নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

নিয়মিত ক্রিমির ঔষধ খান :D

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৫৮


ডাক্তার কাছে এক ৭৫ বছরের বৃদ্ধকে নিয়ে আসা হল । ডাক্তার রোগীকে দেখে জানতে চাইলো, কী হয়েছে?
রোগীর সাথে আসা লোকজন বলল, তাল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে গেছে ।
ডাক্তার রোগীকে দেখলেন । তারপর যথাযত ভাবে পায়ে প্লাস্টার করে দিলেন । তারপর ঔষধ লিখে দিলেন ।

বৃদ্ধকে নিয়ে তার স্বজনরা চলে গেল । কিছু পরে স্বজনদের একজন ফিরে এসে বলল, ডাক্তার সাহেব ওনার পা ভেঙ্গেছে আপনি ক্রিমির ঔষধ কেন লিখেছেন?
ডাক্তার বলল, উনার পেটের ভেতরে ক্রিমি কিলবিল করছে নয়তো ৭৫ বছর বয়সে উনি তালগাছে কেন উঠতে যাবেন ! নিয়মিত ক্রিমির ঔষধ খাওয়াবেন ! (কৌতুকটা অনেক আগে শুনেছিলাম।)

আমাদের আশে পাশে এমন অনেক মানুষই থাকে যাদের পেটের ভেতরে এমন ক্রিমির সমস্যা আছে যেটা তারা ঠিক বুঝতে পারেন না। তাদের কাজ কর্মে সেটা প্রকাশ পায়। শান্ত থাকতে পারে না। সব সময় কুড়কুড় করতে থাকে পেটের ভেতরে। এর ওর পেছনে লেগেই থাকে। কুড়কুড় করতে থাকে। শান্ত থাকতে পারে না। যথাযত ভাবে ক্রিমির ঔষধ খেলে এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন। তবে সবাই ঔষধ খেয়ে সুস্থ হতে পারে না। তাদের রোগ চিকিৎসায় ঠিক হবে না।




pic source

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: আছে কিছু, এইগুলারে কৃমির ওষুধ না, শটানো দরকার। এইগুলার জন্যই মনে হয় প্রবাদ তৈরি হইছে- মাইরের উপর ওষুধ নাই।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: কাঁচা কঞ্চি দিয়ে শাটানো গেলে এরা সোজা হবে! মাইরের উপরে আসলেই কোন ওষুধ নেই।

২| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৩৮

লুধুয়া বলেছেন: Thik বলেছেন। আমি ও শুনেছি ১৯৭১ সাল এ পাকি আর্মিদের রক্তদান করা রক্ত এখনো জামাতি দের ব্লাড ব্যাংক এ রয়ে গেছে। এবং সেখান থেকে কিছু লোক মাঝে মধ্যে রক্ত নিয়ে থাকে।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: এ্যা? এর ভেতরে পাকি এল কোথা থেকে?

৩| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,



দেশের পাবলিকের যে দশা দেখছি তাতে কৌতুকটা যথার্থ !

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২২

অপু তানভীর বলেছেন: সবার জন্য না হলেও বেশ কিছু মানুষের জন্য কৌতুকটা যথার্থই বটে।

৪| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৭

বিজন রয় বলেছেন: ব্লগেও অনেকেই কুর কুর করে।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: তা আবার বলতে!

৫| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:১৩

কামাল১৮ বলেছেন: মাইরের উপর ঔষধ নাই।

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: মাইরের উপরে কোন ওষুধ নেই।

৬| ১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৫

বুড়া ভাম বলেছেন: এখন পর্যন্ত সেই ক্রিমিওয়ালা বুড়ার মন্তব্য নাই কেন এই পোষ্টে ?

১২ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪২

অপু তানভীর বলেছেন: খোয়াড়ে রাখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.