নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছবির গল্প

১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:৪৯



উপরের ছবিটা দেখে কী মনে হচ্ছে?
মনে হচ্ছে না একটা মেয়ে দৌড়াচ্ছে তাকে তাড়া করছে কয়েকটা বখাটে ছেলে?
হয়তো কোন মুভির দৃশ্য !

কিন্তু এটা কোন মুভির দৃশ্য না। এটা বাস্তব জীবনের দৃশ্য। ফিলিস্তিনের দৃশ্য। গাজার দৃশ্য।
এই যুবক ছেলেগুলো মেয়েটাকে ধাওয়া করছে না। তারা শিল্ড তৈরি করেছে যাতে করে ইজরায়েরী কোন স্নাইপার তাদের সামনের মেয়েটিকে গুলি করতে না পারে। তারা বরং নিজেরা গুলি খেয়ে মরবে তবুও মেয়েটিকে রক্ষা করবে।

ফেসবুকে এই ছবিটা দেখার পরে লম্বা একটা সময় আমার মাথা থেকে অন্য সব চিন্তা কেমন যেন গায়েব হয়ে গেল। আমি কেবল এক ভাবে এই ছবিটার দিকে তাকিয়েই রইলাম কেবল! এই ছেলেগুলির পরিস্থিতিতে আমি নিজেকে ভাবার চেষ্টা করলাম। আমি যদি এদের জায়গা হতাম তাহলে কি এমন কিছু করতে পারতাম? পারতাম না।



source


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:৫১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: পারতেন! আমি এবং আরো কয়েকজন স্টুডেন্ট লাইফে আমাদের ভিপিকে নিরাপদে হলের বাইরে বের করে নিয়ে যেতে তাকে ঘিরে বাইরে নিয়ে গিয়েছিলাম। লবিতে কোন লাইট ছিল না। শটগান হাতে কয়েকজন দাঁড়িয়ে ছিল গুলি করে নি। আমি সবচেয়ে সামনে ছিলাম। গুলি করলে প্রথম আমার গায়েই লাগতো।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। আমরা যতদিন না নিজেরা সেই পরিস্থিতির ভেতরে না পড়ি আমরা হয়তো কোন সেটা সত্যি সত্যি উপলব্ধি করতে পারি না।

২| ১১ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:০১

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সময়, পরিবেশ, সম্পর্ক। ওখানে এমনিতে জীবনের কোন নিশ্চয়তা নেই, এরা যে কোন মুহূর্তে মারা যেতে পারে । ধানমণ্ডিতে বসে এটা আসলে ফীল করতে পারবেন না।
এটা আমি ফীল করছিলাম, যখন আমার ভাইকে নিয়ে এন আই সি ইউ তে ছিলাম, ওর অক্সিজেন লাগানো শুধু বুকটা উঠা নামা করছে। ওর ছোট ছোট হাত গুলো ধরে মনে হয়েছিল, যদি তখন আমাকে বলতো আমার সব অক্সিজেন ওকে দিয়ে দেয়া যাবে, ও তাহলে বেঁচে যাবে, আমি রাজি হয়ে যেতাম। কিন্তু এখন যদি আস্ক করেন, তাহলে উত্তরটা হয়তো ভিন্ন হবে।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: হয়তো তাই। অনেক কিছুর উপরেই নির্ভর করে। নিজের ঘরে নিরাপদে বসে থেকে আমি হয়তো সেই ব্যাপারটা কোন দিন উপলব্ধি করতে পারবো না। যদি তেমন কোন পরিস্থিতিতে পড়ি তাহলে কী করতাম সেটা সময়ই বলে দেবে!

৩| ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১২

গন্ধহীন বেলী ফুল বলেছেন:



যুদ্ধ শেষ। এখন সাধারণ মানুষদের আনন্দ করতে দিন, প্লিজ।

তবে, এসব স্মৃতি মাঝে মাঝে ফিরে আসবে। পেনিক করার জন্যে। পাত্তা দিবেন না।

১৩ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: এটা কোন যুদ্ধ ছিল না। এটা ছিল গনহত্যা।

৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: দেশপ্রেম এবং প্রান্তিক পরিস্থিতি একজন দুর্বল ও ভীরু মানুষকেও অসীম সাহস ও শক্তি যোগাতে পারে।

১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: হয়তো সঠিক বলেছেন। পরিস্থিতির চরম পর্যায়ে লেগে মানুষ এমন সব কাজ করে ফেলে যা হয়তো স্বাভাবিক সময়ে করতে পারে না।

৫| ১৬ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আপনিও পারতেন

১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৩

অপু তানভীর বলেছেন: হ্যা বদলে দেয়। কিন্তু তারপরেও এমন কিছু করতে পারতাম কিনা আমি জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.