নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ গ্যালারিতে জমে থাকা ছবি

০৩ রা জুলাই, ২০২৫ রাত ১০:০৭

এক বছরের বেশি সময় ধরে পাহাড়ে যাওয়া হয় না। দীর্ঘদিন রুমা থানচি জোন পর্যটকদের জন্য বন্ধ ছিল। তাই আর যাওয়া হয়ে ওঠে নি। তবে সম্প্রতি সময়ে আবার পাহাড় খুলে দেওয়া হয়েছে। খুব জলদিই আবার যাওয়া হবে আশা করি। আজকে ফোনের গ্যালারি কিছু ছবি দেখছিলাম। তখন মনে হল কয়েকটা ছবি নিয়ে ব্লগে পোস্ট দেওয়া যাক।

নিচের এই ছবিটা বগা লেকের ছবি। কতদিন এই বগালেকে যাই না তাই হিসাব নেই। এই লেকের পানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়।

কোন এক পাহাড় থেকে তোলা ছবি সূর্যের ছবি। সূর্যটা তখন সম্ভবত উঠছিল।


পাহাড়ে মেঘের নদী। একটু রোদ উঠলেই এই মেঘ সব গায়েব হয়ে যায়।


এখানে যেতে বিশাল হ্যাপা করতে হয়েছিল


ছোট জুম ঘর


বিশাল লম্বা গাছ


কয়েকজন পাহাড়ের পথযাত্রী


কোন এক সমুদ্র যাত্রায়


একটা মাইলপোস্ট


আমার সেই স্কুল


দুই বন্ধু


বিশাল যন্ত্র


শেষ ট্রেন যাচ্ছে চলে


আপাতত এই কটাই থাকুক।

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৫ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মেলা দিন আমিও বের হইনা দূরে পাহারে বা সমূদ্রের ধারে।

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: আসলেই অনেক দিন যঅয়া হয় না পাহাড় কিংবা সমূদ্রে!

২| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৮:০৫

গোবিন্দলগোবেচারা বলেছেন: দুই বন্ধুর ছবিটা খুব ভালো লাগলো।
ছবিটা দেখে ব্লগের সেরা দুই ব্লগারের কথা মনে পড়ে যাচ্ছে।

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: হা হা ঠিক বলেছেন। আমারও তাই মনে হয়েছে।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ৯:৪৩

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি।

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: পাহাড়ের সৌন্দর্য ছবিতে ঠিক মত আসে না। সেখানে গিয়ে দেখতে হবে আসল সৌন্দর্য।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৫ রাত ১১:২৫

কাছের-মানুষ বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে।

০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: বাস্তবে আরও বেশি সুন্দর এই জায়গা গুলো!

৫| ০৬ ই জুলাই, ২০২৫ সকাল ৯:৪৮

জনারণ্যে একজন বলেছেন: বাহ, বেশ সুন্দর ছবিগুলি, অপু।

তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ষষ্ঠ ছবিগুলি। আপনারা কয়েকজন আছেন এখানে; খুব ভালো ছবি তোলেন। দেশের এই ছবিগুলি যখন বাইরে থেকে দেখি, কেমন জানি একটা ধাক্কা লাগে। খুব পরিচিত আশপাশ, কিন্তু কত দূরের - কত অপরিচিত মনে হয় একই সাথে।

'বুজরুকগড়গড়ি' নামটা এই প্রথম শুনলাম। বেশ ফানি নাম।

১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৫

অপু তানভীর বলেছেন: আমার সমস্যা হচ্ছে আমার সঠিক জায়গায় ছবি তুলতে মনে থাকে না। আমি কোথাও ঘুরতে গেলে সবাই যেখানে ছবি তোলে আমি সেখানে চারিপাশে তাকিয়ে থাকি। তারপর একেবারে চলে আসার সময় মনে হয় আরে ছবি তো তোলা হল না। তখন মোবাইল বের করে কিছু ছবি তোলা হয় পটাপট। এই সব ছবিই আসলে তেমন ভাবেই তোলা।

আমাদের জেলাতে আরও এমন কিছ নাম আছে। এমন একটা নাম আছে যেটা সভ্য সমাজে বলার মত না কিন্তু মাইলপোস্টে দিব্বি সেই নাম আছে।

৬| ১৪ ই জুলাই, ২০২৫ সকাল ৮:১১

ইউজিন বোয়েন বলেছেন: আপনার লেখাটি পড়ে মনটা হঠাৎ করেই পাহাড়ে চলে গেল। রুমা-থানচি জোনের বন্ধ থাকার কারণে অনেকেই ভ্রমণে যেতে পারেননি, আমিও সেই তালিকায়। আবার পাহাড় খুলে দেওয়ার খবরটা খুবই আনন্দের! বগা লেকের ছবির বর্ণনা পড়ে যেন জলটার স্বচ্ছতা চোখের সামনে ভেসে উঠল। অনেকটা যেমন Geometry Dash Lite খেলায় পরপর লেভেল পার করার পর একটা শান্ত মুহূর্ত আসে — তেমনই বগা লেকও হয়তো সেই প্রশান্তির জায়গা।

১৫ ই জুলাই, ২০২৫ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: এবার আশা করি ঘুরে আসতে পারবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.