নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

দেশ আপনার বাপের একার নয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৪

দেশ আপনার বাপের না ।
নাহ, কথাটা একটু ভুল হল । দেশে আপনার বাপের অবশ্যই । তবে শুধু আপনার বাপের একার না । আপনার আমার সকলের, সকলের বাপের মায়ের চাচার সবার ! এই কথার অর্থ হল কেবল আপনি কী চান সেই মোতাবেগ দেশ চলবে না। এমন কি আমি কী চাই সেটা অনুযায়ীও দেশ চলবে না ।

আপনি যা ইচ্ছে চাইতেই পারেন । আপনি চাইতে পারেন দেশের জাতীয় সংঙ্গিত, ফুল ফল পশু সব বদলানো হোক। যেমন আমার মতে জাতীয় পশু বাঘ বদলে ব্লাক বেঙ্গল ছাগল রাখলে ভাল হয় । এটা আমি বলতেই পারি । কেউ একজন বলতেই জাতীয় সঙ্গীত বদলাও । তার বলাটা যেমন আটকানো যাবে না, তেমনি আপনিও সেই বলার বিপরীতে অনেক কিছু বলতে পারেন। এটাও আটাকনো যাবে না । এই জন্যই তো আন্দোলন হল !
আন্দোলন তো আর এই কারণে হয় নি কেবল আমরা আমাদের পছন্দের কথাই শুনব। আমরা অপছন্দ করি তা আমরা শুনবো না । তাদের চুপ করিয়ে দেওয়া হবে । তাহলে তো আওয়ামীলীগ সরকারই ছিল । এতো ঝামেলার দরকার ছিল কিসের ?

দেশে কী হবে কী চলবে কী বদলানো হবে তা ঠিক করবে দেশের মানুষ । যদি বেশির ভাগ মানুষ মনে করে যে দেশের জাতীয় সঙ্গীত বদলাবে, বদলাবে। যদি বেশির ভাগ মানুষ মনে করে জাতির পিতা শেখ মুজিব হবে, তবে হবে, যদি না মনে করে তবে হবে না । সোজা হিসাব।

দেশের মানুষের উপরে কোন কিছু নেই। দেশের মানুষ যা চাইবে যাদের চাইবে তাই হবে । দেশের মানুষ যদি আওয়ামীলীগকে ভোট দিলে তারা যাবে, ক্ষমতায় বসবে, বিএনপিকে দিলে তারা বসবে ! এমনকি যদি জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়, বসাবে । জনগনের ইচ্ছের বহিঃপ্রকাশ ঘটতে হবে । আপনার একার পছন্দ না হলেও সেটা মেনে নিতে হবে । আমি ওমুককে পছন্দ করি না কিন্তু অন্য দশজন যদি তাদেরকে ভোট দেয়, আমার সেটা মেনে নিতে হবে । সেটা আপনাকেও মেনে নিতে হবে। আপনার বাবা অতীতে কী করেছে সেটার দোহাই দিয়ে নিজের ইচ্ছে অন্যের উপরে জোর করে চাপিয়ে দেওয়ার দিন শেষ।



মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৫০

ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত যুক্তিপূর্ণ কিছু কথা কইলেন!!! :)

ব্লগার ঢাবিয়ানের পোষ্টে আমি বলছি, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। এখন কেউ যদি বলে...........আমার দোয়েল পাখি পছন্দ না, টিয়া পাখি পছন্দ; তাহা হইলে কি উহাকে রাজাকার বলা যাইবে? :P এই ব্যাপারে আপনের মন্তব্য কি? পোষ্টের আপনের কথাবার্তা থেকে একটা সিদ্ধান্তে অবশ্য আসা যায়; কিন্তু আমি আরো স্পেসিফিক্যালি জানতে চাই!!!

