নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ব্লগার ভুয়া মফিজকে ধন্যবাদ ....

২৯ শে জুন, ২০২৫ রাত ১২:২৩

মানুষ যখন আমার জন্য আলাদাভাবে প্যারা নিয়ে কিছু করে, তখন তার প্রতি একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয়! আমি সব সময় মানুষের কাছ থেকে দূরে থাকি বা থাকার চেষ্টা করি। ছোটবেলা থেকেই ভাবটা এমন হলেও বয়স বাড়ার সাথে সাথে এই মনোভাবটা আরও বেড়েছে। যেখানে ঝামেলা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, সেখানে আমি আগে থেকেই কেটে পড়ি। আমি যেহেতু অন্যের জন্য কোনো ঝামেলা নিতে পছন্দ করি না, তাই অন্যেরা আমার জন্য কোনো ঝামেলা নেবে সেটাও আমি আশা করি না। কিন্তু তারপরও কিছু মানুষ থাকে, যারা ঠিকই ঝামেলা নেয় আমার জন্য।

কয়েকদিন আগে ব্লগের ভুয়া মফিজ আমাকে জিজ্ঞেস করলেন যে আমি ইংরেজি বই পড়ি কি না। আমি আসলে তখন এত কিছু ভেবে উত্তর দিইনি। বাংলা বই আমি বেশি পড়লেও ইংরেজি বইও পড়ি। আর যেহেতু অনুবাদের কাজ টুকটাক করি, সেই সুবাদে কিছু তো পড়তেই হয়। সেই মনে করেই প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আর কিছু মনে আসেনি। তার কিছুদিন পরে আমাকে আরও খানিকটা অবাক করে দিয়ে আমার ঠিকানা নিলেন। কারণটা হচ্ছে, আমাকে বই পাঠাবেন। তার পরিচিত একজন দেশে আসছেন, তার হাতে বই পাঠাবেন!

আমি নিজেকে দিয়ে ব্যাপারটা একটু বিবেচনা করলাম। আমি যদি ভুয়া মফিজের জায়গায় থাকতাম, তাহলে কি এই প্যারা নিয়ে কাজটা করতাম? দেশে থাকলে কুরিয়ারে হয়তো বই পাঠানো যেত, কিন্তু একেবারে এত দূর থেকে অন্যের হাত দিয়ে বই পাঠানো, সেটার খোঁজখবর নেওয়া, ঠিকমতো গেল কি না, দেশে এসে ঠিকমতো কুরিয়ার করল কি না—এত সব আমি আসলেই করতাম না।
যে কাজটা আমি একজনের জন্য করি না, সেই কাজটা যদি সেই একজন আমার জন্য করে, তবেই আমার মন ভালো হয়ে যায়। আমার মতো একজনের জন্য যে কাজটা সে করছে, সেটার জন্য আমার মন ভালো হয়ে যায়!

বইদুটো হাতে এল ঢাকায় এসে। আমি সাধারণ বইটিও খুব একটা যত্ন করি না। একবার যে বই আমি পড়ে ফেলি, সেই বইয়ের প্রতি আমার আর কোনো আগ্রহই থাকে না। তবে উপহার পাওয়া বইগুলো আমি বড় যত্ন করে রাখি। আমার কাছে কিছু বই একেবারে প্লাস্টিকের মলাট দেওয়া অবস্থায় যত্ন করে রয়েছে।

বইদুটো প্যাকেট খুলে দেখলাম। একটা বই দেখে মনটা আরও বেশি ভালো হয়ে গেল। এই বইটা আমি অনেক দিন ধরেই পড়ব পড়ব করছিলাম। বুকশপে অর্ডার দিতে গিয়েও দিইনি। আর সেই বইটাই এসে হাজির! কোনোভাবে যেন মনের খবর তিনি জেনে ফেলেছেন।

ব্লগার ভুয়া মফিজকে ধন্যবাদ! ধন্যবাদের সাথে আর কী যে বলব, সেটা বুঝতে পারছি না। কোনোভাবে যদি আপনাকে কয়েকটা বই উপহার দিতে পারতাম, তবে আরও একটু ভালো লাগত।



(বই দুটোর ছবি দিতে পারলে ভালো হতো, তবে সেগুলো বুকশেলফে তোলা রয়েছে যত্ন করে। এখন সেগুলো নামিয়ে ছবি তুলতে ইচ্ছে করছে না। পরে একসময় ছবি যোগ করে দেব।)

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০২৫ রাত ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বই দুটোর নাম বলেন।
আমিও পড়তে চাই।
আমি যেহেতু বিলেতে থাকি আমি খুব সহজেই কিনে নিতে পারবো।
কিংবা লাইব্রেরী থেকেে এনেও পড়তে পারবো।

২৯ শে জুন, ২০২৫ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: একটা বইয়ের নাম ইট এন্ডস ইউস আস। এটা পড়ে দেখতে পারেন।

২| ২৯ শে জুন, ২০২৫ রাত ১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: আরে ধন্যবাদ দিবেন, পাবলিকলি দেওনের দরকার কি? এই ধরনের পোষ্ট দেখলে আমি খুবই শরমিন্দা হই!!!!! :``>>

২৯ শে জুন, ২০২৫ রাত ১১:৫৫

অপু তানভীর বলেছেন: আসলে কিছু কিছু ব্যাপার সবাইকে জানানো ভাল। এতে শরমিন্দা হওয়ার কোন কারণই নাই। :)

