নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধাহীন

;)

অসামাজিক!!!

সমাজের বাইরের মানুষ

অসামাজিক!!! › বিস্তারিত পোস্টঃ

নগর ঐতিহ্যের সেই "ঢাকা গেট"

২৪ শে জুলাই, ২০১১ রাত ১২:২০



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও দোয়েল চত্বর হয়ে তিন নেতার মাজারে যেতেই চোখে পড়ে দীর্ঘকায় তিনটি হলুদ রঙের তোরণ। এই তোরণটি ঐতিহাসিক ঢাকা গেট। মুঘল আমলে মীর জুমলা গেটটি নির্মাণ করেন। অনেকের কাছে এটি মীর জুমলার গেট হিসেবে পরিচিত। সাধারণত মানুষের কাছে নগরের প্রবেশদ্বার ফটক হিসেবে পরিচিত। ভারতবর্ষের প্রাচীন ফটকের উদাহরণ হিসেবে খ্রিস্ট-পূর্বাব্দের সাঁচি স্তূপের তোরণ, সুলতানি আমলের কুয়াতুল ইসলাম মসজিদের আলাই দরজা বা আধুনিক নগরের প্রতীকী প্রবেশদ্বার হিসেবে দিলি্ল গেট উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত। ঢাকা গেট রাজধানীর জন্য একটি গুরুত্বপূর্ণ তোরণ, যা নির্মাণ করা হয়েছিল ঢাকাকে রক্ষা করার জন্য। ঢাকা গেটের নিদর্শন আজও রয়েছে কিন্তু উপরের ছবির সঙ্গে হয়তো মিল নেই। পাশের ছবিতে দেখা যাচ্ছে ছয়টি হাতি ঢাকা গেট দিয়ে প্রবেশ করে আজকের বাংলা একাডেমী, টিএসসির দিকে এগিয়ে আসছে। ঢাকা গেটের কাছে আজ আর হাতি দেখার সুযোগ নেই। আধুনিক নগর নির্মাণের কারণে মুছে গেছে ঢাকার আগেকার ঐতিহ্য।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.