![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তার মানে দিনে বারো হাজার করে মানুষ হত্যা করেছে পাকিস্তানিরা? মানে এতো আন পসিবল? একদিনে এতো!
এমন করেই তো বলে ওরা ! তারপরেই ওরা ফিলিস্তিনের উদাহরণ টেনে বলবে এই দেখে গাযাতে এতো এতো খুন হত্যা দেখছো কিন্তু দেখ এই এক বছরে মাত্র ৬০ হাজার মানুষ মারা গেছে। এ থেকেই বলা যায় কোন ভাবেই দিনে বারো হাজার মানুষ হত্যা করা সম্ভব না। সংখ্যাটা ৩০ লাখ কোন ভাবেই হবে না।
এমন একটা হিসাব দেখে আপনার মনেও সন্দেহ চলে আসে যে আসলেই তো এক দিনে বারো হাজার মানুষ মারা কি সম্ভব নাকি? এতো আনপসিবল ব্যাপার! এবার আসুন এই ব্যাপারটাই একটু ঘুরিয়ে চিন্তা করা যায়।
১৬ ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করে তখন এই দেশে তাদের ৯৩ হাজার সৈন্য ছিল। এরা যুদ্ধে অংশ নিছে। এছাড়া আমাদের দেশীয় শুয়োর যেগুলো ছিল, তাদের সংখ্যাটা মোটামুটি ৪৭ হাজার থেকে ৬০ হাজারের ভেতরে। আমি কম করেই ধরি। ৪৭ হাজার। যেগুলো যুদ্ধে মরছে সেগুলোর হিসাব বাদই দিলাম। এগুলো শুধু যারা জীবিত ছিল। পাকিস্তানি হানাদারের সাথে এদেশীয় রাজাকার, মোট ঘাতকের সংখ্যা হল ১ লাখ ৪০ হাজার। এই ১ লাখ ৪০ হাজার নয় মাস ধরে অর্থ্যাৎ ২৬৭ দিন ধরে যদি ৩০ লাখ মানুষকে হত্যা করে তাহলে একজন ঘাতকের ভাগে কয়জন করে পড়ে জানেন? ২১ জন। জ্বী ২১ জন মাত্র। এর মানে হল, একজন হত্যাকারী ২৬৭ দিন ধরে ২১ জন মানুষ হত্যা করেছে। হিসাবটা আরও সহজ করে বললে, একজন ঘাতক ১৩ দিন পর পর একজন মানুষকে হত্যা করলে ২৬৭ দিনে সংখ্যাটা ৩০ লাখ হয়। কী এবার কি সংখ্যাটা অসম্ভব মনে হচ্ছে?এখন কি মনে হচ্ছে এই এতো সংখ্যক মানুষকে মারা সম্ভব না?
আপনার হাতে আগ্নেও অস্ত্র রয়েছে, সেই সাথে রয়েছে হত্যা করার লাইসেন্স অর্থ্যাৎ যাকে ইচ্ছে মারতে পারেন, যা ইচ্ছে লুটপাট করতে পারেন আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না, এমন অবস্থায় ২৬৭ দিনে ২১ জনকে হত্যা করা আপনার পক্ষে কি কঠিন কোন কাজ নাকি অসম্ভব কোন কাজ?
আমি এখানে কোন পরিসংখ্যান যুক্তি তর্কে গেলাম না। আপনার সাথে এটা নিয়ে তর্ক করার কোন ইচ্ছেও আমার নেই। আসলেই নেই। শুধু যারা আসলেই মনে করে যে একদিনে ১২ হাজার সংখ্যাটা আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার এই হিসাবটা কেবল তাদের জন্য। আর কিছুই না।
(তাজিকা ইজাবেলার লেখা থেকে হিসাব পত্র নেওয়া)
২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: ক্লাস ফাইভের পড়া বাচ্চাও যথেষ্ঠ লজিক দিয়েই কথা বলে। মাথা মোটা বলদের ভেতরে সেই ব্যাপার নেই।
এখানে আরেকটা ব্যাপার মনে রাখা দরকার যে আওয়ামী/শেখ হাসিনার বিরোধীতা করা, আর পাকি প্রেম দুইটা আলাদা ব্যাপার। এটাও অনেকেই বুঝতে পারে না।
২| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩০
সৈয়দ কুতুব বলেছেন: কোনো ওয়ার হয়নি । সব ভারতের কনসপায়েরিসি ।
৩| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ১২:৩৯
লোকমানুষ বলেছেন: আসলে সব ভুয়া কথা, পাইক্কারা এদেশে এসে ক্যাম্প খুলে খুলে বন্ধু-বান্ধব আল-বদরদের সাথে সকাল-সন্ধ্যা ফুলটোক্কা খেলেছে ৯ মাস, তারপর খেলা শ্যাষে নিজ নিজ দ্যাশে ফিরে গেছে।
৪| ২২ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪৪
কামাল১৮ বলেছেন: ত্রিশ জনও সম্ভবনা আবার তিন কোটিও সম্ভব।হাজার হাজার লাশ নিজের চোখে দেখেছি।বাসে যেতে কত বার দেখেছি দশ বিশ জনকে নামিয়ে নিতে।তারা আর বেচে ফিরে আসে নাই।এই ঘটনা ঢাকা নারায়নগঞ্জ রোডে নিয়মিত হতো।
৫| ২২ শে আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৩
বিজন রয় বলেছেন: দেশে এখন চারিদিকে পাকি পাকি আমেজ, তাই অনেক সত্য মিথ্যা হয়ে আর অনেক মিথ্যা সত্য হয়ে যাচ্ছে।
সাধু সাবধান।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০২৫ রাত ১১:৩৫
মাথা পাগলা বলেছেন: একটু আগেই এই কমেণ্টটা অন্য একজনের পোস্টে করেছিলাম।
আজও দেশে কিছু মানুষ আছেন যারা অকারণে পাকিস্তানের প্রতি মোহ পোষণ করেন। ৭১ এ তো পাকিস্তান বাংলাদেশকে আলাদা দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে গিয়েছে এখন কোন হিসাবে আবার পাকিস্তানের সাথে এক হবার স্বপ্ন দেখে? তাদের লজিক - ১৯৭১ সালে পাকিস্তানের প্রায় এক লাখ সেনা ট্যাংক আর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসেছিল কেবলমাত্র হাজার কিংবা লাখখানেক নিরীহ বাঙালিকে দমন করতে ক্লাস ফাইভের বাচ্চাও বলতে পারবে কোন লেভেলের গোঁজামিলের লজিক।