৩| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:২১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুয়া মফিজ ভাই শরমিন্দা হবেন এই কারণে আমিও বলি নাই যে আমাকে কে বিদেশ থেকে বই পাঠিয়েছে। সেই ব্যক্তি আর কেউ না তিনি হলেন ভুয়া মফিজ ভাই। আমার এই ব্লগ জীবনে এটা সব চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। ওনার আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। ব্লগেও যে এতো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক হতে পারে এটা আমার বিশ্বাস হত না। এবার হল। তবে বই দুটি ইংরেজি হওয়াতে পড়ে শেষ করতে পারিনি এখনও।

শায়মা আপুর কাছে থেকেও বই পেয়েছি। কিন্তু বই পাওয়ার জন্য শুধু ওনার হাতে পায়ে ধরা বাকি ছিল। অনেক কাকুতি মিনতি করার পরে উনি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাঠিয়েছেন। আমার বউ এখন সেই বই পড়ছে। আমার বউ আংশিক পড়ার পরে বলেছে লেখিকা মনে হয় ওনার নিজের জীবনের গল্প লিখেছেন। আর বলেছে যে গল্পের মতই ওনার স্বামী মনে হয় ওনার চেয়ে বয়সে ছোট। আমি বললাম যে তুমি একজন ভালো পাঠক। বই অর্ধেক পড়েই বুঝে ফেলেছে।

২৯ শে জুন, ২০২৫ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: আপনার মত আমারও একই রকম অনুভূতি। ব্লগ আসলেই কিছু কিছু মানুষের আন্তরিকতায় মুগ্ধ হতেই হয়।

শায়মা আপুর বই তো আমার কাছেও এসে হাজির হয়েছে। যাক এই দুই দিক দিয়ে আমাদের একটা মিল রয়েছে দেখা যাচ্ছে!

৪| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনাদের দুজনকেই ধন্যবাদ।

২৯ শে জুন, ২০২৫ রাত ১১:৫৯

অপু তানভীর বলেছেন: ওয়েল্কাম!

৫| ২৯ শে জুন, ২০২৫ সকাল ১১:০৮

কাঁউটাল বলেছেন: ভুয়া মফিজ ভাই যে পুরাপুরি ভুয়া না - এই ঘটনায় তা খানিকটা বুঝা গেল।

৩০ শে জুন, ২০২৫ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: অবশ্যই সে ভুয়া নন মোটেই।

৬| ২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:০২

আরোগ্য বলেছেন: ভাবতাসি আমার ঠিকানাটাও ভুয়া ভাইরে দিয়া দেই, আমি তো ইংলিশও পড়বার পারি। :P

আসলেই ভুয়া ভাই মানুষটা ভুয়া না, হেয় পুরান ঢাকার পাবলিক বুঝোন লাগবো তো। ২০২০ এ আমি যখন মুমূর্ষু অবস্থায় ছিলাম তখন পদাতিক ভাই নিত্য আমার খবর নিতেন, সে সময় আরেকজন ব্লগার আমার সহযোগিতা করতে চেয়েছিলেন তিনি আর কেউ নন বরং আমাদের ভুয়া ভাই। যদিও আলহামদুলিল্লাহ আমার কারো সাহায্য প্রয়োজন হয় নি তবে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ আমার সব সময় থাকবে ইনশাআল্লাহ। বর্তমান যুগে পরোপকারী মানসিকতার মানুষ খুবই কম দেখা যায়। পকেট ভারী থাকলেও অন্তর সংকীর্ণ। আল্লাহ এমন মানুষদের হায়াতে ও রিজিকে বরকত দান করুক।

৩০ শে জুন, ২০২৫ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: ব্লগের কিছু কিছু ব্যাপার যেমন আপনাকে বিরক্ত করবে ঠিক তেমনি ভাবে কিছু কিছু ব্যাপার আপনাকে মুগ্ধ করতে বাধ্য। এই যে ব্লগারদের মাঝে আন্তরিকতার ব্যাপার এটা বড় চমৎকার একটা ব্যাপার !


আপনি মোটেও দেরি করবে না। ভুয়া সাহেবের কাছে ঠিকানা পাঠিয়ে দিন। দেখবেন কোন না কোন দিন বই এসে হাজির হয়ে যাবে!

৭| ২৯ শে জুন, ২০২৫ দুপুর ১২:১১

আরোগ্য বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: শায়মা আপুর কাছে থেকেও বই পেয়েছি। কিন্তু বই পাওয়ার জন্য শুধু ওনার হাতে পায়ে ধরা বাকি ছিল। অনেক কাকুতি মিনতি করার পরে উনি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে পাঠিয়েছেন। এইডা কেমন কতা হইলে সাচু ভাই। মোগো কঙ্কাবতী রাজকন্যা মোর কাছে মোর ঠিহানা চাইছিলে বই পাডানের লেইগা। আমনে মোগো কুকিং কুইন এর উপ্রে একচের তোহমত দিতাসেন। :||

৩০ শে জুন, ২০২৫ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: @সাড়ে চুয়াত্তর

৮| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:১৫

সামিয়া বলেছেন: খুব ভালো

৩০ শে জুন, ২০২৫ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: অবশ্যই ভাল

৯| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩২

মনিরা সুলতানা বলেছেন: যারা বই উপহার দেয়, বই কিনে , বই পড়ে এবং বই পড়তে নিয়ে ফেরত না দেয়!
আমি তাদের ভালো পাই :)

৩০ শে জুন, ২০২৫ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: আমি দুই শ্রেণীর মানুষকে একদম পছন্দ করি না। এক, যারা আমার কাছ থেকে বই ধার নিয়ে আর সে বই ফেরৎ দেয় না। দুই, যারা আমাকে বই ধার দিয়ে সেই বই আবার ফেরৎ চায় !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.