![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোহাম্মাদপুরের ১১ বছরের মেয়ের গুম হয়ে যাওয়া এবং রে তার খোজ পাওয়ার ঘটনা নিয়ে আজকে পুরো অনলাইন গরম ছিল। ব্লগে এসে দেখি এখানেই দুই তিনটা পোস্ট চলে এসেছে। গতকালকেই এই মেয়েটাকে নিয়ে যারা চিন্তিত ছিলেন আজকে তারা বিরক্ত এই মেয়েটার উপর। সত্যিই বলতে আমার নিজেরও মেজাজ চরম খারাপ হয়েছে সংবাদটা শোনার পরে। না, প্রেম ভালোবাসা নিয়ে আমার কোন আপত্তি নেই। প্রেম করে ঘর ছেড়ে বের হয়ে যাওয়ার ঘটনা অসংখ্য আছে। এইট নাইনে পড়া মেয়েদের এমন ঘটনা নতুন নয়। আমার মেজাজ খারাপের কারণটা হচ্ছে পালিয়ে গেছিস ভাল, বাসায় তো অন্তত এই একটা খবর দিয়ে জানাইতে পারতি যে তুই গেছিস নিজের ইচ্ছায়। তাহলে পুরো অনলাইনবাসী তোর জন্য এমন চিন্তা করতো না ।
তবে একটা ব্যাপার আপনারা হয়তো খেয়াল করে দেখেন নি। এই মেয়েটার হারিয়ে যাওয়ার সংবাদ অনলাইনে ছড়িয়ে যাওয়ার পরে মুহুর্তের ভেতরেই মানুষ এটার পেছনে পরে ছিল। এবং পড়ে ছিল বলতে কেবল কিন্তু ফেসবুকে শেয়ারের ভেতরেই ব্যাপারটা সীমাবদ্ধ ছিল না ব্যাপারটা। মানুষজন রীতিমত এই মেয়েটার ছবি নিয়ে ঐ স্থানে স্থানে ঘুরে বেড়িয়েছে, মানুষজন কে জিজ্ঞেস করেছে, তার খোজ খবর নিয়েছে। থানায় থানায় ঘুরেছে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং এই কাজগুলো করেছে এমন সব মানুষ যারা মেয়েটাকে চেনেও না। এই একটা অপরিচিত মানুষের জন্য এমন ভাবে নিজের খেয়ে বনের মেষ তাড়ানোর মত দৌড়ে বেড়ানো, ব্যাপারটা আপনাদের কাছে ভাল লাগছে না?
বাঙালি তো বদমাইশ আছেই কিন্তু বাঙালির ভেতরে কিন্তু এই চমৎকার ব্যাপারটাও আছে।
আরেকটা চমৎকার ব্যাপার বলি। সম্ভবত সপ্তাহ খানেক আগের ঘটনা। এক ফকির মহিলা ভিক্ষা করে করে প্রায় ৭০ হাজার টাকা জমিয়েছিল। সেই টাকা যখন সে ব্যাংকে জমা দিতে যাচ্ছিল তখন কোন ভাবে সেই টাকা তার কাছ থেকে খোয়া যায়। মহিলার কান্না দেখে এই ব্যাপারটা একজন ফেসবুকে পোস্ট করে। মাত্র কয়েক ঘন্টার ভেতরেই মানুষ জন সাহায্য করে সেই মহিলার ৭০ হাজার টাকা তুলে দিয়েছে । এই রকম আরো অসংখ্য চমৎকার ঘটনা আপনার চোখে পড়বে আর এগুলো এই এদেশের বদমাইশ বাঙালিরাই করে।
সত্যি বলতে আমি মোটামুটি ধরেই নিয়েছিলাম মেয়েটার সাথে খারাপ কিছু হয়েছে। হয়তো দুয়েকদিন পরেই ভয়ংকর কোন সংবাদ হোমপেইজে দেখবো। বেশির ভাগ মানুষেরই এই ধারণাটাই ছিল বলে আমার বিশ্বাস । এই হারিয়ে যাওয়ার সংবাদটা শোনার পর থেকেই সবার মনেই এই অচেনা মেয়েটার জন্য এই দুঃশ্চিন্তা ছিল। তবে যখন এমন কোন সংবাদ এল না বরং মেয়েটার ঠিকঠাক মত ফিরে আসার সংবাদ ফিরে এল তখন সবার মনে একটা স্বস্তি ফিরে এসেছে। আমরা যত বিরক্তি প্রকাশ করি না কেন সত্যি বলছি আই ফিল রিয়েলি হ্যাপি যে আমাকে আরেকটা দুঃসংবাদ শুনতে হয় নি। তবে সেই সাথে ঐ মেয়ের বাবার কাছে একটা অনুরোধ আমার অবশ্যই থাকবে। সেটা হচ্ছে বাসায় ফেরার পরে সবার আগে ঐ বদ মেয়ের গালে যেন একটা কষে চড় তিনি মারেন। সম্ভব হলে, ফেসবুক লাইভে এসে চড়টা যেন মারেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮
