![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটাই দেশ, বাংলাদেশ।
আরেক বসন্ত এসে গেল
আরেকটি বছর কেটে গেল
সঙ্গীহীনা
আমার তো ইচ্ছে হয় কার সাথে কথা বলি
ভালবাসার কথা, জীবনের কথা
তাকে নিয়ে কবিতা লিখি
তাকে জীবনে অংশ বানাই
৩৫ বছর কেটে গেল তুমি বিনা
বাঁচব আর কত দিন জানি না
সে কয় দিন আমার জীবন কি শূন্যই থেকে যাবে ?
স্বার্থপর এই পৃথিবী তাদের স্বার্থই দেখে
আমার নিঃসঙ্গতা দেখে না।
মার আদর্শ সন্তান
বোনের পড়ার খরচ দেওয়ার ভাই
মৃত বাবার সেবাকারী ছেলে
এই তো পরিচয়
আর কি কোন পরিচয় হবে না
সেরা প্রেমিক-আদর্শ স্বামী-স্নেহময় পিতা
নাকি শুধু ব্যর্থ কবি?
১১-২-১৪
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
রাজসোহান বলেছেন: ভুড়ি কমান, খাটের সাইজ বড় করেন, আশা করি ব্লগ থেকে কেউ সাড়া দিবে
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: আরেক বসন্ত এসে গেল
আরেকটি বছর কেটে গেল
সঙ্গীহীনা
আমারও একই কথা ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
হাসান মাহবুব বলেছেন: কোবতে আর কি পড়বো ভউচ ছবি দেখে হয়ে গেছি বাকশাল (ছন্দ না মেলার জনয়ে দুঃখী)