নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জানতে চাই,ছুটে চলেছি অজানার পথে,এ চলার শেষ নেই ।এক দিন ইকারাসের মত সূর্যের দিকে এগিয়ে যাব,ঝরা পাতার দিন শেষ হবে ,আর আমি নিঃশেষ হয়ে যাব ।

অপু দ্যা গ্রেট

গাহি সাম্যের গান- মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহীয়ান, নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।

অপু দ্যা গ্রেট › বিস্তারিত পোস্টঃ

ট্রাভেল ডায়েরি - আমার কলকাতা ভ্রমন । পর্ব-১

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:০৬




আমি সব সময়ই ঘুরতে ভালবাসি । কিন্তু সমস্যা হচ্ছে অর্থ বা টাকা যেটাই বলুন না কেন । আমাদের মত মধ্যবিত্ত পরিবারের ভ্রমনের শখ থাকলেও সেটা পূরন করা অনেক সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় । সেটা যাই হোক তাও ভ্রমনের নেশা যখন আছে সেটা তো পূরন করতেই হবে । তাই সেটার জন্য কিভাবে কাজ করতে হবে সেটা তো নিজের উপর ই ।

যাইহোক, দেশের বাইরে ভ্রমন বা পড়তে যাওয়ার ইচ্ছে আছে । এখনও আছে । যদি সুযোগ হয় দেশের বাইরে পড়তে যাবো । আপাতত ভ্রমন পর্বে ফিরে আসি । ইন্ডিয়া ভ্রমনের ইচ্ছে অনেক দিনের । তবে এখানে মজার ব্যাপার হচ্ছে, কলকাতা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না । দার্জিলিং যাওয়ার ইচ্ছে ছিল । কিন্তু বর্ষার সময় হওয়াতে সেই রিস্কটা আর নেইনি ।

ভিসা করলাম অনেক আগেই । প্রায় এক বছর । তার মধ্যে কয়েক বার তারিখ পরিবর্তন হয়েছে । কারন বিভিন্ন ঝামেলায় আর যাওয়া হয়ে ওঠেনি । সব শেষে আমি আর আমার বন্ধু ঠিক করলাম এবার যেতেই হবে । যেভাবেই হোক । তাই প্ল্যান করলাম । কয়দিন থাকব কোথায় যাবো । কিভাবে যাবো । সব মিলিয়ে দেখালাম আমাদের জন্য কলকাতাই বেস্ট । তাই ঠিক হলো কলকাতা যাবো ।

সেই অনুযায়ী বাসের টিকিট কাটা হলো । দিন তারিখ অনুযায়ী আমরা বাংলাদেশ থেকে শুক্রবার রাতে রওনা হবো আর ইন্ডিয়া থাকবো শনিবার । অফিস থেকে ছুটিও নেয়া হলো । এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পরা । তার আগে কিছুটা কাজ শেষ করলাম । তারপর ব্যাগপত্র গুছিয়ে বাসে যাত্রা শুরু ।

শুক্রবার রাতে ১১ঃ৩০ মিনিটে বাসে উঠে বসলাম । শুরু হলো আমাদের যাত্রা অবশেষে । রাস্তা ফাকা থাকার কারনে বাস এগিয়ে যাচ্ছিল তার নিজস্ব গতিতে । আরিচার অনেক আগে একটা ট্রাক দুর্ঘটনা ঘটে । আর আমাদের কপালেও শুরু হয় দূর্ভোগ । সেখানে এক ঘন্টা নষ্ট । এরপর আরিচা ঘাটে । ঘাটে এসেই বাস দাঁড়িয়ে গেল । কি আর করা দিলাম ঘুম । ঘুম থেকে উঠে দেখি বাস ফেরিতে উঠেতেছে । তখন সকাল ৬ টা ।

যাইহোক ফেরি পার হয়ে উঠলাম । রাতের বিরিয়ানি হজম হয়ে গিয়েছে অনেক আগেই । বাস থামবে একটা হাইওয়ে রেস্ট্রুরেন্ট এ । থামল । আমি আর আমার বন্ধু দুজনেই নামলাম । নাস্তা করলাম । বিল যখন আসল তখন দুজনের চোখ উপরে উঠে গেলো । দুজনে দুটো পরোটা আর ডাল খেয়েছি বিল দিয়েছি ১১৫ টাকা ।



যাইহোক গলা যখন কাটবেই ভালো ভাবে কাটো । এরপর আবার চলা শুরু । বেনাপোল পৌছুতে পৌছুতে ঘড়ির কাটা ১২ঃ৩০ ছুয়ে ফেলেছে । এখন আবার পোর্টের ঝামেলা নিতে হবে । যাইহোক সেটা বাসের লোকেরাই করে দিলো । যেহেতু সরাসরি টিকিট কেটেছি । বাংলাদেশের পোর্ট সহজেই পার হলাম । কোন ঝামেলা হলো না । এটা ভাল লেগেছে । তবে আমাদের পেছনে একজনের ভিসা ও পাসপোর্টের ঝামেলা হয়েছে । তারপর তারা টেবিলের নিচ দিয়ে পার হয়ে গিয়েছে । সেটা আর নাই বলি ।

