![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয় বাংলা
(ম্যাডাম IELTS writing এ নির্ঘাত ৯ এ ১০ পাইব্বো. তয় listening, speaking and reading এর কথা কইতে পাত্তাম না)
প্রান প্রিয় ওবামা,
আপনে আমার আব্বা আপনে আমার আম্মা, তাইত আপনার নাম ওরে-আব্বা-অরে-আম্মা(ওবামা) ...আমরা জানি ১৯৭১ সালে স্বাধীনতার সময় আপনের দেশ ছিল অন্যতম দেশ, যারা আমাদের আত্মনিয়ন্ত্রনাধিকারের বিষয়কে স্বীকৃতি দিয়েছিল।না না আমি পাকিস্থানের কথা কইতেছিনা, আমি বাংলাদেশের কথা কইতেছি...আপনারাই তো আমার দেশ পাকিস্থান রে থুক্কু বাংলাদেশরে বাঁচানোর জন্য সপ্তম নৌ বহর পাঠায় দিছিলেন...বাংলাদেশ কে স্বাধীন করছিলেন.(মূল ভারসানঃ My country of 150 million people, located between India and Myanmar, has been independent since 1971, when the United States was one of the first nations to recognize our right to self-determination.)
.. আজ আবার এ দেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন...এ দেশের জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা প্রিয় আযম নিজামি মুজাহিত কারাগারে অন্তরিন...সরকার অন্যায় ভাবে তাদের আটকে রেখেছে...অবৈধ ট্রাইব্যুনাল দিয়ে তাদের বিচার করছে.. তারা নাকি যুদ্ধাপরাধী!!! কত বড় মিথ্যাচার!!! আমাদের দেশ কে বাঁচাতে আপনারা যেমন নৌ বহর পাঠায় দিছিলেন তেমনি তারাও মেশিন নিয়ে অস্ত্র নিয়ে মাঠে নেমে পড়েছিল পেয়ারে দেশকে বাঁচানোর জন্য... এখন নাকি তাদের বিচার হবে!! এ অরাজকতা মেনে নেয়া যায়না...৭১ এ যেমন সপ্তম নৌ বহর পাঠায় দিছিলেন ২০১৩ সালে আবার সেরকম কিছু পাঠানোর প্রয়োজন দেখা দিয়েছে...ওবামা, আপনে আমাদের বাপ আপনে আমাদের মা...৭১ এর মত আপনে তারাতারি সপ্তম নৌ বহর পাঠাইয়া এ দেশকে জালিম সরকারের হাত থেকে রক্ষা করেন...(মুলঃ Political leaders and their supporters who are being accused by a local war crimes tribunal of involvement in atrocities during the 1971 war of independence also would question Ms. Hasina’s right to the Nobel Prize.
The U.S. ambassador for war crimes has condemned Ms. Hasina’s government for trying only opponents of the regime.)
(মূল অনুবাদঃ রনি চৌধুরী)
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো হয়েছে !
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
সংকেত মাহমুদ বলেছেন: "My country of 150 million people, located between India and Myanmar, has been independent since 1971, when the United States was one of the first nations to recognize our right to self-determination. "
১৯৭১ সালে স্বাধীনতার সময় আমেরিকা আমাগো পক্ষে ছিল ?? কোন ছাগু এইডা কইছে রে ???
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
লিঙ্কনহুসাইন বলেছেন: নো কমেন্ট , আমি দেশের চাইতে নেত্রীকে বেশি ভালু বাসি , দেশ জাহান্নামে যাক নেত্রী বেচে থাক
৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
েজােজা13 বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: নো কমেন্ট , আমি দেশের চাইতে নেত্রীকে বেশি ভালু বাসি , দেশ জাহান্নামে যাক নেত্রী বেচে থাক
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
না না আমি পাকিস্থানের কথা কইতেছিনা, আমি বাংলাদেশের কথা কইতেছি...আপনারাই তো আমার দেশ পাকিস্থান রে থুক্কু বাংলাদেশরে বাঁচানোর জন্য সপ্তম নৌ বহর পাঠায় দিছিলেন...বাংলাদেশ কে স্বাধীন করছিলেন.
