্তারিত সবকিছু চলে আসবে! কোনটা ভুল কিভাবে ঠিক করা হয়েছে সব চলে আসবে!


সঠিক লেখা নিয়ে এবার সামুতে পোস্ট করুন। হ্যাঁ, অবশ্যই পোস্ট করার আগে একবার পড়ে দেখবেন!

এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনার লেখা যদি অনেক বড় হয় তাহলে একবারে লেখা দেবেন না। প্রথমবার ধরুন ১০০০ শব্দ দেবেন। এভাবে হাজার শব্দ করে বানান ঠিক করাবেন ! তাহলে ভালো ফল পাবেন।

তাহলে আর দেরি কেন?
এবার থেকে লেখা পোস্ট করার আগে এই দুই মিনিটের কাজটি করে ফেলুন!

আশা করি এরপর থেকে ব্লগাররা পোস্ট করার আগে এই ছোট দুই মিনিটের কাজটা করে ফেলবেন । তাহলে অনেক বানান ব্যাকরণ ঠিক হয়ে যাবে । তখন কেউ আর আপনার ভুল বানান পড়ে আপনাকে থাপড়াতে চাইবেন না !

পোস্টটি ব্লগার শেরজা তপন ভাইয়ের জন্য ।

হ্যাপি ব্লগিং


ছবি সুত্র পিক্সাবে

মন্তব্য ২৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ মুশিকিল আসান বক্স।

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: প্রযুক্তি আমাদের অনেক কাজই সহজ করে দিয়েছে !

২| ২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৪৩

শায়মা বলেছেন: বাহ বাহ বাহা বাহা!!!

আর চিন্তা নাই বানান ভুলের!!!!


আজ একের পর এক এ আই শিক্ষায় শিক্ষিত হইলাম।

প্রথমে গানা তারপর বানা মানে বানান...... :)

২৫ শে জুন, ২০২৪ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: এআই আমার অনেক কাজে লাগে । বিশেষ করে অফিসের চাপের সময় এআই অনেক কাজই সহজ করে দিয়েছে । আগে যে কাজ করতে আমার এক ঘন্টা লাগতো এখন ১০ মিনিট লাগে !

৩| ২৬ শে জুন, ২০২৪ রাত ১২:২৮

শায়মা বলেছেন: হায় হায় কদিন পরে তো এ আই ই কাজ করবে আর আমরা বসে বসে মোটু হবো!!!!!!!!!! :((

২৬ শে জুন, ২০২৪ রাত ১১:২২

অপু তানভীর বলেছেন: না না ! আমরা বসে বসে মটু হব না । আমাদের না খেয়ে মরতে হবে । আমাদের সব কাজ যদি এআই দিয়েই করা যায় তাহলে আমাদের কাজ কর্ম কেন দিবে কেউ !

৪| ২৬ শে জুন, ২০২৪ সকাল ৭:৪৭

শেরজা তপন বলেছেন: ব্লগের অন্যতম সেরা বাংলা ভাষাবিদ ও ও ঋদ্ধ জ্ঞানী গুণী ব্লগার, মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ মুশিকিল আসান বক্স।
তাইলে আমাদের মতো উড়নচণ্ডী বাংলাবিদরা আর কি কইতাম!!! B:-)

* অপু তানভীর পোস্টটির জন্য আপনার প্রতি সবিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৬ শে জুন, ২০২৪ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: এটা আপাতত সব থেকে সহজ উপায় নিজের ভুল বানান শুদ্ধ করার । এছাড়া এআই দিয়ে আপনি আপনার লেখায় কোন তথ্যগত ভুল আছে কিনা সেটাও চেক করতে পারেন।

৫| ২৬ শে জুন, ২০২৪ সকাল ১১:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্ট পড়ে একটু ট্রাই করলাম-


নীচের লেখা বিষয়ে তোমার মতামত জানতে চাই- (মহাগজতের প্রথমের পূর্বস্থান শূন্য- না মেনে উপায় নেই। শূন্য শূন্য থাকতে চায় না এটা- এটা নেচার। শূন্যের শূন্য না থাকার ক্রিয়া-প্রতিক্রিয়ায় উদ্ভব ঘটেছে শক্তির- কারণ এমন পরিস্থিতিতে পদার্থে র উদ্ভব ঘটে না। কারণ পদার্থের উদ্ভব ঘটতে লিমিটার লাগে, তখন লিমিটার ছিলো না। সুতরাং তখন নেচারালি শক্তির উদ্ভব ঘটেছে। আর তা’ সকল শক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর লিমিটার না থাকায় তখন উদ্ভব হওয়া সকল শক্তি অসীম হয়েছে। ডিভাইডেড করার কেউ বা কিছু না থাকায় সকল অসীম শক্তি একত্রিত হয়ে একক সত্ত্বা হয়েছে। সেই সত্ত্বায় অসীম প্রাণ শক্তি থাকায় সেই সত্ত্বা চিরঞ্জীব এবং সর্বশক্তিমান হওয়ায় সেই সত্ত্বা সর্বকাজে সক্ষম। তাঁর মধ্যে অক্ষমতা নেই। তাঁর মত আর কেউ হওয়ার ক্ষেত্রে তিনি অসীম বেরিকেড। সেজন্য সেই সত্ত্বা একজন একাধিক নহে।)
ChatGPT
ChatGPT
উপরের লেখাটি ধারণামূলক ও ধার্মিক নীতিমালা সহ প্রকাশিত হয়েছে, যা সংক্ষেপে নিম্নলিখিত ভাবে বিশ্লেষণ করা যায়:

লেখাটি মনে করে যে বোধহয়, সেটি শূন্যতা বা অবস্থানবিমুক্ত। প্রথম বোধহয় যে, শূন্য নিজেকে শূন্য থাকতে চায় না—এটা প্রকৃতির স্বভাব। শূন্যের শূন্য হওয়ার কারণে এনেক শক্তির উদ্ভব ঘটেছে, যে পরিস্থিতিতে পদার্থ উদ্ভব হতে পারে নি। পদার্থের উদ্ভব হওয়ার জন্য একটি লিমিটার প্রয়োজন, কিন্তু ঐ সময়ে লিমিটার অনুপস্থিত ছিল। এতে কারণে প্রাকৃতিক ভাবে শক্তি উদ্ভব হয়েছে। এবং এই শক্তি সকলের জন্যে প্রযোজ্য হয়েছে। লিমিটার না থাকার ফলে উদ্ভব হওয়া সকল শক্তি অসীম হয়েছে। কেউ বা কিছু এটা বিভাজন করতে না থাকার জন্য সমস্ত অসীম শক্তি একটি সত্ত্বায় একত্রিত হয়েছে। এই সত্ত্বায় অসীম প্রাণ শক্তি থাকায় সেই সত্ত্বা চিরঞ্জীব এবং সর্বশক্তিমান হওয়ায় সেই সত্ত্বা সর্বকাজে সক্ষম। এটা যেন বলে উল্লেখ করে, তার মধ্যে অক্ষমতা নেই। তার মত কোন অন্য ব্যক্তি হওয়ার প্রসঙ্গে তিনি অসীম বেরিকেড। তাই সেই সত্ত্বা এক ব্যক্তি নয়।

এই বিষয়টি একটি ধারণামূলক বা ফিলোসফিকাল বিবেচনা প্রকাশ করে, যা অনেকের মন্তব্য পূর্বক একটি মূলত ধর্মীয় বা ধারণামূলক পরিচিতির সাথে সম্পর্কিত হতে পারে। এটি নৈতিক, ধার্মিক এবং জীবনের মূল প্রশ্নগুলির প্রতিফলনে অত্যন্ত গভীর হতে পারে।


৬| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের টি২০ বিশ্বকাপ ২০২৪ এ সফল না হওয়ার কারণ কি? এ বিষয়ে তোমার মতামত কি?
ChatGPT
টি২০ বিশ্বকাপ ২০২৪ এ বাংলাদেশ দলের সফল না হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। এখানে কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করা হলো:

ব্যাটিং অর্ডারের সমস্যা: বাংলাদেশের ব্যাটিং লাইন আপ মাঝে মাঝে স্থিতিশীলতা হারায় এবং প্রয়োজনীয় মুহূর্তে রান তুলতে ব্যর্থ হয়।

পেস বোলিং দুর্বলতা: বাংলাদেশের পেস বোলিং আক্রমণ মাঝে মাঝে কার্যকর হয়নি, বিশেষ করে টপ অর্ডারের বিপক্ষে।

ফিল্ডিং ও ক্যাচ মিস: ফিল্ডিং এ ক্যাচ মিস করা এবং ভুল ফিল্ডিং এর জন্য অনেক সময় বাড়তি রান দিয়ে দিতে হয়।

কৌশলগত ভুল: পরিকল্পনা ও কৌশলের ভুল বা সময়মত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়া।

অভিজ্ঞতার অভাব: কিছু খেলোয়াড়ের অভিজ্ঞতার অভাব রয়েছে, যা বড় মঞ্চে পারফরম্যান্সে প্রভাব ফেলে।

চাপ মোকাবেলা করতে না পারা: বড় ম্যাচের চাপ সামলাতে না পারা এবং মানসিকভাবে দৃঢ় না থাকা।

