নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ হাসিনা শাসনের পতন হয়েছে। এতোদিন যারা ভয়ে চুপ ছিল তারা এখন কথা বলতে শুরু করেছে। এটা অনেক ভাল একটা ব্যাপার । কিন্তু এই কথা বলার শুরুর মধ্যে কি স্বাধীনতা বিরোধী রাজাকার বন্দনাও অন্তর্ভুক্ত?
আমি সামুতে লেখা শুরুর পর থেকে আজ পর্যন্ত রাজাকার বন্দনামূলক পোস্ট সামুতে টিকে থাকতে দেখি নি । অবশ্য সেই সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট অন্য রকম ছিল । এখন এই রাজনৈতিক পেক্ষাপট পরিবর্তনের ফলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। হচ্ছে। কিন্তু সামুর মূলনীতিতেও কি পরিবর্তন আসবে?
আমার প্রশ্ন হচ্ছে, সামুর যে নীতিতে এতোদিন চলে এসেছে রাজাকার প্রশ্নে, সেই নীতিতে পরিবর্তন আসবে?
এখন কি সামুতে রাজাকার বন্দনা করে কেউ পোস্ট দিতে পারবে?
এতোদিন পারে নি। তবে আমি বিশ্বাস করতাম যে এতোদিন রাজাকার বন্দনা করতে পারে নি কারণ সামু কর্তৃপক্ষ সেটার বিরুদ্ধে ছিল। সরকার কে ছিল তাতে কিছু যায় আসে না। তাই এখন সরকার বদলের সাথে রাজাকার বন্দনার পোস্ট দিতে পারার কথা না। কিন্তু আজ সকালেই সেটা দেখতে পেলাম । রাজাকার বন্দনা করে একটা বিরাট এক পোস্ট প্রসব করেছেন।
কদিন আগে সামুর মডারেটরের নেওয়া সাক্ষাতকারে মডারেটর পরিস্কার ভাবেই এই কথাটা বলেছিল যে রাজাকারের প্রশ্নে সামু এখনও আপোষহীন। আশা করি তারা তাদের জায়গা থেকে যথাযত ব্যবস্থা নিবেন। যদি না নেয় সেই ব্যাপারটাও পরিস্কার করবেন।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৬
ধুলো মেঘ বলেছেন: ৭১ এর যুদ্ধে দেড় লাখ লোক সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও এই দেশেরই ৩৭ হাজার মানুষের অবস্থান ছিল স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে। এত বিপুল পরিমাণ মানুষ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে আপনি মনে করেন? তাদের লজিক কি ছিল?
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১০
ডার্ক ম্যান বলেছেন: আপনি এর আগেও সামুর ফেসবুকে এক শিবিরের কর্মীর বিরুদ্ধে স্ক্রিনশট দিয়ে পোস্ট দিয়েছিলেন।
তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আশা করি এবারও হবে না।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫২
আহলান বলেছেন: খারাপ কাজকে ঘৃণা আর ভালো কাজকে প্রশংসা করার মধ্যেই কল্যাণ নিহীত। খারাপ কাজকে ঘৃণা আর ভালো কাজকে প্রশংসা করার মধ্যেই কল্যাণ নিহীত। স্বাধীনতা পরবর্তি এই ছবিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: রাজাকার'রাই এখন নায়ক আর মুক্তিযোদ্ধারা খলনায়ক।
রাজাকারের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললেই আপনি 'দালাল' ট্যাগ খেয়ে যাবেন।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭
জুল ভার্ন বলেছেন: রাজাকার বন্দনা কখনোই কাম্য নয়। তবে রাজাকারদের চাইতেও ঘৃনিত প্রাণী গত ১৬ বছরের ছাত্রলীগ, যুবলীগ- যা তাদের সকল কুকর্মে প্রতিষ্ঠিত।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫
শেরজা তপন বলেছেন: আমি আপনি বা বিশেষভাবে প্রভাবিত কিংবা একেবারে নিরপেক্ষ আইন আদালত যাকে 'রাজাকার' বলছে, কারো কারো দৃষ্টিতে তিনি
হয়তো মহান, তারা কোনভাবেই মেনে নিতে চায় না যে, তারা এই অপরাধে অভিযুক্ত।
তাদের কথা বলতে দিন - কতদিন তারা আর বুকে চেপে রাখবে তাদের কথা। খোলামেলা ভাবে সবাইকে উপস্থাপন করতে দিন; সেখানে আপনি সমালোচনা করুন, প্রতিবাদ করুন- এটুকু অধিকার বঞ্চিত করা হয়তো এই ২০২৪ এ এসে সামুর ঠিক হবে না।