অপু তানভীর বলেছেন: এই জন্যই আমি বললাম তার বাবাকে মারার জন্য। বাবা মায়ের শাসনের দরকার আছে। সত্যিই দরকার আছে। যাই হোক আপনি থাপ্পর মারার বিপরীত হতে পারেন তবে আমার কাছে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছেলে মেয়েদের শাসন করা বাবা মায়ের কর্তব্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:২৭
রবিন_২০২০ বলেছেন: লেখা পরে হাসি চলে এসেছে।
যেহেতু ছেলে মেয়ে দুইজনই টিকটকাৰ তাই চড় মারার দৃশ্যটি থেকে তাদের ফলোয়ারদের বঞ্চিত করা ঠিক হবেনা। আমার বিনীত অনুরোধ ফেইসবুক লাইভ এর সাথে টিকটক লাইভ ও যোগ হোক।
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯
অপু তানভীর বলেছেন: এটা একটা ভাল কথা বলেছেম ফেসবুক সহ টিকটক লাইভে এসে এই কাজটা করা গেলে সব থেকে ভাল হত।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এর জন্যই হয়তো আমাদের 'হুজুগে বাঙালি' বলে!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: তা আর বলতে!
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাথে একমত। আমাদের অনেক দোষ থাকলেও এই ধরণের ঘটনায় বাঙ্গালী সাহায্য করার চেষ্টা করে।
কয়েকদিন আগে দেখলাম যে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলেসে দাবানলের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সাধারণ জনগণ কর্তৃক চুরি, ডাকাতি, লুটপাট থামাতে কারফিউ জারী করা হয়েছে। বাংলাদেশের মানুষ খারাপ হলেও সামাজিক সংকটে মানুষ একতাবদ্ধ হয়। যেমন রানা প্লাজার ঘটনায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে জীবনের ঝুকি নিয়ে সাহায্য করেছে। ফেনি এলাকায় যে বন্যা হল কয়েক মাস আগে তখন সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে সাহায্য করার জন্য। তখন বরং বাঙ্গালী সুশৃঙ্খল থাকে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৮
অপু তানভীর বলেছেন: শেখ হাসিনা পালানোর পরে প্রায় দিন সাতেক পুরো দেশে কোন পুলিশ ছিল না। গুটি কয়েক ডাকাতির ঘটনা ছাড়া আপনি বড় কোন অপরাধ না। (রাজনৈতিক হামলা বাদে)। তবে সেটাও পরে কমে এসেছে পাড়ায় পাড়ায় পাহারার উৎসব শুরু হওয়ার পরে। যুক্তরাষ্টে যদি এই রকম সাত পুলিশ ছাড়া থাকতো অর্ধেক দেশ ধ্বংশ হয়ে যেট।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
সামিয়া বলেছেন: শেষ লাইনটা চরম
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৯
অপু তানভীর বলেছেন: এই রকম কিছু হলে ভাল হত।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:১১
এইচ এন নার্গিস বলেছেন: আমাদের দেশে যেখানে মেয়েদের নিরাপত্তা নাই সেখানে তো বটেই সব দেশেই মেয়েদের নিরাপদে থাকা এবং রাখা উচিৎ । মেয়েদের ভয় সব জায়গাতেই আছে । কি কি হতে পারে তা তারাকে সহজ ভাষায় বাড়ি এবং স্কুলে বুঝিয়ে দেয়া উচিৎ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা বাঙ্গালী বলেই সম্ভব। আমাদের বুকের ভেতর একটা নরম যায়গা আছে সেখানে ফিল হয় খুঁয়ে যাওয়া কি যে কষ্টের!
তবে কষিয়ে থাপ্পর মারার বিপরীতে আমি। সে এখনো অনেক ছোট কিন্তু অল্প বয়সে পাকনা বুড়ি দেখা যাবে বিপরীতে আরেকটা খবর তৈরী হবে। পোষ্টের এই বিষয়টা ছাড়া প্রতিটি যায়গায় একমত।