নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুভ্র

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই

শুভ্রাংশু

জয় বাংলা

শুভ্রাংশু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন বাংলা গেরিলা স্কোয়াড থেকে বলছি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩





বাংলাদেশের সংগ্রামী জনগণ, ঘোষণা দেয়া হচ্ছে যে- আর শ্লোগান নয়, আর গণসংগীত নয়, আর পোস্টার-ব্যানারের ফুলঝুরি নয়। এখন যুদ্ধের সময়। সরকার-প্রশাসন-পুলিশ, এরা তাতে চুড়ি আর মেহেদি পরে বসে আছে। ১৯৭১ এর ২৫ মার্চ রাতে যেভাবে পাক বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পরেছিল, ঠিক তেমনি ভাবে আজ দিনের আলোতে তাদের দোসররা আমাদের উপর ঝাঁপিয়ে পরেছে। আমাদের দেশ-কে তাই আবার স্বাধীন করতে হবে। রক্ষা করতে হবে আমাদের প্রথম স্বাধীনতা-র সম্মান। আমাদের সার্বভৌমত্ব আজ ক্ষুন্ন। রক্তের কসম করে বলছি- দেশ স্বাধীন না করা পর্যন্ত ক্ষান্ত হবো না।



প্রতি এলাকায় স্বাধীন বাংলা গেরিলা স্কোয়াড গড়ে তুলুন। যার যে অস্ত্র আছে, শক্রুকে ধ্বংস করতে ঝাঁপিয়ে পড়ুন। দরকার হলে আরো অস্ত্রের যোগান হবে। আজ ঐ নরপশুর বেজন্মার দল আমার প্রিয় মার্তৃভূতির পতাকা পুড়িয়েছে এই দেশমায়ের বুকে। আজ তারা শহীদের রক্ত মাখানো শহীদ মিনার ভেঙেছে। ধর্মকে তারা কুলশিত করেছে। বাংলার মা-বোনে ইজ্জত-কে তারা আবারো কুলশিত করতে আগ্রাসী।



জামাত-শিবিরের-কে আজ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তাদের সকল প্রতিষ্ঠান-কেও নিষিদ্ধ ঘোষণা করা হলো। জামাত-শিবিরের পক্ষে থাকলে কোন রক্ষা নেই। এই হুশিয়ারি উচ্চারণ করছি।



স্বাধীন বাংলা গেরিলা স্কোয়াড



জয় বাংলা! জয় বাংলা!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

মশামামা বলেছেন: ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

আশিক মাসুম বলেছেন: মশামামা বলেছেন: ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।


সহমত

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

তামীম বলছি বলেছেন: নতুন রক্ষীবাহিনী?

জামাত শিবির এমনিতেই শেষ হয়ে যাবে। ওদের চক্রান্ত কখনোই সফলতা পাবে না। কিন্তু এই ধরনের কর্মকান্ড দেশকে অরাজকতার দিকে নিয়ে যাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

শুভ্রাংশু বলেছেন: মুক্তিবাহিনী কি রক্ষীবাহিনী ছিল? আপনে এক কাম করেন। একটা ছাগল হাতে নিয়া গান্ধির মতন খাড়ায়া থাকেন গিয়া

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

সাউন্ডবক্স বলেছেন: ফাঁসির দাবি আমাদের আসল দাবী এইটা মনে রাখতে হবে।

এইটা কেও ভুইলা জাবেন না আশা করি। আগে এইটা নিয়া আমরা চিন্তা করি। আর জামাত-শিবিরের অরাজকতার কথায় আমার মনে হয় পরে আসলে ও চলবে।

অন্তত এখন জামাত শিবির কে আমাদের পু*** মধ্যে আঙ্গুল দিতে বাদ্ধ না করাটাই ভাল যেহেতু তাদের অপরাধ টা আমার কাছে অন্তত সরকার দলিয় নিরজাত থেকে কম ই মনে হয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

শুভ্রাংশু বলেছেন: ৭১ পরবর্তীতে তেনাগ যেমনে দুধ কলা দিয়া রাখা অইছিল তেমন দশাই হবে নইলে

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

সাউন্ডবক্স বলেছেন: আমি আরেকটা কথা মানে বুঝি না। হয়তো ছোট মানুষ দেখে। জামাত শিবিরের মিছিলে পুলিশের বাধা দেয়ার দরকার টা কি ?? ওদের কে অদের মত মিছিল করতে দেক পুলিশ ব্যারিকেট দিয়ে??

তার মধ্যে আবার নামিয়ে দেয় ছাত্রলীগ।

এর পর ও যদি তারা এটাক করে তবে গুলি চালিয়ে মেরে ফেলা হোক।।

রাস্তায় কি গ্যাঙ্গাম হুদাই লাগে নাকি। এখন আবার সাধারন মানুষ রাস্তায় নাম্বে জামাতে সাথে মারামারি করতে। আজব ব্যাপার। সরকার কি করতে আছে???

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

শুভ্রাংশু বলেছেন: পুলিশ সিলেটে তেনাগ মোটেও বাধা দেয়নাই। তারাই শহীদ মিনার নিজ উদ্দ্যেগে ভাংছে। লালনের ভাস্কর্য তারাই নিজ উদ্যেগে ভাংছে।
ছাগুগুলার মতন কথা না কইলে খুশি হব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.