![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপরের ছবিটা দেখে কী মনে হচ্ছে?
মনে হচ্ছে না একটা মেয়ে দৌড়াচ্ছে তাকে তাড়া করছে কয়েকটা বখাটে ছেলে?
হয়তো কোন মুভির দৃশ্য !
কিন্তু এটা কোন মুভির দৃশ্য না। এটা বাস্তব জীবনের দৃশ্য। ফিলিস্তিনের দৃশ্য। গাজার দৃশ্য।
এই যুবক ছেলেগুলো মেয়েটাকে ধাওয়া করছে না। তারা শিল্ড তৈরি করেছে যাতে করে ইজরায়েরী কোন স্নাইপার তাদের সামনের মেয়েটিকে গুলি করতে না পারে। তারা বরং নিজেরা গুলি খেয়ে মরবে তবুও মেয়েটিকে রক্ষা করবে।
ফেসবুকে এই ছবিটা দেখার পরে লম্বা একটা সময় আমার মাথা থেকে অন্য সব চিন্তা কেমন যেন গায়েব হয়ে গেল। আমি কেবল এক ভাবে এই ছবিটার দিকে তাকিয়েই রইলাম কেবল! এই ছেলেগুলির পরিস্থিতিতে আমি নিজেকে ভাবার চেষ্টা করলাম। আমি যদি এদের জায়গা হতাম তাহলে কি এমন কিছু করতে পারতাম? পারতাম না।
source
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫১
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: পারতেন! আমি এবং আরো কয়েকজন স্টুডেন্ট লাইফে আমাদের ভিপিকে নিরাপদে হলের বাইরে বের করে নিয়ে যেতে তাকে ঘিরে বাইরে নিয়ে গিয়েছিলাম। লবিতে কোন লাইট ছিল না। শটগান হাতে কয়েকজন দাঁড়িয়ে ছিল গুলি করে নি। আমি সবচেয়ে সামনে ছিলাম। গুলি করলে প্রথম আমার গায়েই লাগতো।