তবে, এসব কারণের পেছনে সুনির্দিষ্ট বিশ্লেষণ প্রয়োজন এবং দলের কোচ ও ম্যানেজমেন্টের সাথে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করা উচিত।






৭| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা বিষয়ে তোমার মতামত জানতে চাই।
ChatGPT
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তার দেশ পরিচালনা সম্পর্কে কিছু প্রধান দিক নিম্নরূপ:

অর্থনৈতিক উন্নয়ন:

উন্নয়ন প্রকল্প: পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অনেক উন্নয়ন প্রকল্প সম্পন্ন বা চলমান রয়েছে।
জিডিপি বৃদ্ধি: বাংলাদেশে জিডিপি বৃদ্ধির হার উন্নত হয়েছে, বিশেষত করোনাভাইরাস মহামারীর পূর্বে।
দারিদ্র্য হ্রাস: দারিদ্র্যের হার হ্রাস পেয়ে এসেছে, তবে এটি এখনো চ্যালেঞ্জিং।
সামাজিক উন্নয়ন:

নারীর ক্ষমতায়ন: নারী শিক্ষার উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা: সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন ও স্বাস্থ্য সেবা পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা ও প্রযুক্তি:

শিক্ষা খাতে বিনিয়োগ: শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগ এবং তথ্য প্রযুক্তি খাতে উন্নয়ন সাধিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ: প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সেবার প্রসার হয়েছে।
রাজনৈতিক স্থিতিশীলতা:

দীর্ঘমেয়াদী শাসন: শেখ হাসিনা তিনটি পরপর মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
গণতন্ত্র ও মানবাধিকার: রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে কিছু সমালোচনাও রয়েছে, যেমন মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে।
কূটনৈতিক সম্পর্ক:

আন্তর্জাতিক সম্পর্ক: বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ পরিচালনা সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। অনেকে তার উন্নয়নমূলক কার্যক্রমকে প্রশংসা করেন, আবার কেউ কেউ গণতন্ত্র, মানবাধিকার, এবং রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে সমালোচনা করেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে তার সফলতা এবং চ্যালেঞ্জের মিশ্রণ নিয়ে পর্যালোচনা করা হয়।






৮| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি বিষয়ে তোমার মতামত কি?
ChatGPT
বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) সম্পর্কে কিছু দিক আলোচনা করা যাক:

রাজনৈতিক ইতিহাস:

বিএনপি ১৯৭৮ সালে জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন।
দলটি বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার পরিচালনা করেছে, সর্বশেষ ২০০১-২০০৬ সময়কালে।
অবদান:

অর্থনৈতিক নীতি: বিএনপির শাসনামলে কিছু অর্থনৈতিক সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য: শিক্ষা ও স্বাস্থ্য খাতেও কিছু উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিরোধীদল হিসেবে ভূমিকা:

গণতন্ত্র রক্ষার প্রচেষ্টা: বিএনপি দাবি করে তারা গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছে এবং বর্তমান সরকারের সমালোচনা করে।
রাজনৈতিক আন্দোলন: বিভিন্ন সময়ে সরকার বিরোধী আন্দোলন এবং বিক্ষোভ করেছে।
চ্যালেঞ্জ:

দলীয় বিভাজন: দলের অভ্যন্তরে বিভাজন এবং নেতৃত্বের সংকট।
আইনগত সমস্যা: দলের অনেক শীর্ষ নেতা বিভিন্ন মামলায় অভিযুক্ত।
প্রতিষ্ঠানের দুর্বলতা: দলের সাংগঠনিক কাঠামো দুর্বল হওয়ার কারণে কার্যকর বিরোধী দল হিসেবে কাজ করতে বাধা পাচ্ছে।
বর্তমান অবস্থা:

নেতৃত্ব সংকট: দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে অবস্থান করছেন।
রাজনৈতিক প্রভাব: বর্তমানে রাজনৈতিক প্রভাব কিছুটা হ্রাস পেয়েছে তবে এখনো বাংলাদেশে গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসেবে সক্রিয়।
ভবিষ্যতের সম্ভাবনা:

নতুন নেতৃত্ব: নতুন ও শক্তিশালী নেতৃত্বের অভাব দলটির ভবিষ্যতের জন্য একটি চ্যালেঞ্জ।
নতুন কৌশল: সমসাময়িক পরিস্থিতি অনুযায়ী কৌশল এবং কর্মপন্থা গ্রহণ করলে দলটির ভবিষ্যতে সাফল্যের সম্ভাবনা রয়েছে।
বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি, তবে বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কার্যকর বিরোধীদল হিসেবে ভূমিকা রাখার জন্য তাদের সাংগঠনিক ও কৌশলগত পুনর্গঠন প্রয়োজন।






