নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা ২০২১

অর্কমানিক

পাওয়ার থেকে না পাওয়ায় প্রত্যাশা করি............এখনো স্বপ্ন খেলা করে তোমার---------------অপেক্ষায়......................তুমি আসবে এক নতুন আগমন বার্তা নিয়ে আমাদের মাঝে এক নব প্রজন্মের প্রত্যয় নিয়ে তোমার অপেক্ষায় আজ ও যেগে থাকি তুমি আসবে ! ১০-০৫-২০১৪

অর্কমানিক › বিস্তারিত পোস্টঃ

নতুন অতিথীর আগমন সামাজিক দায় বদ্ধতা অনেক বেশি

২৭ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৬

মহান আল্লাহর অশেস মেহের বানি ১০-০৫-২০১৪ইং আজ আমি একজন পরিপূর্ন মানুষ আল্লাহতালা আমাকে যে নিয়ামত দান করেছেন আমি যেন তার সঠিক দায়িত্ব পালন করতে সক্ষম হই। আল্লাহ্ আমাকে ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছেন আমি আজ ধন্য জীবনের ঘটে যাওয়া নানা ঘটনার মাঝে আমি যাহা হারিয়েছি আবার পুনরায় তাহা ফিরেও পেয়েছি আল্লাহর অশেষ মেহের বানী বাবা মারা যাবার ১বছর এর মধ্যে আল্লাহ তালা আমাকে বাবা ডাকার ব্যবস্থা করেদিলেন। আমার বাবা মারা যায় ২২-০৫-২০১৩ইং তারিখে আর আমার সন্তান জন্ম গ্রহন করেন ১০-০৫-২০১৩ইং তারিখে । বিধাতার কি অশিস রহমত যে মাসে বাবাকে হারিয়েছি ঠিক সেই মাসেই আবার সন্তানকে পেয়েছি তারিখটা বড়ই আনন্দের এবং বেদনার ২২-০৫-২০১৩ এবং ১০-০৫-২০১৪ বিদায় এবং আগমন মাঝখানে ব্যবধান ১২ দিনের । হারানোর বেদনা আর নতুনের আগমন সব মিলিয়ে আমি একটা কঠিন সময়ের মধ্যেদিয়ে কাটিয়েছি সুখ এবং যন্ত্রনা ময় সময় গুলো আমাকে সাহস এবং সহযোগীতা করার মতো আল্লাহ ছাড়া আর কোন মানুষ আমার পাশে এসে দাড়ায়নি এমনকি আমার আপনজন ও না নানান প্রতিকুলতার মাঝে আমি নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।



কিন্তু আমার আপন চাচা বাবার একমাত্র ছোট ভাই সেই চাচাই আমার আজ প্রতিপক্ষ সে একজন স্কুল শিক্ষক । আমি বুঝতে পারিনা সে কেমন করে আমার সাথে এমন আচারন করতে পারে। দাদার সম্পদ সমান তিন ভাগে ভাগ করার কথা বলাতেই চাচা আমার সাথে আজ অনেক খারাপ আচারন করেন। চাকরির সুবাদে আমি আজ ঢাকাতে থাকি আমি বাবার একমাত্র সন্তান বাড়িতে আমার মা আর ছোট বোন থাকে তাদের সাথেও খারাপ আচারন করেন।



চাচা আর দুই ফুপুকে আমার বাবার সম্পত্তির সঠিক অংশ ভাগ করে দিতে বলেছি বলেই আজ চাচা আমাদের সবার উপর খিপ্ত সে অধ্যবধি দাদার সকল সম্পত্তি একাই ভোগ দখল করে আসিতেছে। কিন্ত আমার দাদা মারা য়ায় আজ থেকে ৭ বছর আঘে আমার বাবাও মারা গেছে ২২-০৫-২০১৩ইং সালে কিন্ত আমার চাচা কিছুতেই আমার দাদার সম্পত্তির সঠিক হিসাব আমাকে আমার বাবার প্রাপ্ত অংশ বুঝিয়ে না দিয়ে সে তার চাচাতো ভাইদের সাথে এক হয়ে আমাকে এবং আমার মা বোনকে নানান ভাবে মানসিক যন্ত্রনা ও হয়রানি করে আসিতেছে।