এরপর ইন্ডিয়ান ইমিগ্রেশন এ ঢুকতেই ১০০ টাকা নিয়ে নিল । বুঝলাম না কেন নিল । এটাই নাকি নিয়ম । ব্যাগ স্ক্যান করে ঢুকলাম । ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট ভিসা দেখে বললেন, ঘুরতে এসেছেন । আমি বললাম জ্বী । তারপর কি সেটা পার হয়ে একদম গেটে । অবশেষে ইন্ডিয়াতে পা রাখলাম ।

(চলবে)

বিঃদ্রঃ এখানে কিছু কথা বলে রাখা ভালো যে, এটা আমার সম্পূর্ন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বর্ননা করছি । ভুলত্রুটি মার্জনীয় ।

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: গুড, চলুক...........পরে প্রশ্ন করবো।

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ দাদা

আপনার প্রশ্নের অপেক্ষায় থাকব ।

২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:


ধন্যবাদ ভাই ।

ভালো আছেন?

৩| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলতে থাকুক। আমরাও জানতে থাকি আপনার ভ্রমন কাহিনী। আমিও গত সপ্তাহ গিয়ে এসেছি।

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

ইশশ এক সাথে যেতে পারলে ভাল ই হতো ।

৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় অপু ভাই,

বেশ! চলুক পরে পড়ব অপেক্ষায় রইলাম।
তবে জানতে হবে এপার থেকে ওপারে গিয়ে অস্থায়ী সিম নিয়ে কিভাবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে যায় সেই পদ্ধতিটিও।

শুভকামনা প্রিয় অপু ভাইকে।

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


প্রিয় প্রিয়,

প্রথমেই আমি দুঃখিত । আমি ইন্ডিয়া গিয়েও আপনার সাথে দেখা করতে পারিনি । আমায় ক্ষমা করবেন ।

প্রিয়,

আমি আমার এই ভ্রমন কাহিনীতে চেষ্টা করব সব কিছুই তুলে আনার । তবে আপনাকে একটা বিষয় জানিয়ে দেই, ওপারে গিয়ে আমি একটি সিম কিনেছিলাম যেটা চলেইনি । বলা যায় আমাকে ধরিয়ে দিয়েছিল । তার উপর আমার ফোনটা নষ্ট হয়ে যায় ।

সব কিছুই বলব ।

আমি আবারও আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি ।

পরের বার অবশ্যই দেখা করব ।

৫| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৪

বলেছেন: চলুক.................

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



ওকে

ধন্যবাদ প্রিয় ল ভাই

৬| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বর্তমানে কি করছেন: পড়ালেখা, চাকুরী, ব্যবসা?

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:



স্যার আপনি কেমন আছেন? শরীর ভালো তো ?

জ্বী আমার মাস্টার্স শেষ । দেশের বাইরে পিএইচডি করার ইচ্ছে আছে চেষ্টা করছি । আর একটা চাকরী করছি ।

৭| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৮

আহমেদ জী এস বলেছেন: অপু দ্যা গ্রেট,




তাহলে আলেকজান্ডার দ্য গ্রেট শেষতক ভারতবর্ষে পা রাখলো !!!!!!!!! :P

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:



অবশেষে পা পরেছে । ভাবছি দখল নেবো ।

কি বলেন ।

৮| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:



কিসের উপর ( কোন বিষয় ইত্যাদি) পিএইচডি করার ইচ্ছে?

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৪

অপু দ্যা গ্রেট বলেছেন:


হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট

কোন হেল্প করতে পারবেন স্যার ?

৯| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কলকাতা, আমার ভ্রমন তালিকায় এক নম্বরে,
কারন অনেক বন্ধু আছে ২/৩ মাসের মধ্যে যেতেই হয়
একটু সুযোগ পেলেই হলো ।

....................................................................................
তবে ভ্রমনে একটা বিষয়ে অতি সর্তক থাকতে হবে,
টাকা এবং পাসর্পোট, কলকাতার কিছু স্হান আছে সতর্ক
না থাকলে বিপদ আসতে সময় নেবেনা ।
......................................................................................

