![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় যদি মৃত্যু হয়, তবে জেনো আমি মৃত
চন্দ্রাবতী...
আমি মাতাল হবো
তোমার নেশায়
নেশাগ্রস্থ এই আমায় তুমি ঠেলে দিওনা
পরিত্যাক্ত ঐ প্রেমে
আমি উত্তাল সমুদ্রের মাঝে নির্দ্বিধায়
বিসর্জন দেবো
লক্ষ বছরের পুষে রাখা বিপ্লব
ছেড়ে দেবো খুনি ঘোড়ার লাগাম
লাগামহীন হয়ে দাপড়ে বেড়াবে পৃথিবীর বুকে
এতে যদি রাষ্ট্র বিলীন হয়ে যায়
কিংবা মৃত্যু ঘটে এই সভ্যতার
তবে তার দায়ভার আমাকে দিও না
তুমি বরং ছাদের কার্ণিষে এসে
চন্দ্রপানে চেয়ে চন্দ্রাবতী হয়েই থেকো
আমি মাতাল হবো
তোমার নেশায়......
"২৩ ফেব্রুয়ারি ২০১৬"
৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৫২
ওমর সাঈদ বলেছেন: ভালোবাসা রইলো
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে। ভাল থাকুন কবি।