একই পোষ্টে বিশিষ্ট আওয়ামী 'বুদ্দিজীবি' ডার্ক ম্যান বলেছেন: জামায়াত/ শিবিরের প্রতি যাদের নূন্যতম সমর্থন থাকে তারাও রাজাকার, স্বাধীনতা বিরোধী। শুয়োরের বাচ্চা যেমন শুয়োর হয় ঠিক তেমনি রাজাকারের বাচ্চাও রাজাকার হয়।

এর পরিপ্রেক্ষিতে আমি বললাম, অত্যন্ত মুল্যবান কথা। এই ফর্মুলাতে পতিতা হাসিনা যে রাজাকারদের নানি; আর রাজাকার বেয়াইকে সমর্থনের কারনে পতিতা হাসিনাও যে রাজাকার..........সেই ব্যাপারটা নিয়া ব্লগে বিশদ আলোচনা করা উচিত। এই আলোচনায় বিশিষ্ট আওয়ামী দালালদের অংশগ্রহন খুবই জরুরী। =p~

তো, ওই ফর্মুলাতে পতিতা হাসিনা যদি রাজাকার হয়, তাইলে তাকে সমর্থন করা সবাইও রাজাকার। সুতরাং এই সিদ্ধান্তে আসা যায় যে, ১৯৭১ + ২০২৪..........দুই রাজাকার মিলে আওয়ামী লীগের লোকজন ''ডাবল রাজাকার''। ব্লগে এই ব্যাপারে আলোচনার জোর দাবী জানাই। আপনে কি কন? :-B

আপনে গুণী মানুষ, আরেকটা বিষয়ের উপ্রে আলোকপাত করবেন। কেউ যদি কোন রাজাকারের কাছ থেকে আর্থিক সহায়তা নেয়, তাইলে তারে কি রাজাকার বলা যাবে? ;)

সকল বিষয়ে বিস্তারিত প্রতি-উত্তর কাম্য!!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৬

অপু তানভীর বলেছেন: আওয়ামী আমলে কী হইতো, আওয়ামীলীগ একটা কথা ঠিক করে দিতো, সেইটা না মানলেই আফনে রাজাকার ! এই ভাবেই তো ট্যাগ দিয়ে আসছে ! এমনই তো দেখে আসছি আমরা ! এই মনভাব দেখে এখনও তারা বের হতে পারে নাই। তাদের কাছে তো তাদের বিরুদ্ধ মত মানেই রাজাকার । এই জন্য দেখেন কেমনে সেই রাজাকারের ভয়ে দেশ ছেড়ে পালাইছে । এখন পোষা কুকুরগুলো আর পালাইতে পারে নাই, ঘেউ ঘেউ করতেছে ! আপনি টিয়া ময়না শালিক কাক যা ইচ্ছে চাইতে পারেন। আপনার সাথে যদি দেশের বেশির ভাগ মানুষই সেইটা চায় তাহলে সেইটাই হবে জাতীয় পাখি । রাজাকার এখন আপনে না বরং ওরাই ।

আওয়ামী 'বুদ্দিজীবি'রা এখনও মানসিক শক কাটিয়ে উঠতে পারে নি । আর এখনও ওরা রাজাকারেই আটকে আছে । এদের কাছে রাজাকার ছাড়া আর কিছু নেই । গত পনের বছর ধরে যে কোন আকামের সামনে এই চেতনা নিয়েই দাড়িয়ে রয়েছে।

জামাত আর আওয়ামীলীগের ভেতরে এখন আর কোন পার্থক্য নেই । দুটোই ক্ষমতার জন্য দেশের সাধারণ মানুষ মেরে ফেলেছে । পার্থক্য হচ্ছে জামাত সেই ৫০ বছর আগে করেছে আওয়ামী করেছে একমাস আগে। খুব স্বাভাবিক ভাবে মানুষ পুরানো রাজাকার থেকে নতুন রাজাকারের প্রতি ঘৃণা অনুভব করবে বেশি। বর্তমান সময়ে আওয়ামীলীগের থেকে বড় রাজাকার আর কেউ নেই ।

আলোচনা তো হতেই পারে। এবং হওয়া উচিৎ । আপনি একটা পোস্ট দেন । সেইখানে আলোচনা হোক !

