![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহামরি কিছু না...............আমি অন্য কারো হাতর ভেতর এক মুঠো ছাই.. আমি অন্য কিছু নই, আমি সবাই.
টয়োটা ব্র্যান্ডের জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম হচ্ছে করোলা এক্সিও(Corolla Axio) যা সেডান কারের জগতে অনন্য নাম।
বর্তমানে ইঞ্জিন, গিয়ার বক্স ও চেসিস একই থাকলেও গাড়ির কমফোর্ট লেভেল এবং সুযোগ সুবিধা অনুযায়ি এক্সিও গাড়ি মূলত চারটি গ্রেডের হয়ে থাকে; এগুলো হচ্ছে
১)এক্সিও এক্স (Axio X)
২)এক্সিও এইচআইডি লিমিটেড(Axio-HID limited)
৩) এক্সিও জি (Axio G)
৪) এক্সিও লাক্সেল/লুক্সেল (Axio Luxel)
## এক্সিও এক্স (Axio X):
(এক্সিও এক্স (Axio X) হচ্ছে এক্সিও সিরিজের বেসিক গাড়ি )
->> এক্সিও এক্স (Axio X)গাড়িতে বেসিক যেসকল সকল সুযোগ সুবিধাগুলি অন্তর্ভুক্ত হয়েছে তা হচ্ছে ,অটো সিভিটি-গীয়ার,পাওয়ার স্টিয়ারিং,ব্যাক ক্যামেরা,সেন্ট্রাল লক ইত্যাদি।
এক্সিও এইচআইডি লিমিটেড(Axio-HID limited:
->> এইচআইডি লিমিটেড ভার্সনে থাকবে: প্রজেকশন হেড লাইট, জি লিমিটেড-এর প্রায় সব সুবিধাই পেতে পারেন,
->> তবে কোন ভার্সনেই প্যাসেঞ্জার সীট-এর কাপ হোল্ডার থাকবে না।
## এক্সিও জি (Axio G):
->> জুনের আগে তৈরি এক্সিও জি (Axio G) গাড়িতে: যে সুবিধা পাবেন তা হচ্ছে সফট টাচ এসি/ অটো এসি/অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি,কাপ হোল্ডার এবং আরপিএম মিটার।
->>২০১২ জুলাই পরবর্তি মডেলের গাড়িতে: প্রজেকশন হেড-লাইটও থাকবে। এতে উডেন প্যানেল, উডেন স্টিয়ারিং,এবং পুশ স্টার্(থাকতে পারে) ইত্যাদি।
## এক্সিও লাক্সেল/লুক্সেল (Axio Luxel):
->> এই গ্রেডের গাড়িতে G limited- এর সুবিধাগুলো যেমন উডেন পেনেল, উডেন আর্ম রেস্ট,প্রজেকশন হেড লাইট তো থাকবেই, আরো থাকতে পারে উডেন আর্ম রেস্ট,প্রজেকশন হেড লাইট, উডেন মিডিয়া বক্স, ফগ লাইট ইত্যাদি। Luxel গাড়ির সিগনেচার সাইন হচ্ছে এর বিশেষ ফ্রন্ট গ্রিল।
->>তবে এর Interior Design অসাধারন।
@ টয়োটা এক্সিও-র এগারোতম জেনারেশনের অর্থাৎ ২০১২ এর নিউ শেপের জি লিমিটেড ও luxel গাড়িতে অতিরিক্ত ফিচার হিসেবে কিছু অপশনাল আলাদা নিরাপত্তা বৈশিষ্ট্য পেতে পারেন। যেমন: ইন্টিলিজেন্ট পার্কিং অস্সিস্ট সিস্টেম গাড়ির আশেপাশের অবস্থার ওপর নির্ভর করে পার্কিং করতে সাহায্য করে।
*** আমাদের দেশে অবশ্য X গ্রেডের গাড়ি ক্রেতাই বেশি। এ কারনে Gগ্রেডের গাড়ি কম আসে এবং জি লিমিটেড ও Luxel গ্রেডের গাড়ি আসে না বললেই চলে।
দরদামঃ বাংলাদেশে ফিচার,মাইলেজ,তৈরির সাল ইত্যাদির উপর নির্ভর করে ২০১৩ সালের বিভিন্ন মডেলের রিকন্ডিশন্ড টয়োটা এক্সিও এর দাম ১৬.৫০ লাখ থেকে ২১.৫০ লাখ টাকার মত হতে পারে। ২০১৩ সালের পরের মডেলের গাড়ি দাম আরো বেশি হতে পারে
©somewhere in net ltd.