জানিনা এই সমস্যা থেকে কিভাবে নিজেকে মুক্ত করব সমাজ সভ্যতা আইন বলতে কি কিছুই নেই যে আমার অধিকার রোধ করবে আবার আমার উপর মানসিক যন্ত্রনা ও নানা সমস্যা তৈরি করবে। আমি বুঝতে পারিনা সেএকজন শিক্ষক হয়ে কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে সম্পদের জন্য এতোটা নিচে নামতে পারে যে আপন ভাতিজার অধিকার বরচিত করার জন্য সে তাঁর চাচাতো ভাইদের সাথে নিয়ে আমার মা বোন কে মানসিক যন্ত্রনা ও সামাজিক সমস্যা তৈরি করে।

আমাদের পরিবার একটা শিক্ষত পরিবার পরিবারের বেশি সংখ্যাক সদস্যই শিক্ষক ,প্রভাষক , অথচ তাদের মন মানসিকতা এতোটাই নিচু যে সেই পরিবারের আমিও একজন সদস্য পরিচয় দিতে নিজেকেই ঘিন্যা হয়। জানিনা তারা কোন শিক্ষাই শিক্ষিত ভাবতেই অবাগ লাগে অধিকার কথাটার অর্থটাকি আদও তাঁরা জানে যদি জানে তাহলে এমন বৈসম্য কেন তৈরী করছে আমার সাথে ।



আমি আমার বাবার একমাত্র সন্তার আমার বাবা মারা যাওয়ার ১ বছরের মধ্যে আমার চাচা যাহা করেছে আমার পরিবারের সাথে তাহা এই স্বাধীন সভ্য সমাজে হয় ভাবতেই অবাগ লাগে ! আরও অবাগ লাগে সেই চাচা একজন হাইস্কুল শিক্ষক সে সমাজের তরুন সমাজকে কি শিক্ষা দিবে সম্পত্তির হিসাব আমি একটু কম বুঝি কিন্তু এতোটুকু বুঝি যে আমার দাদার ২ ছেলে ২ মেয়ে অংশিদার সূত্রে সম্পত্তির ৩ ভাগ হবার কথা । কিন্তু আমার চাচা এই সহজ হিসাবটা বুঝতে অসুবিধা কোথাই বুঝতে পারছিনা ।



সচেতন ব্লাগারদের দৃষ্টি আকর্ষন করছি আমকে আপনারা একটু সহযোগীতা করবেন আমি আসলে এখন কি করব আমার দাদারা ৪ ভাই আমার দাদা ১ম দাদা মারা গেছে আসার দাদার ২ ছেলে ২ মেয়ে আমার বাবা ১ম আমি আমার বাবার একমাত্র সন্তান। দাদার আরও ২ ভাই জিবীত আছে তাদের সাথে আমার চাচা একত্রে হয়ে আমাকে নানা ভাবে হয়রানি করছে। আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে নানান তালবাহানা করছে। আসলে এই মূহুতে আমি কি করতে পারি ঠিক বুঝতে পারছিনা। কারন আমি ঢাকাতে থাকার কারনে তাঁরা বেশি সুবিধা পাচ্ছে আর একের পর এক আমার পরিবারের সাথে খারাপ আচারন করছে। আমি কি আইনের আশ্রয় নিব নাকি সামাজিক ভাবে পারিবারিক ভাবে আগে অনেক বার বিচার শালিস হয়েছে তারা সময় ছেয়েছে এভাবেই সমাজের প্রতিনিধিদের বুঝিয়ে সময় পার করছে। আর আমার পরিবারের সাথে খারাপ আচারন করছে।



নতুন অতিথীর আগমন সামাজিক দায় বদ্ধতা অনেক বেশি শিরোনামে আমি যে কলাম লিখছি তাহা আসলেই অনেক কঠিন কারন আমার পরিবারের বিরুদ্ধে আমাকে দাড়াতে হচ্ছে চাচা প্রতিপক্ষ হিসাবে জানিনা আসলে আমার কি করা উচিত যদি আমি চুপচাপ থাকি তাহলে আমাকে এভাবেই সারা জীবন বনচিত হতে হবে । আবার প্রতিবাদ করলেও নানা সমস্যার সমুখীন হতে হবে তাই বলে কি আমি আমার অধিকার থেকে ফিরে আসব এই স্বাধীন বাংলাদেশে ?.........

বিবেক বান মানুষে কাছে প্রশ্ন আসলে আমি এখন কি করব নতুন প্রজন্মের জন্য আমাকে যে কিনা আমার উত্তরসরী.................................!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


তবু যতটা সম্ভব দেখুন পরিবারের সবাই মিলে আলোচনা করে সমাধান করা যায় কিনা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.