আরেকটা কথা, ব্লগের আওয়ামী বুদ্ধিজীবিদের সাথে আমি পারতপক্ষে তর্কে যাই না । এদের মস্তিস্কের একটা বিশেষ অংশ আওয়ামীলীগের পুটুতে ভাড়া দেওয়া । এরা স্বাভাবিক ভাবে যে কোন কথার প্রতি উত্তর দিতে অক্ষম । সময় নষ্ট ।

সব গুলোর উত্তর দিলাম না বাদ রইলো !

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:১৬

কামাল১৮ বলেছেন: দেশের মানুষ কি চায় তা জানার জন্য প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।যেটা আজ পর্যন্ত এদেশে অনুষ্ঠিত হয় নাই।তাই প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।এর জন্য যে সংস্কার প্রয়োজন সেটা সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।তবেই দেশে শান্তি ফিরে আসবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৭

অপু তানভীর বলেছেন: আওয়ামী সরকার গত ১০ বছরে সেইটাই হইতে দেয় নাই মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিতে । আর আপনার মত ভাড়া বুদ্ধিজীবিরা সেইটাকে সমর্থন করে গেছেন !

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪৪

রবিন_২০২০ বলেছেন: ভুয়া মফিজ উত্থাপিত পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লগার বিশিষ্ট দালাল চিন্তাবিদদের অংশগ্রহণে বিস্তারিত আলোচনার অপেক্ষায় থাকলাম।
বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বর্ডারের ওই পাশের দুই বানরের মূল্যবান মতামতও একান্তভাবে কাম্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

অপু তানভীর বলেছেন: এই পয়েন্ট নিয়ে একটা আলোচনা হতেই পারে । সেখানে সকল ব্লগারের অংশগ্রহন হলে ব্যাপারটা ভাল হতে পারে ।

তবে ভুয়া মফিজের উত্তরেই বলেছি যে দালালদের মস্তিস্কের একটা বিশেষ অংশ ভাড়া দেওয়া থাকে বিশেষ এক জায়গায় । তাদের কাছ থেকে সোজা উত্তর আপনি আশা করতে পারেন না।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:০০

শাহিন-৯৯ বলেছেন:

পিয়াস করিম একটি টকশো এই কথাগুলি খুব সুন্দরভাবে বলেছিলেন- তিনি বলেছিলেন আমি জামাত অপছন্দ করি কিন্তু দেশের জনগন যদি মনে করে জামাত সরকার গঠন করুক তাহলে আমাকে তা মেনে নিতে হবে এটাই গণতন্ত্র, আমি যেটা করতে পারি আমার পছন্দের কথা মানুষ বলতে পারি, বোঝাতে পারি, কেন জামাত ভাল নয় তা প্রচার করতে পারি তবে তার আগে অবশ্যই জনগনের রায় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে আর এটাই গণতন্ত্রের মূল বক্তব্য। (উনার কথা হুবুহু হয়তো হয়নি তবে এরকম বলেছিলেন স্মৃতি তো তাই বলে আর উনার সাথে টকশোতে ছিলেন আরাফাত ভন্ড)

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩০

অপু তানভীর বলেছেন: ব্যাপারটা তো তাই হওয়া উচিৎ । দেশের বেশির ভাগ মানুষই যা চাইবে যেমন চাইবে আর যাকে চাইবে তেমনটাই হবে । এর ভেতরে আর কোন কিন্তু ফিন্তু নেই । কিন্তু এটা তো হতে দেওয়া হয় নি ।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৩

দেখা হবে রাজপথে বলেছেন: আমাদের যে ধরনের ইস্যু থাকে তাহলে প্রতিদিন একটা করে ভোটাভুটির ব্যবস্থা করতে হবে।
তাহলে এই জাতির জনম চলে যাবে ভোটের লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে। আর এই ভোট নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সূক্ষ্ম কারচুপি সহ বিবিধ ইস্যু নিয়ে সারাদেশে হামলা,মামলা, ভাঙচুর,হরতাল, জ্বালাও-পোড়াও সহ চরম এক উত্তেজক পরিবেশ সৃষ্টি হবে। সে এক দেখার মত বিষয় হবে। এ নিয়ে আমাদের পুরো জাতির বুকের আগুন সারাক্ষণ টগবগ টগবগ করে ফুটতে থাকবে।
হাজার হাজার খুন জখম হত্যা রক্তপাত -আহা হা কি আনন্দ আকাশে বাতাসে!!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৪

