নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সিবসু নির্বাচন :D

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৩

ডাকসু নির্বাচন চলে এল। সবাই এখন তার প্রচারে ব্যস্ত। এমন যদি হয় যে এখন সামু কর্তৃপক্ষও ইচ্ছে করল যে তারাও ডাকসুর মত করে সাকসু নির্বাচন করবে। যদিও শব্দটা সাকসু হবে না। শব্দটা হবে সামহোয়্যারইন ব্লগ সেন্ট্রাস ব্লগার্স ইউনিয়ন (SIBCBU)। উচ্চারণের সুবিধার জন্য এটার নাম দেওয়া গেল- সিবসু
সত্যিই যদি এমন হত ব্যাপারটা কেমন হত একবার ভাবেন দেখি? ব্লগারদের একটা সেন্ট্রাল ইউনিউন থাকতো! যদিও এখন ব্লগের যা অবস্থা তাদের এমন কোন ইউনিউন থাকাটা সম্ভব না। তারপরেও ধরেন যদি থাকতো আর সত্যিই সত্যিই এমন একটা নির্বাচন হত তাহলে কেমন হত?
কর্তৃপক্ষ এখন ঠিক করল সিবসু নির্বাচনের দিন ক্ষণ ঠিক করে দিল। নির্বাচন কমিশন গঠিত হল। নির্বাচনের জন্য বেশ কিছু নিয়মনীতি ঠিক হল। যেমন-
১. যে ব্লগার তার ব্লগিং জীবনে একবার চুড়ান্ত ভাবে ব্যান হয়েছে, এমন কেউ সিবসু নির্বাচনের প্রার্থী হতে পারবে না।
২. একাধিক নিক থাকলে কেবল মাত্র একটা মাত্র নিক দিয়ে ভোট দেওয়া যাবে।
৩. ভোটের প্রচারের জন্য দিনে একটার বেশি পোস্ট দেওয়া যাবে না এবং কমেন্টে দিবে সর্বোচ্চ ৫বার ভোট চাওয়া যাবে।
৪. নির্বাচনের ইশতেহারে কমেন্টের লোভ দেখানো যাবে না।
৫. যে ব্লগার গত তিন মাসে একটা পোস্টও করে নি সে নির্বাচনে দাড়াতে পারবে না।
৬। যে ব্লগার গত একমাসে অন্যের পোস্টে অন্তত ২০টা মন্তব্য করে নি সে ভোটে দাড়াতে এবং ভোট দিতে পারবে না।
ইত্যাদি ইত্যাদি

নির্বাচনের ঘোষণার সাথে সাথে সবাই নির্বাচন করার এবং ভোটে দাঁড়ানোর জন্য রেডি হয়ে যাবে। কয়েকটা প্যানেল গঠিত হবে।
সিবসু নির্বাচনের জন্য কী কী প্যানেল গঠিত হতে পারে তার একটা ধারণা দেওয়া যাক -
ডাকসু নির্বাচনে আওয়ামী প্যানেল না থাকলে সিবসু নির্বাচনে নিশ্চিত ভাবে আওয়ামী প্যানেল থাকবে। সেখানে কে কে দাঁড়াবে সেটা আমরা অনেকেই অনুমান করতে পারি। সেদিকে না যাই। একটা নিশ্চিত প্যানেল হবে আওয়ামী ঘরোয়ানার ব্লগার্স প্যানেল।
এরপরের প্যানেল হবে সুপা আওয়ামীলীগ প্যানেল। এই প্যানেলের সরাসরি আওয়ামী সমর্থন না করলে আকারে ইঙ্গিতে তারা সব সময় আওয়ামীলীগের পক্ষেই কথা বলে। এদের একটা প্যানেল। তবে এমন হতে পারে যে নির্বাচন শুরুর আগে এরা আওয়ামী প্যানেলের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
এরপর আসবে জাতীয়তাবাদী প্যানেল। শেখ হাসিনা পালানোর পরে অবশ্য এখন আর সুপা জাতীয়তাবাদী ব্লগার আর নেই বললেই চলে। যাদের মনে বিএনপি ছিল কিন্তু কোন দিন স্বীকার করেনি তারা এখন স্বগৌরবেই সেটা স্বীকার করে। তাই আশা করা যায় জাতীয়বাদী একটা প্যানেল থাকবে।
এরপর আসবে সুপা জাশি প্যানেল। ডাকসুতে প্রকাশে জাসির প্যানেল থাকলেও সামুতে এখনও প্রকাশে জাশি প্যানেল দিতে পারবে না। অন্তত সামুর বর্তমান কর্তৃপক্ষ থাকতে সরাসরি এই প্যানেক দিতে পারবে না।
আরেকটা প্যানেল আসবে জুলাই চেতনা প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিত মত করে জুলাইয়ের চেতনা বিক্রি চলছে ডাকসুতে। সিবসু নির্বাচনেই বা এমনটা হবে না কেন! এখানে পাওয়া যাবে জুলাই চেতনা প্যানেল।
বামপন্থি প্যানেল সব পাওয়া যাবে না কাউকে।
তবে আরেকটা শক্তিশালী প্যানেল দেখা যাবে। সেটা হচ্ছে ভাইয়ামনি প্যানেল। বলাই বাহুল্য এই প্যানেলের ভিপি পদে দাঁড়াবে শায়মা আপু! তবে এই প্যানেলের প্রতি অভিযোগের শেষ থাকবে না। কর্তৃপক্ষের বিশেষ সুবিধা প্রাপ্তি নিয়ে অনেকের মনে সন্দেহ জাগবে। অনেকে নির্বাচন কমিশন বরাবর অভিযোগও জানাবে। তবে কর্তৃপক্ষে সেই অভিযোগ নাকোচ করে দিবে।

নির্বাচনের প্রার্থী দাড়ানো এবং প্যানেল ঘোষণার পরে দেখা যাবে যে নির্বাচনে সবাই দাঁড়িয়ে পড়েছে। বর্তমানে যারা নিয়মিত ব্লগিং করে তাদের সবাই কোন না কোণ প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াবে। ভোটার থেকে প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যাবে। তখন কর্তৃপক্ষ আরও একটা বিশেষ নিয়ম জারি করবে। নিয়ম হচ্ছে প্রার্থীরা যে প্যানেল থেকে দাঁড়াবে তারা সেই প্যানেলের কাউকে ভোট দিতে পারবে না। তাদের ভোট দিতে হবে অন্য কাউকে।

তাহলে কে কোন প্যানেলে ভোট দিবে?
কোন প্যানেল সিবসু নির্বাচনে জয়ী হবে? আপনি কোন প্যানেলের সাথে যুক্ত হতেন বা হতে চাইতেন আর কোন প্যানেল জয়ী হত বলে আপনার মনে হয়?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১১

সৈয়দ কুতুব বলেছেন: ভাইয়ামনি প্যানেল :-B

০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: তা আর বলতে !!

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:




"গলু" প্যানেলে আছি আমি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.