এই টুকু মজার উপাদায় তাই না ব্রো --- !! থার্ড ক্লাস একটা লেখা Articles টার কথা কইতাছি !!
ইহা মোটেই সস্তিকরন না দেশের জন্য !! যত সব বেকুব দিয়া দেশ পরিচালিত হয় -- তয় একটা ভালা আমরা বিয়াপুক মজা পাই !!
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
সংকেত মাহমুদ বলেছেন: "বেজি "!!!!!!!!!!! এ ভাই, হাসতে হাসতে আমি শ্যাষ, ঐ কে আছিস আমারে ধর ।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬
সংকেত মাহমুদ বলেছেন: "১৯৭১ সালে স্বাধীনতার সময় আমেরিকা আমাগো পক্ষে ছিল ।" কোন ছাগু এইডা কইছে রে ???এটা কি বেজি (নেউল!!)-ছাগু ??
তয় আমরা কিন্তু এইসব বেকুবের কথা শুইনা বিয়াপুক বিনোদন পাই !!
৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
শুভ্রাংশু বলেছেন: এই লেখায় আমার কোন ক্রেডিট নাই, সবটা বেজির ক্রেডিট
১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
হ্যারিয়ার টু বলেছেন:
ওরে-বাব্বা-ওরে-মা (ওবামা)
আপনারাই তো আমার দেশ পাকিস্থান রে থুক্কু বাংলাদেশরে বাঁচানোর জন্য সপ্তম নৌ বহর পাঠায় দিছিলেন...বাংলাদেশ কে স্বাধীন করছিলেন
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
সময়একাত্তর বলেছেন: বেগম জিয়া বোধহয় ভুলে গিয়েছেন যে '৭১ এ ইউএসএ আমাদের স্বীকৃতি দিতে চায়নি।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২
মোস্তফা কামাল পলাশ বলেছেন: ওয়াশিংটন টাইমসের লেখা খালেদা জিয়ার এই অংশটার জন্য তাকে ধীক্কার দিতে রাজি আছি তবে অবশিষ্ট অংশ গুলো খন্ডালেন না কেন?
১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
চলতি নিয়ম বলেছেন: আপনে আমার আব্বা আপনে আমার আম্মা, তাইত আপনার নাম ওরে-আব্বা-অরে-আম্মা(ওবামা) ..
লাইক ইট।
আমরা জানি ১৯৭১ সালে স্বাধীনতার সময় আপনের দেশ ছিল অন্যতম দেশ, যারা আমাদের আত্মনিয়ন্ত্রনাধিকারের বিষয়কে স্বীকৃতি দিয়েছিল।না না আমি পাকিস্থানের কথা কইতেছিনা, আমি বাংলাদেশের কথা কইতেছি...আপনারাই তো আমার দেশ পাকিস্থান রে থুক্কু বাংলাদেশরে বাঁচানোর জন্য সপ্তম নৌ বহর পাঠায় দিছিলেন...বাংলাদেশ কে স্বাধীন করছিলেন
আপনার ট্রান্সলেশন সঠিক হয় নাই। আপনি নিগ্ঘাত ক্লাস এইট পাশ করেন নাই।
১৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
লোনলিফাইটার বলেছেন: when the United States was one of the first nations to recognize our right to self-determination.
হাহালুখুগে যেমন নেত্রী তেমন তার সমর্থক
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
সামুর ডাইনোসর বলেছেন: ভাই, আপনার এই পোষ্ট সরায়ে দিব। গতকাল আমার পোষ্ট সরায়ে দিয়েছিল। সামু ইদানিং জামাত-শিবিরের সমালোচনা মোটেই সহ্য করছে না।
শেখ হাসিনার বিরুদ্ধে পোষ্ট দেন সামু সেটা নির্বাচিত পাতায় রাখবে।