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


দাদা খেয়ে এসেছি সমস্যা নেই আপনি খান ।


হ্যা টাকা আর পাসপোর্ট এর বিষয়ে সতর্ক থাকতে হবে ।

আর হোটেলের ব্যাপারে আগে থেকেই খোজ নিয়ে যেতে হবে ।

১০| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ৩:২৪

কাওসার চৌধুরী বলেছেন:



কলকাতায় অনেক প্রিয় মানুষ আছেন। তাছাড়া বাঙালি কবি, সাহিত্যিকদের বেশিরভাগের জন্ম পশ্চিমবঙ্গে। দু'টি আলাদা রাষ্ট্র হলেও আমরা বাঙালি। এটাই আমাদের মূল পরিচয়। আপনার কাহিনী এগিয়ে যাক; সাথে আছি। ভবিষ্যতে কলকাতা ভ্রমনে কাজে আসবে।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী ধন্যবাস কাওসার ভাই ।

হ্যা ওখানের মানুষ অনেক ফ্রেন্ডলি ।

আশা রাখি দ্রুত ঘুরে আসতে পারবেন ।

১১| ১৮ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৪৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

আরে মিয়া আমি তো ভাবছিলাম পোস্টের শেষে পদাতিক ভাইকে নিয়ে একটা ছবি দিবেন। যাগ্গে, ভ্রমণ কাহিনী লিখে চলেন, আমরা আছি। পরবর্তী টার্গেট কোন দিকে সেটা জানাইয়েন ;)

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমি সরি । আসলে তার সাথে দেখাই হলো না । এবার আসলে বুঝে উঠতে পারিনি ।

পরের বার তার সাথে দেখা করব ই ।

পরবর্তি টার্গেট ভুটান ।

১২| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগের বেশীরভাগ ভ্রমণ কাহিনী পাঠকেরা অল্পতে ভুলে যান!

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫৯

অপু দ্যা গ্রেট বলেছেন:



কিছু তো করার নেই স্যার । একজনের মনে থাকলেও সেটাই সার্থকতা ।

১৩| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: আমি এ বছরের শেষে কোলকাতা যাবো।

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ভাবী আর পরি সহ যাবেন ?

ভাল ই হবে । আমি তো ছবি তুলতে পারিনি । আপনি তুলে আনবেন আশা রাখি ।

১৪| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৫

ইসিয়াক বলেছেন: ++সুন্দর

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ভাই ।

১৫| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আমি ভালো আছি
আপনি কেমন আছেন??

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০২

অপু দ্যা গ্রেট বলেছেন:



জ্বী ভালো আছি ।

১৬| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১২

নীল আকাশ বলেছেন: কলকাতায় টাক্সি ড্রাইভারদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন। এরা অনর্থক মিটার বাড়ানোর জন্য উলটা পালটা ঘুড়াঘুড়ি করে।
লেখা চলুক।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:



সব কিছুই এই ভ্রমন কাহিনীতে বর্ননা করার চেষ্টা করব ।

ধন্যবাদ ভাই ।

১৭| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভাবী আর পরি সহ যাবেন ?
ভাল ই হবে । আমি তো ছবি তুলতে পারিনি । আপনি তুলে আনবেন আশা রাখি ।

সুরভি যাবে, আমিও যাবো। মেয়ে মনে হয় যাবে না। সে তখন অস্টেলিয়া থাকবে।
অবশ্যই ছবি তুলবো।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:


অস্ট্রেলিয়া ।

পড়তে যাবার ইচ্ছে ছিল । যদি ভাগ্যে থাকে ঘুরেও আসতে পারি ।

আশা রাখি আপনার ভ্রমন কাহিনীও আমাদের সাথে শেয়ার করবেন ।

১৮| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, আমি খোঁজ নেবো।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪২

অপু দ্যা গ্রেট বলেছেন:




ধন্যবাদ স্যার ।

১৯| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪০

তারেক_মাহমুদ বলেছেন: শুরুটা মন্দ নয়, পুরো কাহিনি শোনার অপেক্ষায় রইলাম।

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ ।

পুরোটাই দ্রুত লেখার চেষ্টা করব ।

২০| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম ।
++
শুভকামনা

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ

পরবর্তি পর্ব দ্রুত ই লেখার চেষ্টা করব ।

২১| ১৮ ই জুলাই, ২০১৯ রাত ১০:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পর্ব চলুক, আশা করছি খরচপাতি সম্পর্কেও একটা ধারনা দিবেন।
ন্যুনতম কত নিয়ে গেলে কলকাতা ভ্রমণ সম্ভব ?

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




অবশ্যই দেবো ।

তবে চেষ্টা করব আমার ও কম খরচ হয় দুটোর তুলনা করতে ।

২২| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম এর মত আমিও প্রথমে ধারণা করেছিলাম, পোস্টের শেষে পদাতিক চৌধুরি এর সাথে আপনাদের একটি যুগল ছবি দেখতে পাবো।
অনেক কিছুই বলবো বলবো করে শেষ পর্যন্ত এ পর্বে তেমন কিছুই বলেন নি। আশাকরি, পরের পর্বগুলোতে আরো কিছুটা গুছিয়ে লিখবেন।
শুভেচ্ছা রইলো....

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

অপু দ্যা গ্রেট বলেছেন:


আমারও তার সাথে দেখা করা ইচ্ছে ছিল । কিন্তু হলো না । আশা করি পরের বার দেখা হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.