![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জয় বাংলা
কয়টা হাত
গুটিকয় পা
হলুদ মস্তকের আনাগোনা
সব আছে হেথায়
চুমু খেতে মন যায়।
দেবে কি?
লাখ টাকার বিনিময়ে
দাওনা ঐ চুমুটা আমায়
নেতার জিবাটা টেনে
চুমুটা দেবে কপালে
আমলনামা সব সহি হয়ে যাবে
কয়টা হাত
গুটিকয় পা
হলুদ মস্তকের আনাগোনা বেড়ে যাবে
যাবে? যাক!
এমনতর চুমু
প্রতিবেলা দেয় আমার নেত্রীরা এসব নেতাদের কপালে।
এরপরে,
নেতাদের চুমু নেই আমরা
চুমুর বন্ধন যেন লাশ দিয়ে সাজানো মানব বন্ধন থেকেও দীর্ঘতর!
চুমু থেকে দুর্ঘন্ধ আসে?
লাশের গন্ধ হয়ত
নিচে তাকাতে কে বলেছে?
উপরে দ্যাখ হারামজাদা
চুমু-নেত্রী আর আমার নেতারা।
বগল বাজা
দুমুঠো অন্ন পেয়ে
ঈশ্বরকে আজ নিকুচি করি।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১
পেন্সিল চোর বলেছেন: নিজে করেন যুবলীগ, বিয়ে করেছেন বিএনপি নেতার মেয়েকে।
হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করে চার তলা রানা প্লাজা গড়ে তোলেন বিএনপির সময়ে, আর সে চার তলা অনুমোদন ছাড়া নয় তলা করেন আওয়ামীলীগের সময়ে।
রানাকে পালাতে সাহায্য করে আওয়ামীলীগের মুরাদ জং, আর ভারত পাড়ির সময় রানাকে আটক করা হয় স্থানীয় বিএনপি নেতার বাড়ী থেকে।
উপসংহারঃ রানারা কোনো দলের নয়, আবার প্রয়োজনের সময় রানারা সব দলের। প্রধানমন্ত্রী এখন যুবলীগের তালিকায় রানাদের খুঁজে পাননা, বিরোধীদলীয় নেত্রী আজ চিনেন না টোকার সাগরকে, কিন্তু যখন দরকার হয় দেশব্যাপী হাজারো রানা-সাগরদের আপনারাই তৈরী করেন। আপনারাই রানার বাবা-মা, আপনারাই রানার পৃষ্ঠপোষক, আপনারাই আজ একেক জন রানা।
৩| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২০
ব্লগার সুফি বলেছেন: এক চুমুতে এত লাশ !
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৮
কাজী দিদার বলেছেন: শালা কুত্তার বাচ্ছা কুত্তা র কপালে চুমা না দিয়ে ঝাটার বারি দেওয়া উচিত