![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাকসু নির্বাচন চলে এল। সবাই এখন তার প্রচারে ব্যস্ত। এমন যদি হয় যে এখন সামু কর্তৃপক্ষও ইচ্ছে করল যে তারাও ডাকসুর মত করে সাকসু নির্বাচন করবে। যদিও শব্দটা সাকসু হবে না। শব্দটা হবে সামহোয়্যারইন ব্লগ সেন্ট্রাস ব্লগার্স ইউনিয়ন (SIBCBU)। উচ্চারণের সুবিধার জন্য এটার নাম দেওয়া গেল- সিবসু।
সত্যিই যদি এমন হত ব্যাপারটা কেমন হত একবার ভাবেন দেখি? ব্লগারদের একটা সেন্ট্রাল ইউনিউন থাকতো! যদিও এখন ব্লগের যা অবস্থা তাদের এমন কোন ইউনিউন থাকাটা সম্ভব না। তারপরেও ধরেন যদি থাকতো আর সত্যিই সত্যিই এমন একটা নির্বাচন হত তাহলে কেমন হত?
কর্তৃপক্ষ এখন ঠিক করল সিবসু নির্বাচনের দিন ক্ষণ ঠিক করে দিল। নির্বাচন কমিশন গঠিত হল। নির্বাচনের জন্য বেশ কিছু নিয়মনীতি ঠিক হল। যেমন-
১. যে ব্লগার তার ব্লগিং জীবনে একবার চুড়ান্ত ভাবে ব্যান হয়েছে, এমন কেউ সিবসু নির্বাচনের প্রার্থী হতে পারবে না।
২. একাধিক নিক থাকলে কেবল মাত্র একটা মাত্র নিক দিয়ে ভোট দেওয়া যাবে।
৩. ভোটের প্রচারের জন্য দিনে একটার বেশি পোস্ট দেওয়া যাবে না এবং কমেন্টে দিবে সর্বোচ্চ ৫বার ভোট চাওয়া যাবে।
৪. নির্বাচনের ইশতেহারে কমেন্টের লোভ দেখানো যাবে না।
৫. যে ব্লগার গত তিন মাসে একটা পোস্টও করে নি সে নির্বাচনে দাড়াতে পারবে না।
৬। যে ব্লগার গত একমাসে অন্যের পোস্টে অন্তত ২০টা মন্তব্য করে নি সে ভোটে দাড়াতে এবং ভোট দিতে পারবে না।
ইত্যাদি ইত্যাদি
নির্বাচনের ঘোষণার সাথে সাথে সবাই নির্বাচন করার এবং ভোটে দাঁড়ানোর জন্য রেডি হয়ে যাবে। কয়েকটা প্যানেল গঠিত হবে।
সিবসু নির্বাচনের জন্য কী কী প্যানেল গঠিত হতে পারে তার একটা ধারণা দেওয়া যাক -
ডাকসু নির্বাচনে আওয়ামী প্যানেল না থাকলে সিবসু নির্বাচনে নিশ্চিত ভাবে আওয়ামী প্যানেল থাকবে। সেখানে কে কে দাঁড়াবে সেটা আমরা অনেকেই অনুমান করতে পারি। সেদিকে না যাই। একটা নিশ্চিত প্যানেল হবে আওয়ামী ঘরোয়ানার ব্লগার্স প্যানেল।
এরপরের প্যানেল হবে সুপা আওয়ামীলীগ প্যানেল। এই প্যানেলের সরাসরি আওয়ামী সমর্থন না করলে আকারে ইঙ্গিতে তারা সব সময় আওয়ামীলীগের পক্ষেই কথা বলে। এদের একটা প্যানেল। তবে এমন হতে পারে যে নির্বাচন শুরুর আগে এরা আওয়ামী প্যানেলের পক্ষে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে।
এরপর আসবে জাতীয়তাবাদী প্যানেল। শেখ হাসিনা পালানোর পরে অবশ্য এখন আর সুপা জাতীয়তাবাদী ব্লগার আর নেই বললেই চলে। যাদের মনে বিএনপি ছিল কিন্তু কোন দিন স্বীকার করেনি তারা এখন স্বগৌরবেই সেটা স্বীকার করে। তাই আশা করা যায় জাতীয়বাদী একটা প্যানেল থাকবে।
এরপর আসবে সুপা জাশি প্যানেল। ডাকসুতে প্রকাশে জাসির প্যানেল থাকলেও সামুতে এখনও প্রকাশে জাশি প্যানেল দিতে পারবে না। অন্তত সামুর বর্তমান কর্তৃপক্ষ থাকতে সরাসরি এই প্যানেক দিতে পারবে না।
আরেকটা প্যানেল আসবে জুলাই চেতনা প্যানেল। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রিত মত করে জুলাইয়ের চেতনা বিক্রি চলছে ডাকসুতে। সিবসু নির্বাচনেই বা এমনটা হবে না কেন! এখানে পাওয়া যাবে জুলাই চেতনা প্যানেল।
বামপন্থি প্যানেল সব পাওয়া যাবে না কাউকে।
তবে আরেকটা শক্তিশালী প্যানেল দেখা যাবে। সেটা হচ্ছে ভাইয়ামনি প্যানেল। বলাই বাহুল্য এই প্যানেলের ভিপি পদে দাঁড়াবে শায়মা আপু! তবে এই প্যানেলের প্রতি অভিযোগের শেষ থাকবে না। কর্তৃপক্ষের বিশেষ সুবিধা প্রাপ্তি নিয়ে অনেকের মনে সন্দেহ জাগবে। অনেকে নির্বাচন কমিশন বরাবর অভিযোগও জানাবে। তবে কর্তৃপক্ষে সেই অভিযোগ নাকোচ করে দিবে।
নির্বাচনের প্রার্থী দাড়ানো এবং প্যানেল ঘোষণার পরে দেখা যাবে যে নির্বাচনে সবাই দাঁড়িয়ে পড়েছে। বর্তমানে যারা নিয়মিত ব্লগিং করে তাদের সবাই কোন না কোণ প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াবে। ভোটার থেকে প্রার্থীর সংখ্যা বেশি হয়ে যাবে। তখন কর্তৃপক্ষ আরও একটা বিশেষ নিয়ম জারি করবে। নিয়ম হচ্ছে প্রার্থীরা যে প্যানেল থেকে দাঁড়াবে তারা সেই প্যানেলের কাউকে ভোট দিতে পারবে না। তাদের ভোট দিতে হবে অন্য কাউকে।
তাহলে কে কোন প্যানেলে ভোট দিবে?