অপু তানভীর বলেছেন: সব ইস্যুতে তো ভোট হবে না । হওয়ার তো দরকারও নেই । আমরা আমাদের পছন্দের জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করব সেই জনপ্রতিনিধিরা তারপর দেশ চালাবে । তারা নীতি নির্ধারন করবে ।

আওয়ামী আমলে যে অরাজকতা তৈরি হয়েছিল এর থেকে খারাপ অবস্থা এই দেশ আর কখন হয় নি। আপনার কাছে তখন সব কিছু ভাল মনে হতে পারে কারণ আপনি ভুক্তভোগী ছিলেন । থাকলে বুঝতেন !

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১০

কামাল১৮ বলেছেন: আমি কোন বুদ্ধিজীবি না এবং ভাড়ায় খাঁটি না।নিজে যেটা সঠিক মনে করি তাই বলি।আমি মুক্ত চিন্তার মানুষ।আমার চিন্তা কারো কাছে বন্ধক দেয়া নাই।আমি নিধার্মিক।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

অপু তানভীর বলেছেন: আপনার মুক্তচিন্তার ভন্ডামি তো দেখতেছি !

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

জুল ভার্ন বলেছেন: স্বৈরাচার হাসিনা সরকারের নিষ্ঠুর নির্যাতন-নিপীড়নে মানুষের স্বাভাবিক সৃজনশীলতা, মানবিক মনণশীলতা ধ্বংশ হয়ে গিয়েছে- তাই কে কি বলে তা হয়তো ক্ষোভেরই বহিপ্রকাশ!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫১

অপু তানভীর বলেছেন: আমার কাছেই তাই মনে হয় ! এখন অনেকেই অনেক কিছুই বলবে ! এটাই তো স্বাভাবিক । এতোদিন কিছুই বলতে দেওয়া হয় নি । এখন সুযোগ পেয়েছে । মানুষ বলবেই ।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৯

রাসেল ০০৭ বলেছেন: জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক এই সময়ে বেহুদা

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

অপু তানভীর বলেছেন: মানুষের মুখ বন্ধ করার যাবে না যা আগের সরকার করেছে । আমাদের এটা বিবেচনা করতে হবে যে সেই কথায় আমরা কান দিব কিনা !

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২২

মোস্তফা সোহেল বলেছেন: মতের অমিল হলেই গালি দেওয়া যেন বাঙালীর স্বভাব।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: সেই সাথে ট্যাগ দেওয়া ...

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: কত গুরুত্বপূর্ণ বিষয় পড়ে রয়েছে। অথচ এক শ্রেণির মানুষ হুদাই জাতীয় সঙ্গীত-পতাকা নিয়ে তালগোল পাকাচ্ছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: সবার হাতে কত সময় বেহুদা জিনিস নিয়ে কথা বার্তা বলার জন্য !

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

কিরকুট বলেছেন: এই দ্যাশ ওই লোকের বাপের না । ইহা আমাদের বাপ দাদার দেশ অবশ্যই । কিন্তু গুজমির না ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: দেশ আমার আপনার সবার !

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৮

অস্বাধীন মানুষ বলেছেন: ভালো বলেছেন

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৮

অপু তানভীর বলেছেন: দেশ আসলেই কারো একার নয় । কারো বাপের একার অবদানে এই দেশ স্বাধীন হয় নি, না একাত্তরে না ২৪শে!

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০১

জটিল ভাই বলেছেন:
ভূম ভাইয়ের মন্তব্য পড়ে আর মন্তব্য খুঁজে পেলাম না :(

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: না পাইলে আর কি !

১৪| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:১৭

হান্নাহিসাবে বলেছেন: জীবন সবচেয়ে শান্ত জিনিস, শুধু নিজেকে করুন bubble shooter

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.