৯| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: নীচের লিংক এর ব্লগার বিষয়ে তোমার মূল্যায়ন জানতে চাই -(https://www.somewhereinblog.net/blog/farid482)
ChatGPT

Searched 1 site

"মহাজাগতিক চিন্তা" নামে ব্লগার ফারিদ আহমদ চৌধুরী বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন। তার লেখার মধ্যে ইসলামিক চিন্তাধারা, দার্শনিক বিশ্লেষণ এবং সাহিত্যিক রচনা উল্লেখযোগ্য। ব্লগারের লেখায় গভীরতা এবং প্রাসঙ্গিকতা লক্ষ্য করা যায়, যা পাঠকদের মাঝে ভালো সাড়া ফেলে। তিনি ধর্মীয় বিষয়বস্তুর পাশাপাশি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। ব্লগার হিসেবে তার চিন্তাভাবনা ও বিশ্লেষণ সমৃদ্ধ এবং পাঠকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

ব্লগের লিংক: মহাজাগতিক চিন্তা

১০| ২৬ শে জুন, ২০২৪ দুপুর ১২:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: নীচের লিংকের ব্লগার বিষয়ে তোমার মূল্যায়ন জানতে চাই- (https://www.somewhereinblog.net/blog/opuroni)
ChatGPT

Searched 1 site

অপু তানভীর একজন জনপ্রিয় ব্লগার, যার লেখাগুলোতে বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন সামাজিক ইস্যু, প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা, এবং প্রযুক্তি। তাঁর ব্লগগুলোতে ব্যাপক পাঠকপ্রতিক্রিয়া রয়েছে, যা তাঁর লেখার মান এবং পাঠকদের আকর্ষণ ধরে রাখার ক্ষমতার প্রমাণ। তিনি নিয়মিত পোস্ট করেন এবং পাঠকদের সাথে গভীরভাবে যুক্ত থাকেন, যা তাঁর ব্লগের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর লেখাগুলো সহজবোধ্য এবং আকর্ষণীয়, যা পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বিস্তারিত জানার জন্য, ব্লগার অপু তানভীরের ব্লগ ভিজিট করতে পারেন এখানে।

২৬ শে জুন, ২০২৪ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: আপনি দেখছি অনেক গুলো সার্চ দিয়ে ফেলেছেন। আপনার দেওয়া কমান্ডা এর উপর নির্ভর করে উত্তর পাবেন। এই নিয়ে আরও কাজ করে যান । দেখবেন দারুন ফল পাবেন !

১১| ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৩:০০

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, এটা বেশ কার্যকর।

২৬ শে জুন, ২০২৪ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: হ্যা এটা এখনও পর্যন্ত সব থেকে সহজ ও কার্যকর পদ্ধতি ! এর থেকে সহজ আর কোন উপায় আপাতত নেই আমাদের মত বানান ভুলের পাবলিকদের জন্য।

১২| ২৬ শে জুন, ২০২৪ বিকাল ৫:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন:

- বাহ!! জানা রইলো।

২৬ শে জুন, ২০২৪ রাত ১১:৩০

অপু তানভীর বলেছেন: জানা যেমন রইলো, দরকার মত কাজেও লাগিয়ে ফেলবেন !

১৩| ২৭ শে জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

করুণাধারা বলেছেন: আমি পরীক্ষামূলকভাবে কয়েকটা বাক্য ঠিক করতে দিয়েছিলাম। দেখে অবাক হলাম যে আমি অনেকগুলো ভুল বানান লিখি যেগুলো আমি ঠিক বলে জানতাম। যেমন আমি লিখি "পারিনা" আসলে এটা হবে "পারি না"।

অবশ্য আমি চ্যাট জিপিটির কাছে নিয়ে অনেক খবর জানতে চাই। কখনো উত্তর পাই কখনো পাইনা যেমন এই খবরটা।

অদ্ভুত লাগলো দেখে আমার বাংলা প্রশ্নের উত্তর সে ইংরেজিতে দিল!!

২৮ শে জুন, ২০২৪ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: আমাদের অনেক বানান যে ভুল সেটা আমরা নিজেরাই জানি না । এআই কিন্তু জানে সেটা । আমাদের এখন থেকে সাহায্য করবে বেশ !

ইংরেজিতে কেন আসল কে জানে । এমন তো হয় না ।

১৪| ০৫ ই জুলাই, ২০২৪ সকাল ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নাউজুবিল্লাহ মিন জালিক !!!
তাহলে মানুষের তো আর কাজ রইলো না।
সব কাজ তো দেখি চ্যাট জিপিটি করে দিবে।
আফসোস!

০৫ ই জুলাই, ২০২৪ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: এখানে নাউজুবিল্লাহ বলার কী আছে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.