কোন প্যানেল সিবসু নির্বাচনে জয়ী হবে? আপনি কোন প্যানেলের সাথে যুক্ত হতেন বা হতে চাইতেন আর কোন প্যানেল জয়ী হত বলে আপনার মনে হয়?
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: তা আর বলতে !!
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৩৭
জেনারেশন একাত্তর বলেছেন:
"গলু" প্যানেলে আছি আমি।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৪:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ভোট দিব মব হঠাও প্যানেলে।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৩৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: আমি নির্বাচন করব 'গলুর পাছায় লাথি মারো' গ্রুপ থেকে।
কেন?
কারণ ব্যাখ্যা করছি।
গোলুকে অনেকদিন ধরে দেখে আসছে এমন একজনকে জিজ্ঞাসা করেছিলাম গোলু এত যেখানে সেখানে হাগে কেন?
সে: জানিস না, ওই বেটা তো চিটাগাইয়া।
আমি: মানে?
সে: আরে ওই রকমের চিটাগাংগা।
আমি: মানে?
সে:আরে বুঝলি না, আছেনা কিছু চাটগাইয়া, এদের পিছন দিকটা সব সময় কুটকুট করে, এইজন্য সুযোগ পাইলেই একে তাকে দিয়ে পিছন দিকে বোরিং করায় নেয়।
আমি: !!
সে: বোরিং করাইতে করাইতে, পিছন দিকের ছেদা এত বড় হয়ে গেছে, এখন কাশি দিলেও হাগা বাহির হয়ে যায়, ঢেকুর তুললেও হাগা বাহির হয়ে যায়।
আমি: এর কোন চিকিৎসা নাই?
সে: এ যেই জাতের, তাতে বোরিং তো বন্ধ করাবে না, তবে পিছনের ফুটার দুই পাশে জোরে জোরে লাথি মারলে ফুটার সাইজ একটু কমতে পারে, ফুটার সাইজ কমলে ওই ব্যাটার হাগাও কন্ট্রোল হবে।
এই কারণে আমি গোলুর পাছায় লাথি মার গ্রুপ থেকে ইলেকশন করতে চাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: আপনার জয়ের সম্ভবনা একেবারে কম না কিন্তু
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪০
গোবিন্দলগোবেচারা বলেছেন: @জেনারেশন রাজাকার- আমার পোস্টে আপনার কমেন্টের জবাব দিয়েছি, পড়ে লাইক দিতে ভুলবেন না কিন্তু।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০৩
ফ্রি ইনকাম ফর্মেশন বলেছেন:
ফ্রিতে ইনকাম করতে এখনই ক্লিক করুন
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬
আরইউ বলেছেন:
অপু,
নির্বাচন বর্জন করলাম। পোস্ট না করলেও নির্বাচন করা যাবে একদফা দাবীতে ব্লগে ইদের পরে আন্দোলনের ডাক দিয়ে গেলাম।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: না না নির্বাচন বর্জন কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। সবাইকে বাধ্যতামূলক ভাবে ভোট দিতেই হবে নয়তো ব্লগে আর লগিন করা যাবে না।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
জেনারেশন একাত্তর বলেছেন:
@গোবিন্দলগোবেচারা ,
দেশে আপনার মত ক্রিমিনাল ও ইডিয়টদের সংখ্যা অনেক বেড়েছে আমারিকান ক্যু'এর পর।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১১
গোবিন্দলগোবেচারা বলেছেন: @ গোলু- জারজ রাজাকারদের এই অবস্থা যে নিয়মিত আমেরিকান ক্যু আমেরিকান ক্যু বলে ফাল দেয়, আবার দিনশেষে পেটের দায়ে আমেরিকায় যেয়ে উচ্ছিষ্ট গার্বেজ কুড়ায়
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০০
বিজন রয় বলেছেন: কবিতা প্যানেল।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: কবিতা প্যানেল একক ভাবে হলে জেতার সম্ভবনা কম। গল্প কবিতা এক সাথে প্যানেল করতে হবে।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৪৪
Aivon বলেছেন: Nano Banana is a cutting-edge AI image generator powered by Google Gemini 2.5 Flash Image. Transform text prompts into high-quality visuals with consistent characters and precise scene details. Nano Banana leverages advanced AI for effortless image creation and editing.
Nano Banana: https://banananano.pro/
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:১১
সৈয়দ কুতুব বলেছেন: ভাইয়ামনি প্যানেল