আমি সামুতে যে কোন মতবাদের ব্লগারকে যথাসম্ভব শালীনতা কিংবা শিষ্টাচারের সাথে তাদের মত প্রকাশ করার পক্ষে।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
জ্যাকেল বলেছেন: সাঈদী সাহেবকে যদি আপনে রাজাকার বলে থাকেন তবে বলব আপনার মত বোকাচুদা দেশপ্রেমিক কমই আছে বাংলাদেশে।
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২০
আদিত্য ০১ বলেছেন: ১৯৭১ সালে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, মানুস মারা লোকগুলো নিয়ে কি সুন্দর অবলিলায় গরুর রচনা লিখা, গরুর পা দুইটা সুন্দর গরুকে চাদে দেখা গেছে, গরু মরাতে শকুন গুলা খুব কষ্টে, শকুনরা আস্তে আস্তে মহা সমারোহে কি আজগুবি কথা বলছে, দেইল্লা রাজাকারের মৃত্যুতে নাকি ভুমিকম্প হইছে, আবার আকাশ সবকিছু কাদছে, কবে জানি এই শকুন গুলা, এই রাজাকারের কবরকে মাঝার বানাইয়া পুজা শুরু করবে, যাইহোক সামু এখন আলবদর রাজাকার বন্দনা ব্লগ,
সামহোয়ার ইন ব্লগ নাম চেঞ্জ করে রাখা হোক রাজাকারহোয়ার ইন ব্লগ
১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৫
ঢাবিয়ান বলেছেন: ব্লগার শেরজা তপনের সাথে একমত। রাজনৈতিক দল হিসেবে জামাত ও তাদের যুদ্ধপরাধ সম্পর্কে আওয়ামিলীগ ও বমি শিয়াল গং এতকাল কি বলেছে তা এখন আর গ্রহনযোগ্য নয়। জামাত সম্পর্কে এখন নিরপেক্ষ বিশ্লেষনমুলক লেখা আসা উচিত ব্লগে। মুক্তিযুদ্ধে জামাতের বিতর্কিত ভুমিকা যেমন বাদ দেয়ার উপায় নাই তেমনি আওয়ামিলীগের জামাত/শিবির শব্দগুলো ঢাল হিসেবে ব্যবহার করে বিগত ১৫ বছর যা অপকর্ম করেছে তাও বাদ দেয়ার উপায় নাই।
মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর জামাতের নেতাদের কেউ আর বেঁচে নাই। এখন যারা জামাত বা শিবির করে তারা হয়ত কোন আদর্শের কারনে করে। তাদের সেই আদর্শের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে কিন্তু তাদের ব্যক্তিগত জীবন যদি দুর্নীতিমুক্ত বা কোন প্রকার অপরাধের সাথে সম্পৃক্ত না থাকে তবে তাদের ঘৃ্না করার কোণ কারন দেখি না। সবচেয়ে বড় কথা কেউ যদি জামাত বা শিবিরের রাজনীতি করে তবে তাদের কথা বলার স্বাধীনতা থাকা উচিত। হয়ত তাহলেই তাদের সম্পর্কে ভাবভাবে জানতে পারব আমরা। যাকে তাকে জামাত শিবির ট্যগিং কালচার পার্মানেন্টলি বন্ধ করার জন্যই জামাত শিবিরদের সম্পর্কে জানা দরকার।
১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজাকারের বন্দনা নিষেধ মানলাম।
এখন যারা কোমলমতিদের ঢালাওভাবে রাজাকার বলছে এরাও এই সময়ের নব্য রাজাকার। দেশের ৯৯% সাধারণ মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সমর্থন করছে। তাই এদেরকেও থামানো দরকার। এই ব্লগে ফ্যাসিস্টের পক্ষে কথা বলা যাবে কি না, হত্যাকারীর পক্ষে কথা বলা যাবে কি না, এটাও আমাকে বলেন। উপরে জুলভার্ন ভাইয়ের কথার সাথে একমত। ছাত্রলীগ বা যুবলীগ কোন কোন দিক থেকে রাজাকারের চেয়ে উত্তম এটা আমাকে বুঝিয়ে বলেন।
১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩১
রাসেল ০০৭ বলেছেন: আপনারা যারা ২৪ এর স্বাধীনতা চাননাই বা মেনে নিতে পারছেননা ।
তারাই এ যুগের রাজাকার । নিশ্চিত থাকেন আপনাদের বন্দনা করে কেউই পোস্ট দিবেনা ।
আপনাদের জন্য ঘৃণা ছাড়া কিছুই অবশিষ্ট নেই ।
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪
কামাল১৮ বলেছেন: অবশ্যই যায়।কারণ এখন রাজাকারের দোসররাই ক্ষমতায়।ক্ষমতার একটা দাম আছে না।সেনা প্রধান রাজনৈতিক দল বলতে প্রথমেই নাম নিয়েছেন হেফাজতের ৫০১ এর মুমিনুল হকের।